| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ জন্মদিন জিসান শা ইকরাম
এমন দিনে..
পায়ে পায়ে এসেছি
মেঠো পথ ধরে - ধুলো মেখে
অনেকটা পথ একই সাথে ,
সে প্রায় দু'কুড়ি বছর ...
সুখের সুখে দুঃখের সুখে
উচ্ছল দিনের মত কাল রাত্রিতে ও,
আনন্দের আনন্দে ...
বেনিয়া হিসেব নেয়নি পিছু
নেবেও না ,
এমন করেই বাকী সময়টুকু
কখন যে পেরিয়ে যাব
টের ও পাব না ।
অটঃ জন্মদিনের ক্ষণে যেখানে থাকব তা নেটের বাইরে-
তাই আগেই লিখলাম ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
হে হে হে মামু ......
পুত্তুম।
২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২০
রেজওয়ান তানিম বলেছেন: আগের গুলার মত জমে নাই । খুব একটা ভাল লাগল না
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
পুন্ডিত কবি মামু কুবিদের লেখায় খুঁত পাবে
এ আর এমন কি ?
ধন্যবাদ আপনাকে ।
৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২১
আর.এইচ.সুমন বলেছেন: আগামীকাল আড্ডা হইলে ভালু হইতো
!!!
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩১
ছাইরাছ হেলাল বলেছেন:
এমন আড্ডা রোজ হলে আরও ভাল লাগত ।
ধন্যবাদ সুমন ।
৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২১
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আগাম না, সময়মত শুভেচ্ছা জানামু।
বন্ধুর বন্ধু কথাটা শুনলেই হোজ্জা নাসিরুদ্দিনের কথা মনে পড়ে আর অটোমেটিক হাসি আইসা পড়ে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনি অবশ্যই সময়মত শুভেচ্ছা জানাবেন ।
বেশি করেই হাসুন ।
ভাল থাকুন আপনি ।
৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২২
অণুজীব বলেছেন: আগাম জন্মদিনের শুভেচ্ছা জিসান ভাইকে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
জানিয়ে দিচ্ছি তাকে আপনার শুভেচ্ছা ।
ধন্যবাদ অণুজীব ।
আড্ডায় পাইনি আপনাকে ।
৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২২
~মাইনাচ~ বলেছেন: শুভ জন্মদিন
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪১
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই শুভ জন্ম দিন ।
৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২২
কি হইল বলেছেন: শুভ জন্মদিন জিশান শা ইকরাম
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৫
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যা , শুভ জন্মদিন ।
৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৩
নষ্ট কবি বলেছেন: সারা জীবন আনন্দে থাকুক
সারা জীবন মেতে থাকুক জিসান শা ইকরাম
সাথে সাইরাস হেলাল
এই কামনা
শুভজন্মদিন জিসান ভাই
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার এ কামনা যেন আল্লাহ মেনে নেন ।
হ্যা, শুভেচ্ছা তাকেও ।
৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৩
কি নাম দিব বলেছেন: শুভ জন্মদিন জিশান মামা
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৯
ছাইরাছ হেলাল বলেছেন:
জানাচ্ছি তাকে আপনার এ শুভেচ্ছা ।
১০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৩
শিপু ভাই বলেছেন: @ইন্দুরঃ তোমার কারো কবিতাই ভাল্লাগে না। এইটা তোমারে ভাল লাগানোর জন্য দেয় নাই।
স্যরি মামা। এই মন্তব্যটা একটু পরে মুছে দেন
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি যে লিখতে পারি না এ কথা আমার চাইতে
কেউ বেশি জানে না ।
শিপু ব্যাপার না মামা ।
গিয়ানি মুন্তব্য করছে ।
আমি মুছমু না ।
১১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৩
অথৈ সাগর বলেছেন: আগাম শুভেচ্ছ-- "শুভ জন্মদিন জিসান শা ইকরাম ভাই"
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০০
ছাইরাছ হেলাল বলেছেন:
আমিও বলি শুভ জন্মদিন ।
১২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৭
চাটিকিয়াং রুমান বলেছেন: জিশান ভাইকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০১
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই আগাম শুভেচ্ছা ।
১৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৭
ভিয়েনাস বলেছেন: জিসান শা ইকরাম ভাই কে আগাম জন্মদিনের শুভেচ্ছা ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১২
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা আগাম ই রইল ।
১৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৮
রোকন রাইয়ান বলেছেন: শুভ জন্মদিন... সামুতে ছবি দেয়া কষ্টকর.. নইলে একটা ১০০০ মন ওজনের একটা কেক রেডি ছিল ডেস্কটপে.. সবাই খাইয়া পকেটে কইরা বাসায়ও নেয়া যাইত...
বি. আগে জানমা জিসান মামাই আপনার বন্ধু এখন...
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
কেক আমরা পছন্দই করি ।
দিয়ে দিন ।
এখন কী ? বলে ফেলুন তাড়াতাড়ি ।
১৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৯
সুপান্থ সুরাহী বলেছেন:
শুভ জন্মদিন পঞ্চাশের তরুণ জিশান শা ইকরাম...
আসুক দিন
নিত্য নিশিদিন
সুন্দর মননে
আপনার মনকাননে....
ধন্যবাদ পোস্ট দাতাকেও...
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২১
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই তরুণ সে ।
আপনারাও তরুণ ই থাকেবেন আরও বেশি ।
পোষ্ট দাতাও সুপান্থের ধন্যবাদ পেয়ে
আনন্দ লাভ করছে ।
১৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৯
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: শুভ জন্মদিন ভাই।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২২
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ।
১৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩১
ফয়সাল তূর্য বলেছেন: জিশান মামাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা।
কবিতায় পিলাচ!
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা জানিয়ে দিলাম ।
পিলাচ এর জন্য ধন্যবাদ আপনাকে ।
১৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩১
কলমদানি বলেছেন: জিসান শা ইকরাম ভাই কে আগাম জন্মদিনের শুভেচ্ছা ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৫
ছাইরাছ হেলাল বলেছেন:
জ্বি শুভেচ্ছা ।
১৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩১
নীরব দর্শক বলেছেন: জিসান শা ইকরাম ভাই কে আগাম জন্মদিনের শুভেচ্ছা ।
শুভ জন্মদিন জিসান ভাই।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ।
২০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৩
রোকন রাইয়ান বলেছেন: টিএসসির ইটলায় আড্ডা কেমন হলো মামা??
ফাটাফাটি নাকি হইলো ওই এলাকায়?
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫২
ছাইরাছ হেলাল বলেছেন:
সুন্দর আড্ডা হয়েছে ।
অন্য খবর রাখি না ।।
২১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৪
নাফিজ মুনতাসির বলেছেন: আগাম শুভেচ্ছা জিসান শা ইকরাম ভাইকে জন্মদিনের জন্য। উনার এবং উনার পরিবারের জীবন যেন আরো আনন্দময় হয় এই কামনাই রইলো।
বিকালের দিকে বলতেন ছাইরাছ হেলাল ভাই....দাওয়াত মিস করলাম।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৩৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আগাম শুভেচ্ছা তাকে জানিয়ে দিলাম ।
কিছুই মিস হবে না ।
আড্ডার সময়ই তো বলে দিয়েছিলাম ।
ভাল থাকবেন ।
২২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৫
অনির্বাণ রায়। বলেছেন: হ্যাপ্পী বার্থ ডে / নাইট ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩২
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই হ্যাপ্পী বার্থ ডে/নাইট ।
২৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৫
বিরোধী দল বলেছেন: জিসান মামাকে জন্মদিনের শুভেচ্ছা
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার মামাকে এখনই তা এখনই জানিয়ে দিচ্ছি ।
একত্রে বসেই আমরা লিখছি এখন ।
২৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৮
পুশকিন বলেছেন: জিসান ভাই কে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা।সর্বদা সুস্হ থাকুন উনি প্রার্থনা করি সব সময়।
আর আপনার সংস্পর্শে সর্বদা থাকতে চাই।আপনি অনেক অনেক ভালো থাকুন প্রার্থনা সব সময়।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আমিও আপনার মতই তাঁর সুস্থতা কামনা করছি ।
আপনি সব সময়ই আপানার সংস্পর্শে , আপনি তা
না চাইলেও অনেক অনেক দিন এমনই থাকবে ।
ভাল থেকে আরও ভাল থাকুন আপনি ।
২৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৮
নিশি মানব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৬
ছাইরাছ হেলাল বলেছেন:
আচ্ছা জানিয়ে দিচ্ছি এখনই ।
২৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪০
রেজওয়ান তানিম বলেছেন: @ শিপু, কমেন্টাইয়া আবার মুছার কতা কন ক্যা ?
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি কিন্তু রেখেই দিচ্ছি ।
২৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৫
মাহবু১৫৪ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।
জীবনের প্রতিটা সময় যেন ভাইয়ের কাটে খুব হাসি আর আনন্দে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪০
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা এমন দিনের অবশ্যই ।
'জীবনের প্রতিটা সময় যেন ভাইয়ের কাটে খুব হাসি আর আনন্দে।'
আমিও আল্লাহর কাছে এমন আপনার মতই প্রার্থনা করছি ।
২৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: হ্যাপি বাড্ডে........
পোলাপাইন আইজকাই লাফাইতাছে ক্যা .......
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪২
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাপি বাড্ডে..... সহস্র বার ।
আনন্দেই লাফাচ্ছে এমনই ধরে নিচ্ছি ।
২৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
ইকরাম উল্যাহ বলেছেন: পিলাস+++++++
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০০
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও+++++++++++++++++++
৩০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৮
অনির্বাণ রায়। বলেছেন:
আমাগো বার্থডে বড় ভাই জিশান ভাই ।
আমার তরফ থেকে , ট্রেইন এ কেকেটা নিয়ে আস্তেছি ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
এত্ত কেক খেয়েও শেষ করতে পারবেন বলে
মনে হয় না ।
কেকের জন্য বিশেষ ধন্যবাদ ।
৩১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৯
রবিন মিলফোর্ড বলেছেন: আগাম জন্মদিনের শুভেচ্ছা জিসান ভাইকে
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৫
ছাইরাছ হেলাল বলেছেন:
রবিন,
জানিয়ে দিলাম আপনার শুভেচ্ছা ।
৩২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৯
অনির্বাণ রায়। বলেছেন: কিন্তু কেকে পাঠাইলাম আমি , অথচ , সামনে দেখি , আমাগো ভাইস্তা ট্রেইন চালাইতেছে ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
তা যেই চালাক না কেন
কেক পেয়েছি এটাই অনেক আনন্দের , অনির্বান ।
৩৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫২
মামুণ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।
![]()
জীবনের প্রতিটা সময় যেন ভাইয়ের কাটে খুব হাসি আর আনন্দে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা জানিয়ে দিলাম ।
আপনার মত আমিও এমন কামনা করি ।
৩৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৬
শাহেদ খান বলেছেন: many many happy returns and happier life for both of u !![]()
(sorry cant write Bangla from cellphone ! I'll comment in details tomorrow, just wishing now !)
All the best wishes ! ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১২
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই আপনার এবং আপনাদের শুভকামনা ও
প্রানের ভালোবাসা সব সময়ই অনুভব করি -কবি
৩৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৮
নিমচাঁদ বলেছেন:
শুভেচ্ছা চালু রইলো জিশান ভাই ।
কেলেন্ডারের বয়স বাড়ুক , আমাদের মনের বয়স যেনো না বাড়ে ।
ভালো থাকবেন , আপ্নারা দুই বন্ধু
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৯
ছাইরাছ হেলাল বলেছেন:
সব সময়ই ভাল ভাবে চালু রাখা চাই এমন
প্রানের শুভেচ্ছা ।
সময়ের হিসেব তুচ্ছ করে পেছনেই ফেলেছি সময়কে ।
আপনাদের শুভ কামনাই হোক আমাদের পথ চলার পাথেয় ।
৩৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৯
অস্তমিত গন্তব্য বলেছেন: জিশান ভাই ...
জীবনে চলার এই বন্ধুর পথ যেন আপনার জীবনে বন্ধুত্বে ভরিয়ে তোলে ...
বন্ধুত্বের বেড়াজাল আপনাকে যেন আগলে রাখে সারা জীবন ... সেই প্রত্যাশা ও শুভকামনায় ... ... শুভ জন্মদিন ...
হেলাল ভাই ...
আপনার লেখা পড়ে ভালো লাগলো ... আর আজ আপনার সাথে পরিচিত হতে পেরে ও কথা বলতে পেরে খুব সম্মানিত বোধ করছি ...
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ ,
বন্ধুত্বের এমন কঠিন বেড়া জালেই থেকে যেতে চাই
বাকি সময়টুকু ।
আমিও আপনাকে কাছ থেকে দেখতে পেয়ে
অনেক ভাল লাগল ।
ধন্যবাদ ।
৩৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১৬
সহ্চর বলেছেন:
শুভ জন্মদিন
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৭
ছাইরাছ হেলাল বলেছেন:
মুখ আড়াল করে বললে কি বিশেষ কোন
সুবিধে হয় ?
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম ।
৩৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১৯
শায়মা বলেছেন: শুভ জন্মদিন জিসানভাইয়া!!!!!!!!!!!![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার ভাইয়ার সামনেই লিখলাম।
তাই আলাদা করে আর শুভেচ্ছা পাঠাতে হল না ।
৩৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২০
আরজু পনি বলেছেন:
সত্যিই!
একেই বলে বন্ধুত্ব!!!
আপনারা বন্ধুত্বের উদাহরণ...
অনেক অনেক শুভেচ্ছা রইলো জিশান ভাইয়ের জন্মদিনে
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪২
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ ,
আপনি এভাবে বলতেই পারেন ।
উদাহরণ হিসেবে এমন বন্ধুত্ব হতে পারে কীনা জানিনে
তবে বন্ধুত্বের পরীক্ষায় তুখোড় মেধাবী ছাত্রের ন্যায়
নম্বর পেয়েই অতিক্রম করেছি সকল পরীক্ষার পরীক্ষা ।
জ্বি , তাঁকে জানাচ্ছি আপনার শুভেচ্ছা ।
৪০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৩
আরজু পনি বলেছেন:
এই কবিতা বন্ধুত্বের ভালোবাসার নিদর্শন....
কবিতার ভার না খুজে বন্ধুত্বের ভার খুজলে আমরা ব্লগাররা ক্যাচাল না করে বরং ভালো বন্ধু হতে পারবো...
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৯
ছাইরাছ হেলাল বলেছেন:
কিছু একটা হয়ে যেতে আসিনি ,
হই - ই ও নি কিছু লেখায় বা কথায়
হতেও চাই না ।
আমার এ অযোগ্যতার অহংকার একান্তই আমার ।
এ অহংকারে ভাগ বসানো এত সোজা হবে না ।
ধন্যবাদ দিলাম আপনাকেও ।
৪১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৮
রোজেল০০৭ বলেছেন: জিসান শা ইকরাম ভাই কে আগাম জন্মদিনের শুভেচ্ছা ।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আগাম শুভেচ্ছা আপনাকেও ।
৪২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৯
টিনটিন` বলেছেন: শুভ জন্মদিন জিসান ভাই। ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৪
ছাইরাছ হেলাল বলেছেন:
জানালাম তাকে আপনার কথা , আপনার শুভেচ্ছার কথা ।
৪৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৫
শিশিরের বিন্দু বলেছেন: জিশান ভাইকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২০
ছাইরাছ হেলাল বলেছেন:
আচ্ছা আগাম ই তাকে জানিয়ে দিলাম আপনার শুভেচ্ছা ।
৪৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৪
বেঈমান আমি বলেছেন: আগাম জন্মদিনের শুভেচ্ছা জিসান ভাইকে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২২
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার জিসান ভাইকে আপনার শুভেচ্ছা
জানিয়ে দিলাম ।
৪৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:০৪
নিশাচর ভবঘুরে বলেছেন: জিসান ভাইকে তার জন্মদিনে ক্ষুদ্র কিছু কবিতার লাইন-
আমাদের একটা গল্প ছিলো
ভালোবাসা অথবা হেরে যাবার
আমরা ভালোবেসেছি
আমরা হারিনি, মাথা উঁচু করে ফিরেছি
পরাজিত হায়েনারা আজো
তাদের নখরহীন থাবায়
আঘাত হানে আমাদের মানচিত্রে
আঘাত আমাদের বুকে লাগে
পবিত্র মানচিত্রে তাদের স্পর্শ লাগেনা
লাগতে দেইনা, দেবোনা।
দেশকে যারা ভালোবাসে
তারা চিরকালই বিদ্রোহী।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩০
ছাইরাছ হেলাল বলেছেন:
তবে এখনে ২১ নং
মন্তব্যটি দেখতে পারেন ।
কবিতার জন্য অনেক ধন্যবাদ।
৪৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১১
শিপু ভাই বলেছেন: আমি চাইছিলাম শুধু আপ্নে দেখেন কমেন্টটা @ ইন্দুর
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩১
ছাইরাছ হেলাল বলেছেন:
হা হা হা মামা ............
আমি কিন্তু কিছু দেখি নাই ।
৪৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১৫
রাইসুল জুহালা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা এমন একজন প্রানোচ্ছল মানুষকে।
মাঝে মাঝে দুঃশ্চিন্তা হত যে বয়স পঞ্চাশ পার হবার পর তখন নিশ্চয়ই খিটখিটে মেজাজের অলস, মিইয়ে যাওয়া একজন অথর্ব বুড়োতে পরিনত হব। জিসান মামাকে দেখে সেই চিন্তা কিছুটা কমেছে। আজকের উচ্ছ্বাস বছর দশেক পরেও ধরে রাখতে পারব, সেই ভরসা পেয়েছি।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই এমন প্রানোচ্ছল মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ।
আপনাকে খিটখিটে মেজাজের অলস, মিইয়ে যাওয়া একজন
অথর্ব বুড়োতে পরিনত হওয়ার সুয়োগ দেয়া যাচ্ছে না বলে
দুঃখিত - -যুবক ।
৪৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:১০
কামরুল হাসান শািহ বলেছেন: শুভ জন্মদিন জিসান শা ইকরাম
শুভ জন্মদিন জিসান শা ইকরাম
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৫
ছাইরাছ হেলাল বলেছেন:
জানালাম তাকে আপনার আন্তরিক শুভেচ্ছা ।
৪৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৩
হাসান মাহবুব বলেছেন: জিসান ভাইকে অগ্রীম শুভেচ্ছা! আপনাদের বন্ধুত্ব চিরজীবী হোক!
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার শুভেচ্ছা তাকে জানিয়েছি ।
হ্যাঁ , চিরজীবী বন্ধুত্বই আপনার মত আমরাও
মনে প্রানে কামনা করি ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
৫০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৯
স্বদেশ হাসনাইন বলেছেন: প্রিয় জিসান
জন্মদিনের শুভেচ্ছা রইল
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৬
ছাইরাছ হেলাল বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা তাকে জানিয়ে দিলাম -কবি।
৫১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩৮
ফারিয়া বলেছেন: শুভ জন্মদিন জিসান চাচ্চুকে!
এটা চাচ্চুর জন্য! Click This Link
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার উপহার পেয়ে চাচ্চু অনেক খুশি ।
ভাল থাকুন আপনি ।
৫২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০১
পটল বলেছেন: জিশান চাচুর জন্মদিনে অন্নেক শুভেচ্ছা।
অগ্রিম!
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৯
ছাইরাছ হেলাল বলেছেন:
জানালাম তাকে আপনার শুভেচ্ছা ও উপহারের কথা ।
৫৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:০০
শোশমিতা বলেছেন: আগাম জন্মদিনের শুভেচ্ছা জিসান ভাইয়াকে
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২০
ছাইরাছ হেলাল বলেছেন:
আপানার ভাইয়াকে জানালাম আপনার শুভেচ্ছার কথা ।
৫৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫৩
আলামিনস্টাইন বলেছেন: শুভ জন্মদিন জিসান ভাইকে...
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা জন্ম দিনেরই ।
৫৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫৭
চর্যা পদ বলেছেন: শুভ জন্মদিন। একদিন আগেই দিয়ে ফেল্লাম।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার জন্য আগে বা পরে কোন বিষয় নয় ।
তাকে বললাম আপনার কথা ।
৫৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১০
জিসান শা ইকরাম বলেছেন:
কৃতজ্ঞতা
বন্ধুত্বে
বন্ধনে
স্বার্থহীনতায়
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
কৃতজ্ঞতা
বন্ধুত্বে
বন্ধনে
স্বার্থহীনতায়
৫৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া
অনেক অনেক শুভকামনা
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ।
আপনাকে শুভেচ্ছা ।
৫৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৮
গুরুজী বলেছেন: শুভ জন্মদিন মামাআআআআআ, আমার ব্ল্যাক ফরেস্ট ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩০
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্ম দিন ।
সব হবে মামা ,আসতেছি আবার ।
৫৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫২
কাউসার রুশো বলেছেন: জিশান ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার শুভেচ্ছা পৌছে দিলাম তাকে ।
৬০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৯
দস্যু রত্নাকর বলেছেন: শুভ জন্মদিন জিসান ভাই । শুভেচ্ছা এবং ভালবাসা থাকলো
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার শুভেচ্ছা ভালোবাসা তাকে জানালাম ।
ভাল থাকবেন আপনি ।
৬১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৩
ফেলুদার চারমিনার বলেছেন: শুভ জন্মদিন জিসান ভাই ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা অনেক ।
৬২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১০
ঘুমন্ত আমি বলেছেন: কি কই কনছে ? কেক কুক খাওয়াবো কিনা এহনো জানিনা খালি মুখে কেমতে কই শুভ জন্মদিন তাই কইলাম হ্যাপি বার্থডে![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪০
ছাইরাছ হেলাল বলেছেন:
এবারের মত কষ্ট করে একটু বলেই ফেলুন ।
ধন্যবাদ ।
৬৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৭
সাকিন উল আলম ইভান বলেছেন: Cachhu happy birthday ...
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৭
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ।
চাচুকেও অভিনন্দন ।
৬৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৬
শাহেদ খান বলেছেন: অগ্রিম শুভেচ্ছা'র পর এবার কবিতা নিয়ে কিছু কথা।
"দুঃখের সুখে" কথা'টা দারূণ লাগল ! স্বল্পতম শব্দ ব্যয়ে অনেক কিছু বলে ফেলা ! অভিনন্দন কবিকেও !
অনেকে নিজেকে নিয়েই দু'কুড়ি বছর সুখে থকতে পারে না, সেখানে আপনাদের বন্ধুত্ব সত্যি বিরল।
শুভকামনা সবসময়ের জন্য আর কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য, দু'জনকেই।
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২২
ছাইরাছ হেলাল বলেছেন:
শাহেদের কাছে যে কিছুই লুকিয়ে রাখতে পারছি না ।
আমার লেখার পেছনের লেখাটিও সে ধরে ফলছে নিয়ত ।
লুকোতে পারছি না কেন -কবি ?
একদম বিরল কিনা জানিনে তবে বন্ধুত্বের সংজ্ঞাটি ভিন্ন মাত্রায়
কিছুটা নিয়ে যেতে পেরেছি ।
কবিও যেন আমাদের পাশে রাখে তাও চাই কিন্তু ।
আমি মেঘ হতে চেয়েছি
পারিনি-
টিপ টিপ বা অঝোর ধারায় ঝরে পরা হয়নি
কোন সবুজে -
বৃষ্টির জ্যোৎস্নায় ভিজছি আর ভিজছি.........।
(শাহেদ- আমার কি জ্বর হবে ?)
৬৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৭
সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা।
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা দিচ্ছি ।
৬৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৯
চর্যা পদ বলেছেন: এতবছর বন্ধুত্ব টিকিয়ে রাখার মন্ত্রটা আমাকে শেখান। আমার ভিষণ অবাক লাগে আপনাদের সম্পর্ক দেখলে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০১
ছাইরাছ হেলাল বলেছেন:
গোপন কোন মন্ত্র নেই ।
বন্ধুত্বের প্রতি প্রায় শতভাগ আন্তরিক থেকেছি ।
আপনার মত অনেকেই অবাক হয় অবশ্য ।
৬৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২০
লেখোয়াড় বলেছেন: শুভ জন্মদিন ও শুভ বড়দিন।
আপনারা সবাই ভাল থাকুন এইকামনায়।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ও শুভ বড়দিন অবশ্যই ।
আপনার মত আমারও বলি সবাই ই ভাল থাকুন ।
৬৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২২
আরজু পনি বলেছেন:
গত রাতে কবিতা নিয়ে কিছু বলিনি....তাই আজকে বলতে এসেছিলাম, কিন্তু প্রিয় কবির মন্তব্যে আমার কথাগুলো হারিয়ে গেল
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৫
ছাইরাছ হেলাল বলেছেন:
খুঁজে পেলে না হয় আবার বলে যাবেন ।
সমস্যা নেই কোনই ।
৬৯|
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪২
ফাইরুজ বলেছেন: আজ শুধু কবিতা পড়ে গেলাম। আর কালকে উইশ করে যাব। মিষ্টি কিছু লাইন।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার লেখার অপেক্ষায় থাকলাম ।
৭০|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
দারাশিকো বলেছেন: জিশান মামাকে ঈদ মোবারক ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ,
আপনি তাকে ঈদ মোবারক বলতেই পারেন ।
৭১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন জিসান ভাই!
অগ্রিম জানিয়ে ফেললাম ![]()
____ পচিশ ডিসেম্বর কি রাস্তাতেই কাটবে?
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১০
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ,দূর্জয় ।
এখনও বুঝতে পারছি না কোথায় কাটবে ।
৭২|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬
বটতলার টারজান বলেছেন: শুভ জন্মদিন জিসান ভাই ( নাকি মামা !!)
বয়স কত হল তা ঝাতি ঝান্তে ছায় ( অরিজিনালটা, সার্টিফিকেট নয়)
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই শুভ জন্ম দিন ।
আপনার সুবিধের জন্য আপনিই ঠিক করে নিন ।
৫০+ বলেই জানি এবং অরিজিনাল ও সার্টিফিকেটের
মধ্যে কোন পার্থক্য নেই ।
ধন্যবাদ ।
৭৩|
২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৫
ফারজুল আরেফিন বলেছেন: সেফ হওয়ার পর আমার প্রথম মন্তব্য এই পোষ্টে করছি, ভাললাগছে অনেক।
কবিতায় সবসময়ের মত আবারও ভাললাগা জানাচ্ছি।
এমন বন্ধন সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
জিসান ভাইকে গতকালই আগাম শুভেচ্ছা জানিয়েছি, আবারও জন্মদিনের অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন জিসান ভাই।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৭
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন ।
সত্যি অনেক আনন্দের দিন আমার
আপনার জন্য ।
সব সময় ভাল থাকবেন ।
৭৪|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
মোঃমোজাম হক বলেছেন: শুভ জন্মদিন।
ভাল থাকুন সারাটা বছর।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
জন্মদিনে আমরাও এমনই কামনা করি ।
৭৫|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২
রোকন রাইয়ান বলেছেন: এখন বন্ধুর বন্ধু..
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৪
ছাইরাছ হেলাল বলেছেন:
পুরোটা বলে ফেলুন ।
৭৬|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৬
সুপান্থ সুরাহী বলেছেন:
বন্ধু ভাল থাকুক বন্ধুর আলোয়...
দুর্জন দূরে যাক হোক বন্ধুতার জয়।
আগাম শুভেচ্ছা... আপ্নার বন্ধুকে....
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২১
ছাইরাছ হেলাল বলেছেন:
বন্ধু বন্ধুত্বেই সমুজ্জ্বল
দুর্জন দুর্জন ই ।
দুটো ল্যাপি পাশাপাশি ......
সুপান্থের শুভেচ্ছা শুভেচ্ছাই
সব সময় ।
ধন্যবাদ ।
৭৭|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: প্রিয় জিসান ভাইয়ের জন্য রাশি রাশি ভালবাসা !! এবং হেলাল ভাইকেও অনেক অনেক শুভকামনা ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
প্রিয় চয়নকেও অনেক স্নেহ অনেক ভালবাসা
শুভেচ্ছা সহ ।
৭৮|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৫
মিরাজ is বলেছেন: কবিতাটা পড়ার সময় আমিও যেনো দেখলাম আপনাদের পাশাপাশি হাটার দৃশ্য।
বন্ধুত্ব আজীবনের, বন্ধুত্ব স্বার্থের উর্ধে উঠা একটা সম্পর্ক।
শুভকামনা রইলো আপনাদের বন্ধুত্বের প্রতি। শুভকামনা রইলো জিসান ভাইয়ের প্রতি। শুভকামনা আপনার প্রতিও। ভালো থাকবেন সবসময়।
প্রতিটা দিন হোক বন্ধুত্বের।
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৯
ছাইরাছ হেলাল বলেছেন:
মিরাজ কবিতায় লেখে
কবিতার মত ভাবে
হাসেও কবিতার মতই ।
আপনাদের সবার প্রতি অনেক শুভ কামনা ।
৭৯|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৩
হানিফ রাশেদীন বলেছেন: শুভ জন্মদিন জিশান ভাই। এমন একটি পোষ্টের জন্য হেলাল ভাইকে অনেক ভালোবাসা।
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৬
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ জন্মদিন। তাকে জানালাম ।
আপনাকেও ধন্যবাদ ।
৮০|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২২
জিসান শা ইকরাম বলেছেন:
ঘুম
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৪
ছাইরাছ হেলাল বলেছেন:
ঘুম ,
আর পারি না ।
৮১|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২৭
ফারজুল আরেফিন বলেছেন: কে ঘুমায় জিসান ভাই? জন্মদিনে ঘুমাতে নাই, জেগে থাকেন
২৫ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৫৭
ছাইরাছ হেলাল বলেছেন:
তাই বুঝি ?
আমাদের সকাল সকালেই হয় ,
এই যেমন হল ।
৮২|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:৩৪
কাউন্সেলর বলেছেন:
শিরোনামে লিখেছেন, 'বন্ধুর বন্ধু'- কি বোঝালেন এতে?! 'অনেক কাছের বন্ধু' নাকি আপনাদের দ'জনার মাঝখানে আরও কেউ আপন আছে!
'দুঃখের সুখে' এই কথাটা বেশ বলেছেন! ভালো লাগলো বেশ, বন্ধুত্ব এমনই হওয়া উচিত। আপনারা বন্ধুত্বের উদাহরণ হয়ে রইলেন।
বন্ধুর সাথে অনেক ভালো সময় কাটুক।
জিশান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা রইল।
২৫ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৩৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকে কাউন্সেলর মেনে নিয়েছি আগেই ।
বন্ধুর বন্ধু বলে শ্রেষ্ঠতম বন্ধু বলতে চেয়েছি । আর মনে মনে
আমাদের দুজনেরই শ্রেষ্ঠ বন্ধু আবার একজন
তাঁর কথা স্মরণ করেছি এমন দিনে ।
দুঃখকেও হাসি মুখে সামলে নিয়েছি
দুঃখের সুখ ও উপভোগ করেছি ।
উদাহরণ হয়েছি কিনা জানিনে তবে আনন্দ নিয়েই
বন্ধুত্ব উপভোগ করি ।
অবশ্যই আমার বন্ধুকে আপনার শুভেচ্ছা পৌছে দিব ।
ব্লগ ডে ও আড্ডায় মনে মনে আপানার অপেক্ষায় ছিলাম
সত্যি বলছি ।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ।
৮৩|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৫০
ঘুমকাতুর বলেছেন: কবিতায় ভাল লাগা
আর
জিশান মামার জন্মদিনে শুভেচ্ছা
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
এই যে ,
কবিতা কিন্তু আমি লিখতে পারি না ।
যা মনে আসে তাই-ই লিখি , এটা কবিতা হতে
পারে না ।
তবুও ধন্যবাদ আপনাকে ।
আপনার মামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম ।
৮৪|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:১৫
চর্যা পদ বলেছেন: কেক খাবোওওওও
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার কাছে তা পৌঁছনোর ব্যবস্থা করা
হবে অবশ্যই ।
একটু অপেক্ষা করুন ।
৮৫|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৪
মহাবিশ্ব বলেছেন:
জিশানভাইয়ের জন্য এক আকাশ শুভেচ্ছা, সকালের রোদ্দুরের মতো।
বারে বারে ফিরে আসুক এমন দিন। শুভ হোক সব কিছুর।
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪২
ছাইরাছ হেলাল বলেছেন:
'জিশান ভাইয়ের জন্য এক আকাশ শুভেচ্ছা, সকালের রোদ্দুরের মতো।
বারে বারে ফিরে আসুক এমন দিন। শুভ হোক সব কিছুর।'
আমিও এমন করেই বলি ।
অনেক অনেক ধন্যবাদ ।
৮৬|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৯
দূরদ্বীপবাসিনী_ বলেছেন: ভালো লাগলো কবিতাটা।
জিসান ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০২
ছাইরাছ হেলাল বলেছেন:
ধূর,
এইটা কোন কবিতা হল ?
শুভেচ্ছা জানিয়েছি তাকে ।
ধন্যবাদ ।
৮৭|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫১
আকাশটালাল বলেছেন: জিসান মামাকে জন্মদিনের শুভেচ্ছা।
হেলাল ভাই, আমি মামাকে জানিয়েছি গতকাল। ফ্রাইডে সারাদিন ক্লাস থাকে। আমি দুঃখিত আপনাদের সাথে দেখা করতে পারিনি বলে, যদিও আজ পর্যন্ত কারোর সাথেই দেখা করিনি
তবে আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে। আমি মামাকে জানিয়েছি ফোনে। আর আপনার ফোন নম্বরটা আব দেখি পোস্টে নাই। পারলে একটা মেসেজ দিয়েন আমাকে।
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৯
ছাইরাছ হেলাল বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম ।
আমি সত্যি আপনার অপেক্ষায় ছিলাম । আপনার সাথে আমার
খুব কথা বলার ইচ্ছে ছিল মুখোমুখি ।
আড্ডা হয়ে গিয়েছে তাই নম্বরটা মুছে দেয়া হয়েছে ।
এখন ই আপনার সাথে কথা বলব ।
ধন্যবাদ ।
৮৮|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: উনাকে শুভ জন্মবার্ষিকী ।
আচ্ছা, শিরোনামে বন্ধুর বন্ধু কেন ? শুধু বন্ধু নয় কেন ?
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২০
ছাইরাছ হেলাল বলেছেন:
তাকে আপনার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি ।
আপনি আমার ৮২ নং মন্তব্যের উত্তর দেখুন ।
অনেক ধন্যবাদ ।
কি বুঝলেন বলতে হবে কিন্তু ।
৮৯|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ৮২ নং দেখলাম ।
লেখক বলেছেন:
১।বন্ধুর বন্ধু বলে শ্রেষ্ঠতম বন্ধু বলতে চেয়েছি ।
২।আর মনে মনে
আমাদের দুজনেরই শ্রেষ্ঠ বন্ধু আবার একজন
তাঁর কথা স্মরণ করেছি এমন দিনে ।
# প্রথমটা অপ্রথাগত ইন্টারপ্রিটেশন বৈকি !!
যাইহোক বন্ধুত্বের ত্রিভূজের সব বিন্দুকে মিলালেন একসাথে এক বৈঠকে সেটাই বড় কথা ।
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
বাবু ,
আমার পছন্দের ব্লগার ধরে ফেলেছে আমার
শব্দগুলো তাই আর এড়িয়ে যেতে পারিনি ।
এটা কিন্তু সত্যি ঘটনা ।
এড়ানোর জন্য এমন অপ্রথাগত পথ বেছে নিয়েছিলাম ।
কিন্তু ধরা.........।
বাবু ধন্যবাদ ।
৯০|
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৯
লাল চাঁন বলেছেন: জিসান ভাইকে আগাম জন্মদিনের শুভেচ্ছা !!
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৩
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা পৌছে দিলাম ।
ধন্যবাদ আপনাকে ।
৯১|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৩
আকাশটালাল বলেছেন: থ্যান্কু ভাইয়া।
আমি একদমই নগন্য একজন মানুষ। ব্লগ নিয়ে কখনোই সিরিয়াস ছিলাম না, এখনো না। মাঝে মাঝে দেখবেন গায়েব হয়ে যায়। তবে এই ব্লগ জীবনের সবথেকে বড় পাওনা আপনাদের ভালবাসা। এটা ব্লগে না এলে কখনোই পাওয়া সম্ভব হতোনা।
আর ঐ ব্যাপারটা নিয়ে আমি সিরিয়াস। যেকোনো একদিন এসে ফোন দিয়ে বলবো, মামা, আপনারা কই?
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫২
ছাইরাছ হেলাল বলেছেন:
আমার কাছে আপনি কিন্তু নগন্য নন এটা আপনি জানেন ।
মাঝে মাঝে গায়েব হলে সমস্যা নেই ।
এখন গায়েব হলেও ধরে ফেলব ।
আমার অনেক পাওয়ার মাঝে আপনি একজন ।
ঐ ব্যাপারে আমিও সিরিয়াস কিন্তু একটু আগে বলতে
হবে কারন আমি কখন কোথায় থাকি ...।
অপেক্ষায় আমিও......
অনেক পছন্দের আপনিও একজন ।
ধন্যবাদ ধন্যবাদ ।
৯২|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৪
শিপু ভাই বলেছেন: প্রিয় জিশান মামাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনাদের অকৃত্তিম বন্ধুত্ব চিরজীবি হোক!!!
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই শিপুর প্রিয় জিশান মামাকে শুভেচ্ছা ।
আমিও চাই শিপুর মত চিরজীবি বন্ধুত্ব ।
দেখা হবে আবার ।
৯৩|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৪
ত্রাতুল বলেছেন:
জিসান ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
এমন করেই চিরতরুণ থাকুন জীবনের সবগুলো দিন!
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা অনেক এমন দিনে ।
চিরতরুণ তাকে থাকতেই হবে -ত্রাতুল ।
৯৪|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৯
সুরঞ্জনা বলেছেন: শুভ জন্মদিন জিসান।
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৯
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ, শুভ জন্মদিন ।
আপনাকে ধন্যবাদ ।
৯৫|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৪
শিপু ভাই বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০১
ছাইরাছ হেলাল বলেছেন:
এত্ত বড় কেক মামাদের ছাড়া খেয়ে শেষ করতে
পারব না ।
শিপু মামা.........।
৯৬|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৮
দূর্যোধন বলেছেন: শুভ জন্মদিন জিসান ভাই ![]()
তারুন্য ধরে রাখুন... আপনার জন্মদিনে এই প্রত্যাশা থাকলো ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আমার সামনে বসেই দেখছে সে ...
তারুণ্য ধরে না রেখে এবার আর উপায় নেই ।
অনেক ধন্যবাদ আপনাকে দিতে পারব না ,
কিছুতেই না ......
৯৭|
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২০
ব্লাক উড বলেছেন: জিসান ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
জিসানকে আপনার ধন্যবাদ জানিয়ে দিলাম ।
আপনাকেও শুভেচ্ছা ।
৯৮|
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শিপু ভাই দেখি বিশাল কেক নিয়ে আসছে !! ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
কেক দেখে ভয় পাচ্ছি চয়ন
আমরা একা কিছুই করতে পারব না ।
৯৯|
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:০০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
জিসান মামাকে জন্মদিনের শুভেচ্ছা।
হেলাল মামাকে এমনি এমনি শুভেচ্ছা।
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
ছাইরাছ হেলাল বলেছেন:
জিসান মামাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা ।
আমাকে এমনি এমনি দিলেই হবে ......মামা ।
আপাকে সালাম ।
১০০|
২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৮
অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই...
চমৎকার প্রকাশ হলো..... খুব ভালো লাগলো
আপনার বন্ধুর ( আমাদের জিসান ভাই ) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম...... দেরিতে
আর অনেক অনেক শুভকামনা থাকলো.... তার জন্য আপনার জন্য..... বন্ধুত্ব অটুট থাকুক.....
ভালো থাকুন সবসময়....
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার জন্য দেরি বলে কিছুই নেই ।
আড্ডায় এলেন না , দেখা হল না ।
শুভেচ্ছা জানিয়ে দিলাম তাকে ।
আমিও আপনার মত অটুট বন্ধুত্ব কামনা করি ।
অনেক ধন্যবাদ ।
১০১|
২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০১
স্বদেশ হাসনাইন বলেছেন:
--
দেখি না একজন কবি কে
কতদিন
জরুরী প্রহরী তুলে নিয়ে গেল তাকে অন্যত্র
চোখ বেঁধে রাখে
কর্মযজ্ঞে রাখে
তারপর চোখ খুলে দেখছে সে
সিন্দুকে তালা
টেবিলে সাজানো আপেল, বাটার টোস্ট
বেল্টের ঘাট বাড়ে, কালি করা সু
আর উল্লসিত রমণী
পাট ভাঙা শাড়ীর ভালবাসা
===কেমন আছেন কবি?
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
এর উত্তর দেয়ার সাধ থাকলেই সাধ্যের বাইরে ।
সাধ্যের বাইরে থকেই একটু চেষ্টা ......
ভাবি একজন কবির কথা
প্রানে
আড্ডার প্রহরী নিয়েছে তুলে
হাজার আন্তরিকতায় রেখেছে বুকে,
এ আমার দায়
নিয়েছি বুকে তুলে
বিস্ময় আমার ছুঁয়েছে আকাশ
এত ভালোবাসা রাখি কোথায় ?
কবি যে আছেন আমার প্রাণেই ।
আমি না লিখতে পারার দায় কবির ই শুধু ।
অনেক ধন্যবাদ ।
একটু আগে ফিরে এলাম নিজ ডেরায় ......।
১০২|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৯
জিসান শা ইকরাম বলেছেন:
আন্তরিক ধন্যবাদ .......
ব্লগার > রেজওয়ান মাহবুব তানিম , আর.এইচ.সুমন , ভাঙ্গাচুরা যন্ত্রপাতি , অণুজীব , ~মাইনাচ~ , কি হইল , নষ্ট কবি , কি নাম দিব , শিপু ভাই কে .....
শুভ কামনা সবার জন্য ......
১০৩|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৩
হানী বলেছেন: হ্যাপি বার্থডে মামাকে............................... ![]()
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই মামাকে হ্যাপি বার্থডে ।
১০৪|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছা জিশান ভাইকে।
ব্লগার হিসেবে ওনাকে ভালো লাগে তবে তারচেয়েও বেশি ভালো লাগে ওনার ছাগু ফাইটিং স্পিরিটটা। তুলনাহীন!
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা জানিয়ে দিলাম তাকে ।
আসলে স্পিরিটটাই অনেক কিছু ।ধন্যবাদ ।
১০৫|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৪
গানচিল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জিশান ভাইকে। .....যদিও একদিন দেরী হয়ে গেছে।
তবুও 'বেটার লেট দেন নেভার"
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬
ছাইরাছ হেলাল বলেছেন:
দেরী বলে কিছু নাই এখানে ।
শুভেচ্ছাই আসল ।
ভাল থাকুন ।
১০৬|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৩
রেজোওয়ানা বলেছেন: শুভ জন্মদিন জিশান মামা
তবে আপনারা দুজন যে আমাদের ব্লাক ফরেস্ট কেক না খাইয়েই চলে গেলেন ঢাকা থেকে, এই জন্য জাতি কোনদিন আপনাদের ক্ষমা করবে না
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আমরা এই মর্মে ওয়াদা করছি যে অতি সত্বর
ব্লাক ফরেস্ট কেক খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আমাদেরও ডর ভয়ের একটা ব্যাপার আছে না ।
এখনই ভয়ে হাত পা কাপা কাপা...............
আপনি এখন ......
উরে বাবা......
১০৭|
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: জিসান ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
হেলাল ভাই ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
ছাইরাছ হেলাল বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম ।
আপনাকেও ধন্যবাদ ।
১০৮|
২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
আন্তরিক ধন্যবাদ.............
অথৈ সাগর , চাটিকিয়াং রুমান , ভিয়েনাস, রোকন রাইয়ান,
সুপান্থ সুরাহী , মুখোশে ঢাকা আমি মুকিত , ফয়সাল তূর্য ,
কলমদানি , নীরব দর্শক ,নাফিজ মুনতাসির , অনির্বাণ রায় ,ও
বিরোধী দল ।
শুভ কামনা সবাইকে ।
১০৯|
২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪১
চতুষ্কোণ বলেছেন: কবিতা ভালো লেগেছে। চমৎকার এক উৎসর্গপত্র! কেন জানি না জিসান ভাইকে আমার এক চির তরুন বলে মনে হয়। যদিও কখনো সামনাসামনি দেখা হয় নি।
শুভ জন্মদিন জিসান শা ইকরাম। ভালো থাকুন, সুস্হ থাকুন।
২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই চির তরুণ ।
আড্ডায় এলেন না কেন ?
এলেই দেখা হত ।
আপানার শুভেচ্ছা পৌছে দিলাম ।
আমার লেখাকে আমি কবিতা মনে করি না ।
আমার যা যেমন মনে হয় তাই লিখি ।
অনাক ধন্যবাদ আপনাকে ।
১১০|
২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৮
দা লর্ড বলেছেন: কবিতা ভালো লেগেছে। শুভ জন্মদিন জিসান শা ইকরাম। ভালো থাকুন, সুস্হ থাকুন।
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
ধন্যবাদ আপনাকে অনেক ।
১১১|
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৩
মিথী_মারজান বলেছেন: চমৎকার কবিতা আর তারচেয়ৈও চমৎকার আপনাদের বন্ধুত্বের গভীরতা।
জিসান শা ইকরাম এর জন্য সুন্দর একটা জীবনের দোয়া ও শুভেচ্ছা রইল।
আপনাদের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা আর ভাললাগা ...
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
জিসান শা ইকরামকে আপনার দোয়া শুভেচ্ছা
জানিয়ে দিলাম ।
হ্যাঁ বন্ধুত্বটা ক্ল্যাসিক ! পর্যায়ে চলে গেছে ।
আমাদের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার জন্য
অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
নূতন কর্তব্যে আস্থা রাখুন মনোযোগী হয়ে এমন
কামনা করছি ।
১১২|
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৯
মানবী বলেছেন: দু কুড়ি বছরের বন্ধুত্ব অমলিন থাক... এমনি ভাবে ভবিষ্যতে কোন এক সময় যেনো প্রিয় বন্ধু/বান্ধবের সাথে বন্ধুত্বের দুই কুড়ি বছর পালনের সৌভাগ্য সৃষ্টি কর্তা আমাকে দেন, এমন লোভ হচ্ছে!
জিসান শা ইকরামকে শুভেচ্ছা ও অভিনন্দন- জন্মদিনের.. তারচেয়েও বেশি বন্ধু ভাগ্যের :-)
ধন্যবাদ ছাইরাছ হেলাল।
অনেক ভালো থাকুন।
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৪
ছাইরাছ হেলাল বলেছেন:
ধ্বংসস্তুপেও দাঁড়িয়েছি পাশাপাশি
আনন্দের এভারেস্টেও থেকেছি কাছাকাছি
অমলিনতায়ও লিন হয়েই আছি ।
আপনি আপনার বন্ধুত্বে থাকুন চার কুড়ি বছর
এমন কামনা করছি ।
জিসান শা ইকরামের জন্মদিনে আপনার শুভেচ্ছা ও অভিনন্দন
পৌছে দিলাম ।
আর ভাগ্য ,সে যে আমাদেরই পক্ষে একান্ত ভাবেই ।
আপনার জন্যও অনেক শুভেচ্ছা ও শুভ কামনা সব সময়ই ।
ধন্যবাদ ।
১১৩|
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:২০
দীপান্বিতা বলেছেন: শুভ জন্মদিন জিসান শা ইকরাম ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪১
ছাইরাছ হেলাল বলেছেন:
জানালাম তাঁকে আপনার জন্মদিনের শুভেচ্ছা ।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ।
১১৪|
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৩
জিসান শা ইকরাম বলেছেন:
এই জন্মদিনে সবচেয়ে আকর্ষনীয় গিফট পেলাম ব্লগার চর্যাপদ থেকে।
৭৫ টাকার মোবাইলে রিচার্জ
৫০ তম জন্মদিন উপলক্ষে ৫০ টাকা....
২৫ ডিসেম্বর এর জন্য ২৫ টাকা.......
এত আইডিয়া যে কোথায় পায় আজকালকার পোলাপাইন, বুঝি না....
অনেক অনেক ধন্যবাদ @ চর্যাপদ......... ভালো থাকিস সবসময়.......
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৭
ছাইরাছ হেলাল বলেছেন:
পোলাপাইন আর পোলাপাইন নেই ,
এগুলো ঝানু হয়ে যাচ্ছে দিনকে দিন
আন্তরিক আন্তরিকতায় ।
কিন্তু আমি কোনই রিচার্জ পেলাম না ।
নিদেন পক্ষে ৩৭.৫০ টাকাও তো আসা উচিৎ ছিল ।
তাকে মাইনাস অসংখ্য ।
আমিও @চর্যাপদ কে ধন্যবাদ দিচ্ছি নিতান্তই অনিচ্ছায় ।
১১৫|
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৭
অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই.......
আমি জানি সে জন্য আপনি আমার উপর মন খারাপ করবেন না..... বুঝা যায় আপনি কখনোই সে রকমটা না.....
একটা টান থেকেই যাক না অদৃশ্যে......
শুভকামনা সবসময়ের জন্য...
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৩
ছাইরাছ হেলাল বলেছেন:
দৃশ্য থেকে দৃশ্যান্তরে
দৃশ থেকে অদৃশ্যে
সমান মুল্যবান।
আমার মনের নিশ্চিন্ততার একান্ত আশ্বাস আপনি পাচ্ছেন ।
সাথে থেকে সাথে রাখুন এমন ভেবেই ধন্যবাদ জানাচ্ছি ।
১১৬|
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৯
রুপ।ই বলেছেন: শুভ জন্মদিন জিসান শা ইকরাম। অনেক ভালো ভালো লিখা দিন, চির তরুন থাকার রহস্য জানান ।
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫০
ছাইরাছ হেলাল বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা তাকে জানালাম ।
ভালো লেখা হবে বলে মনে হচ্ছে না । কিছুই যে লেখা
হল না ,এ দায় একান্তই আমার ।
হুট করে বলে দেই আর আপনি শিখে ফেলবেন
সেটি হচ্ছে না , বিষয়টি যে খুব খুবই গোপন ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
১১৭|
২৮ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৭
মিথী_মারজান বলেছেন: আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা।
তার চেয়েও বেশি ভাললাগায় মনটা জুড়িয়ে গেল।
আপনার কথাটা মনে রাখব।
আমার জন্য দোয়া করবেন।
ভাল থাকবেন।
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:০১
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই আপনার উন্নতি কামনা করি
সব সময়। অনেক সময় সামনে আপনার
নিজেকে প্রমানের,আপনি তা পারবেন ।
ধন্যবাদ আপনাকে নিয়মিত খোঁজ রাখার জন্য ।
১১৮|
২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৮
নীলাঞ্জনানীলা বলেছেন: জিসান শা ইকরাম কে জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের বন্ধুত্ব চিরজীবী হোক। অবিরাম শ্নেহ ঝরুক আমাদের মত শ্নেহ কাঙ্গাল মানুষের প্রতি।
অনেক কৃতজ্ঞতা জমে আছে । কখনোই তা শোধ হবে না। ঋণী হয়েই থাকতে চাই আমরা।
২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা তাকে জানিয়ে দিচ্ছি ।
এমন বন্ধুত্ব অনেকের স্বপ্নে থাকে ।
কৃতজ্ঞতা জানানোর এমন কিছুই হয় নি ।
আমি কিন্তু আপনার নিয়মিত পাঠক ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
১১৯|
২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৭
শাহেদ খান বলেছেন:
আমি মেঘ হতে চেয়েছি
পারিনি-
টিপ টিপ বা অঝোর ধারায় ঝরে পরা হয়নি
কোন সবুজে -
বৃষ্টির জ্যোৎস্নায় ভিজছি আর ভিজছি.........।
(শাহেদ- আমার কি জ্বর হবে ?)
অমন বৃষ্টি-জ্বরও ভাল
জোছনা যখন জলের কাছে;
জ্বর-ছাড়া আর থাকে যারা
তারাও কি খুব ভাল আছে???
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
দেখা যাচ্ছে জ্বর খুবই সংক্রামক ব্যাধি ।
আহারে কুনাইন থেকে বাঁচার উপায় নাই ।
কুনাইন সারাবে কে ?
১২০|
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: ভাইয়া, কেমন আছেন?
সামনের শুক্রবার আরেকটা পরীক্ষা বাংলাদেশ ব্যাংকে। হাফ ছেড়ে বাঁচতে পারছিনা।
আমাকে ভুলে যাওয়ার জন্য থ্যাংকস
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি যে সব সময়ই ভাল ।
আগে পরীক্ষা পরে অন্য কিছু ।
কে কাকে ভুলে যায় ?
আমি যে কাউকেই ভুলিনা,
আর ফারজুল .....................?
১২১|
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জন্মদিন কেমন কাটছিলো?
জাতি জানতে চায়!
দুই বন্ধু কি রাস্তাতেই পুরো দিন কাটিয়ে দিছে?
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪০
ছাইরাছ হেলাল বলেছেন:
আনন্দের আনন্দ নিয়েই কেটেছে ।
তবে আনন্দের মাঝে কুয়াশায় আটকে পড়েছিলাম ।
আপনাকে নববর্ষের শুভেচ্ছা ।
১২২|
৩১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩১
শাহেদ খান বলেছেন: Dire Straits. আমার খুব ভাল লাগার একটা মিউজিক্যাল ব্যান্ড। এদের গানের হিউমার আর মুড ভাল লাগে, গীটার কম্পোজিশনে তো বিশ্বসেরা !
তো ক'দিন আগে এমনি ওদের একটা গানের ক'টা লাইন ফেবু'তে দিলাম, আর আপনার প্ররোচনা'য় সেটাকে আমার বাংলা করতে হল !
অনুবাদ ভাল পাই না, ওতে স্বাধীনতা কম পাই ! তবু যা একটা কিছু করলাম, ওটা আপনার'ই থাকল। ইংরেজী'টা সহ তুলে দিলাম ~
"Angel of mercy, Angel delight!
Give me my reward in the heaven tonight;
And if I give up my sword, wont you give me the right?
Sweet angel of mercy, give me Heaven tonight !"
আমার ভাষান্তরে দাঁড়াল এমন:
"দয়াময়ী দেবী, তুমি উদ্ভাসিত,
কর আজ আমায় তুমি পুরস্কৃত !
ক্লান্ত এ তরবারি, দিলাম তোমায় ছাড়ি
রাখো আজ রাত মোর স্বর্গে নিহিত..."
(হঠাৎ বসে যা এসেছিল, তা-ই লিখেছিলাম। তবে অনেক ভেবে-চিন্তে অনুবাদ করলেও এর চেয়ে ভাল কিছু আসত বলে মনে হয় না !)
৩১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৯
ছাইরাছ হেলাল বলেছেন:
হা হা .....................
আপনার মিউজিকাল ব্যান্ড - গিটার এ বিষয়ে আমার
জ্ঞান বলতে পারেন শূন্যের কাছাকাছি এবং অনুবাদেও
প্রায়ই তাই-ই ।
যদিও অনুবাদের দিকে সামান্য লোভ আছে ।
আমি মাঝে মাঝে স্বাধীনতাহীনতাও পছন্দ করি ।
আপনি রুবাই লিখ ফেলেছেন দেখে আমার অনেক আনন্দ
লাগল।
অনেক অনেক ধন্যবাদ স্নেহের কবি ।
অনেক অনেক বার পড়েছি , পড়ব আরও কয়েক বার ।
১২৩|
৩১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩১
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: মিস করে গেছি ভ্রমনে থাকার জন্য। ![]()
প্রায় আড়াই কুড়ি কিংবা তারও বেশি বয়সের কিশোর জিসান ভাইয়ের জন্মদিনের একটু দেরীতে হলেও শুভেচ্ছা জানিয়ে গেলাম। ![]()
৩১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
এক জন মিস করেছে , তাকেও মিস করেছি ।
কিশোরের জন্য এমন দেরী করাই যায়
আর তা যদি আপনি হন তাহলে তো কথাই নেই ।
ভ্রমণ করছেন আরও করুন সমস্যা নেই
সুন্দর বর্ণনায় ছবি চাই যা সব সময়ই পেয়ে থাকি ।
অপেক্ষায় আবারও ।
১২৪|
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৩
কাঠফুল বলেছেন: দারুণ লিখেছেন-
'বেনিয়া হিসেব নেয়নি পিছু
নেবেও না ,
এমন করেই বাকী সময়টুকু
কখন যে পেরিয়ে যাব
টের ও পাব না ।'
দেরীতে হলেও জিসান শা ইকরামকে জন্মদিন এর শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছার কোন দেরী বলতে কিছু নেই ।
কোথায় হারালেন আপনি ?
আনেক দিন পরে দেখে ভাল লাগল ।
ধন্যবাদ ।
১২৫|
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৯
স্বদেশ৭১ বলেছেন: জিসান শা ইকরামকে জন্মদিন এর শুভেচ্ছা দেরীতে হলেও ।
আমার লেখাটি একটু দেখবেন ?
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা পৌছে দিলাম ।
দেরী কোন বিষয় নয় ।
আপনি লিখে ফেলেছেন ?
দেখতে হবে,দেখতে হবে ।
ধন্যবাদ দিচ্ছি ।
১২৬|
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৮
নীরব দর্শক বলেছেন: শুভ নববর্ষ।
৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।
১২৭|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫
বেঈমান আমি বলেছেন: শুভ নববর্ষ। হেলাল ভাই
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও শুভ নববর্ষ ,ভাল থা্কবেন অনেক ।
১২৮|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৭
কাউন্সেলর বলেছেন: নতুন বছেরর শুভেচ্ছা নিন।
অনেক ভালো থাকুন।
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার শুভেচ্ছা নিলাম ।
আপনার পরামর্শ আমাকে ভাল থাকতে
সাহায্য করবে অনেক ।
আপনিও ভাল থাকুন অনেক ।
ধন্যবাদ ।
১২৯|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:৫২
~মাইনাচ~ বলেছেন:
সামনের বছর হোক অনেক অনেক সুন্দর
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার জন্যও এমন ই কামনা করি ।
অনেক সুন্দর থাকুন ।
১৩০|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:১৮
গানচিল বলেছেন: শুভ নববর্ষ হেলাল ভাই।
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:২৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও বেশি বেশি শুভেচ্ছা আগামীর ।
১৩১|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ২:২৫
ফারজুল আরেফিন বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ।
ভাল থাকুন, আনন্দের আনন্দে থাকুন ।
১৩২|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ২:২৯
রবিন মিলফোর্ড বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ছাইরাছ ভাইয়া ।
আনন্দে কাটুক সারা বছর ।
ভাল থাকুন অনেক ।
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৮
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা নিলাম এবং আপনাকেও তা জানালাম ।
ভাল থেকে আরও ভাল থাকুন ।
১৩৩|
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৩:১১
রোকন রাইয়ান বলেছেন:
নতুন বছরের শুভেচ্চা,,
২০১২.... আরো আন্দময় সুখি সমৃদ্ধ জীবন কামনা করি...
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪২
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও নূতন বছরের শুভেচ্ছা ।
আমিও আপনার আনন্দময়তা কামনা করছি ।
১৩৪|
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৯:০০
অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই...
''এভাবেই সময় চলে যায়..... এভাবেই স্মৃতিগুলো খাদের ভেতর জমতে থাকে..... আর এভাবেই পার্থিব জীবন কমতে থাকে.....
নতুন বছরে অনেক অনেক শুভকামনা আপনার জন্য...
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ এভাবেই সময় চলে যায়, বা যায়ও না
জমে অনেক অনেক ভালোবাসা ।
ভালোবাসাকেই ভালোবাসি অনেক ।
অবশ্যই অনেক অনেক শুভ কামনা আপনার জন্যও।
১৩৫|
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৯
জিসান শা ইকরাম বলেছেন:
শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৩
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই শুভ শুভ নববর্ষ ।
১৩৬|
০১ লা জানুয়ারি, ২০১২ সকাল ১১:০১
মহাবিশ্ব বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রাশি রাশি।
সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকুন বন্ধু হেলাল।
মঙ্গল হোক আগামী সব কিছুর।
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও নূতন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ।
আপনি আরও ভাল থাকবেন অনেক ভালো ।
সবার সাথে ।
ধন্যবাদ ।
১৩৭|
০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: শুভ দুপুর । শুভ নববর্ষ । শুভ কামনা ।
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
বাবুকে আমার বিশেষ শুভেচ্ছা ।
কথা হবে অনেক অনেক ।
১৩৮|
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৭
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: শুভ নববর্ষ। ২০১২ হোক আনন্দ উচ্ছলতার বছর ![]()
০১ লা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আনেক আনন্দ নিয়েই শুরু হয়েছে
আর এমন আনন্দ চলতেই থাকবে ।
ধন্যবাদ ।
১৩৯|
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: উইশ ইউ এ হ্যাপী হ্যাপী, ভেরী হ্যাপী নিউ ইয়ার ভাইয়া। ![]()
০১ লা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আমিও আপনার অনেক অনেক
আনন্দঘন আনন্দের অপেক্ষায় ।
১৪০|
০১ লা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫১
রেজওয়ান তানিম বলেছেন: সব শেষে বুকপকেট ভরে নিলাম
মুঠি মুঠি ঝুড় বিষাদে ।
শুকনো হাওয়ারা শোক
উড়িয়ে আনে, অন্ত:ক্ষরা জীবনের
সলিলা তটিনীতে ।
ভালবাসি তাই, ভালবেসে যাই, সুখে দুখে, শোকে বিরহে, দ্রোহে কিংবা ক্ষোভে
শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:০২
ছাইরাছ হেলাল বলেছেন:
বিষাদে আনন্দে পাশাপাশি
পাশে থেকেই কাছাকাছি
প্রতিপক্ষের প্রতিপক্ষ নই কখনই
ছিলাম ও না ।
মামুকেও শুভেচ্ছা নববর্ষের ।
১৪১|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১:০৭
মোঃমোজাম হক বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ২০১২।
আমারটা এখনো পাওনা আছে
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১:৫০
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই শুভ নব বর্ষ ।
পাওনা থাকবে না কথা দিচ্ছি যদি আপনি
আমাদের না ফিরিয়ে দেন ।
১৪২|
০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৫
নীলাঞ্জনানীলা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।
০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি আপনার এ শুভেচ্ছার অপেক্ষায় ছিলাম ।
আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের ,
অনেক অনেক ভাল থাকুন আপনি ।
১৪৩|
০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৬
আহমেদ চঞ্চল বলেছেন: শুভ জন্মদিন ও হৗাপি নিউ ইয়ার।।।
০২ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৬
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই শুভ জন্মদিন তাকে জানালাম ।
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।
১৪৪|
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৭
anisa বলেছেন: স্যরি বন্ধুর জন্মদিন জানতাম না তাই লেট শুভ জন্মদিন জানাচ্ছি।
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনি লেট হলেন বা প্রথম হলেন তাতে এমন কিছুই না ।
বন্ধুরা বন্ধু ,এবং তা সব সময় সারাক্ষণ ।
ভাল থাকবেন আপনি ।
১৪৫|
০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: জিশান আর যিশু দুই জনের নামের কি মিল দেখেছেন একেই দিনে জন্ম দুইজনের ![]()
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৯
ছাইরাছ হেলাল বলেছেন:
এভাবে ভাবি না ।
আপনাকে ধন্যবাদ দিচ্ছি ।
১৪৬|
০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৪
অদৃশ্য বলেছেন:
নতুন বছরের লিখাটি কবে দিচ্ছেন ছাইরাছ ভাই...... অপেক্ষায় থাকছি কিন্তু...
ভালো থাকুন....
০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮
ছাইরাছ হেলাল বলেছেন:
সম্ভবত কালকে ।
একটি ক্লিক মাত্র দূরে , তাও সময় আমাকে নিতেই হচ্ছে।
অপেক্ষার কথা শুনে ভাল লাগল ।
আপনিও ভাল থাকুন অনেক ।
১৪৭|
০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি :
পুশকিন , নিশি মানব , রেজওয়ান মাহবুব তানিম , মাহবু১৫৪ , আবদুল্লাহ্ আল্ মামুন , ইকরাম উল্যাহ , অনির্বাণ রায় , রবিন মিলফোর্ড , শাহেদ খান , নিমচাঁদ , অস্তমিত গন্তব্য , সহ্চর , শায়মা , আরজুপনি , রোজেল০০৭ .......
শুভকামনা সবার জন্য ..........।
১৪৮|
০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি :
টিনটিন`, শিশিরের বিন্দু , বেঈমান আমি , নিশাচর ভবঘুরে , শিপু ভাই , রাইসুল জুহালা , কামরুল হাসান শািহ , হাসান মাহবুব , স্বদেশ হাসনাইন , ফারিয়া , পটল , শোশমিতা , আলামিনস্টাইন , চর্যা পদ , গুরুজী , কাঊসার রুশো , দস্যু রত্নাকর .........
শুভকামনা রাশিরাশি সবার জন্য........
১৪৯|
০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি :
ফেলুডার চারমিনার , ঘুমন্ত আমি , সাকিন উল আলম ইভান , শাহেদ খান , সায়েম মুন , লেখোয়াড় , ফাইরুজ , দারাশিকো , আশরাফুল ইসলাম দূর্জয় , বটতলার টারজান , ফারজুল আরেফিন , মোঃমোজাম হক , রোকন রাইয়ান , সুপান্থ সুরাহী , ইশতিয়াক আহমেদ চয়ন , মিরাজ is , হানিফ রাশেদীন , কাউন্সেলর , ঘুমকাতুর , মহাবিশ্ব , দূরদ্বীপবাসিনী ,_আকাশটালাল , মনিরুল ইসলাম বাবু , লাল চাঁন , ত্রাতুল , সুরঞ্জনা , দূর্যোধন , ব্লাক উড ,আবদুল্লাহ আল মনসুর , অদৃশ্য ...........
শুভকামনা সবার জন্য...........
১৫০|
০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:০৮
রাকিবুল হাসান রয়েল বলেছেন: ব্লগার জিশান শা ইকরাম কে জন্মদিনের অনেক শুভেচ্ছা (দেরি হয়ে গেল- দুঃখিত)
আপনাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকুক।
০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:২৫
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভেচ্ছা শুভেচ্ছাই ,
তার দেরী বলে কিছু নেই ।
ধন্যবাদ ।
১৫১|
০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৫
চর্যা পদ বলেছেন: নতুন বছরে কী পোস্ট টোস্ট দেয়া হবেনা? সেই এক বছর আগের পোস্টই পড়তে হচ্ছে।
০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:১১
ছাইরাছ হেলাল বলেছেন:
জ্বি , অবশ্যই দেব আপনি যখন বলছেন ।
আগামী কাল রাতে চেষ্টা করব । আসলে আমি পোষ্ট দিলে
অনেক সময় নিয়ে ব্লগে থাকি , ব্যস্ততার জন্য সময় দিতে পারছি না
তাই লেখাও দিতে পারছি না ।
অনেক ধন্যবাদ ।
১৫২|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৭
নীল-দর্পণ বলেছেন: লেইট হ্যাপী বার্থডে মামা
কবিতআটাও ভাল লেগেছে ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই আপনার মামাকে হ্যাপি বার্থডে জানাচ্ছি ।
লিখতে কিন্তু পারিনা ,মনে থাকে যেন ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
১৫৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনার এইখানে কমন্টে করতে জটিল লাগে.........নামতে নামতে নামতে আমার মত লেইট বল্গারদের ঘাম ছুটে যায়.........এত্তো মন্তব্য...........শুভ ও আনন্দময় হোক ২০১২...............
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:২৭
ছাইরাছ হেলাল বলেছেন:
জটিল লাগে লাগুক ।
লেট হলে হোক ।
ঘাম ছুটে ছুটুক ।
তবুও চলবে এমন আসা যাওয়া ।
আপনিও আনন্দিত হয়ে আনন্দে থাকুন ।
১৫৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৫
রেজওয়ান তানিম বলেছেন: নতুন পোস্ট আসতে কি অনেক দেরি হবে ?
আমার নতুনটা কেমন লাগল, বলেননি তো ??
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৭
ছাইরাছ হেলাল বলেছেন:
না বেশি দেরী করব না , যদিও আমি অনেক কম লেখা দেই ।
আচ্ছা সময় নিয়ে দেখব ।
১৫৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: নতুন পোস্টের অপেক্ষায় আছি ।
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:০০
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি কিন্তু লিখক মাত্র ,
মনে রাখতে হবে ।
দিব দিব বাবু অবশ্যই দিব ।
১৫৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:১৮
বাল্যবন্ধু বলেছেন: দেরিতে হোলেও জন্মদিনের শুভেচ্ছা জানালাম। :!>
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার দেরি কে দেরি মনে করছি না ।
শুভেচ্ছা জানিয়া দিলাম ।
ভাল থাকুন ।
১৫৭|
১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৯
আরিয়ানা বলেছেন: শুভ জন্মদিন দেরিতে ![]()
১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার দেরি সাদরে গ্রহণ করা হল ।
শুভেচ্ছা জানালাম ।
ধন্যবাদ আপনাকে ।
১৫৮|
১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪২
নাআমি বলেছেন: চমৎকার পোস্ট !! শুভকামনা আপনাদের দুজনের জন্যই......।
১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার জন্যও অনেক শুভ কামনা ।
ভাল থাকুন ।
ধন্যবাদ অনেক ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯
রেজওয়ান তানিম বলেছেন: মামুর লেখায় আগে কমেন্টাইলাম । হে হে হে