নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখছি, লিখে যেতে চাই বলে...............

সায়মা নাসরিন রুম্পা

সায়মা নাসরিন রুম্পা › বিস্তারিত পোস্টঃ

ভয় করিনু জয়!

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১২

ভাবিয়াছিলে ভয় দেখাইয়া নিস্তার পাইবে?
চুপ করিয়া রহিনু; অভিব্যক্তি প্রকাশ করিতে চাহিনাই,
ফের ভয়কে জয় করিয়া
গেলুম তোমার কাছে,
ফেরানো তো দূরের কথা, আরো উৎসাহ দিলে আমায়;
এক হাঁটু পানির বদলে এক গলা পানিতে নামিলে;
আমি জানতুম; এমনটিই হবে।
কিয়ৎক্ষণ পর হাসি-হাসিমুখে ভাব নিলে;
সান্তনা দিতে আমায় নিয়েছ টানিয়া; পাছে মনে ব্যথা পাই,
প্রত্যুত্তরে হাসিমুখখানাই আমি ফেরত দিলুম;
বুঝিয়ে দিলুম-আমি বোকা হতে পারি, অবুঝ নই।
যাহা ব্যক্ত করিয়াছ
তাহা আমি কেমনভাবে লইলাম সেটাই মুখ্য।
জানি, শব্দের অর্থ থাকে ব্যক্তির মধ্যে;
আর অর্থ থাকিলে অনর্থ ঘটিবেই!
সুতরাং নিস্তার নাই, নিস্তার নাই, নিস্তার নাই……….
তবে অত্যাচারী আমি নই,
সুতরাং নির্ভয়ে আগাইয়া আসিবে একথাও জানি;
যে বন্ধনে অবাধ স্বাধীনতা সেই বন্ধনেই তুমি আবদ্ধ,
সুতরাং তোমাতে-আমাতে কোথা মিল সেকথাও ভাবিয়া লইও।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার মতে সাধু ভাষা লেখায় কাঠিন্য আনে শ্রুতি মাধুরতা নয়। এটা আমার নিজস্ব অভিমত।

ভালো লাগল।
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.