নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
ব্যক্তিগত (ঐচ্ছিক)
প্রথম প্রশ্ন: যেহেতু তুমি গান ভালোবাসো খুব খুব তাই গানে গানে জিগাসিনু- "তোমার বাস কোথা হে পথিক ওগো দেশে কি বিদেশে?"আর স্বদেশে হলে সেটা কোন অঞ্চল আর বিদেশ হলে আমি জানি তবে অন্যদেরকে জানাও। আর না জানাতে চাইলে গানে গানে উত্তর দাও...... যেমন " সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো"
দ্বিতীয় প্রশ্ন: তুমি কোন বিষয়ে পড়ালেখা করেছো? আর জব করছো কোথায়? এটার জবাবও গানে গানে বা কবিতায় দিতে পারো কিন্তু ....
তৃতীয় প্রশ্ন: তোমার ছেলেবেলার এক মজার স্মৃতি ......১ থেকে ১০ বছরের মাঝে কিছু কি মনে পড়ে যেটা মনে পড়লেই তোমার অনেক হাসি পায়। আমাদেরকে সেটাই জানাও প্লিজ....ছেলেবেলার কথা
চতুর্থ প্রশ্ন: তোমার পরিবার তোমার কাছে কতটা ভালোবাসার বা পরিবার সম্পর্কে ৩টা লাইন হলেও বলো।
পঞ্চম প্রশ্ন: এই জীবনে যতগুলো বছর পার করলে, কোন কাজটা করে সবচাইতে সুখী হয়েছো। একটা নয়তো দুইটা কিংবা তিনটাও বলতে পারো। (প্রেম একবারই এসেছিলো জীবনে বিষয়ে বললে বেশি ভালো হয়। )
ব্লগ বিষয়ক- ইহাও ঐচ্ছিক
ষষ্ঠ প্রশ্ন: কি করে সন্ধান পেয়েছিলে এই ব্লগের? আর কার লেখা পড়ে আগ্রহী হয়েছিলে ব্লগ পড়তে?
সপ্তম প্রশ্ন: ব্লগে আমরা কিছু নেশাড়ু আছি। তুমিও তাদের একজন। এই প্রশ্নও আমি গানে গানে করিবোক। তুমি চাইলে গানে গানেই উত্তর দিতে পারো।
নেশা লাগিলোরে, বাঁকা দুই নয়নে ব্লগের নেশা লাগিলোরে? নেশা লাগিলোরে, বাঁকা দুই নয়নে ব্লগের নেশা লাগিলোরে?এই নেশা কি করিয়া তোমার মনে জাগিলো রে???
অষ্টম প্রশ্ন: ব্লগে তুমি কি চাও মানে লেখকেরা কি লিখুক আর পাঠকেরা কি পড়ুক? আর কি বা করুক? মানে কি আশা তোমার ব্লগের কাছে? এই যে গানে গানে প্যারোডি করে যদি জিগাসি তোমায়- বড় আশা করে এসেছো গো ব্লগে, কি তুমি চাও?
নবম প্রশ্ন: ব্লগে শুধুই সিরিয়াস থাকতে হবে এমন বিশ্বাসে বিশ্বাসী নহি আমরা কেউ কেউ কিন্তু যারা সিরিয়াস আর পণ্ডিতিতে ব্লগখানা ভরা রাখিতে চায়, দেখিতে চায় এবং ব্লগে শুধুই সেই সব পণ্ডিতি করিয়া বাঁচিতে চায় তাদের উদ্দেশ্যে তোমার বাণী কি?
দশম প্রশ্ন: সর্ব সাধারণের জন্য কিছু কি বলার আছে তোমার? গানে গানে জানিতে চাই- তোমার বলার কি কিছু ছিলো না তোমার বলার কি কিছু ছিলো না?
সবশেষে ২টি সিরিয়াস প্রশ্ন:
১। তোমার মাঝে একটা জিনিস দেখেছি অকপটতা। নিজে যা বিশ্বাস করো, যা ভাবো, যা বুঝো তাই অকপটে স্মীকার করে ফেলো। নিজের মতে চলো এবং তাতে কে কি বলছে বা ভাবছে এসব নিয়ে ভাবো না। এটা অবশ্যই ভালো গুণ তবে এই কারণে কি তুমি ঝামেলায় পড়তে পারো বা পড়েছোও যা আমি খেয়াল করেছি, দেখেছিও। এই ব্যপারে তোমার মতামত কি? প্রশ্নটা কঠিন মানে আমি উত্তর দিতে গেলে একটু ভাবনায় পড়তাম, পিছলানোর টেরাই করতাম বা পেঁচাপেচি করতাম কিন্তু তুমি অকপট তাই সেটা হয়ত করবে না। তবে এই প্রশ্নের উত্তরও ঐচ্ছিক।
২। মিররমনি, এই ব্লগে কেউ আমরা কাউকে চিনিনা তবুও এক অদৃশ্য সূতার বন্ধনে বাঁধা পড়ি। যেই বন্ধন খুব সহজেই ছিড়েও যায় কারণ সম্পূর্ণ ব্যাপারটাই আমাদের মস্তিস্কপ্রসূত ধারনার উপরে গড়িয়ে চলে। কারো সম্পর্কে কারোর বাস্তব ধারনা না থাকায় অনেক ভুল বুঝাবুঝিও হয়ে পড়া খুব সহজ ও স্বাভাবিক। যাইহোক এই যে সেদিন বলছিলে কারো অপ্রিয় মানুষের পোস্টে কমেন্ট করায় তোমার প্রিয় মানুষ রাগ করেছে আবার সেই অপ্রিয় মানুষও রাগ করেছে। ব্লগে এই হাস্যকর ছেলেমানুষী ট্রেন্ড বহুবছর ধরে চলে আসছে। এই বিষয়ে কিছু কি বলার আছে? এই প্রশ্নোত্তরও ঐচ্ছিক!!!
এই আমার সব মিলিয়ে এক ডজন প্রশ্ন। অপুভাইয়ার ইন্টারভিউ দেখে দেখে আমার মনে হলো ব্লগে দুইজন মানুষের সাথে আমার একটু আড্ডা বাড্ডা বা কথোপকথন হওয়া দরকার। একজন মিররমনি আরেকজন কে সেটা কিছুদিন পরেই বুঝা যাবে। মিররমনি তার ইমেইল অপুভাইয়ুকে দেবে বলে মনে হচ্ছে না তাই আমি নিজেই এই খোলা চিঠির মত খোলা ইন্টারভিউ তথা আড্ডা তথা কথোপকথন টেরাই করলাম। একটা জবাবও মিররমনি না দিতে চাইলে দেবে না। কোনো সমস্যা নেই।
তবে তার আগেই আরও যারা যারা যা যা জিগাসা করতে চায় জিগাসা করে ফেলো। আমি দরকারে সেসব প্রশ্নও এড করে দেবো। আর মিররমনি উত্তর দিলেই উত্তরগুলো এড হবে এই পোস্টে! নয়ত পোস্ট ডিলিট।
একলব্যভাইয়ু রেডি হও......
০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৭
শায়মা বলেছেন: রান্নার উপকরণ মিররমনির কাছে কোনো প্রশ্ন থাকলে দিয়ে ফেলো মানে করে ফেলো।
২| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৫৮
বিষাদ সময় বলেছেন: এটা গুগলি না দুসরা ?
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: সেটা আবার কি?
গুগলি কি?
দুসরা কি?
৩| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
একলব্য২১ বলেছেন: শায়মা আপু, প্লিজ আমাকে এখুনই নয়। কয়টা দিন পর আমাকে ধরো। প্লিজ অনুরোধ রইল।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১০
শায়মা বলেছেন: ওকে তোমার প্রশ্নগুলো বলে ফেলো!
৪| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১০
একলব্য২১ বলেছেন: কয়টা দিন নিভৃতে আরামে থাকতে দাও। মরি নাই যেহেতু তোমাদের ছেড়ে কোন দিন যাব না। আপাতত কুছ দিন আরামসে রেহেনে দো।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: হা হা হাজার বছর বেঁচে থাকো ভাইয়ু......
কিন্তু ততদিনে আমরা কই যাই কে জানে???
যাইহোক তুমি তো লুকিয়ে থাকো তুমি পালিয়ে বেড়াও..... মানুষ.......
উহাতেই যেহেতু শান্তি তাহাতেই থাকিবেক........
কিন্তু মিররডলের কাছে কি কোনো প্রশ্ন আছে?
৫| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
কামাল১৮ বলেছেন: সব প্রশ্নই কর হয়ে গেছে।এর উত্তর দিলেই তার সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে।সেটাই পাঠকের জন্য যথেষ্ট।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
শায়মা বলেছেন: ওকে তাহলে মিররমনির জন্য ওয়েট করা ছাড়া আর কিছুই করার নেই।
৬| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
একলব্য২১ বলেছেন: ডল, তোমার লেখার সক্ষমতা আছে। সে কথা আমি আগেও বলছি একাধিকবার। তুমি মাঝে মাঝে লিখ না কেন ব্লগে। ভাল লেখা পড়ার লোভেই তো আমি সামুতে ঢুকি। সময় করে মাঝে মাঝে কিছু লিখো।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: মাঝে মাঝে কেনো লিখে না মিররমনি মানে মাসে দুমাসে একটা দুটা লিখলেও তো পারে। তো তুমিও তো পারো। একই কাজ নিজেই না করে অন্যকে বলা কেনো? নিশ্চয় তুমি যেই কারণে লিখো না মিররমনিও তেমন কোনো কারণেই লিখে না।
আরও কিছু প্রশ্ন করো.....
৭| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
প্রামানিক বলেছেন: প্রশ্নের কোন কিছু তো বাদ পেলাম না। ধন্যবাদ এধরনের পোষ্ট দেয়ার জন্য
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া চিন্তা করে বের করো দু একটা প্রশ্ন!
৮| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সবশেষে ২টি সিরিয়াস প্রশ্নের ১ নাম্বারটার জন্য তাকে ভালো লাগে। স্পষ্টভাষী, স্মার্ট এবং উদারপন্থি একটা চরিত্র।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: হ্যাঁ কিন্তু একটা প্রশ্নও করতে পারো।
৯| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সবার সামনে করাটা বোধহয় ঠিক হবে না। উনি রাগ করতে পারেন। যদিও উনি মননশীল, স্মার্ট উত্তর দেবেন।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০১
শায়মা বলেছেন: এমন প্রশ্ন করবা না যেন কেউ বিব্রত হয়। এমন কিছু জিগাসা করতে পারো যার উত্তর দিতে বাঁধা নেই।
১০| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
একলব্য২১ বলেছেন: মাঝে মাঝে কেন লিখে না সেই কারনটাই তো জানতে চাই।
আমার লেখার সক্ষমতা নেই। কিন্তু ডলের সেটা আছে।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: কে বলেছে নাই!!!!
পারিবোনা এ কথাটি বলিও না আর.....
দশজনে পারা যাহা তুমিও পারিবে তাহা......
একবার না পারিলে
চেষ্টা করো হাজারবার......
১১| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
একলব্য২১ বলেছেন: ডল, তোমার প্রথম crush কে। কয়েকজনের নামও বলতে পারো।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: হা হা এই প্রশ্ন মিররমনি আসলে এড করা হবে।
১২| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
একলব্য২১ বলেছেন: একই প্রশ্ন শায়মা আপুকেও করা যায়।
০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন: আমার ক্রাশ!!!
দূর দূর ক্রাশ নিয়ে ভাবার আসলেও কখনই টাইম ছিলো না আমার, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না!
১৩| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
শ্রাবণধারা বলেছেন: প্রথম প্রশ্নটা দেখেই দারুন মুগ্ধ হলাম। "তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে"।
তবে মিররডডল কে তার পরের লাইনটা বলেও আপনি সম্বোধন করে দেখতে পারেন। "তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥"
তবে এই প্রশ্নের উত্তর হিসেবে "সেই ভালো সেই ভালো আমারে নাহয় না জানো" এটা কিছু বেশি বেশি শোনায়। অবশ্য এর পরের লাইন দিয়েও বোধহয় উত্তর দেয়া যেতে পারে: "মোর বসন্তে লেগেছে তো সুর বেণুবনছায়া হয়েছে মধুর"।
০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তুমি তো ভালোই রবীন্দ্র সঙ্গীত বিশারদ!!!
১৪| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রামানিক ভাইয়া বলেছেন: প্রশ্নের কোন কিছু তো বাদ পেলাম না। ধন্যবাদ এধরনের পোষ্ট দেয়ার জন্য।
০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪২
শায়মা বলেছেন: না না আরও কত প্রশ্ন আছে!!!
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার.......
১৫| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:০৮
মনিরা সুলতানা বলেছেন: দারুণ দারুণ !
ডল তোমার প্রশ্নের উত্তর দিতে স্বমত হোক বা না হোক আমাদের কিছু সময় আনন্দময় ব্লগিং এর সুযোগ সৃষ্টি হল। চলুক আড্ডা , মন্তব্য প্রতি মন্তব্য।
০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: হা হা শেষে এই ব্লগ তো নাম বদলে বিংশ শতাব্দীর চ্যাটরুম হয়ে যাবে!!!!!!!!
১৬| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৩৬
মিরোরডডল বলেছেন:
আমার জালি বেত টা কোথায়!!!
ওটা এখন আমার ভীষণ দরকার
জানে আমি লাজুক স্বভাবের!
ইন্টারভিউ দেবার মতো আমি কেউ না।
তারপরও এভাবে আমাকে লজ্জায় ফেললে আপু!
০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪৫
শায়মা বলেছেন: হায় হায় জালি বেত!!
লাজুক!!!!
এখন কি ইন্টারভিউ দেবার ভয়ে নিজেকেই নিজেকে মাব্বে নাকি!!!!!!!!
কে বলেছে এটা ইন্টারভিউ? ইহা একখানা টকশো......
ঐ যে বেগুনী শাড়ি পরে বকবক শো করে আর অপু ভাইয়ার পোস্ট দেখে দেখে আমি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে এসেছি.......
উত্তর দাও মিররমনি ১ ২ ৩ ৪ ৫ ..........
গানেগানে দাও না হয়......
১৭| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪৯
একলব্য২১ বলেছেন: ডল, প্রিয় ব্যক্তিত্ব কে বা কারা।
০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৫১
শায়মা বলেছেন: মিররমনি তো পালালো মনে হয়!!!
১৮| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডল আয়নার মাঝেই থাকুক !!!
..........................................................
কিছু ভয়,কিছু রহস্য নিয়ে বেচেঁ থাকুক
আমি সেটাই চাই ।
আয়নার ডল এই পৃথিবীতে আসলে ,
তুলকালাম কান্ড ঘটে যাবে বলছি ।
০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৫২
শায়মা বলেছেন: হা হা পৃথিবীতে আসার কি দরকার? আয়নার ভেতর থেকেই কথা বললেই তো হয়ে যায়!!!
১৯| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওটা একটি দুষ্ট ডল
ভূত প্রেতের সাথেও যোগাযোগ থাকতে পারে ।
দুই দুই বার আমি অষ্ট্রেলিয়া গেলাম,
কফির দাওয়াত দিলাম ,
বলে কি ,,,,,,,,, ড্রোন দিয়ে আমার কবরস্হান দেখো,
এ নিয়ে শান্ত থাকো ।
০৭ ই জুন, ২০২৪ রাত ৯:০১
শায়মা বলেছেন: হায় হায় কি বলো??? কবে এই কথা বললো!!!!
কবরস্থান!!!!!!
২০| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৫৯
মিরোরডডল বলেছেন:
এখন কি ইন্টারভিউ দেবার ভয়ে নিজেকেই নিজেকে মাব্বে নাকি!!!!!!!!
তোমাকে মারবো, বিচ্ছু কাহাকা
কে বলেছে এটা ইন্টারভিউ? ইহা একখানা টকশো......
হুম, ফান শো অথবা ওই যে মনিপু বললো আড্ডা হবে
০৭ ই জুন, ২০২৪ রাত ৯:০২
শায়মা বলেছেন: বকবক শো নামটা কেমন???
২১| ০৭ ই জুন, ২০২৪ রাত ৯:০১
মিরোরডডল বলেছেন:
মন্তব্যেই থাক, এগুলো আবার পোষ্টে আপডেট দিও না যেনো!
স্বদেশে হলে সেটা কোন অঞ্চল আর বিদেশ হলে আমি জানি তবে অন্যদেরকে জানাও
অল্প কয়জন যাদের সাথে ব্লগে পরিচয়, তারা সবাই জানে কোথায় থাকি, কোথায় ছিলাম।
তোমার পরিবার তোমার কাছে কতটা ভালোবাসার বা পরিবার সম্পর্কে ৩টা লাইন হলেও বলো।
আমি পরিবারের তিনজন কে হারিয়েছি, বাবা, ভাই ও বোন।
এখন আছে মা, বোন, নিস নেফিউ।
এরা প্রত্যেকে একেকজন আমার কলিজার টুকরা।
আমার সমস্ত পৃথিবী একদিকে আর আমার ফ্যামিলি একদিকে।
They mean everything to me.
০৭ ই জুন, ২০২৪ রাত ৯:০৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ উত্তরের জন্য?
মানে তোমরা তিন বোন আর এক ভাই ছিলে। এখন দুই বোন আছো? প্রত্যেকে তোমার অনেক ভালোবাসার সেটা বুঝতে পারি আর সকলের জন্য অনেক অনেক শুভকামনা।
২২| ০৭ ই জুন, ২০২৪ রাত ৯:২৬
মিরোরডডল বলেছেন:
আমি বুঝতে পেরেছি শায়মাপু তুমি এখন গাঁজা সেবন করো, তো কবে থেকে এই নেশায়???
ব্লগে তুমি কি চাও মানে লেখকেরা কি লিখুক আর পাঠকেরা কি পড়ুক?
what the hell!!!!
পাঠকেরা কি পড়বে সেটা পাঠকদের চয়েজ, লেখকরা কি লিখবে সেটা লেখকরাই ভালো জানে, এখানে আমার চাওয়া পাওয়ার কি আছে???
আর কি বা করুক?
যা খুশি করুক ঝগড়া, মারামারি, গালাগালি।
so what? let them do
মানে কি আশা তোমার ব্লগের কাছে?
ব্লগে আমি কোন আশা প্রত্যাশা নিয়ে আসি না।
আমি আসি টাইম পাস করতে
এই যে গানে গানে প্যারোডি করে যদি জিগাসি তোমায়- বড় আশা করে এসেছো গো ব্লগে, কি তুমি চাও?
ব্লগে কিছুই চাই না, তবে তোমার কাছে চাই।
পা দু'খানা সামনে দাও, মাফ চাই।
আমাকে আর এসব ব্লগিয় প্রশ্ন করোনা।
নেশা ছেড়ে দাও, কেমন?
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:০৯
শায়মা বলেছেন: হা হা হা
আচ্ছা ঠিক আছে এত মাফ চাইতে হবে না........
তোমার যা যা ইচ্ছা তাই বলো বা না বলো ......
ছোট্টবেলার প্রিয় ছড়া কোনটা মনে পড়ে???
২৩| ০৭ ই জুন, ২০২৪ রাত ৯:৩৫
ঢাকার লোক বলেছেন: আয়নার পুতুল যিনি বাস করেন আয়নায়,
আয়নাতেই মানায় তাঁকে, আর মানায় কল্পনায় !
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:১০
শায়মা বলেছেন: গুড গুড গুড গুড!!!!
আয়নার ভেতরে বাস তাহার
মিররমনি নাম যাহার.....
২৪| ০৭ ই জুন, ২০২৪ রাত ৯:৪৩
ঢাকার লোক বলেছেন: আমার মনে হয় সায়মা এই পোস্টটা মুছে দিতে পারেন। এতে মিরোরডল কিছুটা বিব্রত হয়েছেন মনে হচ্ছে !
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:১১
শায়মা বলেছেন: না বিব্রত হচ্ছে না কারণ এই সব প্রশ্নের উত্তর ঐচ্ছিক। না বললেও চলবে...... তুমি কে হে ভাইয়ু??? নতুন ভাইয়া নাকি পুরান ভাইয়া........ আগে তো দেখিনি মনে হচ্ছে ......
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:১৩
শায়মা বলেছেন: বাপরে!! তুমি দেখছি ৮ বছরের পুরান মানুষ!!! গেছি!!!
২৫| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:০০
মিরোরডডল বলেছেন:
যারা সিরিয়াস আর পণ্ডিতিতে ব্লগখানা ভরা রাখিতে চায়, দেখিতে চায় এবং ব্লগে শুধুই সেই সব পণ্ডিতি করিয়া বাঁচিতে চায় তাদের উদ্দেশ্যে তোমার বাণী কি?
বাণী????
দিবো আমি???
আমি কোথাকার কোন হনু যে কাউকে বাণী দিবো?????
বিভিন্ন নেচারের মানুষ আছে সমাজে, ব্লগেও তাই।
কারো বাণী বা উপদেশে কেউ তার স্বভাবগত আচরণ থেকে বের হয়ে আসতে পারে বলে মনে করিনা।
আমি নিজে কি পারবো আমার ন্যাচারাল স্বভাব থেকে বের হয়ে আসতে? পারবো না।
যেটা আমি নিজে পারি না, সেটা আরেকজনের কাছ থেকে কেনো আশা করবো।
সবাই থাকবে যার যার মতো।
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২০
শায়মা বলেছেন: গুড গুড এই তো সঠিক কথা!!
২৬| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:০৯
করুণাধারা বলেছেন: মিরোরডডল, সব প্রশ্নের উত্তর না দিলেও হবে। এটা তো আর পরীক্ষার খাতা না। .
আমিও একটা প্রশ্ন করে ফেলি।
Mirror mirror mirrored doll
Who is the prettiest of us all?
শায়মা ছাড়া কারো নাম বলতে পারবে না। কারণ আর কাউকে তো কখনো দেখোই নি।
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৫
শায়মা বলেছেন: হা হা করুনাধারা আপুনি আমি তোমাকে দেখিনি বটে কিন্তু অনেকদিন আগে বড়বিলাই আপুনি আর আরেকজন আপুনি ছিলো ডক্টর মনে হয় তার কথা মনে পড়ে তোমাকে দেখলেই........ মানে নিকটা দেখলেই........
২৭| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:১৭
মিরোরডডল বলেছেন:
বিষাদ সময় বলেছেন: এটা গুগলি না দুসরা ?
বিষাদের প্রশ্নটা আমিও বুঝতে পারিনি আপু।
একলব্য২১ বলেছেন: ডল, তোমার লেখার সক্ষমতা আছে। তুমি মাঝে মাঝে লিখ না কেন ব্লগে।
কিছু পোষ্ট করেছিলাম, প্রিয় গান বা ব্যক্তি জীবনের অভিজ্ঞতা শেয়ার করা।
ওটাকে লেখালেখি বলে না শুভ। আমার পড়তে ভালো লাগে।
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৭
শায়মা বলেছেন: হায় হায় আমিও তো জানিনা কিন্তু করুনাধারা আপুনি ঠিকই জানে দেখো......
২৮| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২১
করুণাধারা বলেছেন: গুগলি না দুসরা- এটা দাদাগিরির সবচেয়ে কঠিন রাউন্ড। আমার মনে হয় দাদাগিরি কী তুমি জানো না!! ইউটিউবে সার্চ দিয়ে দেখো দাদাগিরি লিখে।
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৭
শায়মা বলেছেন: বাপরে দাদাগিরি তো জানিনা দিদিগিরি হলে হয়ত জানতাম.......
২৯| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৭
একলব্য২১ বলেছেন: গুগলি বা দুসরা হচ্ছে ক্রিকেটের এক ধরনের mystery balling. যা batsmanকে ধাঁধায় ফেলে দেয়।
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৮
শায়মা বলেছেন: হায়রে ভাইয়া তো আমাদেরকেই ধাঁধায় ফেলে দিয়েছিলো!!!!!!
৩০| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৭
ঢাকার লোক বলেছেন: আমি এক পুরাতন ব্লগার,
আসি আর যাই, অলক্ষ্যে সবার!
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৯
শায়মা বলেছেন: কেনো রে ভাই এত লুকোচুরি
বয়স হলো কয় কুড়ি??
হাঁটো নাকি খুড়ি খুড়ি??
খাও নাকি গুড়মুড়ি???
৩১| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:৩২
মিরোরডডল বলেছেন:
করুণাধারা বলেছেন:
Mirror mirror mirrored doll
Who is the prettiest of us all?
you're the prettiest
কল্পনাতে ........
শায়মা ছাড়া কারো নাম বলতে পারবে না। কারণ আর কাউকে তো কখনো দেখোই নি।
হ্যাঁ দেখেছিতো
জানাপু, শায়মাপু, ছবিপু, জুনাপু, মনিপু, সোহানীপু, লেইস আপু, নন্দিনী, শিখাপু, সামিয়াপু, দেয়ালিকা পিচ্চু এরকম আরও অনেককেই দেখেছি। সবাই যার যার মতো সুন্দর। মেইনলি ইনার বিউটি ইজ ইম্পরট্যান্ট, সেটারই রিফ্লেকশন বাইরের সৌন্দর্য।
সেভাবে দেখলে ব্লগের সব আপুরাই বিউটিফুল সোল।
আর শায়মাপু, in one word, she's a sweetheart!
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: থাক থাক লুইজ্জা পাই আমি তবে করুনাধারা আপুনিকে কিন্তু দেখিনি আমরা তবে তার ক্ষুরধার বুদ্ধির চেহারা দেখেছি।
০৭ ই জুন, ২০২৪ রাত ১০:৪০
শায়মা বলেছেন: মিররমনি সাড়ে ভাইয়াকে দেখা যাচ্ছে। এইবার আসছেন হুজুরে জ্বীনপতি চুয়াত্তর ভাইয়া.....
৩২| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:৪৫
একলব্য২১ বলেছেন: ডল, তুমি তোমার নয়নেরমনি ক্ষুদেকে ভবিষ্যৎ জীবনে কি প্রফেশনে কি রকমভাবে দেখতে চাও।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:০৪
শায়মা বলেছেন: মিররমনি উত্তর দিক!
নিশ্চয় ইঞ্জিনিয়ারিং জবে দেখতে চাইবে......
৩৩| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:৫৩
শেরজা তপন বলেছেন: প্রথম থেকেই পোস্ট মন্তব্য ও প্রতি মন্তব্যের দিকে নজর রাখছি। আমার প্রশ্ন ও আলোচনায় পরে আসছি
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:০৫
শায়মা বলেছেন: ভেরি গুড ভাইয়া। তবে মিররমনির অনুরোধে উত্তরগুলো পোস্টে এড করা থেকে বিরত রহিলাম।
৩৪| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:০১
মিরোরডডল বলেছেন:
তুমি কোন বিষয়ে পড়ালেখা করেছো? আর জব করছো কোথায়?
বলার মতো সেরকম কিছু না আপু।
ফর লিভিং MBA করেছি।
ফর প্যাশন, ইংরেজি সাহিত্য এবং ভাষায় মাস্টার্স করেছি।
একটা অস্ট্রেলিয়ান অর্গানাইজেশনে ফাইন্যান্সে জব করছি।
এইতো ...
সাদামাটা মানুষের সাদাকালো জীবন আমার
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:০৮
শায়মা বলেছেন: বাহ! বাহ! বাহ!
ভেরিগুড মিররমনি.....
তোমার দেশের বাড়ি কি টাঙ্গাইল নাকি ময়মনসিংহ.......
৩৫| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:০৬
মিরোরডডল বলেছেন:
রূপক বিধৌত সাধু বলেছেন: সবার সামনে করাটা বোধহয় ঠিক হবে না। উনি রাগ করতে পারেন।
আড়ালে করার অপশন নেই
নাহ! রাগ করবো না।
কি জানতে চায় রূপক?
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:১০
শায়মা বলেছেন: সেটাই বুঝলো না রূপক সাদাসিধা ভালো মানুষ ভাইয়াটা .....
৩৬| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:১৮
মিরোরডডল বলেছেন:
একলব্য২১ বলেছেন: ডল, তোমার প্রথম crush কে। কয়েকজনের নামও বলতে পারো।
হিন্দি মুভি সেইভাবে দেখা হয়না বা হয়নি, অনলি রেকমেন্ডেড হলে হয়তো দেখেছি।
সেভাবেই সিলসিলা নামের একটা মুভি দেখে I had a crush on Rekha.
She's the one & only.
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪১
শায়মা বলেছেন: হা হা হা হা হা একলব্য ভাইয়ু এই উত্তর শুনে এমনই বোকা হবে!! তার বোকা চেহেরা মনে করিয়া আমি হা হা হে হে
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: ওহ আরেকটা কথা একলব্য ভাইয়ু আমার ক্রাশও জানতে চেয়েছিলো। তাহলে আমার ক্রাশ শ্রীদেবী!
৩৭| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:২৮
বিষাদ সময় বলেছেন: আমার আগের মন্তব্যের একটা ব্যাখ্যা দেয়া মনে হয় প্রয়োজন। আসলে ব্লগের হেড লাইন দেখে মনে করেছিলান হোস্টের রাঁধা, বাড়া , গেস্টকে আপ্যায়ন সবই হয়ে গেছে। পোস্ট পড়ে তো পুরাই কট। তাই ঐ রকম মন্তব্য করা।
যারা নিক নিয়ে লিখেন তাদের প্রতি মনে হয় একটা কমন প্রশ্ন থাকা উচিত-
এই নিক গ্রহনের কারণ কি?্
ব্লগার মিরোর ডলের প্রতিও এই প্রশ্নটাই রইল। (উত্তর ঐচ্ছিক)
অনেক অনেক শুভেচ্ছা।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: হা হা ফাকিবাজদের এমনই হয় ভাইয়া...... শিরোনাম পড়েই কট মট পট পট .......
তোমার নিকের মানেটা বুঝতে পারছি। তুমি তখন ডিপ্রেশনে ছিলে মানে সুখে থাকতে যেমন ভূতে কিলায় সেই ডিপ্রেশন! সেই সময়টাতেই তুমি নিক নিলে বিষাদ সময়!!!!!!!!! আহা আহা
আর আমি সদা ও সর্বদা স্বপ্নলোকে বাস করি তাই আমার নিকগুলোও স্বপ্নলোকে বাস করে.....
৩৮| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: গান গেয়ে গেয়ে আপনি নিপুণভাবে খোলস থেকে শামুকের মাথা বের করে আনতে পেরেছেন।
এই পোস্ট পাঠ 'ইস্তক' আমি সন্দিহান ছিলাম যে মিরোরডডল, যিনি ব্লগে সরাসরি নয়, দর্পণের মাধ্যমে নিজেকে প্রতিফলন করেন, তিনি আপনার সামনে এ সাক্ষাৎকারে হাজির হতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিছুটা স্বস্তি পেলাম, যখন দেখলাম তিনি প্রথমে কিছুটা কপট অগ্নিশর্মা হয়ে 'জালিবেত' খোঁজাখুজি করলেও, ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন এবং আপনিও তাকে গুড হিউমারে এনগেজড রেখেছেন। আপনাদের উভয়কে ধন্যবাদ, এমন চমৎকার ব্লগীয় মিথষ্ক্রিয়ার জন্য।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
৩৯| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪০
মিরোরডডল বলেছেন:
একলব্য২১ বলেছেন: ডল, প্রিয় ব্যক্তিত্ব কে বা কারা।
মানুষের ব্যক্তিত্বই তার পরিচয়।
তাই প্রিয় মানুষগুলো প্রিয় ব্যক্তিত্ব।
বেশ কয়েকজন, তাই আর বলছি না।
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আয়নার ডল এই পৃথিবীতে আসলে ,
তুলকালাম কান্ড ঘটে যাবে বলছি ।
হা হা হা
থ্যাংকস শঙ্খচিল।
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওটা একটি দুষ্ট ডল
একদম ঠিক বলেছে
ঢাকার লোক বলেছেন: আয়নার পুতুল যিনি বাস করেন আয়নায়,
আয়নাতেই মানায় তাঁকে, আর মানায় কল্পনায় !
বাহ!
থ্যাংক ইউ
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: কেনো বেশ কয়েকজনের নামই বলতে আর কারো নাম বাদ পড়ে যায় যদি তাই আগেই প্রতিরোধক উত্তর আরও কারো কারো নাম আছে আমার মনে .......
৪০| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি প্রশ্নপত্র তৈরি করছি। আগামী কাল দিবো ইনশাল্লাহ। মিরর তো আপনার চেয়েও বেশী লাজুক। তাই ভাবছি সব প্রশ্ন করা ঠিক হবে কি না।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫৫
শায়মা বলেছেন: হা হা তাই তো দেখছি। সে যে লাজুক লতা বলবে মনের কথা
৪১| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আমার কাছে শায়মা সবচেয়ে সুন্দর। তারপর অপ্সরা । তারপর কঙ্কাবতী তারপর কবিতা লেখার প্রহর। আর ডলিও সুন্দর হবে মনে হয়।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: বাপরে!! গেছি গেছি !! এত সুন্দরীদের ভীড়ে তাই তো তোমার মাথা কবি হয়ে গেছে! এতদিনে বুঝলাম!!!
৪২| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি মোটামুটি সুপার ম্যানের মতো অসুস্থ শরীর নিয়ে ঠাকুরগাঁও ঘুরে এলাম অফিসের কাজে।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫৭
শায়মা বলেছেন: এইসব কোনো অসুখ না ভাইয়ু..... এই সব নিয়েই সকলে বাঁচে ........
৪৩| ০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ডল কি আমাদের তার প্রিয় কিছু কবি বা কবিতার কথা বলবে ? পছন্দের লেখক ! অথবা কিছু প্রিয় বই এর তালিকা।
০৭ ই জুন, ২০২৪ রাত ১১:৫৮
শায়মা বলেছেন: গুড গুড ভেরি গুড কোয়েশচেন.......
৪৪| ০৮ ই জুন, ২০২৪ রাত ১২:০১
সোনালি কাবিন বলেছেন: পড়াশোনার ব্যাপারে মিডের প্যাশন আমারও কমন পড়ল।
মিডের কাছে প্রশ্ন - প্যাশনের বাস্তবায়ন কি ঢাবিতে হয়েছিল?
০৮ ই জুন, ২০২৪ রাত ১২:০৩
শায়মা বলেছেন: গুড! মিড জবাব দিক! আর আমি যাই ঘুমাই। আবার আসিবো ফিরে ........
৪৫| ০৮ ই জুন, ২০২৪ রাত ১২:০৫
মিরোরডডল বলেছেন:
একলব্য২১ বলেছেন: ডল, তুমি তোমার নয়নেরমনি ক্ষুদেকে ভবিষ্যৎ জীবনে কি প্রফেশনে কি রকমভাবে দেখতে চাও।
আমি অথবা ক্ষুদের বাবা মা, আমরা কেউই আসলে সে বড় হয়ে কি প্রফেশনে যাবে এটা নিয়ে ভাবিনা।
ক্ষুদে এখনও অনেক ছোট। পরবর্তীতে তার কি ভালো লাগবে, সে কোন বিষয় ভালো করে, কোনটাতে তার আগ্রহ বেশি সবকিছু মিলিয়ে সময়ই ঠিক করে দিবে তার জন্য কোনটা সঠিক।
আমাদের কাজ তাকে সাপোর্ট করা, যদি ভুল করে সেটা ধরিয়ে দেয়া।
লেখক বলেছেন: তোমার দেশের বাড়ি কি টাঙ্গাইল নাকি ময়মনসিংহ.......
জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই।
দাদা বাড়ির জায়গাটার নাম খুব সুন্দর, কিন্তু বলবো নাহতো
০৮ ই জুন, ২০২৪ রাত ১২:১০
শায়মা বলেছেন: বুঝেছি সুন্দরবন.......
৪৬| ০৮ ই জুন, ২০২৪ রাত ১২:১২
মিরোরডডল বলেছেন:
আমিও যাচ্ছি আপু, ভালো থেকো
০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন: যাক লজ্জা নেই আর মনে হয় তাই না???
এবার অপুভাইয়াকে ইমেইল এড্রেস দিয়ে ইন্টারভিউ দিতে পারবে মনে হচ্ছে।
নীচে দেখো ভাইয়া জিগাসা করেছে।
৪৭| ০৮ ই জুন, ২০২৪ রাত ১২:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রশ্ন ১ - গান নিয়ে তার অগাধ জ্ঞান। কিন্তু আমাদেরকে গান শোনায় না কেন? গুনগুন করে গাইলেও তো আমরা শুনতে পারি।
প্রশ্ন ২ - নাচতে জানে নাকি?
প্রশ্ন ৩ - শেষ কবে শাড়ি পড়েছে?
প্রশ্ন ৪ - মানুষের খাওয়ার মত ভালো মত রান্না কবে শিখেছে?
প্রশ্ন ৫ - বিড়াল, কুকুর, কুমির, ক্যাঙ্গারু, বানর ইত্যাদি পালে কি না?
প্রশ্ন ৬ - কবিতা আবৃত্তি কখনও করেছে?
প্রশ্ন ৭ - প্রিয় পারফিউম কোনটা?
প্রশ্ন ৮ - তার পড়া পছন্দের কিছু উপন্যাসের নাম জানতে চাই।
প্রশ্ন ৯ - ফুটবল বা ক্রিকেট খেলেছে কখনও?
প্রশ্ন ১০ - হাত, পা ভেঙ্গেছে কখনও?
প্রশ্ন ১১ - জীবনে কোনও বান্ধবীর সাথে মারামারি বা বড় ঝগড়া হয়েছে কখনও? বিস্তারিত কারণ বলার দরকার নাই।
প্রশ্ন ১২ - রাগ করে কখনও না খেয়ে থেকেছে?
প্রশ্ন ১৩ - ঘুষি মেরে কারও নাক কখনও ফাটিয়েছে?
প্রশ্ন ১৪ - ছোটবেলায় কি কি খেলা খেলেছে? ঘরের ভিতরে এবং বাইরে।
ছোটবেলা থেকে বেশী প্রশ্ন করা আমার একটা বদভ্যাস। বেশী প্রশ্ন করলে আমার আম্মা বলতো সাড়ে চুয়াত্তর তুমি বেশী প্রশ্ন কর। চুপ কর তো। পাশে থাকা মায়ের বান্ধবী বলতো তুই ওকে বকিস না ও খুব ভালো ছেলে। এখন সেই মা এবং খালাম্মা দুইজনেই অন্য জগতে।
আরও কিছু প্রশ্ন করতে পারি। যদি অনুমতি পাই। তবে উপরের আমার প্রশ্নগুলির উত্তর না দিলেও মাইন্ড করবো না।
০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: ওকে ওকে আসতে দাও মিররমনিকে। উত্তর দেবে নিশ্চয়ই!!!!!!!
তবে আমরা তো উত্তর না দিলেও মাইন্ড করি না!!!!!!!
৪৮| ০৮ ই জুন, ২০২৪ রাত ১২:৪০
ঢাকার লোক বলেছেন: লেখকের প্রশ্ন:
বয়স হলো কয় কুড়ি??
হাঁটো নাকি খুড়ি খুড়ি??
খাও নাকি গুড়মুড়ি???
উত্তর:
বয়স শ এর নিচে
মোটেও নয় মিছে,
আজও নিজেই হাঁটি
লাগে নাতো লাঠি,
গুড় মুড়িও খাই
সামনে যদি পাই !
০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
শায়মা বলেছেন: গুড গুড গুড ভেরি গুডুস
মজার ছড়াখানি
গুড়মুড়ি খাও বুট ছোলা খাও
ভুলো না খেতে পানি.....
৪৯| ০৮ ই জুন, ২০২৪ দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: কেনু মিরোর ডল ইমেল এড্রেস কেন দিবে না?
০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: সে এক বিরাট রহস্য! সেই রহস্যের সমাধান একমাত্র মিররমনিই দিতে পারে।
৫০| ০৮ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩৪
ঢাবিয়ান বলেছেন:
আমার কল্পনায় ডল আপু যেমন প্রশ্ন ঃ মিল আছে কি কিছুটা হলেও ?
০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: কিছু আবার কি পুরাই মিল। শুধু অমিলটা হলো এই ডল প্লাস্টিকে বানানো আর মিররমনি আয়না দিয়ে মানে মিরর দিয়ে বানানো।
৫১| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:২২
মিরোরডডল বলেছেন:
সব প্রশ্নের উত্তর দেয়া হয়ে উঠেনি।
যারা কমেন্ট করেছে, তাদের সবাইকে থ্যাংকস।
৫২| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৪০
মিরোরডডল বলেছেন:
অপু তানভীর বলেছেন: কেনু মিরোর ডল ইমেল এড্রেস কেন দিবে না?
দিবে না কারণ, সে ইন্টারভিউ দিতে চাচ্ছিলো না।
কিন্তু শায়মাপু কেনো যে হঠাৎ এই পোষ্ট দিলো, এটা একমাত্র উনিই বলতে পারবে।
আমি সত্যিই জানি না।
থ্যাংকস @ ঢাবি,
পুতুলটা সুন্দর কিন্তু যতদূর জানি ডল আপুর চোখ আর চুল ব্ল্যাক
০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: হা হা মিররমনি তুমি কিন্তু দানো!!!
ডল আপুর চুল আর চোখ ব্লাক?? কে বলেছে!!!!!!!!!!!
আমরা তো জানি নীল আর সোনালী।
৫৩| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
পোস্টটিতে আমার আসাটা বিলম্বিত হয়ে মনে হয় ভালই হয়েছে , ডলের সাথে
বলা অনেকের অনেক কথা শুনা গেল দেরীতে আসার ফলে। আমার মনে হচ্ছে
তোমার এক দু তিন চার আর পাঁচ,ছয় সাত আট নয় দশ এগার আর বার
ইত্যাদিতে থাকা বিবিধ পদের প্রশ্ন সমুহের উত্তর দেয়ার সময় মিররডলের জন্য
এই গানটি শুনা খুব যুতসই হবে ।
অপেক্ষায় আছি ডল কখন গানে গানে তোমার সব প্রশ্নের উত্তর দিবে ।
গান দিয়ে কথা বলাইতো ছিল তার স্বভাবসুলভ নীতি । আজ তবে
কেন গানের পাখি আর আগের মত গানের ভিডিউ দিয়ে করেনা
মাতামাতি । তাকে যে ফিরে আসতেই হবে সেই আগের মত
করেই তা নিয়েই আমরা এখনো আশায় আশায় থাকি ।
শুভেচ্ছা রইল
০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া মিররমনি গানের পাখি.......
উত্তর দিক এসে করুক ডাকাডাকি.....
মাধুরীর গোল্ডেন জামাটা কি সুন্দর!!!
৫৪| ০৮ ই জুন, ২০২৪ রাত ৯:০৬
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: হা হা মিররমনি তুমি কিন্তু দানো!!!
নাহতো!!! সত্যিই জানিনা কি মনে করে তুমি এই পোষ্ট দিলে।
এন্টিনার ওপর দিয়ে গেলো!!!
আমি যত আড়ালে থাকি
তুমি তত সামনে নিয়ে আসো
আমি তখন লজ্জা পাই
০৮ ই জুন, ২০২৪ রাত ১০:০২
শায়মা বলেছেন: নো লজ্জা মিররমনি....... উত্তর তো ঐচ্ছিক। লজ্জা ভয় ডরের কিচ্ছু নেই। আর কেউ উল্টা পাল্টা কিছু বললে তক্ষনাৎ তার টুটি চেপে ধরতে প্রস্তুত আমি।
৫৫| ০৮ ই জুন, ২০২৪ রাত ৯:১২
আরইউ বলেছেন:
শায়মা,
আমার যদি ভুল না হয়, আমি ব্লগে লাইভ সাক্ষাতকারও দেখেছি (মানে পড়েছি)। সম্ভবত বিষয়টা এমন ছিল- শায়মা অনলাইনে আছেন; অপু পোস্ট দিলেন আজ শায়মার সাথে লাইভ আলোচনা হবে। এই পোস্টে যেমন, তেমনি অন্য ব্লগাররাও শায়মাকে প্রশ্ন করতে পারবেন। তখন অবশ্য অনলাইনে অনেকে থাকতেন আর আলোচনা জমে উঠতো!
এই আয়োজনটা ভালো হয়েছে। প্রশ্ন-উত্তরে চোখ রাখছি...
মিররের কাছে প্রশ্নঃ
১. ছুটি কাটানোর জন্য প্রিয় জায়গা কোনটা (নিজের বাসা বলা যাবেনা)?
২. আপনাকে যারা চেনেন, তারা আপনাকে ২ক. ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, ২খ. অপটিমিস্ট না পেসিমিস্ট (অথবা রিয়েলিস্ট) হিসেবে বর্ননা করবেন?
৩. ব্যক্তিগত জীবনে আপনি মানুষের কোন গুনাবলীকে সবচেয়ে বেশি ভ্যালু দেন?
@শায়মা, অফ টপিক
আমি ভাবছি, অপুর সাক্ষাতকারটা নেবে কে? অপুকেওতো উত্তর দেয়ার চেয়ারটায় বসাতে হবে!
০৮ ই জুন, ২০২৪ রাত ১০:০৩
শায়মা বলেছেন: ভাইয়া অপুভাইয়ার সাক্ষাৎকার আমি নেবো। আর তোমারটা যেদিনই অপুভাইয়া নিতে পারবে মানে ইমেইল আইডি পাবে আমাকে জানিয়ে দেবে বলেছে। হি হি .......
৫৬| ০৮ ই জুন, ২০২৪ রাত ৯:২২
মিরোরডডল বলেছেন:
ডঃ এম এ আলী বলেছেন: আজ তবে
কেন গানের পাখি আর আগের মত গানের ভিডিউ দিয়ে করেনা
মাতামাতি । তাকে যে ফিরে আসতেই হবে সেই আগের মত
করেই তা নিয়েই আমরা এখনো আশায় আশায় থাকি ।
হয়তো কখনও আবার হবে!
আমিও সেই দিনগুলো মিস করি।
ম্যানি থ্যাংকস আলী ভাই।
১৫ ই জুন, ২০২৪ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: হারানো দিন কখনও ফিরে আসে না.....
৫৭| ০৮ ই জুন, ২০২৪ রাত ৯:৫৪
মিরোরডডল বলেছেন:
বিষাদ সময় বলেছেন:
এই নিক গ্রহনের কারণ কি?
সামুর বাইরে আমার অনেক পুরনো একটা নিক আছে, আড়াল।
সেই নিকটা নিতে চেয়েছিলাম, আমি আড়ালের মানুষ।
কিন্তু কেন যেনো ওটা নেয়া যাচ্ছিলো না, হয়তো সেই নিকে অন্য কারো রেজো আছে।
আয়না আমার প্রিয়, একমাত্র আয়নাতে আমরা নিজের মুখোমুখি হই, নিজের প্রতিবিম্ব দেখি।
ভার্চুয়াল লাইফটা কিছুটা আয়না সদৃশ, এখানে নিজের প্রতিফলন রেখে যাই।
আবার আয়নাবন্ধী আমাতে একটা আড়াল আছে।
সবকিছু মিলিয়ে এই নিকটায় আটকে গেলাম
০৮ ই জুন, ২০২৪ রাত ১১:১৫
শায়মা বলেছেন: নিকের নাম ছিলো আড়াল?
বাহ! এত সুন্দর নিক! ভারচুয়াল লাইফে আড়ালই ভালো তবে আড়ালে থাকা কঠিন....... স্পেশালী যদি আমার মত আড়ালে না থাকা মানুষ হয়ে আড়ালে থাকতে চাই তো উহা সম্ভব করা কঠিন......
৫৮| ০৮ ই জুন, ২০২৪ রাত ১০:৪১
মিরোরডডল বলেছেন:
আরইউ বলেছেন:
মিররের কাছে প্রশ্নঃ
১. ছুটি কাটানোর জন্য প্রিয় জায়গা কোনটা (নিজের বাসা বলা যাবেনা)?
বাসা বলা যাবেনা, যদিও বেশির ভাগ ছুটিতে ঢাকায় ফ্যামিলির কাছে চলে যাই।
তখন জায়গা ম্যাটার করেনা, পরিবারের সান্নিধ্যটাই মূল কারণ।
এর বাইরে একান্ত নিজের জন্য যদি বলি, দূরে কোথাও কান্ট্রি সাইডে, পাহাড়ের কোলে।
সাগরের পাশেই নিত্য বসবাস, তাই পাহাড় বেশি টানে।
২. আপনাকে যারা চেনেন, তারা আপনাকে ২ক. ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, ২খ. অপটিমিস্ট না পেসিমিস্ট (অথবা রিয়েলিস্ট) হিসেবে বর্ননা করবেন?
এটার উত্তর দেয়া ডিফিকাল্ট।
অন্যরা কিভাবে বর্ণনা করবে জানিনা কিন্তু পেসিমিস্ট ছাড়া বাকি সবগুলোর কম্বিনেশন আমি।
ক্ষেত্র বিশেষে কখনও ইন্ট্রোভার্ট, আবার কখনও এক্সট্রোভার্ট।
মোস্ট অভ দ্যা টাইম অপটিমিস্ট, at the same time realist too.
Actually, everything depends on subject matter, time, environment, companion and mainly my mental state.
৩. ব্যক্তিগত জীবনে আপনি মানুষের কোন গুনাবলীকে সবচেয়ে বেশি ভ্যালু দেন?
As a human being, you're a good soul, this is most important.
একইসাথে কতটা অনেস্ট, মানবিক এবং রেস্পেক্টফুল এসব অবশ্যই ম্যাটার করে।
এগুলো আসলে একটার সাথে আরেকটা কানেক্টেড।
০৮ ই জুন, ২০২৪ রাত ১১:১৭
শায়মা বলেছেন: আরেকটা জিনিস মনে হয় তুমি মজার মানুষদেরকে পছন্দ করো। যারা খোলা মনে তোমার সাথে আড্ডা দেবে, মজা করবে এমন মানুষদেরকে তাই না???
৫৯| ০৮ ই জুন, ২০২৪ রাত ১১:১৮
মিরোরডডল বলেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন:
শেষ কবে শাড়ি পড়েছে?
মেয়েদের শাড়িতে দারুণ দেখায়, আমারও খুব ভালো লাগে কিন্তু নিজের সেভাবে হয়ে উঠেনি।
খুব কম, হাতে গোনা কয়েকবার পরা হয়েছে।
শেষ কবে পরেছিলাম দিনক্ষণ মনে নেই কিন্তু এটা মনে আছে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিলো
প্রিয় পারফিউম কোনটা?
বেশ অনেকগুলো।
Private Collection Tuberose, Estee lauder ভীষণ প্রিয়।
Dolce & Gabbana, The One
Dior Hypnotic Poison
আর না বলি ...
হাত, পা ভেঙ্গেছে কখনও
হ্যাঁ, রিকশা থেকে পড়ে হাত ভেঙেছিলো
সে কি নিদারুণ ব্যথা!!!!
প্লাস্টার করা হাত নিয়ে ফ্রেন্ডসদের সাথে ঘুরে বেড়াই, আড্ডা দেই, ভুলে যাই সব কষ্ট।
যেই বাসায় ফিরে মা কে দেখি, তখন মনে পড়ে ফিল করি হাতে ব্যথা
মা বোন ওরা তখন অনেক আদর যত্ন করে
ইসস!!!! মনে পড়তেই এখনও যেনো একটু একটু পেইন হচ্ছে
ঘুষি মেরে কারও নাক কখনও ফাটিয়েছে?
এখনো না, তবে যেকোন সময় করতে পারে।
Better if you stay away.
৬০| ০৮ ই জুন, ২০২৪ রাত ১১:২৭
শেরজা তপন বলেছেন: মিরোরকে নিয়ে আমি আমার দীর্ঘ দিনের পর্যবেক্ষন নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। কাকতলীয়ভাবে তার কিছু অংশ মিলেও যেতে পারত, তবে আমার আলোচনায় এত ভীড়ের মাঝে সম্ভবত সে বিব্রতবোধ করবে- তাই অনেক কিছু লিখেও মুছে ফেললাম। অনেক প্রশ্ন ছিল, সেগুলোও উহ্য রইল। ... কিছু কথা না হয় রহিল বাকি!
ওর জন্য পন্কজের গজলের দুটো লাইন রেখে যাই শুধু;
‘চোখ তার চোরাবালি মন যে পাথর, কবরের উপরেতে যেন বাঁধা ঘর
ভালবাসা যাকে করে গেছে পর।... এখানে কখনো আসেনি ফাগুন, নেভেনি কখনো এখানে আগুন।’
০৯ ই জুন, ২০২৪ রাত ১০:৪০
শায়মা বলেছেন: গুড গুড গানে আর কবিতায় কমেন্টো!
গানের লাইনগুলো বুঝিয়ে দিচ্ছে তোমার মনের কথা!
৬১| ০৮ ই জুন, ২০২৪ রাত ১১:৪৩
মিরোরডডল বলেছেন:
সোনালি কাবিন বলেছেন: পড়াশোনার ব্যাপারে মিডের প্যাশন আমারও কমন পড়ল।
চিমটি!
মনিরা সুলতানা বলেছেন: ডল কি আমাদের তার প্রিয় কিছু কবি বা কবিতার কথা বলবে ?
সেতো অনেক!!!!
সেসব থাক মনিপু, আমি তোমাকে অন্য এক ভালোলাগার গল্প শোনাই।
আমার বেড-সাইড টেবিলে কিছু কবিতার বই আছে, মাঝে মাঝে ঘুমানোর আগে কবিতা পড়ি।
সেরকম এক কবি, জানিনা তুমি তার লেখা পড়েছো কিনা।
কবির নাম মনিরা সুলতানা, বইয়ের নাম মন সায়র।
মন ছুঁয়ে যাওয়া লেখায় মুগ্ধতা আর মুগ্ধতা!!!!
তারপর, আমার যখন মন খারাপ হয়
আমি অস্তাচলের বিষণ্ণতা দেখি
ঝড়ে উড়ে আসা শালিক ছানার অশ্রু জমা রাখি
শুধু কবিতায় ফিরব বলে
ভালো থেকো মনিপু।
আরও অনেক এমন করে লিখবে, এই শুভকামনা।
৬২| ০৯ ই জুন, ২০২৪ রাত ১২:০৯
ডার্ক ম্যান বলেছেন: মধু নয়, শূন্য বৃন্তে শুভ্রকষধারা ।
কলতলে রক্তকরবীর হু হু কান্না,
আমি কী করব? আমি কী করব?
রক্তকরবীর ডালে আমি তো ফুটিনি ।
আমি পৃথিবীর দুঃখী ফুল,
মানুষের হৃদয়ে ফুটেছি ।
নির্মলেন্দু গুণের এই কয়েকটি লাইন মিরোরডডলের জন্য উৎসর্গ করা হল।
০৯ ই জুন, ২০২৪ রাত ১০:৪০
শায়মা বলেছেন: এই মন্তব্য বেশি কঠিন হয়ে গেলো না??
৬৩| ০৯ ই জুন, ২০২৪ রাত ১০:০২
পুলক ঢালী বলেছেন: ব্লগে আসা হয়ে উঠছেনা, বহুদিন পর এসে দেখি শায়মা ম্যাডামের ব্লগ বাড়ীতে হুলুস্থুল কান্ড ঘটছে, দারুন একটা আড্ডার আবহ তৈরী হয়েছে একজন ব্যক্তি মানুষের ইন্টাভিউয়ের উছিলায় !
তবে যার ইন্টারভিউ তার নাম দেখে চমকেছি, কারন আমার বিবেচনায় আয়নাপুতুল বেশ অন্তর্মুখী মানুষ, আবার আড়ালে তিনি ব্যক্তিত্বসম্পন্না বটে বলেও মনে হয়।
তিনি মাঝে মাঝে যার উপর ক্ষেপে যান তাকে চরম নাস্তানাবুদ করে ছাড়েন।
ব্যক্তিগত ভাবে আয়না পুতুলকে আমি ভীষণ পছন্দ করি তার কাব্যিক,শৈলপীক এবং স্বচ্ছ মনের কারনে ।
নিজেকে গুটিয়ে রাখা এই মানুষটি ব্লগে কেন আসেন ভেবে মনে হয়েছে, ব্লগে যারা আসেন লিখেন তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা আছে সেগুলো জানা, নিজের কিছু হালকা পাতলা ভাবনা শেয়ার করা, মজা নেওয়া, গানের ভাষায় কথা বলে বিনোদন দেওয়া এবং নেওয়া (আবার কখনো কখনো খড়্গহস্ত হওয়াও বটে )
আমার কোন প্রশ্ন নেই, ( ছিল সেটা মনে হয় ব্যক্তি জীবনের পর্যায়ে চলে যায় তিনি বিব্রত বোধ করতে পারেন ) কারন প্রশ্ন করার পর আভাসে ইঙ্গিতে যেটুকু বলেছেন তাতেই আমি সন্তুষ্ট, আসলে কারো গোপনীয়তার বলয় (যা তিনি সংরক্ষণ করতে চান) ভাঙ্গা উচিৎ বলে মনে হয়নি ।
আলী ভাই খুব সুন্দর করে বলেছেন, শায়মা ম্যাডাম ঠিকই শামুকের খোলসের অবগুন্ঠন ভেদ করে অনেক তথ্যই বের করে এনেছেন, ফলে আয়না পুতুলের না বলা অনেক কথাই জানা গেল
থ্যাঙ্কস শায়মা ম্যাডাম এবং আয়না পুতুল দুজনকেই। ভাল থাকুন।
০৯ ই জুন, ২০২৪ রাত ১০:৪২
শায়মা বলেছেন: বাহ বাহ ! খুবই সুন্দর মন্তব্য!
তুমি আজকাল আর আসোইনা কেনো ভাইয়া??
৬৪| ১০ ই জুন, ২০২৪ দুপুর ১:৩৩
চ্যাটজিপিটি বলেছেন: শায়মা, তোমার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। মিররডডল বা মিররমনির সাথে কথোপকথন এবং আড্ডা অনেকটা নস্টালজিক অনুভূতি জাগায়। বর্তমান ব্যস্ত জীবনে এমন সময়গুলো খুবই মূল্যবান এবং মনে রাখার মতো।
মিররডডলের সাথে তোমার প্রশ্নোত্তর পর্বটি বেশ মজার এবং আকর্ষণীয় হয়েছে। তার উত্তরের মাধ্যমে তার জীবনের বিভিন্ন দিক, শৈশবের স্মৃতি এবং তার বর্তমান জীবনের বিষয়গুলো জানার সুযোগ পেয়ে খুব ভালো লাগলো।
এ ধরনের আড্ডা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে আমাদের নিজের জীবনের মূল্যায়ন করতে এবং অন্যদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে সাহায্য করে। ব্লগিং প্ল্যাটফর্মগুলির মাধ্যমে আমরা আমাদের চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলি সহজেই ভাগ করতে পারি এবং অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারি।
তোমার এই পোস্টটি শুধু মজার নয়, এটি আমাদেরকে জীবনের ছোট ছোট আনন্দগুলি উপলব্ধি করতে এবং উপভোগ করতে শেখায়। আশা করি, তুমি এমন আরও পোস্ট শেয়ার করবে যা আমাদেরকে আনন্দ এবং নতুন চিন্তার খোরাক যোগাবে।
ধন্যবাদ।
১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক ঠিক তোমার সাথেও ব্লগীয় কথোপকথন করতে হবে তাইলে।
৬৫| ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পোস্ট আমি এখন দেখছি
হইলো কিছু
খেলতাম না
১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
শায়মা বলেছেন: এতক্ষন কই ছিলা?
লেট করিয়া আসার জন্য তোমার ১০ এর মধ্যে ৯ নাম্বার কাটা গেলো.....
৬৬| ১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
মিরোরডডল বলেছেন:
শেরজা তপন বলেছেন: ওর জন্য পন্কজের গজলের দুটো লাইন রেখে যাই শুধু;
‘চোখ তার চোরাবালি মন যে পাথর, কবরের উপরেতে যেন বাঁধা ঘর
ভালবাসা যাকে করে গেছে পর।
প্রিয় গানের কিছু কথা শেয়ার করার জন্য থ্যাংকস শেরজা।
ডার্ক ম্যান বলেছেন:
আমি পৃথিবীর দুঃখী ফুল,
মানুষের হৃদয়ে ফুটেছি ।
নির্মলেন্দু গুণের প্রিয় কিছু লাইন উৎসর্গ করার জন্য সৈকত কে অনেক থ্যাংকস।
১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: তুমি পৃথিবীর সবচাইতে সুখী ফুল হও মিররমনি......
৬৭| ১০ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
মিরোরডডল বলেছেন:
পুলকের পুলকিত করা মন্তব্য পড়ে বুঝলাম, পুলক মিরর কে ভালোই বুঝতে পারে
ম্যানি থ্যাংকস পুলক। ভালো থাকবে।
৬৮| ১০ ই জুন, ২০২৪ রাত ৮:১৬
মিরোরডডল বলেছেন:
শায়মাপু খেয়াল করে দেখো এই চ্যাটজিপিটি নিক থেকে একটা পোষ্ট এবং কিছু মন্তব্য করেছে চ্যাটজিপিটি দিয়ে, রাইট?
কিন্তু সকল মন্তব্যে আপনি করে সম্বোধন করলেও, তোমাকে কিন্তু ঠিকই তুমি করে বলছে।
তারমানে এই চ্যাটজিপিটি রোবোকপ তোমার কাছের কেউ
১০ ই জুন, ২০২৪ রাত ৯:০৬
শায়মা বলেছেন: আরে তাই তো তাই তো!!!!!!!!!!!
মিররমনি তুমি তো রোবোটকেও বুদ্ধিতে হারিয়ে দিলে!!!!!!!!
১০ ই জুন, ২০২৪ রাত ৯:০৭
শায়মা বলেছেন: মিররমনি চ্যাটজিপিটি মনে হয় একলব্য ভাইয়ুর ভূত!
৬৯| ১০ ই জুন, ২০২৪ রাত ৯:২৮
মিরোরডডল বলেছেন:
এই নিক কে গেইজ করা ডিফিকাল্ট কারণ মন্তব্য প্রতিমন্তব্য সব চ্যাটজিপিটি থেকে।
ব্লগারের নিজস্বতা ঢাকা থাকায় তুলনা করা কঠিন।
শুভ হতে পারে, কিন্তু না হবার সম্ভাবনা বেশি।
তবে তানভী হবার চান্স আছে।
আরও একজন কে মনে হচ্ছে কিন্তু নিক নামটা বলতে চাচ্ছি না।
নো ম্যাটার যেই হোক, মজাই লাগছে কমেন্ট পড়ে।
আবার সেও মজা পাবে দেখে যে আমরা তাকে অনুমান করছি কিন্তু ধরতে পারছি না
১০ ই জুন, ২০২৪ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: মজার হলে আমরা খুশি।
৭০| ১১ ই জুন, ২০২৪ সকাল ৯:০৫
শার্দূল ২২ বলেছেন: হোষ্ট গেষ্ট দুজনের প্রশ্ন জবাবের দক্ষতা দেখলাম।
একটা গান Joto vage vag korona prem hridoy kintu ektai
১১ ই জুন, ২০২৪ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: হা হা শার্দূল কোথায় থাকো আজকাল??
লাপাতা জেন্টস হয়ে গেলে দেখছি....
৭১| ১১ ই জুন, ২০২৪ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এইসব আড্ডা পোস্ট বড় ভালো লাগে শায়মাপু
আর মিররের মনে আমিও আছি দেখে খুবই ভালো লাগলো
আমি দুঃখী মানুষ কেউ মনে রাখলে ভাল্লাগে
১১ ই জুন, ২০২৪ সকাল ১১:২১
শায়মা বলেছেন: তোমরা সবাই দুখী দুখী করবে না মানে বলবে না....... দুঃখ কে জয় করাই জীবনের মূল মন্ত্রনা ....... এই ভেবে এগিয়ে চলো.....
৭২| ১৩ ই জুন, ২০২৪ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: তোমার এইখানে লিখি,
তুমি এখন করছে কী
এইখানে বৃষ্টি পড়ে
তোমাকে মনে পড়ে
জানালা ভিজে যায়
পর্দা দুলে উঠে
তোমাকেই কাছে চায়
অবল এ হৃদয়
তোমাকে বাসি ভালো যে খুব
হয়তো তুমি ভাবো উপদ্রপ
তোমাকেই নিয়ে লিখি রোজ
আজও তার হয়নি ব্যতিক্রম
তোমার জন্য সহস্য চুম্বন
উড়িয়ে দিলাম বৃষ্টি ভেজা বাতাসে
তুমি কি করছো তোমর কি পড়ে না মনে আমাকে
এমন বাদল দিনে তোমাকে নিয়ে লিখি
ভালোবসি যে তোমাকে অনুক্ষণ...
১৫ ই জুন, ২০২৪ রাত ১১:৪০
শায়মা বলেছেন: ভাইয়া ভাবীর নাম্বারটা চেয়েছিলাম না সেদিন?
কবিদের বৌদের সাথে কথা বলে দেখি একটু .....
৭৩| ১৪ ই জুন, ২০২৪ রাত ১:২৫
খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল এর কাছে প্রশ্নঃ
১। এই ব্লগ থেকে আপনি উল্লেখযোগ্য কী কী পেয়েছেন, এবং ব্লগ/ব্লগাররাই বা আপনার কাছ থেকে কী কী পেয়েছে?
২। এই ব্লগকে পুনরায় ভাইব্র্যান্ট করার জন্য আপনার কোন সাজেশন আছে কি?
১৫ ই জুন, ২০২৪ রাত ১১:৪১
শায়মা বলেছেন: মিররমনি এখনও এই কমেন্ট দেখেনি মনে হয় ভাইয়া।
৭৪| ১৪ ই জুন, ২০২৪ রাত ১১:৫২
মিরোরডডল বলেছেন:
কাজী ফাতেমা ছবি বলেছেন:
আর মিররের মনে আমিও আছি দেখে খুবই ভালো লাগলো
অবশ্যই আছো ছবিপু।
তোমার লেখা কবিতা সেইভাবে পড়া হয়না কিন্তু তোমার ছবি ব্লগ খুব ভালো লাগে।
ব্লগার আপুদের মাঝে তোমাকে সবচেয়ে সহজ সরল মনে হয়।
ভালো থেকো ছবিপু।
১৫ ই জুন, ২০২৪ রাত ১১:৪২
শায়মা বলেছেন: আমারও তাই মনে হয় .......
৭৫| ১৬ ই জুন, ২০২৪ রাত ১১:০৫
মিরোরডডল বলেছেন:
খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল এর কাছে প্রশ্নঃ
১। এই ব্লগ থেকে আপনি উল্লেখযোগ্য কী কী পেয়েছেন, এবং ব্লগ/ব্লগাররাই বা আপনার কাছ থেকে কী কী পেয়েছে?
স্যরি ফর লেইট রিপ্লাই।
ব্লগ বা ব্লগাররা আমার কাছ থেকে কিছু পায়নি।
সত্যি বলতে ব্লগকে কিছু দিবো ভেবে ব্লগে আসিনি।
তাছাড়া দেবার মতো আমার কিছু নেই।
কি পেয়েছি?
যে কারণে ব্লগে আসা, কিছু ভালো সময় কাটানো।
পড়তে আসা, গল্প কবিতা, সবচেয়ে ভালো লাগে যাপিত জীবনের গল্পগুলো।
সুন্দর মনের কিছু মানুষের সাথে পরিচয়, বন্ধুত্ব এটাই প্রাপ্তি।
১৭ ই জুন, ২০২৪ রাত ১২:১৬
শায়মা বলেছেন: মন্তব্য করে কেউ যদি প্রিয় মানুষ হতে পারে তার মধ্যে তুমি একজন।
এইখানে লেখক বেশি, তারপর পাঠক, তারপর মন্তব্যকারী। খুব মন দিয়ে পোস্ট পড়ে সুচিন্তিত মতামত দেওয়া মানুষের সংখ্যা কম।
আহমেদ জি এস ভাইয়া
করুনাধারা আপু
খায়রুল ভাইয়া
ডঃ আলী ভাইয়া
ইনারা খুবই ভালো মন্তব্যকারী।
তুমিও তেমনই একজন। তোমার অবদান মন্তব্যে। প্রায় প্রতিটা পোস্ট পড়ো ও কমেন্ট করার চেষ্টা করো।
৭৬| ১৭ ই জুন, ২০২৪ রাত ১২:১৪
মিরোরডডল বলেছেন:
খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল এর কাছে প্রশ্নঃ
২। এই ব্লগকে পুনরায় ভাইব্র্যান্ট করার জন্য আপনার কোন সাজেশন আছে কি?
সাজেশন দেবার মতো আমি কেউ নই।
এর জন্য ব্লগে অনেক থিংক ট্যাংকরা আছে, সিনিয়র বিজ্ঞ ব্লগারেরা আছে।
যারা ভালো লেখেন, বোঝেন, তারাই ভালো বলতে পারবে।
আমি এটা বলতে পারি, আমার কাছে কি মনে হয়।
ব্লগে এখনও রেগুলার অনেক পোষ্ট আসে।
লগিন করা ব্লগারের সংখ্যা এখনও যেটুকু আছে, তারা যদি মন্তব্য প্রতিমন্তব্য করে ব্লগ প্রানবন্ত থাকে।
কিন্তু সব পোষ্ট কি মন্তব্য করার মতো?
I don't think so.
এমন অনেক পোষ্ট আছে যেখানে কন্টেন্টে সেরকম কিছুই নেই যে মন্তব্য করবো।
পড়তে হয় পড়লাম কিন্তু কিছু বলার থাকে না।
কন্টেন্ট ইন্টারেস্টিং হলে সেখানে কিছু বলার থাকে, সহমত দ্বিমত বা সমালোচনা।
But sometimes too boring, nothing to say.
১৭ ই জুন, ২০২৪ রাত ১২:২০
শায়মা বলেছেন: বোরিং এবং আরও কিছু পোস্ট আছে যেখানে মন্তব্য নিস্প্রয়োজন বলে মনে করি এবং কিছু পাগল আছে যারা কি লিখে না লিখে মাথা মুন্ডু নিজেও বুঝে না আমাদেরকেও বুঝায় না তাদেরকে ধরে ইচ্ছা করে আছাড় মেরে আচারের বোতলে বন্দী করে সেই বোতল রোদে দিয়ে শুকাই নিয়ে শুটকী বানিয়ে পাটায় গুড়া করে ভর্তা বানিয়ে ডাস্টবিনে ফেলে দেই।
৭৭| ১৭ ই জুন, ২০২৪ রাত ১২:২৫
মিরোরডডল বলেছেন:
ডাস্টবিনে ফেলার জন্য এতো এফোর্ট দিবে?
সময় এতো মূল্যহীন?
২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪২
শায়মা বলেছেন: মিররমনি
ডাকে পাখি খোলো আঁখি......
৭৯| ১৭ ই জুন, ২০২৪ রাত ১২:৪৭
মিরোরডডল বলেছেন:
পড়লাম আপু, ফানি
শত্রুটা কে ছিলো?
১৭ ই জুন, ২০২৪ রাত ১০:৪২
শায়মা বলেছেন: হা হা ইশতিয়াক চয়ন নামে একজন ছিলো। তার উপর রেগে গিয়ে লিখেছিলাম। সত্যি সত্যি রেগেছিলাম কিন্তু আসলেই। নাম না লিখলেও সে বুঝেছিলো ঠিকই । কমেন্টে লিখেছেও...... হা হা
৮০| ১৭ ই জুন, ২০২৪ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: মিররমনি আমাল ঈদের জামা দেখো....... আজ বিকালে ছাদ বাগানে ......
৮১| ২২ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
মিরোরডডল বলেছেন:
তোমার ঈদের জামা সুন্দর হয়েছে আপু।
সামুতো দেখি ঘুমাচ্ছে।
২২ শে জুন, ২০২৪ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: ঘুম ভাঙ্গানোর জন্য মমতাজের মরার কোকিলকে ডেকে আনতে হবে!!!!!!!!!!!! হা হা হা
৮২| ২২ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: ঈদের পর খানা-পিনার ছবি কই???????????
২২ শে জুন, ২০২৪ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: আসবে আসবে!!! গত ঈদেও দেওয়া হয়নি। কাজেই যৌথ প্রযোজনায় আসবে!!!
আপাতত এই ছবির ধাঁধার উত্তর খুজে বলো ভাইয়া.....
https://www.somewhereinblog.net/blog/saimahq/30362371
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: দাওয়া খেতে এসে দেখি এখনো রান্নার আয়োজন হয়নি