নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে
সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীররাতের জাগায় লাগে......
প্রায় প্রায়ই মর্মে এমন সব রঙ লাগে আমার। যদিও মনে রঙ লাগালাগি শব্দটা ফানি বা ব্যাঙ্গার্থেই ব্যাবহৃত হয় তবুও এই আজগুবী সব রঙের খেলা খেলবার সময় আমি সদা ও সর্বদা কেনো যেনো রবিঠাকুরের প্রিয় গানের এই দুটি লাইনই গুন গুন করি।
যাই হোক বসন্তের এই মাতাল সমীরণের মন উচাটন দিনে এত এত হরতাল, স্কুল বন্ধ, গৃহবন্ধি অবস্থা, নো শপিং, নো ঘুরাঘুরি কার আর ভালো লাগে? আর এইসব হানাহানি মারামারির মাঝে মনে রঙ লাগবেই বা কি করে? তাই সব দুঃখ কষ্ট আর বেদনা ভুলে যেতেই খুলে বসলাম আমার রঙের ঝাঁপি। পেপারে, ক্যানভাসে, পটারীতে, কাপড়ে, দেওয়ালে, হাতে মুখে চোখে অনেক রঙ করা হলো, অনেকদিন গ্লাসের উপর আঁকিবুঁকি করিনা। কাজেই গ্লাসপেইন্ট ভুতটাই হঠাৎ মাথায় চেপে বসলো।
এখন গ্লাস পাই কোথায়? জানালার গ্লাসেই আঁকতে বসে যাবো নাকি আলমারীর গ্লাসই খুলে নেবো ভাবছিলাম। যাইহোক শেষ মেশ সমাধান হলো, বাসার কাছেই একটা গ্লাসের দোকান যেটা হরতালেও খোলা থাকে সেখান থেকে কিনে আনলাম ৮x৯ আর ১০x১২ সাইজ গ্লাসগুলো। আর তারপর পছন্দের ছবিগুলোর উপর গ্লাস রেখে তার উপর গ্লাস পেইন্টের আউটলাইনটা দিয়ে একে ফেললাম আউটলাইনগুলো। এরপর আউটলাইন ভালোমত শুকানোর জন্য অপেক্ষা। পরদিন মনের মত রঙ ঢেলে ঢেলে আর তাতে গ্লিটার্স ছড়িয়ে বানিয়ে ফেললাম আমার মনের মাধুরী মিশিয়ে নানান সব চিত্রকর্ম।
আমার সপ্তবর্ণা গরবিণী ময়ুরী!!!!
আমার রাজকুমারী চিত্রামালা।
নৃত্য গীত পটিয়সী অপ্সরী, কিন্নরীদের বোন।
উর্বশী অথবা মেনকা
ফুলের সাজে বনদেবী।
আমার পল্লীবালার ঘাঘরী-চোলি, ওড়নায় রঙ ঢেলে তাতে ছড়িয়ে দিলাম ঝিকিমিকি গ্লিটারস।
আমার কুংফু পান্ডা।
আমার মত যারা হরতালে বাসায় বসে বসে বোর হয় তাদের জন্য বা আমার প্রিয় ভাইয়া আপুনিদের পিচ্চু পাচ্চি বাবুগুলি যারা এখনও আন্টিমনির মত এইসব আজগুবী কাজগুলি করার সুযোগ পায়নি আমি তাদেরকে শিখিয়ে দিতে পারি কেমন করতে হয় আমার মত অং বং গ্লাস পেইন্ট।
গ্লাস পেইন্ট রেসিপি-
উপকরণঃ
১. গ্লাস পেইন্ট বক্স- এটার সাথেই রঙের আলগা ক্যাপসহ ছোট ছোট বোতলগুলো আর একটা আউটলাইনার থাকে। গুলশানের বই বিচিত্রা, গাউসিয়া রঙ বিতান বা নিউ মার্কেটের মর্ডানে পাওয়া যায়।
২. গ্লাস- যেমন ইচ্ছে তেমন সাইজ। গ্লাসের দোকানে গিয়ে কাঁটিয়ে আনতে হবে। এই ঝামেলা না চাইলে পানি খাবার গ্লাস, ভাত খাবার প্লেট, তরকারীর বাটি অবশ্যই সেসব ট্রান্সপারেন্ট হতে হবে। চিনামাটিতে বা সিরামিকেও করা যায় তবে সে আবার অন্য ঝামেলা। যাইহোক দরজা জানালার কাঁচ বা আলমারীর গ্লাসও ইউজ করা যেতে পারে।
৩. ছবি - যে কোনো পছন্দসই ছবি।
৪. গ্লিটারস বা নানা রকম পুঁতি চুমকি, জরি।- ডেকোরেশনের জন্য।
প্রণালীঃ
যে কোনো পছন্দসই ছবিটা গ্লাসের নীচে রেখে এঁকে নিতে হবে আউটলাইন দিয়ে। ২৪ ঘন্টা শুকানোর জন্য ওয়েট করতে হবে। আমি অবশ্য দুইঘন্টাও করিনা। তারপর পছন্দমত রঙ ঢেলে ঢেলে ছবিতে আঁকা প্রাকৃতিক দৃশ্য বা আমার মত মনুষ্যদৃশ্য ফুটিয়ে তুলতে কাপড়, গয়না, হাত মুখ পা রাঙিয়ে দিয়ে হবে। এরপর গ্লিটারস, সিকোয়েন্সে ডেকোরেট করে ফেলা।
এখন ফ্রেমকরে টেবিলে সাজিয়েও রাখা যায়
বা দেওয়ালে ঝুলিয়েও দেওয়া যায়।
অবশ্য আমার এই ছবিটা বুকিং হয়ে গেছে রিমঝিমনির কাছে। তবে বাকীগুলো আমি সব অনিন্দিতামনিকে দিয়ে দিলাম।
আর কুংফু পান্ডাটা ইখতামিন ভাইয়াকে।
আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,
পাষান গুহার কক্ষে নিঝর ধারা জাগে...
মেঘের বুকে মেঘের যেমন মন্দ্র জাগে
বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে
তেমনি আমায় দোল দিয়ে যাও
কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥
.......................................
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে.......
রাঙিয়ে দিয়ে যাক রঙগুলো সব সবার মনে.............
একই শিরোনামে আরও একটি অনেক আগের পোস্ট
http://www.somewhereinblog.net/blog/Ochinpakhi/28979720
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
শায়মা বলেছেন: হা হা
বোকামনভাইয়া থ্যাংকস থ্যাংকস থ্যাংকস!!!!
২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার একটি গ্রুপ আছে 'রবীন্দ্র বচন'
প্রতিদিন অন্তঃত দুই তিনটা রবীন্দ্র উদ্ধৃতি এখানে জমা রাখি।
পরে পড়া যায় বলে
ওই গ্রুপের কাভার পিকে আপনার শিরোনাম টা আছে।
https://www.facebook.com/groups/rabindrabachan/
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!!!
আমার প্রিয় গান!!!
সাথে নাচটাও প্রিয়।
এই নাচের আমার একটা ভিডিও আছে।
কই যেন হারায় গেছে।
আহা যদি শেয়ার করা যেত এইখানে কত্ত ভালোই না হত।
৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
ইখতামিন বলেছেন:
২য় ভালো লাগা দিতে কস্ট হইল
পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম.
আগামী বৎসর পড়বো.
ছবি গুলো খুব ভালো লাগলো.
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
শায়মা বলেছেন: আগামী বছর!!!!!!!!!!!!!!!!!!!!
তুমি যে কুঁড়ের বাদশাহ জানতাম না ভাইয়া।
৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি সবগুলোই অসাধারণ। এত গুণ! আমাদের কিছু ভাগ দেন। হাঃ হাঃ হাঃ
আমি ভাষা হারিয়ে ফেলেছি, দেখি ডিকসনারি ঘেটে কিছু আগে শিখে আসি, তারপর লিখবো।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: ভাগাভাগি লাগবেনা ভাইয়া।
সব দিয়ে দিলাম তোমাকে।
৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
টানিম বলেছেন: কার যেন চম্পক আঙুল দেখলাম !!! বড়ই ভালো লাগলো । চমৎকার পোস্ট । ভাল লাগা জানিয়ে চলে গেলাম ।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
শায়মা বলেছেন:
ভাইয়া থ্যাংকস অনেক অনেক!!!
আমার অং বং গ্লাস পেইন্টিংগুলি দেখার জন্য।
৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা ও কারুকাজ
যেমন ছবি তেমন ভাষার সাজ
সুন্দর লাগল
সায়মা
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।
৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
মামুন হতভাগা বলেছেন: রাঙিয়ে দিয়ে যাক রঙগুলো সব সবার মনে.............
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২
শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া।
এত হরতাল আর গৃহবন্দিত্ব আর কত ভালো লাগে বলো?
৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
তন্দ্রা বিলাস বলেছেন: ওরে কত্ত কিছু পারে রে! আপু আমাকে শিখাবেন?
কেমন আছেন? ভাল নিশ্চয়! খুব ভাল।
পোস্টে ভাল লাগা জানালাম।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: খুব ভালো না তবে ভালো আছি
খারাপ থাকলে কি চলবে???
ভালো থাকার চেষ্টা করতেই হবেই।
তুমি কেমন আছো আপুনিমনি!!!!!!!!!
৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহারে সবাইরে সব দিয়া দিলেন
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: না না তুমি যেটা চাও নিয়ে নাও ভাইয়া।
১০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহারে সবাইরে সব দিয়া দিলেন
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
শায়মা বলেছেন:
১১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
মাহবু১৫৪ বলেছেন: উফফফ!!! আপু, আপনার গুণের শেষ নাই। সব কাজের কাজি আপনি।
অসাধারণ পেইন্ট করেছেন
ভাল লাগা রইলো
+++++++
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: হা হা হা
আমি সকল(অং বং) কাজের কাজি
আসল কাজে অকাজি।
কেমন আছো ভাইয়ামনি?
বাংলাদেশে কি এসে গেছো???
১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: valo laglo
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, খুব চমৎকার ।
আমার রং এ যাও হারিয়ে,
হারিয়ে যাও- তুমি ||
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া তোমার রঙ আছে নাকি!!!!!!!!!!!!!
জানতাম না তুমি রঙের টিউব।
ভেবেছিলাম শুধু সাদাকালো ভুত।
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬
আশিক মাসুম বলেছেন: ভালতো , ভালনা ??? ছবি দেখতে আইসা বিনা পাত্তিতে পরীর হাত দেখলাম । ইনশাল্লাহ একদিন আস্ত প্রিতাই দেখুম ততদিন বাচুম কিনা কে জানে
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
শায়মা বলেছেন: ভাইয়া বাঁচলেও কানা হয়ে যাবা নির্ঘাৎ।
কাজেই নো দেখাদেখি।
জানোনা পরী দেখলে চোখ কানা হয়ে যায়।
আমি কি আমার ভাইয়াটার চোখ কানা হয়ে যেতে দিতে পারি!!!
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
অনীনদিতা বলেছেন:
আপু................
আমি কিছুই বলতে চাইনা তোমাকে।কোন ধন্যবাদ ও দিতে চাইনা।
খুব বেশি খুশি হলে নাকি মানুষ কেঁদে ফেলে।আমি কাঁদবোও না আপু।
শুধু একটি কথা বলি,
অনেক অনেক দিন পর মনে হলো আমার বোনের আদর পেলাম
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯
শায়মা বলেছেন: আপুনিমনি!!!
লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!
১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার চিত্রকর্ম।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
আমি সাজিদ বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
শায়মা বলেছেন: এত বড় ++++++++++++++++++++++!!!!!!!!!!!!!!!!!!
তোমাকে অনেক অনেক থ্যাংকস পিচকিভাইয়া।
১৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
++++++
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
শান্তা273 বলেছেন: বড়ই সৌন্দর্য্য!
চিত্রকর্ম গুলো দেখে মুগ্ধ হলাম!
রাঙিয়ে দিল রঙ গুলো সব আমার মনে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: তোমার মনে রাঙিয়ে যাক লাল নীল হলুদ সবুজ রঙ
২০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০
ইখতামিন বলেছেন:
আরে রে রে.......
আমাকে দেখি গিফটও দেওয়া হয় আজকাল.
নাহ. কালকেই পড়বো.
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: ও এতক্ষন ফাঁকিবাজি করেছো????
২১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
টুনটুনি সুখি বলেছেন: অসাধারন , চমৎকার চিত্রকর্ম ,
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ টুনটুনিমনি!
২২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
ইখতামিন বলেছেন:
... ১০০১ তম ভালো লাগা.
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: ১০০১ তম ভালোলাগা!!!!!!!!!!!!!!!!!!!
থাক আর হাসলাম না।
২৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
ইখতামিন বলেছেন:
@ আশিক মাসুম!
শুধু পরীর হাতটাই দেখতে পাইলেন!!!
আমি কিন্তু পরীর হাতের চুড়িগুলোও দেখেছি
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: চুড়ি!!!
কাজের সময় পরীরা চুড়ি পরেনা।
২৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০
সায়েম মুন বলেছেন: আমারে তো কিছুই দিলানা। ভাবছি তোমার বাড়ি আর আসবো না। শুধু লোভ দেখাও। কিছুই দাও না। কুংফু পান্ডাটা আমার পছন্দ হৈছিল সেটাও ইখতামিনকে দিয়ে দিলা। কাঁদতে কাঁদতে বাড়ি গেলাম। (ঠোট উল্টিয়ে দুহাতে চোখ মোছার ইমো)
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২
শায়মা বলেছেন: আরে আরে কি বলো!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার জন্য এইবার একটা বেবি কুংফু পান্ডা আঁকবো !!!!!!!!!!!!!!
ডোন্ট ক্রাই বেবিভাইয়া।
২৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩
ইখতামিন বলেছেন:
তথ্য ফাঁস
ডান হাতের অনামিকায় বড় লাল রঙের একটা আংটিও বোধ হয় রহিয়াছিল।
রমেশ কহিল: উহার দাম কতো?
কমলা উত্তরে বলিল: ইহার কোনও মূল্য নাই.
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
শায়মা বলেছেন: হা হা
কি সব রমেশ ফমেশ কই থেকে আনলে!!!!!!!!!!!!!
আবার কমলা সুন্দরীও!!!!!!!!!!
নাহ তোমার মাথায় গন্ডোগোল দেখা দিচ্ছে।
২৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬
ইখতামিন বলেছেন:
@সায়েম মুন:
আমি মানুষের মুখে হাসি দেখতে ভালোবাসি.
তাই কুংফু পান্ডাটা আপনি নিয়ে যান। আর কাঁদবেন না।
এইবার একটু হাসুন
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: তুমি এত গুড বয় জানতাম না।
২৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: একডজুন ভালু লাগা !
আমার কারু শিল্প ওয়েবসাইটে আরও একটা আইটেম বারলো । :>
হুমকি :
( সাইটের জইন্য না দিলে চোর দিয়া চুড়ি করামু । )
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: কারুশিল্প লাগবে!!!!!!!!!!
আগে বলবা তো......
বাট চোরের নাম কি?
তুমি নিজেই নাকি?
২৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: আপু ছবি গুলো মোবাইল দিয়ে দেখা গেল কেন ? আমিতো বিস্মিত
তবে PC দিয়ে আবার দেখব
আর ভাল লাগাও জানবেন
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
শায়মা বলেছেন: হা হা হাজারহোক পরীরাজ্যের ছবি তো তাই যে কোনো কিছুতেই দৃশ্যমান।
অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!
২৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
সিয়ন খান বলেছেন: অসাধারন।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!
৩০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭
তুমি আমার সারাবেলা বলেছেন: অপ্সরা থেকে এরকম একটা পোস্ট করছিলি না?তোর পোস্ট প্রিয়তে না নিয়া উপায় নাই।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
শায়মা বলেছেন: তুই!!!!!!!!!!!!!!!!!!
আমাকে তুই তুই বললে ব্লক করে দেবো!!!!!!!!!!!!!!!!!!!!
৩১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,. রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।
আহা আহা, মনে রঙ লাগিয়ে, গ্লাসে রঙ আঁকিয়ে, কে গো তুমি হাসো ঠোঁঠ বাঁকিয়ে..
শায়মা, অসম্ভব সুন্দর তোমার হাতের কাজ আর মনের রাগ
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪
শায়মা বলেছেন: আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,
পাষান গুহার কক্ষে নিঝর ধারা জাগে...
মেঘের বুকে মেঘের যেমন মন্দ্র জাগে
বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে
তেমনি আমায় দোল দিয়ে যাও
কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥
আমার প্রিয় গান!!!!!!!!!!!
৩২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩
অনীনদিতা বলেছেন: আপু নেইলপলিশের কালারটা খুব সুন্দর
দেখেছো কি সুন্দর লাগছে।তুমিতো নিতেই চাচ্ছিলেনা।
২০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫০
শায়মা বলেছেন: হা হা এটা ম্যাগনেটিক নেইলপলিশ!
ম্যাগনেটের কারণে স্ট্রাইপগুলো হয়!
ওকে বিকালে ফিরে এসে আরও ছবি দেবো অনিমনি!
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন:
এই যে ভালো করে দেখো নেইলপলিশটাতে স্ট্রাইপ স্ট্রাইপ আছে জা আমি মোটেও আঁকিনি। নেইলপলিশটা লাগানোর পর এক টুকরো মাগনেট ধরলেই অটো এমন স্ট্রাইপ এসে যায় মজা না বলো???
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন:
এই দেখো আমার লেডিবার্ডস নেইলস।
এটা অবশ্য আমি বানিয়েছি।
৩৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার জন্য কিছুই নাই.....চরম আফসোসের ইমু......সে কেন এতো নিষ্ঠুর....তার দেলে একটু রহম দেও খোদা
২০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮
শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া নেক্সট টাইম আর ভুল হবেনা!
৩৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
মাহবু১৫৪ বলেছেন: আসল কাজ আবার কি?
আপনি সব কাজেই কাজি। এটা আমরা জানি।
বাংলাদেশে আসবো এপ্রিলের সাত তারিখ।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন:
যাইহোক তাইলে তো তুমি এবার বাংলাদেশেই পহেলা বৈশাখ করবে ভাইয়া।
৩৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭
আশিক মাসুম বলেছেন: চান গেলাচ দিয়া দেখপ্নে এত্তু দেতলে কি অয়।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: হা হা
তুমি কোন ক্লাসে পড়ো বেবি?
৩৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
মাক্স বলেছেন: ছবিগুলা গ্লাসের উপরে করা?
ইশ যদি ভাঙতে পারতাম
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: কেনো??????????????????????????????????
তোমার মাথা ভেঙ্গে দেবো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: লেপ্পির মনিটরে আকা যাবে না....??
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২
শায়মা বলেছেন: যাবে যাবে আঁকা যাবে।
যা মন চায় এঁকে নেবে।
৩৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২
এম হুসাইন বলেছেন: ১৯ তম ভাললাগা আপু। লেখা ও কারুকাজ......
চমৎকার।
শুভকামনা জানবেন।
ভালো থাকুন।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৩৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রাঙিয়ে দিয়ে যাক রঙগুলো সব সবার মনে............
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: যাক যাক যাক!!!!!!!!!!!!
থ্যাংক ইউ ভাইয়া!!!!
৪০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২
মোঃমোজাম হক বলেছেন: অসাধারন।
আর কত গুনে গুণান্বিত হে
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া
বেগুনে
আগুনে
নিজগুনে
পরগুনে
ফাগুনে
আরও আরও ভেবে দেখবো।
৪১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৭
নষ্ট শয়তান বলেছেন: খুব ভাল লেখচেন ম্যাডাম
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।
৪২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লাগল আপনার রঙ্গে রাঙান পোস্ট। শুভকামনা রইল।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৪৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭
লেখোয়াড় বলেছেন:
আপনার রঙিন ভূবন থেকে রঙ নিলাম।
দেখি রাঙা হতে পারি কিনা।
+++++++++++++
ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!
৪৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
স্পাইসিস্পাই001 বলেছেন: এককথায় অপূর্ব...... খুব ভাল লাগলো আপু....।
ধন্যবাদ... ভাল থাকবেন....
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস তোমাকেও ভাইয়া!
৪৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর, আপু।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!
৪৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
অনীনদিতা বলেছেন: সময় যেন কাটেনা.......
আপু বিকেল কখন হবে?
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
শায়মা বলেছেন:
৪৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
এরিস বলেছেন: এরা মনে হয় আমার মাথাটা পুরাই নষ্ট করে ছাড়বে।
আই উইল বি ব্যাক উইথ গ্লাস পেইন্টিং শায়মা আপা।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২
শায়মা বলেছেন: গুড গুড গুড !!!
৪৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
ইনকগনিটো বলেছেন: ভাইরে ভাই, এমুন পরতিভা!!!!!
ডরাইসি।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
শায়মা বলেছেন:
৪৯| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
সোহানী বলেছেন: দারুন.....
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!
৫০| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
s r jony বলেছেন:
এইখানেও আমারে কেউ কিছু দিলনা
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
শায়মা বলেছেন: এইখানে না দিলে দেওয়া যাবেনা নাকি!!!
নেক্সট টাইম নো ভুল ভাইয়ামনি।
৫১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
যুবায়ের বলেছেন: রঙে রাঙানো এই পোস্টে ভালোলাগার রঙ লেগে থাকুক.....
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
কেমন আছো তুমি?
৫২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
ইখতামিন বলেছেন:
ইখতামিন বলেছেন:
ডান হাতের অনামিকায় বড় লাল রঙের একটা আংটিও বোধ হয় রহিয়াছিল।
রমেশ কহিল: উহার দাম কতো?
কমলা উত্তরে বলিল: ইহার কোনও মূল্য নাই. | |
লেখক বলেছেন: হা হা
কি সব রমেশ ফমেশ কই থেকে আনলে!!!!!!!!!!!!!
আবার কমলা সুন্দরীও!!!!!!!!!!
নাহ তোমার মাথায় গন্ডোগোল দেখা দিচ্ছে।
ওই আপু! আমার মাথায় গন্ডগোল কে বললো:
নিচের ছবিতে দেখো.............
কেমন হলো..................
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
শায়মা বলেছেন: আরে সেতো সাজুগুজুর সময়!!!!!!!!!!!
আঁকাআঁকি পুতুল বানানো বানানি মানে অং বং কাজের সময় এইসব চলবেনা।
রঙ চঞ লাগা হাতে আবার অঙ্গুরীয়!!!!!!!!!!!!
৫৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
রাতুল_শাহ বলেছেন: ++
ভাল লাগলো।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রাতুলভাইয়া।
৫৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
ইখতামিন বলেছেন:
আপু!
সব কিছু কিন্তু তুমি অনীন্দিতাকেই দিয়ে দিলা
আমাকে শুধু একটা ছবি দিলা!!!!!!!!!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
শায়মা বলেছেন: ছি ছি হিংসা করতে হয়না ইখতামিন বেবি।
অনিন্দিতাকে হিংসা করবেনা একদম।
৫৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
ইখতামিন বলেছেন:
আমার সকল কর্মে লাগে সন্ধ্যা-দীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও
রাঙিয়ে দিয়ে যাও, যাওগো এবার যাবার আগে
তোমার আপন রাগে
তোমার গোপন রাগে
তোমার তরুণ হাসির অরুণ রাগে
অশ্রু-জলের করুণ রাগে
রঙ যেন মোর মর্মে লাগে
আমার সকল কর্মে লাগে
সন্ধ্যা-দীপের আগায় লাগে
গভীর রাতের জাগায় লাগে
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে
রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে
আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে
পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে
মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে
বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে
তেমনি আমায় দোল দিয়ে যাও
যাবার আগে রাঙিয়ে দিয়ে
কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে ।।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
শায়মা বলেছেন:
বাহ বাহ বাহ!!
তুমি এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাও!!!!!!!!!!!!!
৫৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
লাবনী আক্তার বলেছেন: চমৎকার ছবিগুলো। অনেক ভালো লেগেছে।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!
৫৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
অনীনদিতা বলেছেন: ওয়াওদারুন সুন্দর লাগছে আপু
জানো মাঝে মাঝে আমিও এমনটা করি
নখের মধ্যে নানা রং দিয়ে খেলা করি।
আমার খুবই ভালো লাগে নখ সাজাতে
ম্যাগনেট ধরলে অটো স্ট্রাইপ হয়ে যাওয়া ব্যাপারটা খুব মজার তো।
ট্রাই করতে হবে
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: শিঘরী ছবি তুলে দেখাও আমাকে অনিমনি!!
আর ম্যাগনেট ধরলেই হবেনা।
এটা স্পেশাল ম্যাগনেট নেইলপলিশ!!!
৫৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
মেহেরুন বলেছেন: Click This Link
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: ওকে আপুনি!
৫৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: নারী পুরুষ নির্বিশেষে সবাই নারীর অবয়ব আঁকতে পছন্দ করে কেন সে এক রহস্য!! প্রকৃতির সুন্দরতম সৃষ্টি মানুষের সুন্দরতম অবয়ব নারী বলেই হয়তো!
যাইহোক, যে রাঁধে সে দেখি শুধু চুলই বাঁধেনা হাতের নখও সাজিয়ে রাখে!
এটা বিটলের মত লাগছে। সুন্দর হয়েছে
আচ্ছা, ময়ূরের ছবিটা কি আমাকে দেয়া যায়?
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
শায়মা বলেছেন: ঠিক ভাইয়া
আমি লেডিবার্ড বানিয়েছিলাম লাল কালো আর সাদা নেইলপলিশে।
হ্যাঁ দেওয়া যাবে।
ঠিকানা পাঠিয়ে দাও আমি ছবিটা পাঠিয়ে দেই।
৬০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
জেমস বন্ড বলেছেন: ওরে কে কোথায় আছিস , হরতালে গ্লাস ভাইঙ্গা অহন সেডি দি চিত্রশিল্প করন যাইবো । আংগো আফায় কইছে ।
ভাং গাড়ি - আফা আমি ও করুম , দেশে আইয়া লই
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহা
তোমার নিজের গাড়িটা আগে ভাঙ্গো ভাইয়া।
৬১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
শায়মা বলেছেন:
৬২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০
মুনসী১৬১২ বলেছেন: সরি.....ভুল করে কমেন্ট গিয়েছে......
গ্লাস পেইন্ট ভালো হয়নি ..
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
শায়মা বলেছেন: না হয়েছে তো কি হয়েছে!!!!!!!!!!!!!
আমার মজা লাগলেই হলো!!!!!!!!!!!!!!!!
৬৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২
একজন ঘূণপোকা বলেছেন: ++++
২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
৬৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯
শুঁটকি মাছ বলেছেন: আপু,তোমারে হিংসা লাগতেছে!!!!!!কত গুন তোমার!!!!আর আমিতো পুরাই একটা বেগুন!!!!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
শায়মা বলেছেন: আহা আমি যে তোমার লেখার ভক্ত তার কি হবে আপুনি!!!!!!!
৬৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
শিপু ভাই বলেছেন:
ময়ুরটা আমার!!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
শায়মা বলেছেন:
অন্যগুলা বুঝি ভালো না?
৬৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
*কুনোব্যাঙ* বলেছেন: শিওর পাঠিয়ে দিবেন? তাহলে সত্যিই ঠিকানা দেব। ময়ূরটা আমার অনেক পছন্দ হয়েছে
২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩
শায়মা বলেছেন: আরে ভাইয়া দেবো তো!
৬৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
ইখতামিন বলেছেন:
সব গুলো ছবিই আমার.
এমনি এমনি ১০০১ টা লাইক ?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪
শায়মা বলেছেন: হায় হায়
নো মারামারি!
৬৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪
অনীনদিতা বলেছেন: আপু, তুমি আমার গিফ্ট কাকে দিচ্ছ??????????
ঐ ময়ূর আমারররররররররররর
২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
শায়মা বলেছেন: আরে তোমারটা দেইনি তো...
অন্য একটা বানিয়ে দেবো!
৬৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কুংফু পান্ডটা বেশি কিউট।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
শায়মা বলেছেন: আমারও!!!!
৭০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওরে !! কি চমৎকার রে !!!
সর্ব সত্ত্ব সংরক্ষিত কিনা কিছু লিখেন নি তাই ৬ টা ছবি সেব করে ফেলেছি ।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: না না তোমার জন্য ফ্রি ভাইয়া!
৭১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৬
আশিক মাসুম বলেছেন: আমি ক্লসাস থ্রি তে পড়ি।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
শায়মা বলেছেন: ও মাই গড!
ক্লাস থ্রীতে এত বুইড়া বাচ্চা!
জীবনেও দেখি নাই!
৭২| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৩
শের শায়রী বলেছেন: আপু মাইন্ড করলাম, তোমার ওপর তুমি কেন কুনোব্যাঙ কে আমার প্রিয় ময়ূর টা দেবে? আগেই ওকে কেন দিলে? আমার আসতে না হয় একটু দেরী হল তাই বলে ওকে দেবে! ব্যাঙ তো পানিতে থাকে ও তো নষ্ট করে ফেলবে। আমার রাগ ভাঙাও ।
অসাধারন বোন। আমি আমার বঊকে দেখাবো কি ভাবে এটা করে। পোষ্ট প্রিয়তে।
তোমার এই গুনটা সবাই কে ছড়িয়ে দেবার প্রচেষ্টা আমাকে মুগ্ধ করে গেল।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
শায়মা বলেছেন: ভাইয়া তোমারটা দেবো কেনো???
ময়ুর কি আর একটা???
দরকার পড়ে আরও আরও আঁকবো।
যাইহোক আসলেই এই গ্লাসপেইন্ট করাটা তেমন কঠিন কিছুই না ভাইয়া। যে কেউ চাইলেই পারবে।
ভাবীজির জন্য শুভকামনা।
৭৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
শাহজাহান মুনির বলেছেন: আপু আমার জন্য একটা......
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: একটা কেনো?
সবগুলিই দিয়ে দিলাম ভাইয়া।
৭৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
নেক্সাস বলেছেন: আঁকাআঁকি সুন্দর হইছে
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৭৫| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
অদ্বিতীয়া আমি বলেছেন: আ .............আপু..
এত্ত
এত্ত
এত্ত সুন্দর কেন? প্রথম টা বেশি সুন্দর ।
ইস তোমার মত গুন যদি থাকতো ।থাক সবাই সব কিছু পারেনা ।
নেইলপলিশ দেখে দিতে ইচ্ছে হচ্ছে
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
শায়মা বলেছেন: আমারও প্রথমটাই বেশী পছন্দ!
আর ইহা না পারার কিচ্ছু নেই।
খুব খুব সহজ আপুনি।
আমি তো শিখিয়েই দিলাম সব হাতে কলমে।
আর নেইলপলিশটা আসলেই মজার।
ম্যাগনেট নেইলপলিশ!
৭৬| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আমিভূত বলেছেন: খুব ভালো লাগলো রঙের ব্লগ
আমার এক ছাত্রী ছিল সে খুব সুন্দর গ্লাস পেইন্টিং করতো
কিন্তু পড়াশুনা করতো না : /
ভালো থাকবেন আপু ।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১
শায়মা বলেছেন: হায় হায় তুমিও টিচার নাকি!!!!!!!!!!!!
আপুনি তুমি তো আমাকে পিচ্চি বানায় দিলে।
৭৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২
রিমঝিম বর্ষা বলেছেন:
আপু...................
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
শায়মা বলেছেন:
কি???
বাবুর জ্বর ভালো হয়েছে???
৭৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮
ভুল উচ্ছাস বলেছেন: শায়মাপু হেতিরা এতো আকর্ষণীইয়া কেনু? আই তো ফিদা হই যাইতেছি।
ভালো আছো আপু?
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: হায় হায় হেতি মেতি কি???
আমার এত সুন্দর রাজকুমারী পরীদেরকে তুমি হেতি মেতি পেত্নী বানাইসো???
তোমার খবর আছে!!!!!!!!!
৭৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: পেইন্ট সুন্দর হইছে
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৮০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
ভুল উচ্ছাস বলেছেন: হেতিরা মানে হচ্ছে তাহারা, পেত্নি কই নাই তো। হেতিরা জম্মের সুন্দরী। আমি প্রশংসা করছি আপু। আমার ঐ নাচনেওালীরে জম্মের লাইক হইছে, আপ্নে হেতিরে জিগান পোস্ট খালি আছে কিনা, থাকলে একটা চাঞ্চ নিমু।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
শায়মা বলেছেন: হা হা হা
৮১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
ভিয়েনাস বলেছেন: চমৎকার এঁকেছেন বা বানিয়েছেন। ব্লগারদের ভালো লাগা এবং কে কোনটা ছবি নিবে এসব প্রতিযোগীতা দেখে একটা কথা মাথায় আসলো। আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধিটা হলো আপনি এসব সুন্দর সুন্দর ছবি এঁকে বিজনেস শুরু করে দিন এবং এক একেকটার দাম ধরিয়ে দিন । দেখেন বিজনেস কেমন জমে উঠে
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
অনেকদিন আগে অপ্সরা থেকেও একই নামে একই সাবজেক্টে পোস্ট দিয়েছিলাম!
তখনও একরামুল হক শামীমভাইয়ার সাথে এই বিজনেসের কথা হয়েছিলো!
৮২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল শায়মা আপু কেমন আছেন...ছবিগুলো আপনার আঁকা...সুন্দর হয়েছে...আপনি কি নৃত্য শিল্পী?
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: শুভদুপুর ভাইয়া
আমি ভালো আছি! তোমার সব প্রশ্নের উত্তর হ্যাঁ!
৮৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
মৃত্যুঞ্জয় বলেছেন: ওয়াও, আমার জন্য কুনটা, আমি পান্ডা নিমু
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
শায়মা বলেছেন: ওকে ওকে তোমার জন্যও আরেকটা পান্ডা বানানো হইবেক ভাইয়াজী!
৮৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: একটা মানুষের এতো গুণ থাকা ঠিক না :/ ++++++++
ভালো লাগছে পিলাচ দিচি
চোখ বুঝে গান শুনতাছি তাই ঠিক মতন মন্তব্য করতে পারলামনা :/ তাই দুঃখিত ভাতিজী
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি–
কী কথা ছিল যে মনে ॥
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে–
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে ॥
আকাশে উড়িছে বকপাঁতি,
বেদনা আমার তারি সাথি ।
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে ॥
রবীন্দ্র সংগীত হুন্তাচি
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শায়মা বলেছেন: রবিঠাকুরের বৌদি যেদিন আত্মহত্যা করেন তার কিছুক্ষন আগে তিনি রবিঠাকুরের ঘরে দরজা খুলে হঠাৎ প্রবেশ করেন। রবিঠাকুর কি যেন লিখছিলেন। তিনি চোখ তুলে জিজ্ঞাসু নেত্রে তাকান তার দিকে।
বৌদি কিছুই না বলে একটু হেসে চলে যান নিজের রুমে। কিছু পরেই জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। এরপর রবিঠাকুর এই গান লিখেন।
তুমি সে কি হেসে গেলে
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে ॥
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি–
কী কথা ছিল যে মনে ॥
ভাইয়া তোমার কি হলো?
হঠাৎ এ গান শোনা কেনো???
যাই হোক ভালো থেকো অনেক অনেক!!!
৮৫| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ইখতামিন বলেছেন:
৫১তম ভালো লাগা.
আপু!
কেমন আছো?
ভালো আছো??
অনেক অনেক ভালো থেকো.........
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
৮৬| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
নীল-দর্পণ বলেছেন: আপুঊঊঊঊঊঊঊঊঊূ ময়ুরের পেইন্টটা আমার চাআআই চাআআআঈঈঈ,,,,নয়তো ভ্যা.....................
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
শায়মা বলেছেন: হায় হায় কাল সকাল থেকেই আরও আরও ময়ুর বানাতে বসে যাবো।
৮৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নীল-দর্পণ বলেছেন: আমি তোমার আগের পোষ্ট টা দেখে রং কিনে এনেছিলাম। কিসব পঁচা পঁচা দু-একটা জিনিস করে রেখে দিয়েছি
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: শিঘরী ছবি তুলে দেখাও আমাকে!!!!!!!!!!!!
৮৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: মন খারাপ কেনু আপু ?
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
শায়মা বলেছেন: আমার এত এত ছবি আঁকা আঁকি দেখে মন খারাপ মনে হলো?
৮৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০
মেহেদী হাসান মানিক বলেছেন: অনেক দিন পরে আসলাম খুশি মন নিয়া এসে দেখি আপুর মন খারাপ কিন্তু কেনু???
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: এতদিন পরে এসে দেখলে আমার মন খারাপ!!!!!!!!!!!!
হায় হায় কই কই দেখে আসি তো।
আমিও যাই দেখে আসি .......
তোমরা যখন বলছো ........
৯০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
লিন্কিন পার্ক বলেছেন:
আপু আপনার মন খারাপ কেন ??
পোস্টে ++
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: পিচ্চুভাইয়া থ্যাংক ইউ!
পরীক্ষা নাই কালকে!!!!
৯১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
জেমস বন্ড বলেছেন: কি অবস্তা আপু? তোমার নাকি মন খারাপ.
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১
শায়মা বলেছেন: জেমসবন্ড ভাইয়া মাথা কি খারাপ হয়ে গেছে নাকি!
কি দেখে মনে হলো আমার মন খারাপ?
আমাকে জীবনে দেখেছো মন খারাপ হতে???
মেজাজ খারাপ বললে তবুও না হয় ভাবতে বসতাম।
কিন্তু মন খারাপ???
৯২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
অপু তানভীর বলেছেন: তোমার কি মন খারাপ আপি??
কারো উপর রাগ করেছ ?
কেডা কি কইছে কও তো !!!
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
শায়মা বলেছেন: হ্যাঁ তোমার উপর.......
সাবধান........
আমার মনের এত আনন্দ নিয়ে আঁকাআঁকি দেখে যারা বলবে আমার মন খারাপ তাদেরকে এখন থেকে আমি বোকাভাইয়া বলে ডাকবো।
৯৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: আগে ভাবতাম আল্লাহ আমাদের কোন প্রতিভা দেয় নাই কেন ? এখন বুঝি আমারে না দিয়া আমার এই বোনটারে একটু বেশিই দিছে
চমতকার
বাই দা ওয়ে আপু তোমার মুড অফ মনে হচ্ছে কেউ কিছু বলেছে ? খালি নামটা কও দেখো ওরে কি করি
২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৯
শায়মা বলেছেন: তোমাকে প্রতিভা দেয় নাই!!!
তাহলে কাকে দিয়েছে!
যাইহোক আমার ছবিগুলি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস!
আমার মুড অফ মনে হলো কেনো বুঝলাম না!
মুড অফ শুনতে শুনতেই তো এখন মুড অফ হয়ে যাচ্ছে!
৯৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
তামিম ইবনে আমান বলেছেন:
আপনার মনে খারাপ বুঝা যাচ্ছে। মাঝে মধ্যে মন খারাপ হওয়া ভালৈ। ঠিক হয়ে যাবে। ব্যাপার্না
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২২
শায়মা বলেছেন: মাইর খাবা পিচকি!
আমার আঁকাআঁকি দেখে যে বলবে মন খারাপ মন খারাপ তার বাড়িতে পেত্নী পাঠায় দেবো!
৯৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খেলপো না। আমার জন্য কুনোটা রাখে নাই। সব দিয়া দিছে। পুস্টে পিলাচ। লেখাতে মাইনাচ। যাগোরে উৎসর্গ তাগোরে হিংসা
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০
শায়মা বলেছেন: হিংসা করতে হয়না ভাইয়া!
তোমার জন্য আরও আছে তো!
৯৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮
নীল-দর্পণ বলেছেন: আপু এইযে আমার পঁচা-ঘচা অকাজ
প্লেটটা ফ্রেশ দুধের সাথে পাওয়া প্লেট। ডিজাইন করাই ছিলো। আমি শুধু রং করেছি
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
শায়মা বলেছেন: দেখে আসলাম নীলুমনি!!!!!!!!!!!!!!
আর তোমার পোস্টে কমেন্টদাতাদেরকে দেখে নস্টালজিক হলাম।
৯৭| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
তন্ময়০১৩ বলেছেন: ওয়াও !
আপু কেমন আছ ?
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া!!!!
৯৮| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি বনের দেবী চাই... মনের দেবীও আর চাই স্বর্ণকমল....আর বনলতা বাকি গুলা অন্যদের দেন আমার কোন আপত্তি নাই....ঠাঠা ঠা অট্ট হাসির ইমু কোনটা?
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
শায়মা বলেছেন: বাপরে!!!
এত রকম অর্ডার!!!!!!!!!!!!!!
গেছি!!!!
৯৯| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
কালোপরী বলেছেন: আপুর বাসার ঠিকানাটা যেন কই
না দিলে কেউ কান্না থামাতে পারবে না, সত্যি বলতেছি
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!
জানোনা আমি পরীর দেশে থাকি!!!!
তাতে কি?
তোমার ঠিকানা দিলেই পৌছে যাবে আমার ছবিগুলি তোমার বাড়িতে
১০০| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
বৃতি বলেছেন: অনেক সুন্দর এঁকেছ তো আপু! অনেক ভাল লাগলো ।
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!
১০১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
অনীনদিতা বলেছেন: আপু চা খাও
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শায়মা বলেছেন: গ্রীন টি!!!
থ্যাংকস!!!!!!!!
১০২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: এখনো অনেক কিছু চা্ই নাই...এত আগে হাপিয়ে গেলে হবে.......?
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শায়মা বলেছেন: হাপিয়ে গেলাম কই ভাইয়া????
হায় হায় কি বলো!!!!!
১০৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: একটা কেনো?
সবগুলিই দিয়ে দিলাম ভাইয়া।
ধন্যবাদ আপু। অনেক অনেক সুন্দর হয়েছে।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
সুন্দর লাগার জন্য!
১০৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
মাহমুদা সোনিয়া বলেছেন: ওয়াও! দারুন তো! ইজিই তো মনে হচ্ছে। থ্যাংকস আপু।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শায়মা বলেছেন:
অনেক ইজি!
১০৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
অন্ধ দাঁড়কাক বলেছেন: হমম
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শায়মা বলেছেন:
কেমন আছো দাঁড়কাকভাইয়া???
১০৬| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু আপনি সত্যিই জিনিয়াস....পাম না সত্যি সত্যি . .. অনেক অনেক শুভ কামনা.///....
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
তবে কানে কানে বলে রাখি জিনিয়াসের কিচ্ছু নেই!!!!!!!!
এই গ্লাসপেইন্টিং এতই সহজ যে কেউ পারবে।
১০৭| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কুংফু পান্ডা আমাকে দেয়া লাগবে....
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
শায়মা বলেছেন: হায় হায় একটু আগে না ময়ুর চেয়েছিলে ভাইয়া????
ওকে ওকে দেওয়া যাইবেক।
এখন আপাতত পহেলা বৈশাখ নিয়ে মহা বিজি!
১০৮| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
শুকনোপাতা০০৭ বলেছেন: ইশ.. আপু,তুমি কতো কিছু করো.. আমি তো পুরোই একটা অকর্মার ঢেকি!!!
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!
এটা খুবি সোজা!!!!!!!!!
একটা পিচ্চি বাচ্চাও পারবে।
১০৯| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সায়েদা সোহেলী বলেছেন: ওরে কতো কতো গুনরে! !!!!
পিচ্চি বেলায় রং নিয়ে অনেক খেলেছি কাগজ, কাপর , ফ্লোর , কাঠ , দেয়াল কিছুই বাদ পরেনি । কিন্তু এই কর্মটি করা হয় নি ।
এখন সায়মা মনির গুনে মুগ্ধ হয়ে আবারো কাচরং খেলতে ইচ্ছে করে
:#>
( আফসুস , বরই আফসুস আমার কোন ভাই নাই )
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: আরে আমার পিচ্চি কালেই ছিলো নাকি কাঁচরঙ!!!!
আপুনি আমি অবশ্য মা কিচেনে গেলেই ম্যাগাজিনের ছবি কেটে কেটে গ্লু দিয়ে( গ্লু এর অভাবে পানি দিয়েই) জানালার কাঁচে সেটে মুগ্ধ নয়নে সেই শিল্পকর্মের দিকে চেয়ে থাকতাম।
পরে অবশ্য মা কিচেন থেকে ফিরে এসে আমার পিঠে শিল্প কর্ম আঁকতেন।
১১০| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আমাকে কাল বৈশাখী ঝড় দেয়া লাগবে.....ধরা শুচী হওয়ার মতন উত্তাপও দেয়া লাগবে।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া???
মাথা কি খারাপ হয়ে গেলো নাকি!!!
১১১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
বটবৃক্ষ~ বলেছেন: উফফফফ আপ্পি!! মাথা নষ্ট !! গ্লাস পেইন্ট আমার ফেভারিট!!!!
কয়েকটা করেছি!! বাট তোমার গুলার ধারে কাছেও নাই!!
আমি গ্লাসের অভাবে আমার ড্রেসিং টেবিলের আয়নাতেই করেছিলাম একবার!! হাহ!!
এখন আর করা হয় না...তবে আপনাকে দেখে খুব উতসাহিত হলাম!!
আমার কালার গুলো মনে হয় শুকিয়ে গিয়েছে...!!
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১
শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!
কোনো প্রবলেম নাই।
ড্রেসিংটেবিলের আয়না, জানালা দরজা গ্লাস হলেই হলো!
আমি তো পারি মনিটরের গ্লাসেও এঁকে ফেলতে চাই।
তবে রঙগুলো শুকিয়ে যায়।
তোমারগুলোর ছবি তুলে দাও!!
১১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০
বটবৃক্ষ~ বলেছেন: এই নাও আপ্পি এটা তোমার জন্য....
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: অনেক সুন্দর হয়েছে তো!!!!!!!!!!!!
১১৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন:
ata apnar jonno gift
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
শায়মা বলেছেন: কি ভয়ংকর!!!
১১৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: এই মিলাদে অংশগ্রহন করিতে ইচ্ছুক নহি ভাইয়া।
শান্তি চাই.......
১১৫| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
নাজির বলেছেন: সত্যি বলতে কি আপু, আপনার কর্মকান্ড যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি
+++++++
পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম আর অবশ্যই সময় করে ট্রাই করব
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: ট্রাই করো ভাইয়া!!!
অনেক মজার!!!
শেষে নেশায় পেয়ে যাবে!!!!!!!!!
থামতেই পারবেনা।
১১৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
জুন বলেছেন: দারুন শায়মা সত্যি অনেক গুনবতী কন্যা আপনি। সবগুলোই সুন্দর, তবে ময়ুরটা অসাধারন, ওটা আমার জন্য রাখলে খুশী হবো অনেক
+
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!
কেমন আছো???
আপনি আপনি শুরু করলে কেনো????????
ইন্ডিয়া গিয়ে কি ভুলে গেলে????????????
যাইহোক বুঝেছি আমাকে অনেক অনেক ময়ুর বানাতে হবে এইবার।
১১৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এত সুন্দর মাছ দেখে ভয় পওয়ার কি আছে আপু...মাছটা ধরা পরেছে..এতক্ষণে হয়তো সেটি পোড়ে ভর্তা বানিয়ে খেয়েও ফেলেছে..ওটা চাতলার বিলের চ্যাকম্যাকা মাছ ভাবলাম আপনাকে দেখাই। তা্ই দেখালাম।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: চ্যাকম্যাকা মাছ নাম শুনেই তো ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে মানুষ!!!!!!!
এই মাছের নাম মনে হয় তুমি ছাড়া এই ব্লগের আর কেউ শোনেনি ভাইয়া।
১১৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
ফারজানা শিরিন বলেছেন: এতো মন্তব্য যে প্লাস টিপতাম কিন্তুক পেজ লোড হহইতাছে আর হইতাছে !
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
শায়মা বলেছেন: থাক আপুনি!!!!!!!!!
+ দিয়ে কি হবে!!!!!!!!!!!!!!
আমার অং বং ছবিগুলি দেখেছো তাতেই খুশী আমি!!!!!!!!!
১১৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
রাতুল_শাহ বলেছেন: জুন বলেছেন: দারুন শায়মা সত্যি অনেক গুনবতী কন্যা আপনি। সবগুলোই সুন্দর, তবে ময়ুরটা অসাধারন, ওটা আমার জন্য রাখলে খুশী হবো অনেক
আগে কি সন্দেহ হত নাকি?
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
শায়মা বলেছেন: কিসের সন্দেহ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
১২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩
রাতুল_শাহ বলেছেন: উনি বললেন যে, সত্যি অনেক গুণবতী কন্যা।
এই জন্য বললাম আর কি।
যাহোক
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া!!!!
গুনবতী কন্যা কাহাকে বলে!!!!!!!!
ছবি আঁকলেই যদি হয়া যেত তাইলে তো হয়েছিলো আর কি......
মাটিতে পা পড়তোনা আর!!!!!!!!!!
১২১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার কি দূষ একটা খুব সুন্দর পাখি দেখলাম..নাম জিজ্ঞাসা করলাম এলাকার লোক বলে মাটি খোছাইন্না...এত সুন্দর পাখির নাম যদি এই হয়..তাহলে এই মাছের যে চেহারা ওর নাম আর কি হতে পারে?
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!!!!!!!!!
রহম করো!!!!!!!!!!!
তুমি সুন্দর দেখে নাম দিয়ে দাও।
আর খবরদার জিগাসা করবানা এসবের নাম এলাকার লোকদের।
১২২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! আপু খুব সুন্দর !
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!
১২৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল আপু
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২
শায়মা বলেছেন: শুভসকাল তোমার জন্যও ভাইয়া।
সারাদিন ভালো কাটুক তোমার।
১২৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আপু ভালই কাটছে হরতালে আর স্বৈরাচারের বদান্যতায় ভালই আছি।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
শায়মা বলেছেন: গুড গুড ভালো থাকো!
১২৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনি এতোকিছু পারেন কেমনে?? আপনার এই টাইপ পোষ্টে ঢুকলে নিজেকে অকর্মন্য মনে হয়!
নাইস পোষ্ট। কালারফুল সবকিছু দেখতেই ভালো লাগে। আমার উর্বশীকে চাই! :#>
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
শায়মা বলেছেন: যাক বাবা !
বাঁচা গেলো.......
সবাই শুধু ময়ুর ময়ুর করছিলো.......
উর্বশীকে তোমাকে দিয়ে দিলাম।
১২৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এতো সুন্দর করেছেন ক্যান আপু!?
আমারে একটা দিবাইন??
না দিলে হরতাল দিবো, ব্লগের পাতা নড়বে না! কমেন্টের চাকা ঘুরবে না! ফ্যাসিবাদী দাবি করে গেলাম।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
শায়মা বলেছেন: বাপরে!!!
না না দেবো দেবো!!!
কোনটা চাও ভাইয়া???
১২৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া বলেছেন আর কিচ্ছু লাগবে না আপু!! আপনার সৃষ্টিশীলতায় মুগ্ধজনের কাতারে আরেকজন বাড়ল মাত্র!!
কখনও দেখা হলে এই গুনি মানুষের মুখে ভাইয়া ডাক পেলেই সার্থক হব!
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!
ভাইয়া ডাক কি আগে শুনোনি???
যাইহোক তুমিও আরেকটা পিচ্চি ভাইয়া !!
১২৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০
শামীম আরা সনি বলেছেন: বাহ!! সুন্দর
আই ডু লাইক আর্ট !!
ছোটবেলায় যে জিনিস সবচেয়ে বেশী ভালোবাসতাম তা হলো আর্ট করা
এখনো রং দেখলে হাত নিশপিশ করে
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
শায়মা বলেছেন: আপুনিমনি!!!
রং করাকরি বা অং বং আমার মত ছবি আঁকাআঁকি খেলাধুলাতে কোনো বয়স লাগেনা।
আমাকে দেখে বুঝোনা???
আমি তো সেই ছোটবেলা থেকেই অপ্রতিরোধ্যভাবে আঁকিবুকি হাবিজাবি করে যাচ্ছি।
ছোটবেলায় মা ছবি আঁকতে দেখলেই কাগজ পেন্সিল রং তুলি কেড়ে নিতেন।
বলতেন কাজ নাই পড়ালেখা নাই শুধু সারাদিন অং বং আঁকাআঁকি!
তবে সাধ্য আছে কাহার ঠেকায় আমারে!!!!!!!!
আমিও ইটের টুকরা, চকপেন্সিল, এমনকি নানুবাসার মাটির চুলার কয়লা যা পেতাম তাই দিয়েই আমার শিল্পচর্চা অব্যাহত রেখেই যেতাম। আর ক্যানভাস হত যে কোনো ছেড়া কাগজ, মায়ের হিসাবের ডায়েরী, বাবার ফাইল, মেঝের উপর খসখসে জায়গাটা, বা খরখরে ছাদ বা ধবধবে সাদা দেওয়ালটাই।
মার ধোর বকা ঝকা কানমলা কোনো কিছুতেই আটকাতে পারেনি কেউ আমাকে কোনোদিন।
এই জীবনে দুচোখে যা দেখেছি তাই আঁকবার ব্যার্থ চেষ্টা হলেও অব্যার্থ্য প্রচেষ্টা চালিয়ে গেছি!
শুধু কি তাই ভ্যা ভ্যা, ধেই ধেই কোনোটাতেই শখ কমেনি!!!!!!!!
কেমন আছো আপুনিমনি?
অনেক অনেক ভালো থেকো!!!
১২৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
শামীম আরা সনি বলেছেন: আমি ভালো আছি।
তবে হরতালেও অফিস করছি
এখন অফিসে।
আমি ছোট থাকতে বালি দিয়ে বানাতাম পুডিং! উপরের লাল কোটিং দিতাম ইটের গুড়া দিয়ে !
প্রথমে ইটের গুড়া একটা বাটিতে সাজিয়ে নিয়ে পরে দিতাম বালি তারপর সেটা খুব যত্ন সহকারে ঢালতাম, হয়ে গেল পুডিং
(হঠাৎ মনে পড়লো আর কি!
ইহাও একটি ক্রিয়েটিভিটি ন আর্ট । ইজনট ইট ?
আমার ক্লাস ফোরে পড়ার সময় একদিনে এক বক্স জলরং শেষ করার রেকর্ড আছে
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: বাহ আপুনি!!!!!!!!!
তোমার পুডিং বানানোর গল্প শুনে অনেক অনেক মজা লাগলো!!!নস্টালজিক হলাম!!!
একদিন একটা ছোটবেলার নস্টালজিক আসর বসাতে হবে তুমি যেদিন ফ্রি থাকবে ।
তোমার পুডিং এর মত আমিও অনেক অনেক রান্না করেছি ছোটবেলায়। একদিন খেলার হাড়িতে কয়েকটা সাদা সাদা ইটের টুকরো কুড়িয়ে তাতে পানি ঢালতেই আলাদিনের জিনির মত হুস করে ধোয়া বের হয়ে এলো। আমি তো পুরা অবাক!!! দৌড়ে গিয়ে মাকে বলতেই পাত্তাই দিলোনা।
দাদুকে বলতে বললেন মনে হয় চুনাপাথর টাথর হবে। কাজের বুয়া থেকে শুরু করে আশে পাশে বড় মানুষগুলো পর্যন্ত পাত্তা দিলোনা।
আমার সেই মহা আবিষ্কার সমাদৃত হওয়া তো দূরের কথা সবাই আধা সেকেন্ডে ভুলে গেলো। শুধু আমি আজও বসে বসে ভাবি আর একটু হলেই ধরেই ফেলেছিলাম আলাদিনের জিনিকে আমার খেলার রান্নার হাড়িতে।
হায়রে আমার নানারঙের দিনগুলি!
হরতালের দিনে আমার স্কুল বন্ধ থাকে। কি মজা!!!
তবে আসল মজাটা কি জানো? ছোটবাবুদের সাথে কাজ করার মজাটা হলো এখনও চাইলেই আমি ওদের সাথে জলরং প্যাস্টেল, ক্রেয়ন নিয়ে বসে যেতে পারি। ইচ্ছা হলেই খেলতে পারি ওপেনটি বায়োস্কোপ। আর জানো বাংলা বছরের আগমন উপলক্ষে এই মাসভর আমরা খেলবো সব বাংলাদেশীয় খেলা।
যতই খেলা খেলোনা কেনো নিজের দেশের মজার খেলার সাথে কি কোনো কিছুর তুলনা চলে?
সেদিন যখন পুচ্চিদেরকে নিয়ে ওপেন্টি বায়োস্কোপ খেললাম বেবিগুলো খুশীতে পাগল হয়ে গেলো। তারপর কানামাছি, ফুলটোক্কা আর আমার প্রিয় এক্কা দোক্কা। ছোটবেলায় সুযোগ পেলেই আমি আমার রুমের বারান্দার এক পাশে চকখড়িতে দাগ কেটে একা একাই খেলতাম।
কতকিছু মনে পড়ে যায় আপুনিমনি!
চোখে পানি এসে যায়। তাই বলে মোটেও ভেবোনা আমি ছিঁচকাঁদুনে।
১৩০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
শামীম আরা সনি বলেছেন: আপু আমার প্লান আছে আমার ছোটবেলার দুষ্টুমি নিয়ে একটা পোস্ট আর ব্রেভখ্যাত মেরিডা কে নিয়ে পোস্ট দেয়ার ।
কিন্তু সময় আর ইচ্ছা ইদানিং খুব কম কাজ করে
আমারও আগে হরতালে অফিস হতোনা এখন হয়, কারন হরতালে এতদিন অফিস ক্লোজ থাকায় কোম্পানি অনেক লস করতেছে, সো কোন উপায় নাই
আমি কিডসদের ভালোবাসি অনেকককককককক!
কিন্তু আমি যখন টিচার ছিলাম তখন স্ট্যান্ডার্ড ফাইভ বা সিক্স এ ইংলিশ লাঙ্গুয়েজ বা লিটারেচার পড়াতাম , সিনিয়র ক্লাসের পুংটা পোলাপাইন কট্রোল করা, ওদের কে কোন পোয়েট্রি বা নোভেল বুঝানো, এক্সাম নেয়া এবং এই অসম্ভব অসম্ভব পুংটা পোলাপানকে ক্লাসে বসিয়ে রাখাই ছিল মহা ভয়ংকর বেপার!
একেকটা ৪৫ মিনিটের ক্লাস নিতাম আর ক্লাস শেষে নিজেকে পাগল পাগল মনে হতো
যদিও কিছু স্টুডেন্ট ছিল খুবই মনোযোগী লক্ষী আমার ফ্যান তবে এই কিছু স্টুডেন্টরা পর্যন্ত পুংটা পোলাপাইনের অত্যাচারের শিকার ছিল!!
আই মিস মাই গুড স্টুডেন্টস, উইল নেভার ফরগেট দেম, উইল লাভ দেম, মিস দেম ওলওয়েজ । কিন্তু এখন আমি কর্পোরেট বা ব্যাংকিংয়েই বেশী আগ্রহী
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২
শায়মা বলেছেন: বাপরে!!!
ব্যাংক!!!
টাকা পয়সা হিসাব নিকাশ দেখলেই আমার মাথা ঘুরতে থাকে।
তার থেকে বেহিসাবই ভালো।
যাইহোক
তোমার কথার সত্যতা আছে।
ক্লাস ফাইভ সিক্সের গুলার মত পাজীর পাঝাড়া আর নাই।
আমাকে তো পাত্তাই দেয়না । ভাবে ওদের আরেকজন বন্ধু!
তবে আমার বেবিগুলো আরও ছোট। আর আমার এইজ লেভেলটাই একমাত্র মজার। একমাত্র এই বয়সটার সাথেই টিচিং এনজয় করা যায় বলে আমার ধারনা।
আমার বেবিগুলা ফোর টু ফাইভ ইয়ার্স ওল্ড। এরা থাকে সবচেয়ে মজার আর আদরের। এদেরকে ম্যানাজ করাটাই সবচেয়ে সহজ ।যত বড় হতে থাকে তত গাছে চড়া শিখে।
১৩১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৫
সরকার৮৪ বলেছেন: পরী আপা কেমুন আছো?
এক আধটা গিফট পাওয়া যাবে?
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫
শায়মা বলেছেন: ভাইয়া আমি ভালো আছি!!!
হ্যাঁ পাওয়া যাবে......
কোনটা চাও বলো???????????
পরীর দেশ থেকে ছুড়ে দেই।
১৩২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক সুন্দর ++++
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!
১৩৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: লোকে বলে আমি নাকি আগুন্তক
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: সেটা আবার কি?
১৩৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫
তাসজিদ বলেছেন: ওয়াও........................ marvelous
ফুলের সাজে বনদেবী টা আমার কাছে বেষ্ট মনে হয়েছে।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
শায়মা বলেছেন: আমারও!!!!
থ্যাংকস অনেক অনেক ভাইয়া!!!!!!
১৩৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮
ফকির সাইঁ বলেছেন: Nice.......................
আপু আছেন কেমোন ?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
আমি ভালো আছি!
১৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: আমি কি কবি নই? আমি কি কবিতা লিখতে জানি না?
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
শায়মা বলেছেন: কে বলেছে কবি নও!!!!!!!!!
তুমি তো অনেক অনেক কবিতা লেখো আমরা সবাই দেখি তো!
১৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
সরকার৮৪ বলেছেন: এইটা চাই
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে!!!!!!!!!!!!!!
তাহাই হইবেক ভাইয়ামনি!!!
১৩৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না এটা কোন ভাবেই হবে না আপু!!! একজনই যদি সব পারে তাহলে অন্যরা কি করবে!!!
একটা থেকে একটা কি জোস!! মানে আসলেই জোস বলতে বাধ্য হচ্ছি!!!!!!
অতুলনীয়!!!!! +++++++++++++
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
শায়মা বলেছেন: অন্যরা অন্যান্য কিছু পারবে ভাইয়া!!!
জোস বলার জন্য আর এত এত ++++++++++ জন্য এত এত থ্যাংকস!!!!
১৩৯| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৪
~স্বপ্নজয়~ বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!
কেমন আছো??????
১৪০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
কান্টি টুটুল বলেছেন:
ঈর্ষা করার মতই!
আমরা আপনার শিল্পকর্মের নির্ভেজাল ভক্ত,তবে কতিপয় স্বগোত্রীয়দের কথা আলাদা
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: উফফ আবার তুমি পাজেলটাইপ কমেন্ট দিলে ভাইয়া।
কিছুই বুঝলাম নাতো.........
কোন স্বগোত্রীয়দের কথা বললে আবার???
সেটাও কি কোনো এ্যাড থেকে নাকি???
১৪১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
কান্টি টুটুল বলেছেন:
ছেলেদের মধ্যে ঈর্ষার ব্যাপারটা নাকি বেশ কম,তাই ভাবছিলাম এই সুন্দর শিল্পকর্মে কেও যদি ঈর্ষান্বিত তবে সেটা আপনার স্বগোত্রীয়দের মাঝ থেকেই হবে,সেটা আপনার কাব্য প্রতিভা কিংবা শিল্পি সত্তা যাই হোক না কেন।
এইটাই - অত গভীর কিছু না,বাদ দেন তো মন খুলে হাসেন
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া
এখন শুধু মন খুলে না প্রাণ খুলে হাসছি।
সত্যি তুমি পাজেল বিশারদ!
১৪২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
তাসজিদ বলেছেন: এত idea নিয়ে রাতে কিভাবে ঘুমায়............
বদ্ধ পাগল,
অহংকারী,
ইগোর পাহাড়,
সর্বনাশী,
লক্ষীছাড়া আপুটা?????????????????
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
শায়মা বলেছেন:
আরে এইসব আইডিয়ার জ্বালায়ই তো হয়েছি
বদ্ধ পাগল,
অহংকারী,
ইগোর পাহাড়,
সর্বনাশী,
লক্ষীছাড়া
১৪৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
প্রত্যাবর্তন@ বলেছেন: এত্ত সুন্দর !! কোন বিশেষণটা দেব ভাবছি ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
শায়মা বলেছেন: অবিশেষন দাও ভাইয়া।
আমার অংবং কাঁচচিত্রগুলি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস!
১৪৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
অদৃশ্য বলেছেন:
ক'দিন আগেই দেখে গিয়েছিলাম.... ভেবেছিলাম পরেই মন্তব্য করে যাব... আবার ভাববেন না, আপনি আমার ঘরে জাননি বলে আমি এদিকে আসিনি... আপনার মতো আরও দু'চারজনের ব্লগে আমি প্রায়শই যাই, শতশত মন্তব্য ও তার জবাবগুলো দেখতে... আর পোষ্টতো প্রথমেই দেখি...
যাই হোক..... চমৎকার কাজ .... শ্রম অতঃপর সৌন্দর্যে তা স্বার্থক...
কুংফু পান্ডাটা দেখার পর.... মুভির কমেডি এ্যাকশন গুলো মনে পড়ে যাচ্ছে...
শুভকামনা...
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!
তোমার কমেন্ট পড়ে হাসছি।
যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
১৪৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
সোহাগ সকাল বলেছেন: আমার এই হুতুমপেঁচাটা তোমাকে দিয়ে দিলাম।
আমি রঙ চিনিনা এবং রঙের ব্যবহারও ভালোমতো জানিনা। তাই আমার আঁকা ছবিগুলোতে রঙ করতে পারিনা।
গুণবতী বড় আপুর প্রতি শুভ কামনা।।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
শায়মা বলেছেন: বাব্বাহ!!!!
রঙ ছাড়াই যা এঁকেছো!!!!!!!!!
মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।
১৪৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
জেনারেশন সুপারস্টার বলেছেন: +++++
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ!!!
১৪৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
chokhayrpani বলেছেন: মাশ আল্লাহ...
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!
১৪৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
ইখতামিন বলেছেন:
কেমন আছেন?
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
শায়মা বলেছেন: একটু একটু ভালো
আর একটু একটু খারাপ!
১৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
টুম্পা সাড়া বলেছেন: আপু আমাকে দিতে হবে ।। কিন্তু কিভাবে নিব ্ব ল কিন্তু আমার চাই।।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: ওকে ওকে তোমার জন্যও রেখে দেবো একটা!
১৫০| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
অদ্ভুত_আমি বলেছেন:
আসলেই অনেক সুন্দর হয়েছে আপু
কিন্তু সবাইকে দেখি সব কিছু দিয়ে দিলেন , আমার টা কই আপু? কি আর করা, দেখি নিজেই চেষ্টা করে পারি কিনা ?
আপু , গ্লিটারস এর ব্যপারটা যদি একটু ডিটেল্স বলতেন, আর Embossment এর মতো উচু ভাব টা কিভাবে আনা যায় সেটাও যদি বলতেন তাহলে অনেক প্রীত হতাম । অগ্রীম ধন্যবাদ দিয়ে রাখলাম।
আর নিউমার্কেটের মর্ডান টা কি বই এর দোকান ? পুরা নাম, সাথে পারলে পুরা ঠিকানাটা যদি দিতেন ......
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।
তোমারটাও আছে........
কোনটা চাই বলো.......
গ্লিটারস হলো চিকচিকি... গুড়া পাউডারও পাওয়া যায় প্যাকেটে আবার কাঁচের বোতলেও পাওয়া যায় গাওছিয়ার রংবিতানে । আর গ্লাস পেইন্টের বক্সেই আছে আউটলাইনার টিউব সেটা দিয়ে আঁকলেই উঁচু উঁচু ভাবটা হয়ে যায় কিছুটা মেহেদীর মত।
নিউমার্কেটের মর্ডান বই এর দোকান না। স্টেশনারীজ এর দোকান। চারুকলার ছেলেমেয়েরা ভালো চিনে।
তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১৫১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
শত রুপা বলেছেন: মিথ্যা বলেছিলাম যে একক,
অচন্চল আমি, বসেছিলাম একা।
আমার অবক্ষয়
সত্যের অপচয় আমি আমার ভিতর থেকে আমি দেখেছিলাম।
মনের ভিতরে
যমুনার , গংগার আহ্লাদেও জেগে ছিল এক ভয়।
তারপর তোমার ইশারায়,
তোমারই একক ইশারায়
জেগে উঠে
আমি রন্ধনে ভ্রমনরত এক জোনাকী।
সমস্ত বন্ধনেও জানি, দেখা হবে,
সমুদ্রেই দেখা হবে। সেখানেই হবে পরিণয়।সীমান্তে । অচন্চল বসে আছি একা।
আমার অপচয় দূর থেকে আমি দেখি একা , তোমার ভিতরে, সকল অরন্ধনে।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!
কেমন আছো???
কতদিন পর দেখলাম।
অনেক অনেক অনেক থ্যাংকস আপুনিমনি।
তোমার কবিতায় মুগ্ধ হলাম!!!
১৫২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
রাফা বলেছেন: খাইছে এতো গুণে গুণান্নিতা এইটা তো জানতাম-না শায়মা আপু।
আপনাকে ম্যান হাটানের সেন্ট্রাল পার্কে বসিয়ে দিলেই কেল্লা ফতে।বিদেশে এসবের খুব কদর।
রাঙিয়ে দিয়ে যাক রঙগুলো সবার মনে.......... ।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: হায় হায় জানতে না ভাইয়া!!!!!!!!!!!!!
জেনে রাখো আমি গুণবতী( অকাজের)
ম্যান হাটনের পার্কে বসতে পারবোনা।
এত কষ্ট কে করে?
তার থেকে আমার বাসার খেলাঘরই ভালো।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!
রাঙিয়ে দিয়ে যাক যাক যাক এবার যাবার আগে .......
১৫৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ইখতামিন বলেছেন:
আমাকেও আপনার মতো একটু একটু ভালো
একটু একটু খারাপ ধরে ফেলেছে
আপনাকে এখন আর দেখা যায়না ................
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শায়মা বলেছেন: হায় হায় তোমার আবার কি হলো???
আমি তো অনেক অনেক বিজি আছি!!!!!!!!
বিজিটা কমে গেলেই ইজি হয়ে যাবো।
১৫৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার সঙ্গে কি আড়ি হলো না কি?নাকি আমার ব্লগে আপনার অসহযোগ আন্দোলন চলছে?????
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!
কি বলো!!!
আমি অনেক অনেক বিজি আছি......
জানোনা সামনেই পহেলা বৈশাখ!!!!!!!!!!!!
১৫৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
বিপ্লব06 বলেছেন: অনেক সুন্দর!!!
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!
১৫৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: তাতে আমার কি?আমি ওইসব বুঝি না?কোনাকি গানটা নিয়মিত শুনি,,,,,,,এসো হে বৈশাখ গান চাই........
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
শায়মা বলেছেন: হা হা
কোনাকি কোন গান ভাইয়া???
এমন গানের কথা তো কখনও শুনিনি!!!!!!!!!!!
এসো হে বৈশাখ প্রাকটিস চলছে কিন্তু রেকর্ড করা হবেনা।
১৫৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
বাঘ মামা বলেছেন: এত সময় কোথায় পাও তুমি?তোমার কি ৪৮ ঘন্টায় দিন? এসব কখন করো?
তবে দারুন হয়েছে যাই বলি,আচ্ছা বাঘের কোন আর্ট করনি?
শুভ কামনা
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
শায়মা বলেছেন: আমি তো ঘুমাই না .........
দিনরাত জেগে জেগে বানাই.........
আর বাঘের আর্ট করবোনা !!!!!!!!!!!!!!
বাঘ ভুই পাই..........
শুভকামনার জন্য অনেক অনেক থ্যাংকুস বাঘমামা!!!!!!
১৫৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
ফকির সাইঁ বলেছেন: Your articles give me some mental composure, in my very bad time-----------------------thanks Shima apu.
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!
১৫৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: জোনাকি
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
শায়মা বলেছেন:
১৬০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০
আরমিন বলেছেন: পল্লীবালা আর ময়ূরটা দারুন হয়েছে !
আচ্ছা, দুই হাতে ফ্রেম ধরে রেখে ছবি তুললে কিভাবে? হাত কয়টা তোমার?
প্লাস দিয়েছি ।
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: আরে আমার আরও ফোটোগ্রাফার আছে তো !
তুমি কি ভাবো আমি একা একা কোনো বন্দিপুরিতে থাকি!
থ্যাংক ইউ আপুনি!
১৬১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
কামরুল হাসান শািহ বলেছেন: আমরা ঠিকানায় কিচ্ছু পাঠানো যায়??
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: যায় যায়!!!!
পরীর দেশ থেকে সাত আসমান সহ দুনিয়ার সবখানেই সব কিছুই পাঠানো যায়।
১৬২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
তাসজিদ বলেছেন: আমি বে গুন মানুষ।
ভাবছি আপুর কাছ থেকে কিছু গুন ধার নেয়া দরকার।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
শায়মা বলেছেন: ধার নেওয়া লাগবেনা ভাইয়া।
এমনি এমনি সব দিয়ে দিলাম গুন তুক তাক সব সব সব !!!!!!!!!!
১৬৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
এসএমফারুক৮৮ বলেছেন: আপনার ছবিগুলো আপু অনেক সুন্দর হয়েছে।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।
১৬৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: এসো হে বৈশাখ গানটা আমার বাসায় এসে শুনিয়ে গেলে ভাল হয়।আপনার পরীর রাজ্যে আর যাবনা।পরীরা খুব একটা সুবিধার না আমি প্রেমের কবিতা লিখি তাই ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে থাকে।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
শায়মা বলেছেন: পরীদের কি খেয়ে কাজ নেই ভাইয়া যে তোমার বাড়ি যাবে গান শুনাতে?
পরীদের পহেলা বৈশাখ উপলক্ষে কত্ত কত্ত কাজ!!!!!!!!!!!!!!
নাচ গান লেখালিখি................
তারা নিজেদেরকে দেখেই কুল পায়না আবার অন্যের দিকে তাকিয়ে থাকবে!!!!!!!!!!!!!
তাও আবার ঢ্যাপ ঢ্যাপ করে !!!!!!!!!!!!!!!!!!!!
দূর তুমি কিচ্ছু জানোনা!!!
তুমি মনে হয় চেনো ভুত পেত্নীদেরকেই!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কালবৈশাখি হবে বুঝলে
ভয়ানক ঝড় হবে
সবকিছু ভেঙে চূরমার করে দিবে
প্রেমে অবজ্ঞার ক্ষমা আছে প্রেমের কবির অবজ্ঞা ক্ষমা নাই
নববর্ষে একদর পরী চাই আর নাচের জলসা চাই
সঙ্গে গান এসো হে বৈশাখ এসো
না হলে প্রেম জুটবে না কপালে
প্রেম চাই প্রেম চাই বলে মরে গেলেও জুটবে শুধু অবহেলা
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
শায়মা বলেছেন: আহারে ভাইয়া
তোমার জন্য অনেক অনেক দোয়া করে দিলাম।
১৬৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
রাতুল_শাহ বলেছেন: পহেলা বৈশাখে নতুন পোষ্ট চাই।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
শায়মা বলেছেন: প হেলা বৈশাখের নাচা গানার রিহার্সেল নিয়ে বিজি তো!!!!!!!!!!!!!
ওকে ওকে সেসব নিয়েই পোস্ট ওকে?
১৬৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল তোমার সকল কাজে। তোমার কর্ম আমাকে মুগ্ধ করেছে। ভাল থেকো সব সময়।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!
লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!!!
১৬৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
ভুং ভাং বলেছেন: অতিব সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!
১৬৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
কস্কি বলেছেন: এই পোস্টে অনেক আগেই কমেন্ট কলতে তেয়েতিলাম!! কিন্তু নতুন করে প্যাঁচ লাগানোর কোন ইত্তাই আমার নাই তাই আর কমেন্ট করা হয় নাই.!! (কেন জানি বাকী ইমো গুলো দেয়া যাচ্ছে না )
বছরের শেষ কমেন্টা হয়তো করে গেলাম, কিছুক্ষণের মধ্যেই সূর্য ..........
শুভ নববর্ষ ম্যাডাম!! ( কালকে ইতকুলে আসব না!! )( চোখ পিটাপিটের ইমো হবে)
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
শায়মা বলেছেন: কালকে ইত্তুল বন্ধ বাবু!!!
থাক আসার দরকার নেই!!!!!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
নতুন বছর অনেক ভালো কাটুক!!!
১৭০| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
কস্কি বলেছেন: তেই জন্যই তো আতকেউ ইতকুলে যাবো না!! , তবে আগামী পরতু তিনও ইতকুলে যাপো না, কারণ ঐতিন ইতকুল তাওয়ার আগে ত্বর উঠপে!! ( কতাটা কিন্তু মিনমিনে... বুত্তে হপে!!
নতুন বছর অনেক ভালো কাটুক!!!
___________________________________>>
এ্যাঁ ....
তাড়াতাড়ি দোয়া উঠাইয়া নেন!! আর উল্টা দোয়া করেন.!!
যাইহোক, আসছি যেহেতু, তাই বিটলামী না কইরা গেলাম না!!
ম্যাডাম ক্লাতে না তাকালে আমিও তিব্হা তেখাতে পারি . হু!!
তা মেডাম আমার ইতকুলের নামটা যেন কী? অপ্সরীয়া .....
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক !!!
ভাইয়াজান আমার স্কুলের নাম অপ্সরীয়া ইন্টারন্যাশনাল কিডোস স্কুল!!!
১৭১| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
বড় বিলাই বলেছেন: কী সুন্দর!
এতগুলো দেবী-পরীর সাথে কুংফু পান্ডাও আছে দেখি। অবশ্য পরীদের সুরক্ষার জন্য বডিগার্ডও তো দরকার।
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: হা হা
আপুনি কুংফু পান্ডাটা বেবিদের জন্য আর বাকী গুলো আমার পরীর দেশের আপুনি!
১৭২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপু , কেমন আছেন ?? ব্লগে খুব কম আসি কিন্তু আসলেই আপনাকে খুঁজে যাই একটু হলেও ।
ভালো থাকবেন
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
কেমন আছো তুমি????
অনেক অনেক শুভকামনা তোমার জন্য।
১৭৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
হুপফূলফরইভার বলেছেন: ও রং মিস্তুরী,
আমারে একখান রংয়ের কৌটা দিবাইন?
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১
শায়মা বলেছেন: দেবো দেবো ।
আকাশ থেকে আজ রাতে তোমাদের বাড়ির ছাদে ঠাস করে ফেলে দেবো।
১৭৪| ০১ লা মে, ২০১৩ রাত ১:৩৩
তুতুষার বলেছেন: সুপার!! চিত্রকর্ম বিচিত্র হইছে।
০১ লা মে, ২০১৩ সকাল ১০:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বিচিত্র চিত্রকর্ম দেখার জন্য।
১৭৫| ০২ রা মে, ২০১৩ রাত ১:০৬
অদ্ভুত_আমি বলেছেন: আপু,
আমিও একটু অপচেস্টা চালালাম আর কি !!!
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩৫
শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক অনেক ভালো হয়েছে!!!!!!!!!!!!!!!!!!!!
আমি মুগ্ধ আর অনেক মজা পাচ্ছি!!!!!!!!!!!!!!!!!!
সত্যি অনেক অনেক ভালো হয়েছে !!!!!!!!!!!!!!!
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা তোমার জন্য!
১৭৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৩৫
এম এম কামাল ৭৭ বলেছেন: দারুন!
০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৭৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:১৮
অদ্ভুত_আমি বলেছেন:
ধন্যবাদ আপু ।
একটা পোস্ট দিয়েছি আপু ।
০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩৫
শায়মা বলেছেন: ওকে ভাইয়া এখুনি দেখতে যাচ্ছি!
১৭৮| ১২ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৮
লুবনা ইয়াসমিন বলেছেন: কাজ এখন কেমন চলছে?
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৫
শায়মা বলেছেন: হাহা আপুনি!!!!
এখন আর গ্লাস পেইন্টিং করছিনা।
অন্য কাজে বিজি আছি।
১৭৯| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯
ইমন কুমার দে বলেছেন: শায়মা্........ তুমি তো দেখি অঘটনঘটনপটিয়সী।।
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭
শায়মা বলেছেন: ভাইয়া আমার লাস্ট পোস্টটা পড়ো!!!!!!!!!!!!
সেটা আরও বড় অঘটন ঘটন পটিয়সী হয়েছে !!!!!!!!!!!!!!
১৮০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
শ্যামল জাহির বলেছেন: রঙগুলোর চেয়ে বেশি মন রাঙালো- আঁকা ছবি!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
শায়মা বলেছেন: আমারও ভাইয়া রঙ দেবার আগে কালো আউটলাইনে আঁকাগুলিই বেশি ভালো লাগে।
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি আমার ছবিগুলি দেখার জন্য।
১৮১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ফরহাদ আহমদ নিলয় বলেছেন: ওয়াও আপু ! আপনি তো আমাদের অনেক আগে থেকেই গ্লাস পেইন্টের সাথে জড়িত । থ্যাংকু লিংকটা দেয়ার জন্য । অনেক নতুন কাজ দেখা হল ।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শায়মা বলেছেন: আরও আছে ভাইয়া।
একটু পরে এসে লিন্ক দিচ্ছি!
১৮২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
আমি সাজিদ বলেছেন: এখন তুমি কোথায় আছো
কেমন আছো
পত্র দিয়ো, আপি পত্র দিয়ো…
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: পত্র দেবো?
কি বলো সব আবল কথা
তাবল ভাবনা...
পত্র দেবো?
কোন ঠিকানায়?
দখল তোমার বাড়ির উঠোন
তোমার আকাশ
এক চিলতে খোলা জানলা
বদ্ধ এখন...
পেরেক ঠুকে
কফিন বাক্স যেমন থাকে
ভেতরে তার অতৃপ্ত কোনো
প্রেত্মাতা বাস..
মুখ দিয়ে তার ঝরছে আগুন
গলগলিয়ে বিষাক্ত সাপ
হলহলিয়ে আসছে ভেসে
নারে বাব্বা ভয় পাই
সেই ক্লেদাক্ততা
দূরেই থাকি
অনেক দূরে
সাত সাগর আর তেরো নদীর
ওপার হতে
পড়বে মনে
এক যে ছিলো ছোট্ট আমার
ফুটফুটে এক রাজপুত্র
সঙ্গী ছিলো রাজহংসী
মরাল গ্রীবা
দূর থেকে জন্য আমার
রইবে অনেক ভালোবাসা
অনেক দোয়া
ভালো থেকো অনেক ভালো....
যত্ত ভালো কেউ থাকেনা
তোমার মত......
১৮৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
আমি সাজিদ বলেছেন: আরেহ ওটা হেলাল হাফিজের কবিতা।প্রস্থান।আমি শুধু আপি শব্দটা লাগিয়েছি।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: জানি ....
জানি সেটা ভালোই জানি ......
তোমার লেখা নয়গো সেটা
তবে বললে তুমি পত্র দিও সেই কবিতা বলার ছলে
বললে কিছু মনের কথা
আমিও তা জবাব দিলাম নিজের লেখা
নিজের কথা সবটুকু তার সত্যি নিয়ে
মনের সকল না বলা কথা
১৮৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব সুন্দরতো
১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!
১৮৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ক্লান্ত তীর্থ বলেছেন: খুব খুব খুউউউউউউউউউউউউউউউউউউব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব্বব সুন্দর!
আমিও করবো কিনা ভাবছি!
১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২
শায়মা বলেছেন: তাড়াতাড়ি করে ফেলো ভাইয়া।
১৮৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পরীর মনে রঙ লেগেছে
বসন্ত ঐ বনে,
নানান রঙের আঁকিবুঁকি
বাহিরে-গোপনে!
নানান রঙের ছলাকলা
নানান ঢঙে কথা বলা,
পানটি হতে চুন খসিলেই
কাঁদবে অকারনে!
এতো গুণ নিয়ে কিভাবে ঘুমান? ++
১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
শায়মা বলেছেন: অকারনে শুধুই কাঁদা!
এ কথাটা ভুল
কাঁদা কাটা শেষে আমি
ধরবো তাহার চুল।
নেড়া মাথায় ঘোল ঢালাবো
মুখেতে চুন কালী
পানটি থেকে চুনটি শুধু
খসাক না কেবলি!
১৮৭| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: মোটামুটি ভালোই লাগলো। কারন আমার কাজিনের গুলা আরো বেশি জোস।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬
শায়মা বলেছেন: আহারে!
তুমি আবার তোমার কাজিন। তাদের গুলা কেমন হবে বুঝাই যাচ্ছে ভাইয়ু!!!!!
তবে স্বপ্নে অনেক কিছুকেই বেস্ট ভাবা যায়।
১৮৮| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৮
জেন রসি বলেছেন: নদী ভাই একবার চেষ্টা কইরা দেখতে পারেন। আমি নিশ্চিত আপনার গুলো আরো বেশী জোস হবে!!!
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮
শায়মা বলেছেন: জিনি ভাইয়া সাবধান!
তুমি কিন্তু ইদানিং শত্রুতা করছো বেশি বেশি।
তোমাকে একদম বয়কট করে দেবো!!!!!!!!!!!!!!!!!
১৮৯| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪
জেন রসি বলেছেন: আমি সত্য অনুসন্ধান করি!!!
জেল, জুলুম, বয়কট এগুলোকে ভয় পাইলে কেমনে হবে!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
শায়মা বলেছেন: এতদিন পর দেখলাম। চেক করছিলাম পোস্টগুলো।
সে সময়টা কোনো নোটিফিকেশন দেখা যেত না আর তাই পুরোনো পোস্টে কে কি কমেন্ট করলো জানতে পারতাম না ভাইয়ু!
১৯০| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৪
দর্পণ বলেছেন: জেন রসি বলেছেন: আমি সত্য অনুসন্ধান করি!!!
জেল, জুলুম, বয়কট এগুলোকে ভয় পাইলে কেমনে হবে!!!
ঠিক কইছেন ভাই । সবাই কি হেতির মত ভীতু?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: আসছেন বীর পুরুষ!!!!!!
১৯১| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮
জেন রসি বলেছেন: দর্পণ ভাই, ভীতু মানুষরাই কিন্তু স্বৈরাচারী আচরন করে!
এইটা প্রমানিত সত্য!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: আহা বলছেন!!!!!
মহাজ্ঞানী মহাজন!!!!!!!!
১৯২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: একটা মানুষের এত গুণ কিভাবে থাকে!!!!!
জেলাস !!
২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!
নো জেলাস!!!!!!!!!!!!!
আমি অল রাউন্ডার না!!!!!!!!!!!!!!!!
১৯৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: সব গুণ আপনি একাই নিয়ে নিলে আমাদের কি হপে?
২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
শায়মা বলেছেন: সব তোমাদের হবে!!!!!!!!!!
১৯৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এই পোস্টটাই তো খুঁজছিলাম, এতদিন কোথায় ছিল?
অনেক ধন্যবাদ আপুনি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: হা হা এইখানেই তো ছিলো আপুনি!!!!!!
কেমন আছো তুমি???
১৯৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
তার আর পর নেই… বলেছেন: আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: না না এর চাইতে সহজ আর্ট আর নাই!
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
রঙে রাঙানো এই পোস্টে ভালোলাগার রঙ লেগে থাকুক.....
অনেক ধন্যবাদ