নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

বসন্তের এই মাতাল সমীরণে... সাজাই এ ঘর ফুলে ফুলে ...

২১ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৮


ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল, দ্বার খোল....
বসন্তের আগমনে প্রকৃতিতে লাগে দোল। সাথে সাথে দোলা লাগে বুঝি আমাদের অন্তরেও। সে প্রেমিক থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধাই হোক না কেনো প্রকৃতির এই ফুলেল সাজে মন হারিয়ে যায় সকলেরই। এমনটাই মনে হয় আমার আর এই দোলা লাগার ব্যপারটাই ফুটে উঠে রবিঠাকুরের গানে গানে। বসন্তের আগমনে প্রকৃতির সেই দোলায় ভাসিয়ে দেই, সাজিয়ে দেই এক টুকরো গৃহকোন।


রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

নেই অশোক জবা, নেই পলাশ ফুলের মেলা তবুও রাঙ্গা নেশায় সাজিয়ে তুলি গৃহকোন চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের হলুদে কমলায়.....

বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
দখিনা সমীরণে খোলা বাতায়নে ভেসে আসে সমধুর কোনো করুন বাঁশীর সূর আর তারই সাথে গেয়ে ওঠে মন, কবে কোন সুদূরে ভেসে আসা গানের বাণী মনে বাঁজে গুন গুন।

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

আজি দখিন-দুয়ার খোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
দোল লাগে প্রানে দোল লাগে গানে, দোল লাগে অন্তরে অন্তরে। বসন্ত আসে বড় আকাঙ্খিত রুপে। বড় সমাদরে ভালোবাসায় আমন্ত্রণ জানাই আমরা আমাদের প্রানের বসন্তকে। কতভাবেই না চাই আমরা এই আরাধ্য বসন্তকে....

নব শ্যামল শোভন রথে এসো বকুল-বিছানো পথে,

এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু,

এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥

এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।

এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।

মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,

আহা কত শত সুন্দর আহ্বানে বসন্ত আসে ধরিত্রীতে......


বসন্ত ছুঁয়ে যায় সদর দরজায়.......

বসন্ত ফুলে ফুলে সেজে উঠি, সাজাই কুন্তল.....

দে পড়ে দে আমায় তোরা কি কথা আজ লিখেছে সে .... অদৃশ্য বীণায় ভেসে আসে সূর। অলেখা লিখনীতে মনে বাজে - যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়–

অলিখিত বাণীর অলিখিত জবাব আর প্রানে প্রানে গাঁথে বিনি সুতোর মালা।

গাই গুনগুন সূর-
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে ॥

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে.....


আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে .......
যাব না এই মাতাল সমীরণে...

ইমগুর দিয়ে কয়েকটা ছবি বড় করে দিলাম...... :)











মন্তব্য ১১৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৪

রানার ব্লগ বলেছেন: সামু তে তো পুরা বসন্ত নামিয়ে এনেছ।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৯

শায়মা বলেছেন: কি করবো আর!!!!!! সামুতে জুলেখা এক রাজার মেয়ে তার বাগানে আর ফুল ফোটে না পাখি গান গায় না ! :(

তাই এট্টু ফুল পাখি প্রজাপতিদেরকে নিয়ে আসলাম!!!

২| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৭

শায়মা বলেছেন: ভাইয়ু!!!
কই থেকে এলে!!!
আজ কি ঢাকায় নাকি ঢাকার বাইরে?
শরৎ গেলো বসন্ত যাই যাই। কেবল স্কুল ছুটি হতেই তাড়াতাড়ি পোস্ট দিয়ে দিলাম। বৈশাখের পোস্ট লিখতে হবে তাই। যদিও জনশূন্য এই ব্লগবাড়িতে পোস্ট পড়ার মানুষ নাই।:(

ওহ বৈশাখের আগে আসবে ঈদ তার আগে ইফতার পোস্ট। কত কাজ ছিলো আগে আর এখন কাজ ব্লগের বাইরে..... :(

৩| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৩

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর, কী সুন্দর! আমি অবাক হয়ে দেখি রংয়ের কী সুন্দর সমন্বয়, কীভাবে পারো। আমার মনে হয় তোমাকে একদিন আমার বাসায় নিয়ে এসে বলি "আমার ঘরটা কীভাবে গুছাবো একটু বলো"। কিন্তু ভয়ের বিষয় কি জানো? দরজায় পা দিলেই তুমি বেহুঁশ হয়ে যাবে এলোমেলো দশা দেখে, বেহুঁশ না হলেও দু'পা দিলেই খেলনাপাতিতে পা দিয়ে ধপাৎ করে পড়বে। =p~

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: হা হা হা চোখ বুজেই দেখতে পাচ্ছি আর তোমার পরীবাচ্চাদের কান্ড কীর্তি খেলাধুলা সবই তো আমি দেখেছি!!!!!!!! হা হা হা তবুও গুছায় দেবো তারপর তাদের শিখায় দেবো কেমনে ঘরবাড়ি গুছায় রেখে নিজে কষ্ট করে বেডের নীচ থেকে চৌকি বের করে রাতে ঘুমাতে হয়!!! হা হা হা হা হা এইটা মনে হয় করুনাধারা আপুনি আমাকে বলেছিলো!!!!!!!!!!!

৪| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি সপরিবারে ২ সপ্তাহ ধরে ঢাকার বাইরে।

এইবার কাশবনে ছবি দিলেন না। আমাদের কাশফুল বালিকা দেখা হল না। :)

ব্লগের বাইরে যাদের কাজ বেশী তারা সফল। যারা ব্লগে বেশী সময় কাটায় তাদের হাতে কাজ নেই, তাই ব্লগে হাতি, ঘোড়া মারে, আমার মত। :)

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪০

শায়মা বলেছেন: দেবো!!! বলছো!!!

মানে কাঁশফুলের ছবি!!!!!!!!!!!!!!

তবে আলাদা পোস্ট করে দেবো নাকি এইখানেই দিয়ে দেবো!!!!

দুই সপ্তাহ ধরে ঢাকার বাইরে!!! কি মজা!!! নিশ্চয় ভ্যাকেশন কাটাচ্ছো!!!

ভাইয়া এই সজ্জা কিন্তু ছিলো আরও একটা ফিচার প্রোগ্রামের। বসন্তের গৃহসজ্জা!!! :)

২৪ শে মার্চ, ২০২৫ রাত ১:১০

শায়মা বলেছেন:

সেদিন কাঁশফফুলের ছবি দিতে ভুলে গেছিলাম ভাইয়া। তাই রাত দুপুরে আজ মনে পড়লো! :)

৫| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৯

ইসিয়াক বলেছেন: বাহ! বেশ মনোহর।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ।

কিন্তু তুমি আজকাল এত ম্রীয়মান কেনো!!!

৬| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন:

"বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবাণী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে"

সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্তের রং রাঙা হোক সবার জীবন।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: বসন্ত তো যায় যায় ভাইয়া!!!

কিন্তু তুমি এ কোন বসন্তের ছবি আনলে!

জাপানীজ বসন্ত নাকি!!!!!!!!! ওদের তো গোলাপী বসন্ত আর আমাদের বসন্ত হলুদ কমলা বাসন্তি রঙে.....

৭| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: এই আমি কার বাগানে চলে এসেছিরে বাবা...
ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত...
বৈশাখের পাঞ্জাবি গিফট না আসলে, আপনার বসন্ত হবেনা আপা... :) B-)

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: আরে বসন্ত আজ হলো কেমনে!!!

বসন্ত তো কবেই এসে চলেই যাচ্ছে প্রায়......


ওকে ওকে এড্রেস দিয়ে দিও। পাঞ্জাবী পাঠাই দেবো!!! :)

তবুও আমার বসন্ত হবেই......

আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তায় গো--. এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি॥

নেই কেনো সেই পাখি নেই কেনো!
নেই কেনো সেই পাখি .......

৮| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কাশবনের ছবি এখানেই দিয়ে দেন। আমরা দেখি।

আমি অফিস করছি আর আমার পরিবার আনন্দে ছুটি কাটাচ্ছে। তারা মহা আনন্দে আছে।

এই সজ্জা কোন একটা প্রোগ্রামের এটা আমিও আন্দাজ করেছিলাম। একটা ছবিতে আপনার পাশে আরেকটা মেয়েকে দেখা যাচ্ছে। এই প্রোগ্রামের ভিডিও থাকলে দিয়েন। আমাদের একটু দেখতে ইচ্ছে করছে। :) লজ্জা লাগলে পরে দিলেও চলবে।

আপনার হাতের কলমটা খুব সুন্দর। সত্যিকারের মোরগের পালক মনে হয়। আগেকার দিনে রাজা বাদশাহরা এই ধরণের কলম দিয়ে লিখত। আপনি কি স্কুলের হোম ওয়ার্ক করছিলেন কলম দিয়ে ?

২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৩

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া আমার এত সুন্দর নীল রঙ হ্যান্ড মেড পেপার ডায়েরীতে লিখতেই ইচ্ছা হচ্ছিলো না তাই অভিনয় করছিলাম আর মনে মনে লিখছিলাম!! আবার গিয়ে পোস্টটা পড়ো কি লিখেছি অদৃশ্য লেখনীতে মন উদাস হইয়াছে!!! :P

এই কলম আসলেই রাজাবাদশাহদের মতনই। কিপ সেক একটা দোকান আছে বনানীতে সেখান থেকে কিনেছি। এটা আসলে ক্যালিগ্রাফী পেন অনেকগুলো নিব বদলে লেখা যায়। কালীর দোয়াতও আছে। পালকটা মনে হয় পাখির পালক। বড় সড় ম্যাকাও বার্ডের হতে পারে।

পাশের মেয়েটা উপস্থাপিকা ছিলো। আচ্ছা ভিডিওটা দেবো। তুমি খুঁজলেও অবশ্য পেয়ে যাবে। হা হা :)
তোমার পরিবারকে ঈদের শুভেচ্ছা। মহানন্দ শুরু হলো আমার কাল থেকে। এতদিন নিরানন্দে ছিলাম মানে স্কুল খোলা ছিলো। এখন কাল থেকে মহানন্দে ঈদ শপিং...... :)

৯| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: এক কথায় দারুণ। মনোমুগ্ধকর।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৩

শায়মা বলেছেন: ভাইয়ু!!! বাসায় এসে গেছো!!!!! :)

১০| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিগুলি ছবির চেয়েও সুন্দর!!!

২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:১৫

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া। যদিও এই ছবিগুলি ইমগুর দিয়ে দেইনি। তাহলে আরও ভালো হত!!! :)

১১| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৫

নীল-দর্পণ বলেছেন: বেডেরনিচ থেকে চৌকি বের করে ঘুমানোর রেসিপি তাত্তারি নিতে হবে হিহিহি। আমার তো বেডের নিচ থেকে খেলনা বের হয় :P

২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: হা হা হা করুনাধারা আপুনি বলেছিলো। তোমার বেডরুমের বেড দেখে মনে প্রশ্ন জাগছে এখানে ঘুমাও কিনা...... তার একজন বন্ধু সারা রাতদিন ঘরবাড়ি বিছানা গুছায় রাখতো। রাতে বেডের নীচ থেকে চৌকি বের করে ঘুমাতো যেন বিছানা নষ্ট না হয় হা হা হা হা...... যাইহোক তুমি তো জানোই আমি সাজুগুজু অনেক পছন্দ করি এমনকি হসপিটালে একবার এক সারজারীতে গেছিলাম ডক্টর আমাকে দেখে তো অবাক হাতে নেইলপলিশ চোখে কাজল হা হা হা .....
যাইহোক আমার তো এবারের ফফাগুন সজ্জার বেডরুমটাই দেখানো হয়নি। দাঁড়াও ছবি খুঁজে বের করে আনি।

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০০

শায়মা বলেছেন:


এই যে বসন্তের গৃহসজ্জার বেডরুমের বেডের সজ্জা..... হলুদ বনে ময়ুর নাচে হা হা আর এই বেডের নীচে কিন্তু খালি মানে বক্স বেড নহে এটি...... হা হা করুনাধারা আপুনি কোথায় আছে !!!!!!!!!!!! :P

১২| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর পোস্ট। ভালো লেখা।

তবে, ঘরের সাজসজ্জা দেখে বিমোহিত। আপনার ছবিও সুন্দর হয়েছে।

ঘর সাজিয়ে সুন্দর রাখা হলো একটা আর্ট, যা সবার মধ্যে নাই, যেমন আমি :) আমার রুম যত সুন্দর করেই সাজিয়ে দিন না কেন, তা অগোছালো করতে সময় লাগবে না নে :) তবে, আমার ছেলেমেয়েগুলো এ ব্যাপারে খুবই নিপুণ, মেয়ে তো ছেলেদের চাইতে দ্বিগুণ :)

যাক, বসন্ত এসে গেছে তো শীতের শুরুতেই। কারণ, বাংলাদেশে এখন শীত নাই, আছে বসন্তের উষ্ণতা :)

কয়েকটা বসন্তের গান আমিও লিখেছিনু। আছে অনেকগুলো। তবে, মাত্র কয়েকদিন আগে লেখা গানটাই শেয়ার করলুম :) বসন্তের গান হলেও, একটু বিরহ আছে :(

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া!!!!!!!
আসলে এমনিতেও আমি ঘরবাড়ি সাজাই বটে। গুছানো আলমারী আবার সব ফেলে আবার গুছাই। এটাই আমার ম্যানিয়া মনে হয় হা হা তবে এই কারণেই আমি গৃহসজ্জা স্পেশালিস্ট হয়ে গেছি আর এটাও ছিলো একটা চ্যানেলের বসন্তের গৃহসজ্জা অনুষ্ঠান ফিচার করবার জন্য সাজসজ্জা.....

তোমার গানটাও অনেক অনেক সুন্দর!! :)

১৩| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: এতিদন পর মনে হলো আজ বসন্ত।

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া এই বসন্ত কাজের চাপে দূরে ছিলো। কিন্তু বসন্তের শুরুতেই ঘরবাড়ি রেডি ছিলো বসন্তকে স্বাগত জানাতে মানে শুধু সামুতে আনতেই দেরী হয়ে গেলো।

অনেক অনেক থ্যাংকস মন্তব্যের জন্য!

১৪| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৪৯

সামিয়া বলেছেন: পোস্টটিতে বসন্তের প্রকৃতির রূপবৈচিত্র্য আবেগ ও সৌন্দর্য ফুটে উঠেছে আর তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। ♥️

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস সামিয়ামনি!!! )

১৫| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



বসন্তকে তো একেবারে হাতে ধরে নামিয়ে এনেছো! অবাক করা রংয়ের কারুকাজ!

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি বসন্তকে বাড়িতে বন্দী করতে এই সাজসজ্জা!!! :)

অনেক অনেক থ্যাংকস ভাইয়া! )

১৬| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৬

কামাল১৮ বলেছেন: বসন্তের আগমনের সাথে সাথে মনেও বসন্ত লেগেছে।

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: মনে তো সব সময় বসন্ত কিন্তু প্রকৃতির বসন্তের সাথে সাথে ঘরবাড়িতেও বসন্ত নিয়ে এলাম ভাইয়া আর সেটাই সামুতেও নিয়ে আসলাম! )

১৭| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: আপনার বাসা তো বাসা নয়, যেন ফাইফ স্টার হোটেল।

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: তোমার জন্য আরও কিছু বসন্ত ফাইভ স্টার ছবি :)







২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন:

এটা ইমগুর দিয়ে বড় করে দিলাম......

১৮| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪১

নজসু বলেছেন:




এতো পরিপাটি! এতো সুন্দর!! এতো ছিমছাম!!!

বোন, আপনার মন প্রকৃতপক্ষেই সুন্দর। সৌখিন এবং সুন্দর মন ছাড়া এমন কোমলতা, নমনীয়তা সম্ভব নয়।
আপনার এবং আপনার পরিবারের সবার জন্য দোয়া রইলো। ফুলের মতো পবিত্রতায় ছেঁয়ে যাক আপনার গৃহের প্রতিটি কোণ।

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৬

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা এমন সুন্দর মন্তব্যের জন্য.....
অনেক অনেক ভালো থেকো ভাইয়া ......

১৯| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: ছবির মতো ছবিতা!

২২ শে মার্চ, ২০২৫ রাত ১০:১০

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!!! :)

২০| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৫

গেঁয়ো ভূত বলেছেন: সুন্দরতম!!

২২ শে মার্চ, ২০২৫ রাত ১০:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়ু!!! :)

২১| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগের ভিডিওটা তো নেক্সাস টিভিতে ছিল। সেখানে এই ভিডিও খুঁজে পেলাম না। নতুন চ্যানেলটার নাম কি?

২৩ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৮

শায়মা বলেছেন: নেক্সাস এ ৩ টা আছে ভাইয়া......:) তুমি মনে হয় একটা পেয়েছিলে.....

চ্যানেল ২৪ এ স্বপ্নের নির্মানে ১ টা আছে .......

বার্জার হোম ডায়েরীতে ১ টা আছে

আর এটা আছে এই বসন্তে অন্য একজন আর্টিস্টের চ্যানেলে......


আমি তোমাকে সবগুলো লিঙ্ক মেইল করে দেবো। যদিও আমি লুইজ্জাবতী লতা ....... :P

২২| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: তোমার সৌন্দর্যবোধ চমৎকার ।

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!

তোমার কাছে সাজেশন চেয়েছি!!!!!!!!!!! আর কি কি করা যায়.......

২৩| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার এ চমৎকার! চমৎকার এ হতেই হবে, আমার মতে অমতকার?

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: হা হা তোমার মতে একজনের অমত থাকতে পারতো ভাইয়া...... কিন্তু তিনি নাই......:(

২৪| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫০

রবিন_২০২০ বলেছেন: চমৎকার। একটু যেন জাদুঘর জাদুঘর ভাব। ;)

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৯:০৯

শায়মা বলেছেন: আরও সুন্দর করা যায় কিভাবে বলো ভাইয়ু.......

২৫| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অসহ্য সুন্দর ! বর্ণনার কল্পলোকে কিছুক্ষণ আবগাহন!

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৯:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!! বাবুটা কেমন আছে?

২৬| ২৩ শে মার্চ, ২০২৫ রাত ৯:১৩

অপু তানভীর বলেছেন: সব কী আসল ফুল? #:-S

২৩ শে মার্চ, ২০২৫ রাত ৯:২৮

শায়মা বলেছেন: গোল্লা গোল্লা ফুলগুলি ছাড়া সব আসল ফুল .....

২৪ শে মার্চ, ২০২৫ রাত ১:০২

শায়মা বলেছেন:


এই টেবিলের উপরের ফুলগুলি ছাড়া নীচের ও ঘরের আর সব ফুলগুলি সত্যিকারের ফুল। মিষ্টিকুমড়ার ফুল আর ফুলকপির ফুলেরও গল্প আছে কিন্তু সেটা আমি জীবনেও বলবো না এখানে ....... :P

২৭| ২৩ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩১

অপু তানভীর বলেছেন: ফুল সব অদরকার জিনিস। এর থেকে ফুলকপি ভাল। বেশ মজার তরকারি তৈরি করা যায়।

২৩ শে মার্চ, ২০২৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন: হা হা তাহা বটে। ফুলকপির বড়া, ফুলকপি টেম্পুরা, ফুলকপির মাছের তরকারী, ফুলকপির হালুয়া, ফুলকপির ডালনা কত্তকিছু!!!!!!!!! আরও একটা দরকারী ফুল আছে। মিষ্টিকুমড়ার ফুল। দেখতেও সুন্দর খাওয়াও যায় .......

২৮| ২৩ শে মার্চ, ২০২৫ রাত ১১:২২

শ্রাবণধারা বলেছেন: অনেক দিন পরে আপনার নয়নাভিরাম সিগনেচার পোস্ট! অপরূপ সৌন্দর্য ও গৃহশৈলী দেখে বরাবরের মতো মুগ্ধ হলাম।

২৪ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: বাপরে!! তোমরা সবাই মিলে যে সব কঠিন কঠিন পোস্ট দাও আজকাল! ভয়ে আমার এই সব পোস্ট দিতেই পারিনা ভাইয়া!!!
ভয়ে ভয়ে এই ঘরবাড়ির সাজুগুজু পোস্ট দিলাম! :)

২৯| ২৪ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!! বাবুটা কেমন আছে?

আলহামদুলিল্রাহ, আপু ভালো আছে।
ও এবার ক্যাডেট ভর্তি পরীক্ষায় রিটেন এ পাশ করেছিলো, মেডিক্যাল টেস্টে সামান্য সমস্যার কারণে বাদ পড়েছে। যদিও ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে। ডাক্তার বলেছে ২/৩ মাস সময় লাগবে ভালো হতে। ওর প্রেসক্রিপশনটা আর্মি ডাক্তাররা আমলে নেয়নি।

দোয়া করবেন মহান রাব্বুল আলামীন ওকে যেন কবুল করেন সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য।

২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া বাবুটার জন্য!

ক্যাডেট না হোক অন্য কোথাও নিশ্চয় সফল হবে।

অনেক অনেক ভালোবাসা! :)

৩০| ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:২০

ভুয়া মফিজ বলেছেন: বাপরে!!! সীমাহীন সাজুগুজু!!!!!! =p~

২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: হা হা সীমাহীন সাজুগুজু কার বাড়িঘরের নাকি আমার!!!

৩১| ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার নতুন বাসার ডুপ্লেক্স তুমি আইসা সাজাইয়া দিয়া যাইয়ো আপু

কত সুন্দর মনোরম পরিবেশ তোমার ঘরের। এত সময় কেমনে যে পাও

২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ওকে ওকে সাজাই দিয়ে যাবো!!!
কিন্তু সকল রিসোরসেস দিতে হবে কিন্তু। যাহা চাহিবো চাহিবা মাত্র তাহাই হাজির করিতে হইবেক!

নয়ত লাগ কববো!!!

আর সময়! অনেক কষ্টে ম্যানেজ করি । যারা সঙ্গে থাকে তাদের জীবন শেষ! :P

৩২| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:০১

দি এমপেরর বলেছেন: বসন্তের মাতাল সমীরণে সাজানো ঘর খুবই সুন্দর হয়েছে।

২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!! :)

৩৩| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




বসন্ত এসেছে....বসন্ত এসেছে!!!
পোস্টের মতোই প্রকৃতির এই ঘোর লাগা রূপ দেখে সবারই আনন্দে মাতোয়ারা হওয়ার কথা। কিন্তু হতে পারছি কই!!!!!
প্রকৃতিতে যে আরও একধরণের "বসন্ত" আছে যেখানে সৌন্দর্য্য নয় বরং পূঁজ-জল যুক্ত কুৎসিত গোটা ওঠা দেখতে হয় ; দেশের গায়ে সেটাই যেন দগদগে হয়ে উঠতে চাইছে! বসন্তের যে সুশীতল হাওয়া বইবে বলে প্রত্যয় জেগেছিলো সাত মাস আগে , তা যেন এখন সরীসৃপের তপ্ত বিষ-নিঃশ্বাসে
দেশের গায়ে গোটা গোটা ফোস্কা বসন্তের দাগ রেখে চলেছে। এখানে আপনার বলা বসন্তের জায়গা কই !!! মাতাল সমীরণ নয় এখন যে বইছে দাঁতালো শুয়রদের সমীরণ।

তবুও, এতো ঝঞ্ঝার মাঝে বসন্তের এই মাতাল সমীরণ শেরজা তপন এর "মাথা হালকা পোস্ট" এর মাথা হালকা করে যাওয়ার মতোই।

২৫ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩৭

শায়মা বলেছেন: ইয়াক থু থু থু থু এই ফুল ফুল বসন্তের মাঝে তুমি আবার কি সব পুঁজ রক্ত ফোস্কাওয়ালা বসন্ত এনে দিলে ভাইয়া!!! মাতাল সমীরণের জায়গায় দাঁতাল শুয়রদের দাঁত!!! তোমার আসলে ডেন্টিস্ট হওয়া উচিৎ ছিলো তাইলে আর এই আক্ষেপ থাকতো না। এক একটা দাঁতালের দাঁত প্লাস দিয়ে উপড়ে উপড়ে সবগুলাকে দাঁতহীন বাঁদর বানিয়ে খাঁচায় পুরে বসন্তের বাতাস বইয়ে দিতে হত!


কি আর করা ডেন্টিস্ট হলে না এখন দাঁতালদের দাঁত দেখা ছাড়া উপায় কি!!


তাই মাথা ঠান্ডা পোস্ট দিয়ে দিয়ে ভুলে থাকার চেরেষ্টা!!! :(


৩৪| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: আবার এসো ভাইয়া........

কে কি মন্তব্য করেছে এইটুকু দেখলে চলবে না!!!! :)


তোমার বসন্তের হিমু সাজের ছবি দিলে না!!!! :) :)

৩৫| ২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৮

ছন্দ্বহীন বলেছেন: কেমন আছেন শায়মা?

২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০০

শায়মা বলেছেন: ভালো আছি আনন্দে আছি। মানে আনন্দে থাকার চেষ্টা!
তুমি কেমন আছো ভাইয়া?
সেদিন দেখলাম অনেকদিন পরে এলে.....
কোথায় কোথায় হারিয়ে যাও?
নাকি অন্য কোনো নিকে থাকো?
সামুর মায়া কাটানো তো সহজ কথা নহে ..... :)
কোথায় থাকো এখন দেশে না বিদেশে?

৩৬| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১:২৫

কলমনাই বলেছেন: ভালা আছো?

২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: ভালো আছি!! :)

এটা কি নতুন নিক পুরানো খোলসে! :)
মানে আমি কি তোমাকে চিনি ভাইয়ু?
মনে হচ্ছে চেনা কেউ ...... :)

৩৭| ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৪

ছন্দ্বহীন বলেছেন: সামুর মায়া কাটানো তো সহজ কথা নহে ..

কথাটা খুব সত্যি ! তবে এখানে আসলে একটা তীব্র যন্ত্রণা হয়...।

কোথায় থাকো এখন দেশে না বিদেশে?
..দেশেই আছি জীবন যুদ্ধে মেতে...
ব্লগে এসে তোমাকে এবং তোমার মত আরো দু'একজনকে দেখতে পেয়ে কি যে অসম্ভব ভাল লাগলো ..! ভাবছি সময় করে মাঝে মাঝে আসবো এখন থেকে ।

ভালো থেকো !

২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫৩

শায়মা বলেছেন: কেনো!!! তীব্র যন্ত্রনা হবার কারণ কি?
পারসোনাল? নাকি ব্লগের দ্বন্দ, বিদ্বেষ ঝগড়াঝাটি এসব নিয়ে কষ্ট হয়!

কষ্ট পেয়োনা ভাইয়া!! নিজের জীবনের দিকেই তাকিয়ে দেখো কত মানুষ এলো গেলো, পৃথিবী ছেড়েও চলে গেলো। দ্বন্দ বিবাদ কষ্ট দুঃখ ভুলবুঝাবুঝি এসব নিয়েই আমরা মানুষ। কিচ্ছু করার নেই......যতই নিজেকে সাধু ভাবি আমরা আর অন্যের দোষ দেখি আসলে নিজেরাও কি কমবেশি দোষী থাকিনা সে সব পরিস্থিতির জন্য!

মানুষ মাত্রেই ভুল করে আর মানুষ মাত্রেই এই ভুল বুঝবুঝি হয়!!!

আমরা যারা এখনও দু চারজন ব্লগে সেই থেকেই রেগুলার রয়ে গেলাম তাদেরও খুব ভালো লাগে পুরোনোদের দেখলে..... কিন্তু বেশিভাগ পুরোনোরা লগ ইন করে গোমড়ামুখে বসে থাকে। কোনো কথাই বলে না..... মনে হয় পাথর চোখে চেয়ে থাকে ব্লগের দিকে..... এই এত ভালোবাসার আর ভালোলাগার ব্লগে সব যেন তাদের বিকিয়েছে পায়নি তাহার দাম!

হা হা তাই এই নশ্বর জগতে সকল কিছুই যেমন মূল্যবান তেমনই কোনো কিছুরই মূল্য নেই আসলে ..........

স্কুল ছুটি, শপিং শেষ, জমানো কাজগুলোও একে একে করে ফেলছি তাই এত বড় লেকচার মানে একটু সময় পেয়ে। :)

৩৮| ২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪১

ছন্দ্বহীন বলেছেন: আপনি যেমনটি ভেবেছে তেমন না এযন্ত্রণা বলতে পারেন স্মৃতিবিধূরতার। তবে আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা । সময় থাকলে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে যেমন লাগে.. জমাট স্মৃতিরা যেন হঠাৎ ছাড়া পেয়ে কার আগে কে যাবে এই নিয়ে দন্দ্বে পরে যায় । আশা করি বুঝতে পেরেছেন, যদিও একটু এলোমেলো একটি কমেন্ট হয়ে গেলো ।(ইমোর ব্যবহার ভুলে গেছি।)

২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৩৮

শায়মা বলেছেন: ঠিক তাই এই সামু এবং অদেখা মানুষগুলোর দেখা নিকগুলোই আমাদের অতি আপনজন, প্রিয় বন্ধু এবং প্রিয় শত্রু রুপেই থেকে গেলো..... বাস্তব জগতের আড়ালে আরেক চেনা জগত..... আর সে জগতের বাসিন্দা আমরা....

৩৯| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৬

নকল কাক বলেছেন: পোস্টের প্রেজেন্টেশন খুবই চমৎকার হয়েছে। ++++

আমার নতুন ছোট গল্প "ধাওয়া" পড়ার জন্য আমন্ত্রন রইল।

০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

অবশ্যই পড়বো!

৪০| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:১৭

এইচ এন নার্গিস বলেছেন: দিদি নিশ্চয় তোমার বাড়ি । ছবির মতো সুন্দর ।

০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!! আমি ঘরবাড়ি সাজাতে বড়ই ভালোবাসি!! তাই মাঝে মাঝে ফিচারের জন্য এই সব আয়োজন হয়....

৪১| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:১৮

এইচ এন নার্গিস বলেছেন: দিদি নিশ্চয় তোমার বাড়ি । ছবির মতো সুন্দর ।

০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি! :)

৪২| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৫১

করুণাধারা বলেছেন: তোমার ঘর তো পুরোপুরি একখানা জাদুঘর! দেয়ালে ময়ূরের শিল্পকর্ম ঝুলছে, আবার বিছানার চাদরে ময়ূরের পালকের ছবি আবার আরেক দিকে বসন্তের হলুদ ফুল! বালিশ মোগল সম্রাটের আর তার বেগমের ছবিওয়ালা!! কোথা থেকে পাও এমন চাদর বালিশ... এমন পালকের কলম!! চমৎকার গৃহ সজ্জা, গৃহের মালকিনের সাজুগুজুও চমৎকার!!

ছবিতে- গানে দারুণ পোস্ট তোমার । কিন্তু বসন্তের গান বললেই যেসব গান আমার মনে পড়ে, সেসব মনে হয় তোমার মনেই আসেনি। :( তাই আমার সেই গানগুলো দিয়ে দিলাম এখানে:

১) বসন্তে কি শুধুই কেবল ফোঁটা ফুলের মেলা রে
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে...

২) আহা আজি এ বসন্তে, এতো ফুল ফোঁটে এতো পাখি গায়
তবু, কি যেন কিসেরও লাগি প্রানও করে হায় হায়! :|

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:০১

শায়মা বলেছেন: হায় হায় সত্যি তো শুনিনি মনে হচ্ছে এই গান
১) বসন্তে কি শুধুই কেবল ফোঁটা ফুলের মেলা রে
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে...


তবে আহা আজি এ বসন্তে তো গাইলাম!!!!!! মানে অনুষ্ঠানে..... কি যেন কিসেরও লাগি গেয়েছিলাম আপুনি...... তবে তোমার ঐ গানটা আমি মনে হ শুনিনি.......

আর চাদর বালিস ছবি ছাবা সব যোগার করি তো আপুনি!!!!!!!!!

নেক্সট চলছে বৈশাখী সাজের প্রিপারেশন......

৪৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩০

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "আমজাদ শেখ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ :)

০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: একটু পরেই পড়ছি! :)

থ্যাংক ইু ভাইয়ু!!! :)

৪৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১০:২৪

এইচ এন নার্গিস বলেছেন: বসন্ত এসে গেছে

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১১:২৭

শায়মা বলেছেন: চলেও যাচ্ছে তো আপুনি....... আর কিছুদিন পরেই তো বৈশাখ .......

৪৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১১:০১

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার এত গুণ দেখে কিছুটা ঈর্ষা অনুভব হয় বৈকি!

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১১:২৮

শায়মা বলেছেন: না না ঈর্ষা করার দরকার নেই....... এত গুন না আসলে ..... একটু শখ আর কি ...... :)

৪৬| ০৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:১৪

শার্দূল ২২ বলেছেন: ঈদ মুবারাক শায়মা

উপর থেকে ৪ নং ছবির জায়গাটা ভালো লেগেছে। গরম কফি মগ হাতে জায়গাটা চমৎকার ।

তোমার বয়স দিন দিন কমছে কিভাবে, কি রহস্য হুম???? আমার দুই কানের পাশে কিছু চুল পেকে গেছে। তোমার পাকেনি ? হাহাহা

কি করলে ঈদে? কেমন আছো? এই প্রশ্ন মনে হয় বেকার। ভালো আছো এটা চিরন্তন।

ভালো থেকো

০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০

শায়মা বলেছেন: গরম কফির মাগ হাতে ছবিটা তো দেইনি!!!

তুমি কি ভিডিওটা দেখেছো নাকি!!!

যাইহোক কোনোই রহস্য নেই। আজকাল মেয়েদের কাউকেই আমি আর বয়স বুঝিনা। সবাই কত রকমভাবেই মেইনটেইন করে চলেছে। তুমি তো আর সেটা করো না। ভাবো আমি তো এমনি এমনই থুন্দল!!!! :P

যাই হোক ঈদে অনেক অনেক কিছুই করেছি তবে ঈদ পোস্ট দেইনি। দেবো কিনা ভাবছি। আজকাল তো শুধুই রাজনৈতিক পোস্ট আর পোস্ট তবুও দু একজন দেখছি আবার গল্প কবিতা লিখছে।

আহা আমাদের সামু!!! ছোটবেলার, তারুন্যের প্রাণচাঞ্চল্যের সেই সামু এখন বার্ধক্যের কচকাচানীতে ভুগছে .....

তোমার মতন সামুর চুলেও পাক ধরেছে। মেইনটেইন করেনি ...... হা হা হা

৪৭| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বর্ণাঢ্য !
অনেক সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি .......

৪৮| ০৮ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:৪৯

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "এ্যমবুশ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: ওকে ভাইয়ু থ্যাংক ইউ ......

৪৯| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীতের দুটো চরণ দিয়ে এ ফুলেল লেখাটা শুরু করেছেন। ছোটবেলায় আমাদের স্কুলের বাসন্তী অনুষ্ঠানসমূহে কিংবা রবীন্দ্রজয়ন্তির অনুষ্ঠানে এই গানটি বৃন্দস্বরে (কোরাসে) গাওয়া হতো, মনে পড়ে গেল।
"মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা, পাখায় বাজায় তার ভিখারির বীণা" - এ লাইনদুটো ঐ বয়সেই আমার খুব পছন্দের ছিল।
গৃহসজ্জায় আপনি অত্যন্ত পটু, তার পরিচয় আপনার বহু পোস্টে এর আগেও পেয়েছি। এ পোস্টটিও তার কোন ব্যতিক্রম নয়।
সুন্দর পোস্টটিতে ২২তম 'লাইক'। + +

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:০১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!! :)

ওরে গৃহবাসী তো শান্তি নিকেতনের মনে হয় জাতীয় সঙ্গীত! পহেলা ফাল্গুন, বৈশাখ এই গানের সাথে নাচ ছাড়া হয়ই না।

এবার নেক্সট গৃহসজ্জা পহেলা বৈশাখ..... :)

৫০| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: মিষ্টিকুমড়ার ফুল খেতে খুব সুস্বাদু, আমার প্রিয়।
৩৭ নং প্রতিমন্তব্যটি ভালো লেগেছে। +

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

মিষ্টিকুমড়ার ফুল আসলেও অনেক মজার ভাইয়া।

৫১| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩১

নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: অবশ্যই পড়বো। :)

৫২| ১১ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর সুন্দর সব ছবি ।

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি

৫৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৩

নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে লেখা ফিকশন সিরিজ গল্প এ্যমবুশের ৫ম পর্ব "এ্যমবুশ ৫" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: খুব বিজি ছিলাম পহেলা বৈশাখ নিয়ে। এখনও আছি তবে অবশ্যই পড়বো ভাইয়া।

৫৪| ১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

আজব লিংকন বলেছেন: ইশ! কি সুন্দর ছবিগু্লি।
মগ্ধ হয়ে শুধু দেখে গেলাম।
আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। সো বিউটিফুল।
লাভ ইউ < 3

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ!

লাভ ইউ ভাইয়ু!!! :)

শুভ নববর্ষ!!!

৫৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কেমন আছেন আপু?? :)

১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
শুভ নববর্ষ!

৫৬| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৩

নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে লেখা সিরিজ গল্প এ্যমবুশ এর আরেকটি পর্ব " এ্যমবুশ (-২)" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ

৫৭| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভালো হয়েছে সাজ-সজ্জা।

ছবি যে তুলেছেন, তিনি ভালো ক্যামেরাপারসন নন! সিলিং আর লাইট শেডগুলো মিস করেছেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.