নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

বসন্তের এই মাতাল সমীরণে... সাজাই এ ঘর ফুলে ফুলে ...

২১ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৮


ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল, দ্বার খোল....
বসন্তের আগমনে প্রকৃতিতে লাগে দোল। সাথে সাথে দোলা লাগে বুঝি আমাদের অন্তরেও। সে প্রেমিক থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধাই হোক না কেনো প্রকৃতির এই ফুলেল সাজে মন হারিয়ে যায় সকলেরই। এমনটাই মনে হয় আমার আর এই দোলা লাগার ব্যপারটাই ফুটে উঠে রবিঠাকুরের গানে গানে। বসন্তের আগমনে প্রকৃতির সেই দোলায় ভাসিয়ে দেই, সাজিয়ে দেই এক টুকরো গৃহকোন।


রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

নেই অশোক জবা, নেই পলাশ ফুলের মেলা তবুও রাঙ্গা নেশায় সাজিয়ে তুলি গৃহকোন চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের হলুদে কমলায়.....

বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
দখিনা সমীরণে খোলা বাতায়নে ভেসে আসে সমধুর কোনো করুন বাঁশীর সূর আর তারই সাথে গেয়ে ওঠে মন, কবে কোন সুদূরে ভেসে আসা গানের বাণী মনে বাঁজে গুন গুন।

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

আজি দখিন-দুয়ার খোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
দোল লাগে প্রানে দোল লাগে গানে, দোল লাগে অন্তরে অন্তরে। বসন্ত আসে বড় আকাঙ্খিত রুপে। বড় সমাদরে ভালোবাসায় আমন্ত্রণ জানাই আমরা আমাদের প্রানের বসন্তকে। কতভাবেই না চাই আমরা এই আরাধ্য বসন্তকে....

নব শ্যামল শোভন রথে এসো বকুল-বিছানো পথে,

এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু,

এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥

এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।

এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।

মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,

আহা কত শত সুন্দর আহ্বানে বসন্ত আসে ধরিত্রীতে......


বসন্ত ছুঁয়ে যায় সদর দরজায়.......

বসন্ত ফুলে ফুলে সেজে উঠি, সাজাই কুন্তল.....

দে পড়ে দে আমায় তোরা কি কথা আজ লিখেছে সে .... অদৃশ্য বীণায় ভেসে আসে সূর। অলেখা লিখনীতে মনে বাজে - যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়–

অলিখিত বাণীর অলিখিত জবাব আর প্রানে প্রানে গাঁথে বিনি সুতোর মালা।

গাই গুনগুন সূর-
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে ॥

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে.....


আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে .......
যাব না এই মাতাল সমীরণে...

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৪

রানার ব্লগ বলেছেন: সামু তে তো পুরা বসন্ত নামিয়ে এনেছ।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৯

শায়মা বলেছেন: কি করবো আর!!!!!! সামুতে জুলেখা এক রাজার মেয়ে তার বাগানে আর ফুল ফোটে না পাখি গান গায় না ! :(

তাই এট্টু ফুল পাখি প্রজাপতিদেরকে নিয়ে আসলাম!!!

২| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৭

শায়মা বলেছেন: ভাইয়ু!!!
কই থেকে এলে!!!
আজ কি ঢাকায় নাকি ঢাকার বাইরে?
শরৎ গেলো বসন্ত যাই যাই। কেবল স্কুল ছুটি হতেই তাড়াতাড়ি পোস্ট দিয়ে দিলাম। বৈশাখের পোস্ট লিখতে হবে তাই। যদিও জনশূন্য এই ব্লগবাড়িতে পোস্ট পড়ার মানুষ নাই।:(

ওহ বৈশাখের আগে আসবে ঈদ তার আগে ইফতার পোস্ট। কত কাজ ছিলো আগে আর এখন কাজ ব্লগের বাইরে..... :(

৩| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৩

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর, কী সুন্দর! আমি অবাক হয়ে দেখি রংয়ের কী সুন্দর সমন্বয়, কীভাবে পারো। আমার মনে হয় তোমাকে একদিন আমার বাসায় নিয়ে এসে বলি "আমার ঘরটা কীভাবে গুছাবো একটু বলো"। কিন্তু ভয়ের বিষয় কি জানো? দরজায় পা দিলেই তুমি বেহুঁশ হয়ে যাবে এলোমেলো দশা দেখে, বেহুঁশ না হলেও দু'পা দিলেই খেলনাপাতিতে পা দিয়ে ধপাৎ করে পড়বে। =p~

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: হা হা হা চোখ বুজেই দেখতে পাচ্ছি আর তোমার পরীবাচ্চাদের কান্ড কীর্তি খেলাধুলা সবই তো আমি দেখেছি!!!!!!!! হা হা হা তবুও গুছায় দেবো তারপর তাদের শিখায় দেবো কেমনে ঘরবাড়ি গুছায় রেখে নিজে কষ্ট করে বেডের নীচ থেকে চৌকি বের করে রাতে ঘুমাতে হয়!!! হা হা হা হা হা এইটা মনে হয় করুনাধারা আপুনি আমাকে বলেছিলো!!!!!!!!!!!

৪| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি সপরিবারে ২ সপ্তাহ ধরে ঢাকার বাইরে।

এইবার কাশবনে ছবি দিলেন না। আমাদের কাশফুল বালিকা দেখা হল না। :)

ব্লগের বাইরে যাদের কাজ বেশী তারা সফল। যারা ব্লগে বেশী সময় কাটায় তাদের হাতে কাজ নেই, তাই ব্লগে হাতি, ঘোড়া মারে, আমার মত। :)

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪০

শায়মা বলেছেন: দেবো!!! বলছো!!!

মানে কাঁশফুলের ছবি!!!!!!!!!!!!!!

তবে আলাদা পোস্ট করে দেবো নাকি এইখানেই দিয়ে দেবো!!!!

দুই সপ্তাহ ধরে ঢাকার বাইরে!!! কি মজা!!! নিশ্চয় ভ্যাকেশন কাটাচ্ছো!!!

ভাইয়া এই সজ্জা কিন্তু ছিলো আরও একটা ফিচার প্রোগ্রামের। বসন্তের গৃহসজ্জা!!! :)

৫| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৯

ইসিয়াক বলেছেন: বাহ! বেশ মনোহর।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ।

কিন্তু তুমি আজকাল এত ম্রীয়মান কেনো!!!

৬| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন:

"বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে
মধুর আমৃতবাণী বেলা গেলো সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে"

সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্তের রং রাঙা হোক সবার জীবন।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: বসন্ত তো যায় যায় ভাইয়া!!!

কিন্তু তুমি এ কোন বসন্তের ছবি আনলে!

জাপানীজ বসন্ত নাকি!!!!!!!!! ওদের তো গোলাপী বসন্ত আর আমাদের বসন্ত হলুদ কমলা বাসন্তি রঙে.....

৭| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: এই আমি কার বাগানে চলে এসেছিরে বাবা...
ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত...
বৈশাখের পাঞ্জাবি গিফট না আসলে, আপনার বসন্ত হবেনা আপা... :) B-)

২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: আরে বসন্ত আজ হলো কেমনে!!!

বসন্ত তো কবেই এসে চলেই যাচ্ছে প্রায়......


ওকে ওকে এড্রেস দিয়ে দিও। পাঞ্জাবী পাঠাই দেবো!!! :)

তবুও আমার বসন্ত হবেই......

আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তায় গো--. এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি॥

নেই কেনো সেই পাখি নেই কেনো!
নেই কেনো সেই পাখি .......

৮| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কাশবনের ছবি এখানেই দিয়ে দেন। আমরা দেখি।

আমি অফিস করছি আর আমার পরিবার আনন্দে ছুটি কাটাচ্ছে। তারা মহা আনন্দে আছে।

এই সজ্জা কোন একটা প্রোগ্রামের এটা আমিও আন্দাজ করেছিলাম। একটা ছবিতে আপনার পাশে আরেকটা মেয়েকে দেখা যাচ্ছে। এই প্রোগ্রামের ভিডিও থাকলে দিয়েন। আমাদের একটু দেখতে ইচ্ছে করছে। :) লজ্জা লাগলে পরে দিলেও চলবে।

আপনার হাতের কলমটা খুব সুন্দর। সত্যিকারের মোরগের পালক মনে হয়। আগেকার দিনে রাজা বাদশাহরা এই ধরণের কলম দিয়ে লিখত। আপনি কি স্কুলের হোম ওয়ার্ক করছিলেন কলম দিয়ে ?

২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৩

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া আমার এত সুন্দর নীল রঙ হ্যান্ড মেড পেপার ডায়েরীতে লিখতেই ইচ্ছা হচ্ছিলো না তাই অভিনয় করছিলাম আর মনে মনে লিখছিলাম!! আবার গিয়ে পোস্টটা পড়ো কি লিখেছি অদৃশ্য লেখনীতে মন উদাস হইয়াছে!!! :P

এই কলম আসলেই রাজাবাদশাহদের মতনই। কিপ সেক একটা দোকান আছে বনানীতে সেখান থেকে কিনেছি। এটা আসলে ক্যালিগ্রাফী পেন অনেকগুলো নিব বদলে লেখা যায়। কালীর দোয়াতও আছে। পালকটা মনে হয় পাখির পালক। বড় সড় ম্যাকাও বার্ডের হতে পারে।

পাশের মেয়েটা উপস্থাপিকা ছিলো। আচ্ছা ভিডিওটা দেবো। তুমি খুঁজলেও অবশ্য পেয়ে যাবে। হা হা :)
তোমার পরিবারকে ঈদের শুভেচ্ছা। মহানন্দ শুরু হলো আমার কাল থেকে। এতদিন নিরানন্দে ছিলাম মানে স্কুল খোলা ছিলো। এখন কাল থেকে মহানন্দে ঈদ শপিং...... :)

৯| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: এক কথায় দারুণ। মনোমুগ্ধকর।

২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৩

শায়মা বলেছেন: ভাইয়ু!!! বাসায় এসে গেছো!!!!! :)

১০| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিগুলি ছবির চেয়েও সুন্দর!!!

২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:১৫

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া। যদিও এই ছবিগুলি ইমগুর দিয়ে দেইনি। তাহলে আরও ভালো হত!!! :)

১১| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৫

নীল-দর্পণ বলেছেন: বেডেরনিচ থেকে চৌকি বের করে ঘুমানোর রেসিপি তাত্তারি নিতে হবে হিহিহি। আমার তো বেডের নিচ থেকে খেলনা বের হয় :P

১২| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর পোস্ট। ভালো লেখা।

তবে, ঘরের সাজসজ্জা দেখে বিমোহিত। আপনার ছবিও সুন্দর হয়েছে।

ঘর সাজিয়ে সুন্দর রাখা হলো একটা আর্ট, যা সবার মধ্যে নাই, যেমন আমি :) আমার রুম যত সুন্দর করেই সাজিয়ে দিন না কেন, তা অগোছালো করতে সময় লাগবে না নে :) তবে, আমার ছেলেমেয়েগুলো এ ব্যাপারে খুবই নিপুণ, মেয়ে তো ছেলেদের চাইতে দ্বিগুণ :)

যাক, বসন্ত এসে গেছে তো শীতের শুরুতেই। কারণ, বাংলাদেশে এখন শীত নাই, আছে বসন্তের উষ্ণতা :)

কয়েকটা বসন্তের গান আমিও লিখেছিনু। আছে অনেকগুলো। তবে, মাত্র কয়েকদিন আগে লেখা গানটাই শেয়ার করলুম :) বসন্তের গান হলেও, একটু বিরহ আছে :(

১৩| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: এতিদন পর মনে হলো আজ বসন্ত।

১৪| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৪৯

সামিয়া বলেছেন: পোস্টটিতে বসন্তের প্রকৃতির রূপবৈচিত্র্য আবেগ ও সৌন্দর্য ফুটে উঠেছে আর তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। ♥️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.