![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেড়াল-বন্দনায় মাতেনি কোন সভ্যতা? এখনও নাকি পৃথিবীতে ৩৩ প্রজাতির ৫০ কোটিরও বেশি পোষা বেড়াল রয়েছে। মিসরীয়রা তো বেড়ালেরও মমি বানাতো। তাদের দেখাদেখি গ্রিক আর রোমানরাও বেড়াল-ভক্ত হয়ে ওঠে। গ্রিক চন্দ্রদেবী ডায়ানা বেড়াল ভীষণ পছন্দ করতেন।
অবশ্য কালো বেড়াল নিয়ে নানা কুসংস্কার এখনও সক্রিয়। তবে বেড়ালরা কথা বলতে পারলে সর্বপ্রথম এটাই বলতো :'পুরো অষ্টাদশ শতক জুড়ে ইউরোপবাসী মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে কাতারে কাতারে হত্যা করলেও মানবতাবাদীরা মুখ খোলেনি।'
তখন ইউরোপ জুড়ে হঠাৎ প্লেগ ছড়িয়ে পড়ে। আর এটার সব দায় বেড়ালের ঘাড়ে চাপে। হিটলারি স্টাইলে বেড়াল নিধন-যজ্ঞ চলে। অত্যাচার এতোটাই চরমে ওঠে যে ইউরোপ বেড়াল-শূন্য হবার উপক্রম হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, পরের শতাব্দীতে ইউরোপবাসীর বেড়াল প্রেম উথলে ওঠে।
নিরীহ এ প্রাণিটি দিনে ১৬ ঘণ্টা ঘুমিয়েই কাটিয়ে দেয়। শরীরে নাকি মানুষের চেয়ে ৪৪টি হাড় বেশি আছে। মানুষের ২০৬টি। অন্ধকারে এটা মানুষের চেয়ে ৬ গুণ বেশি পরিষ্কার দেখে।
আচ্ছা, তুলতুলে পশমের এ প্রাণিটি অহিংস বলেই কি খোকন সোনারা বেড়ালকে ছাড়া শ্বশুর বাড়ি যেতে চায় না?
'বিড়্' ধাতু থেকে বিড়াল শব্দটির উৎপত্তি দেখানো হলেও অধিকাংশ ভাষাবিদ বিড়াল শব্দটিকে অর্বাচীন সংস্কৃত বলেছেন। বিড় মানে আক্রোশ, বিষ্ঠা ও আঁচড়। অর্থ যাই হোক না কেন, হিন্দু দেবী ষষ্ঠীর বাহন হিসেবে পরিচিত বেড়াল মনে আক্রোশের কারণে মাটি আঁচড়ায়। আবার বিষ্ঠা ত্যাগ করে মাটি আঁচড়িয়ে তা ঢেকে দেয়।
সংস্কৃতে বেড়ালের জনপ্রিয় প্রতিশব্দ হচ্ছে 'মার্জার'। 'মৃজ' ধাতু থেকে শব্দটি তৈরি। মৃজ মানে পরিষ্কার বা শোধন করা। আর বিড়াল পরিষ্কার থাকতে পছন্দ করে।
পালি, বৈদিক ও প্রাচীন সংস্কৃতে বিড়াল শব্দটি নেই। কিন্তু বাংলায় মার্জারের চেয়ে বিড়াল শব্দটাই বেশি পরিচিত এবং আদরের।
বাংলায় একটি প্রতিষ্ঠিত প্রবাদ বাক্য হচ্ছে বিড়ালতপস্বী। বকধার্মিক বা ভণ্ড যোগী অর্থে বাংলায় বিড়াল-তপস্বী শব্দটি বাংলায় চালু রয়েছে (বাপ অসৎকর্মে রত হইয়া নীতি উপদেশ দিলে ছেলে তাহাকে বিড়ালতপস্বী জ্ঞান করিয়া উপহাস করিবে - আলালের ঘরের দুলাল)।
বিড়ালের একটি বিশেষ ধ্যানমগ্ন অবস্থা অনুকরণে বিড়ালতপস্বী শব্দটি চালু হয়। বিড়াল ইঁদুরের অপেক্ষায় যখন ওঁৎ পেতে বসে থাকে তখন তার বাহ্যিক অবয়ব দেখে এটা মনে হয় যেন অহিংসাই তার পরম ধর্ম। এ প্রসঙ্গ থেকেই ভণ্ড অর্থে বিড়ালতপস্বী শব্দটি এসেছে। পঞ্চতন্ত্র ও মহাভারতে বেড়ালের সাধুপনা নিয়ে গল্প রয়েছে।
এক সময় বিড়ালতপস্বী অর্থে 'বিড়ালসন্ন্যাসী' শব্দটি চালু ছিল (তথা গিয়া উত্তরিল বিড়ালসন্ন্যাসী - কাশীদাসী মহাভারত)। কিন্তু শব্দটি এখন আর চোখে পড়ে না।
এটা বাঘের মাসী নামেও পরিচিত। ফারসিতে একটি মশহুর প্রবাদ হচ্ছে : 'গুরবে কুশতন শবই আউয়াল'। মানে শাদির প্রথম রাতেই বেড়াল মারতে হবে। প্রসঙ্গটি নিয়ে সৈয়দ মুজতবা আলী 'মার্জার নিধন কাব্য' নামে একটি সরেস কোবতে লিখেছেন।
জীবনানন্দ দাশ বেড়ালকে স্মরণ করেছেন বেশ গুরুত্বের সাথে :
'সারাদিন একটা বেড়ালের সঙ্গে আমার দেখা হয়
গাছের ছায়ায় রোদের ভেতরে বাদামী পাতার ভিড়ে
কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর
তারপর শাদা মাটির কঙ্কালের ভেতর
নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতো নিমগ্ন হয়ে আছে দেখি'।
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩০
সাইমুম বলেছেন: হতে পারে
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কলম্বোতে আমাদের বাসায় একটি বেড়াল ছানা এনেছিলাম। আমার গিন্নি নাম দিল মিনি।
অনেক ভাল ছিল।
আমি যখন একা একা বসবাস করছিলাম তখন হঠাত এক রাতে চলে গেল । আজও ফিরে আসেনি।
আমি আজও অপেক্ষায় আছি কোন রাতে হয়তো মিনি এসে বলবে: মিঞাও....
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩১
সাইমুম বলেছেন: মিনি ফিরে আসুক - এই প্রার্থনায়।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৭
যে আছো অন্তরে বলেছেন: "বন্দনা" শব্দের বন্দনা জানতে চাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩২
সাইমুম বলেছেন: সময় করে জানিয়ে দেবো। ধন্যবাদ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১২
রেজোওয়ানা বলেছেন: ভূতের সিনেমাতা বা ভৌতিক ঘটনাতে প্রায়ই বিড়াল ইউজ করা হয়।
এক মাত্র এই পশুটারই মনে হয় ভৌতিক রূপ আছে।
এটা কেন হয় ভাইয়া বলতে পারেন?
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৫
সাইমুম বলেছেন: এটা মনস্তাত্ত্বিক ব্যাপার হতে পারে। গ্রহণযোগ্য ব্যাখ্যা জানি না। জানার পর বলবো। আন্দাজে বলে দুই বার কী ধরাটাই না খেলাম
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৬
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২১
জলপতনের নিরবতা বলেছেন: পুরো বিড়ালময় এক রচনা। দারুণ লাগলো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৯
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ইনি কোন গরুর দুধ পান করেন ? কোন মাছের হাড্ডি খান ? কোন (এনথ্রাক্স-প্রবণ) গরুর হাড্ডি দিয়ে ভোজন পর্ব সারেন ? ওনার নাদুস নুদুস বাংলা ছবির হিরোইনসুলভ ফিগার দেখে মাথায় এমনধারা প্রশ্নমালা ঘুরপাক খাচ্ছে।
লেখা জোস লাগছে ! ( এইবার হয়ে যাক ''জোস'' বন্দনা )
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৬
সাইমুম বলেছেন: বেড়ালটির ফোন নাম্বার দেন। যোগাযোগ করি
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫১
বড় বিলাই বলেছেন: কার্টুনে কিংবা পশু-পাখি নিয়ে সিনেমাগুলোতে বিড়ালকে বেশির ভাগ সময় ভিলেন দেখানো হয়। ওদের চোখে ইঁদুরও ভালো, কিন্তু বিড়াল খারাপ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৭
সাইমুম বলেছেন: পৃথিবী দুর্বলের পক্ষে নয়, সবলের পক্ষে।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৯
রেজোওয়ানা বলেছেন: "আন্দাজে বলে দুই বার কী ধরাটাই না খেলাম".........হা হা হা, হে হে হে,
হি হি হি
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৭
সাইমুম বলেছেন: অহন আমি কান্দুম
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৯
মৈত্রী বলেছেন: এইবার দেখেন আমার বিড়াল.......
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৪৯
সাইমুম বলেছেন: এইটা কি আফপনার গেদাকালের ছবি
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২১
মৈত্রী বলেছেন: আরে নাহ.........
আমার ছোড ভাইয়ের ছবি।
কাল্কে ওর জন্মদিন।
ছবি দিমুনে...............
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৬
সাইমুম বলেছেন: ও! আপনার ছোট ভাইয়ের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইলো।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৩
শান্তির দেবদূত বলেছেন: বিড়াল আমার খুব প্রিয় প্রাণী......ভালো লাগালো
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৫
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৮
রাজামশাই বলেছেন: ছোট বেলায় শুনছি - বিলাই থাইক্যা নাহি ডিপথেরিয়া নামক রোগ হয় ........ এর পর থাইক্যা বিলাই দেখলেই রাগ হইতো...........
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৭
সাইমুম বলেছেন: তাই নাকি?
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৪
মেঘ_বালিকা বলেছেন: বিড়াল জঘন্য লাগে আমার। আমার বাসার প্রতি টা মানুষ বিড়াল ভয় পাই। ভিষণ ঘেন্না লাগে। ভাই আপনি বিড়ালের যে ছবি টা দিয়েছেন সেটা দেখলেই বুঝা যায়...বিড়াল কেন এতো জঘন্য প্রানী।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
সাইমুম বলেছেন: মেঘবালিকা বেড়ালপ্রেমী নন!!!
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৮
হুলো-বেড়াল বলেছেন: এই পোস্টে + না দিয়ে পারলুম না...
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৬
সাইমুম বলেছেন: গোত্রপ্রীতি জিন্দাবাদ
১৬| ০৯ ই মে, ২০১১ রাত ১১:২৮
হুলো বিড়াল বলেছেন: বাহ বাহ বাহ
@হুলো-বেড়াল, বাই কেমন আছেন??
১০ ই মে, ২০১১ দুপুর ১:৩৫
সাইমুম বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন?
১৭| ১০ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
হুলো বিড়াল বলেছেন: এইতো ভাই, বেচে আছি আপনাদের দোয়ায়। এই পোস্ট টা না পরলে জান্তেই পারতাম না যে আমার একজন মিতা আছে সামু তে।
বাই মেঘ_বালিকা আমারে জঘন্য প্রাণি বলছে, আমি বিড়ালপ্রেমীদের পক্ষ থেকে এর তেব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠ বিচার দাবি করছি। (পলিটিকাল স্টাইলে কইলাম, মনে নিয়েন না
)
১১ ই মে, ২০১১ দুপুর ১:৪৬
সাইমুম বলেছেন: ভার্চুয়াল লাইফ এটা। কিছুটা খুনসুটি থাকবেই। এটা মানিয়ে নিতে হয়। সামনে এগিয়ে যান। কে কি বললো, সেটা গায়ে না মাখলেও চলেব। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০১
আমি হনুমান বলেছেন: ছবিটাতো এফডিসির নায়িকাগো মনে হয়