নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বনিত আলোয় হোক জীবনের নবনব উন্মেষ

শেষেও পাঠক হতে চাই

ছাইরাছ হেলাল

ছাইরাছ হেলাল › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল সম্পর্ক , আমার পর্যবেক্ষন ও অনুভূতি ।

২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৮







এ লেখাটিতে আমি 'আমি' শব্দটি ব্যবহার করব শুধু নিজের সুবিধের জন্য যেহেতু অনুভূতি প্রকাশে আমার সীমাবদ্ধতা চূড়ান্ত ।



গুণীজনেরা বলেন 'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল '।



আমিও এমনই মনে করি ।

কিন্তু সব সময় এমন নাও হতে পারে ইচ্ছে বা অনিচ্ছায় । ব্লগীয় নতুনত্বের সময়টি কঠিন -যেহেতু আপনি অপরিচিত।তেমন করে

লিখে চোখে পরার সম্ভবনা অনেক কম । শুধু ঘুরে ঘুরে পড়া আর

পড়া , আপনি পড়ছেন কিন্তু আপনাকে কেউ পড়ছে না , মন্তব্য পাচ্ছেন না, এই সময়টি সব থেকে কঠিন। এমন করে করেই হঠাৎ আপনি কোন কারন ছাড়াই কারো না কারো নজরে পরে যেতে পারেন - তা হতে পারে আপনার পছন্দের বা অজানা কারও । এ ভাবে এক সময় আস্তে আস্তে আপনার একটি বন্ধু বলয় গড়ে উঠতে পারে আপনার সমমনাদের নিয়ে ।

যেখানে আপনি অনেক অনেক শিখতে পারেন , যা এখানে না এলে শেখা হত না জানা হত না আপনার বা আমার । কাটাতে পারেন অনেক আনন্দঘন সময় শেখার আনন্দে ।

বিস্তার......

ব্লগীয় সম্পর্ক জোরদার হলে তা ফেসবুক , ই মেইল এবং ফোন পর্যন্ত গড়াতে পারে । সেখান থেকে ইচ্ছে বা অনিচ্ছায় দেখা হয়ে যেতে পারে আপনার প্রিয় ব্লগারদের সাথে , যদিও এ অবস্থাটি স্পর্শকাতর , দেখা হওয়ার পর ব্লগীয় সম্পর্কটি আরও ভাল বা খারাপ হয়ে যেতে পারে , এমন হতে পারে -আপনি যেমন ভেবেছিলেন আপনার ব্লগীয় বন্ধুরা তেমন না বা তার চেয়ে অনেক ভাল । ভাল বোধ করা বন্ধুদের আপনি আরও ভাল বন্ধু হিসেবে পেতে পারেন ।



কিছু ব্যতিক্রম ও আপনি লক্ষ্য করতে পারেন ...।

আপনি ই-মেইল , ফেস বুক বা ফোনে কোন ভাবেই আপনার কোন কোন প্রিয় ব্লগারদের সাথে কোন ধরনের যোগাযোগে সক্ষম না ও হতে পারেন ব্লগীয় সুসম্পর্কটি পুরোপুরি বিদ্যমান থাকা সত্ত্বেও ।



আবার হঠাৎ করে অনেক দিনের ব্লগিয় বন্ধুরা জানা বা অজানা কারনে হারিয়ে যেতে পারে । যদি আপনি সঠিক মনোযোগী ও স্থির চিত্তের হন তাহলে যাদের হারাচ্ছেন বা নূতন করে পাচ্ছেন তা আপনি আগেই থেকেই বুঝতে পারবেন । এটি ব্লগীয় সম্পর্কের অত্যন্ত স্বাভাবিক দিক । এখানে চিরকালীন বন্ধুত্ব বলে কিছু নেই ।



আবার এর মাঝেও আপনি সত্যি সত্যি বন্ধুদের খুঁজে পেতে পারেন ।

আবার অনেক মুল্যবান শিক্ষাও পেতে পারেন , যে শিক্ষা আপনার

জন্য অনেক প্রয়োজনীয় ।



অনেক কথা হল .........

আসুন এবার কল্পনার রঙিন ফানুস ওড়াই এবারে ।



'আমার' অনেক অনেক পছন্দের ব্লগার - যার ব্লগে কখনও মন্তব্য করা হয়নি এবং আমার ব্লগেও যে কখন মন্তব্য করেনি , বেশি পছন্দের এক পর্যায়ে অনেক কাঠখড় পুড়িয়ে ফোন নম্বর পেয়ে - দিলাম ফোন , পেলাম এবং একটু কথা বলে নিশ্চিত হলাম যাকে খুঁজছি সে সে । এরপর আমার শর্ত - আমার নাম জিজ্ঞেস করা যাবে না - এ ফোন নম্বরটিও আমার না ( অচেনা জায়গার অচেনা দোকান থেকে করা ) তাই আর কখনও কথাও হবে না -

এমন অদ্ভুত শর্তেই কথা হল অনেক্ষণ - সামান্য ক্ষন ..............



আমি এবার সিন্ডিকেটের আওতায় ।



গুণীজনের কোন গুণপনা ই নেই আমার তা বুঝতে পারি , তাই

'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল ই রাখা বা থাকা ভাল ' এই আপ্ত বাক্যটি

আমার জন্য অধরাই হয়ে থাকল ।



অটঃ আমার এ লেখাটির অনুপ্রেরণা শাহেদ খান , পুশকিন ,দূর্জয় ও

ফারজুল । ওরা ইদানিং অনেক ভাল লিখছে ।

আমি কিন্তু নূতন কোন তথ্য দেইনি ।

মন্তব্য ২৪৬ টি রেটিং +৬২/-০

মন্তব্য (২৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৩

নিশাচর ভবঘুরে বলেছেন: মানুষ যেনো মানেটা বুঝে। ++++

২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি সাধারন ব্লগার মাত্র ।
প্রথম মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ ।

২| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫০

গাধা মানব বলেছেন: আমার কেন যেন মনে হয় ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালেই থাকা ভাল।


লেখা খুব ভালো লাগল। :) :) :)

২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৫

ছাইরাছ হেলাল বলেছেন:

গুণীজনেরা বলেন 'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল ই
রাখা বা থাকা ভাল '।
আপনিও গুণীজনদের মতই বলছেন ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫০

ঘুমন্ত আমি বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাই ভালো ।তাদের সাথে ব্যাক্তি মানে ফোন কিংবা দেখা না হওয়াই ভালো এটা একান্ত আমার আভিমত ।ভালো থাকবেন হেলাল ভাই ।

২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯

ছাইরাছ হেলাল বলেছেন:

আসলে আমিও আপনার মতই ভাবি ।
এমনই হওয়া উচিৎ ।
কিন্তু গল্প যে ভিন্ন কথা বলে .........
ভাল থাকবেন - ভার্চুয়াল সম্পর্ক রেখেই ।
ধন্যবাদ ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫০

নিখিলেস প্যারিসে বলেছেন: আগে ভালো লাগা দিলাম...
এইবার পড়া শুরু....

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০১

ছাইরাছ হেলাল বলেছেন:

জ্বি, ভাল করে পড়তে হবে কিন্তু ...।
ভাল থাকুন ।

৫| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪

নিখিলেস প্যারিসে বলেছেন: মজা লাগল...
আমারে ফোন কইরেন একদিন....
নাম জিগামু না.. ;) ;)

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪

ছাইরাছ হেলাল বলেছেন:

গল্পটি গল্পের জায়গায়ই থাকুক ।
মজা করে মন্তব্য করছেন দেখে ভাল লাগল ।

৬| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯

রোকন রাইয়ান বলেছেন: ফেসবুকে বা ইমেইলে আপনার সাথে কথা হয়নি, বাট দেখা হযে গেছে আগেই... ইমেইলের সম্পর্কটা মনে হয় অনেক গভীরে গেলে তৈরি হয়.. আমার অন্তত এমন কারো সঙ্গে হয়নি.. ফেসবুকে অনেককে পাই... মাজে মাঝে কথা বলি তাদের সাথে...

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১২

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি শুধুই সাধারন নিয়ম বলেছি মাত্র।
অসাধারন বা ব্যতিক্রম ঘটনা আমার জানা থাকলেও
তা এখানে বলার নয় ।
আমার সাথে কিন্তু কথা বলেন নি এখনও ।
ধন্যবাদ আপনাকে রোকন ।
আপনার সাথে কড়া আড্ডা দিতে হবে ।

৭| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০০

চর্যা পদ বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক আমার কাছে মনে হয় দারুচিনি, এলাচ, লবঙ্গের মত। এই মসলা গুলো খাবারে আনে বাড়তি স্বাদ আর সুঘ্রান কিন্তু কোনক্রমেই যদি ভুলে দাঁতের নীচে পড়ে তবে বিদঘুটে তেতো স্বাদে মুখটা বিস্বাদ হয়ে যায়। ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাটাই ভালো। সম্পর্কগুলো দূর থেকেই ভালোলাগার সুঘ্রাণ ছড়াক।
কিছু কিছু ভার্চুয়াল সম্পর্কের কারনে আমি এত বেশী কষ্ট পেয়েছি যেটা রিয়েল লাইফে কখনোও পাইনি। পোস্টে প্লাস আর বড় মন্তব্যের জন্য দুঃখিত। আসলে খুব বকবক করতে ইচ্ছে করতেছিল।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনাকে বকবক করতে কে নিষেধ করেছে ?
আমার গল্পটিতে কিন্তু গুণীদের কথা না মেনে
সিন্ডিকেটে জড়িয়ে পরেছে ।
আমার ভাগ্য ভাল ব্লগে সম্পর্কের কারনে কষ্টের কোন
কারন ঘটেনি বা ঘটার কোন সম্ভবনাও নেই ।
মজার বা আনন্দের ঘটনার অন্ত নেই ,
অন্তহীন আন্তরিক ভালোবাসা পেয়েছি ।
ভাল থাকুন ।

৮| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩

সায়েম মুন বলেছেন: ভার্সুয়াল সম্পর্ক ভার্সুয়াল রাখাই ভালো। ভার্সুয়াল এবং বাস্তবজীবন এক করে ফেললে বিপদের আশংকা দেখা দেয়। এক্ষেত্রে মেয়ে ব্লগাররা ভূক্তভোগী হোন। এটা আমার মত।

হাজার মত হাজার পথ বলে একটা কথা আছে। সেটাও জানতে মঞ্চায়।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৮

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্সুয়াল সম্পর্ক ভার্সুয়াল রাখাই ভালো আমারও এমন মনে
হয় , তবে এটা কে কীভাবে বজায় রাখবে সেটা ভাবার বিষয় ।
মেয়ে ব্লগারদের নিয়ে আমার জানাশোনা নেই তাই এটা ভাল
জানিনা ।

অবশ্যই অনেক অনেক মত ,
তবে গল্পের মত কিছু হলে মন্দ হয় না ।

অনেক ভাল লাগল ।

৯| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩

নাফিজ মুনতাসির বলেছেন: গুণীজনেরা বলেন 'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল '। এই কথাটি যে মানতেই হবে এমন না.....এটা সবাইকে নিজের বুদ্ধি দিয়েই চিন্তা করে বের করতে হবে।

ভালো লাগলো আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ......

ভালো থাকবেন।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৮

ছাইরাছ হেলাল বলেছেন:

নাফিস,
গল্পের লোকটি কিন্তু ভার্চুয়াল সম্পর্কের বাইরে
চলে এসেছে প্রানের টানে । এ টান উপেক্ষার বিষয় নয় ।
এটা ভালোলাগার ভালোবাসার ।
হ্যা, আমরা আমাদের নিজের অবস্থান থেকেই ভাল বা মন্দ
হিসেব করে নেব ।
আমার ব্যক্তিগত পর্যবেক্ষন আপনার বিস্ময় ছাড়িয়ে যাবে ,
অসংখ্য অনেক অনেক ভাল মানুষদের পেয়েছি ।
অনেক ধন্যবাদ ।

১০| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৫

সাইফুলহাসানসিপাত বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালেই থাকা ভাল। তবে যাদের সাথে খুব বেশি মিলে যায় তাদের ভার্চুয়ালের বাহিরেও নিয়ে আসা যায় ।

পাঁচশ জনের সাথে ভার্চুয়ালি পরিচয় হলে পাঁচ জনকে ব্যাক্তি পরিচয়ে নিয়ে আনলে দুষের কিছু না । :P

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি দেখি আমার গল্পের মত বলছেন ।
হা হা অনেক ধন্যবাদ ।
ভালবাসায় ই ভালবাসা থাকে এবং
আমরা তা রক্ষাও করি ।
সম্পর্ক চালু থাকুক ।

১১| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯

কুয়াশায় ডাকা বলেছেন: চমৎকার লিখা, পড়ে অনেক ভালো লাগলো ।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৮

ছাইরাছ হেলাল বলেছেন:

আমারও আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল ।
ধন্যবাদ ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৩

আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: চর্যাপদের কষ্টগুলো জাতি জানতে চায়


পোস্টে প্লাস, ভার্চুয়াল রিলেশন ভার্টয়ালই বেটার।

তবে সিন্ডিকেট করে বেশ কমেন্ট আর প্লাস কামানো যায়, সেটার দৃষ্টান্ত অনেক সিনিয়র ব্লগারই দেখিয়েছেন।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৪

ছাইরাছ হেলাল বলেছেন:

'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালেই থাকা ভাল'
আপনি গুণীজনদের কতই বলছেন ।

গল্পের মানুষটি সিন্ডিকেট গড়ছে কমেন্ট ও প্লাসের
জন্য আমার তা মনে হয় না ।
কমেন্ট আর প্লাস পেলে কিছু হয় আমার তাও মনে হয় না ।

আপনার মতামতের জন্য ধন্যবাদ ।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: যে যেভাবে ভালো বোধ করে! আমি প্রথম দশমাস পুরাই ভার্চুয়াল ছিলাম। ওভাবেই ভালো লাগতো। পরে একজনের জোরাজুরির পর একটা আড্ডায় গেলাম। ভালো লাগলো না। এর পর থেকে আর যাই নাই। তবে ভার্চুয়াল লেবাসটাও উধাও হয়েছে সময়ের সাথে। অনেকের সাথেই দেখা, কথা হয়েছে। তবে এখনও বড় কোন ব্লগীয় জমায়েৎ সবসময় এড়িয়েই চলি।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:
আমি কিন্তু এক বছর এগার মাস ভার্চুয়াল ই ছিলাম ।
দু বা তিন জনের সাথে একবার বা দু'বার কথা হয়েছে
মাত্র । তবে হ্যা অনেক আগে একটি ফটো আড্ডায় এসেছিলাম
খুব অল্প কয়েকজনের মাঝে ।
এবারে এসে আমার অনেক ভাল লেগেছে ।
যাদের সাথে ব্লগে অনেক সময় কাটিয়েছি বা ব্লগে
একদমই অচেনা তাদের সাথেও কথা বলার সুযোগ পেয়েছি
আমার কিন্তু ভালই লেগেছে সবাইকে ।

আপনার মতামতের জন্য ধন্যবাদ ।
এড়িয়ে না চললে আমাদেরও সুযোগ হত আপনার
কথা শোনার ।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২

~মাইনাচ~ বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালেই থাকা ভাল।


আমি এটাতেই বিশ্বাস করি। এ জগৎটাকে এখানেই সীমাবদ্ধ রাখতেই আমি পছন্দ করি।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬

ছাইরাছ হেলাল বলেছেন:

হ্যা ,এমন হতেই পারে ।
এর অনেক ভাল দিক আছে ।
কিন্তু গল্প.........
ধন্যবাদ মতামতের জন্য ।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২২

জাহিদুল হাসান বলেছেন: ক্লাস ৬ থেকে ক্লাস ১৫ পর্যন্ত লেখাপড়া করলাম, কিন্তু কর্মজীবনে এসে সেই সম্পর্কের আর কিছু অবশিষ্ট নেই, আবার ১ বছর এখ সাথে অফিস করলাম, সেই সম্পর্ক এখনো ৬ বছর ধরে চলে আসছে, হয়তো চলবে আজীবন। সম্পর্ক অনেকটাই সহজ যোগাযোগের উপর নির্ভর করে। আর ভার্চুয়াল পরিচয়ের মানুষদের সাথে যোগাযোগ সহজ উপায় থাকা সত্বেও আন্তরিকতার অভাবে সম্পর্ক সামনে আগায় না, থেমে যায়। কিন্তু খুব অল্প একটা ভার্চুয়াল সম্পর্ক ব্যাক্তি সম্পর্কে রুপান্তর হয়ে আমার অনেক অনেক লাভ হয়েছে, ভালো মানুষের সহচর্য পেয়েছি বলে আমি উপকৃত। আমার মনে হয় কিছু ভার্চুয়াল সম্পর্ক ব্যাক্তি পরিচয়ে কনভার্ট না হলে আমার অজানা একটা লস থেকেই যেত।

ভালো লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫২

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনাকে সহজে বলি ......
ব্লগে এসে জাহিদ কে চিনেছি পেয়েছিও ,
ব্লগে থাকি বা না থাকি জাহিদকে ছাড়ছি না
তা যদি সিন্ডিকেট হয় এমন সিন্ডিকেট আমি
হাজারটি হাজার বার গড়ে তুলব ।

ধন্যবাদ ।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৩

ফেলুদার চারমিনার বলেছেন: সেটাই, যার যেভাবে ভালো লাগে, আমি ব্লগে একাউন্ট খুলেছিলাম একান্তই ভার্চুয়ালী থাকার জন্য।কিন্তু থাকতে পারলাম কই? তবে আমার পা্র্সোনাল উপলব্ধি হলো, ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালেই থাকা ভাল। তবে একান্তই সমমনা হলে তারা যদি ভার্চুয়াল জগত ভেঙ্গে তার বাইরে এসে একে অপরের বন্ধু হতে পারে, তার চেয়ে ভালো আউটকাম আর কি হতে পারে?

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৯

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্চুয়াল ই ছিলাম প্রায় দু বছর ।
আপনাদের সাথে দেখা হয়ে এখন ভাবতে হচ্ছে
আরও আগে কেন দেখা হল না ?
প্রানের সম্পর্ক অনেক মুল্যবান ,
ইচ্ছে হলেই তৈরি করা যায় না ।

ছবি কিন্তু নামিয়েছি, দেখে ফেলব যে কোন সময় ,
অনেক অনেক ধন্যবাদ ।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫

শাফ্‌ক্বাত বলেছেন: এই বিষয় নিয়ে আরো অনেক লিখতে পারতেন। আমার খুব পছন্দের একটা বিষয় নিয়ে লিখেছেন আপনি।

সায়েম মুন বলেছেন: ভার্সুয়াল এবং বাস্তবজীবন এক করে ফেললে বিপদের আশংকা দেখা দেয়। এক্ষেত্রে মেয়ে ব্লগাররা ভূক্তভোগী হোন। এটা আমার মত।

হাসি পেলো, হাই-ফাইভ আমলে এমন বিপদে পড়েছিলাম খানিকটা :)

ভার্চুয়াল কখনও বাস্তব হতে পারেনা। যে মুহুর্তে আপনি কন্ঠ, চেহারা কিংবা স্বভাবের মাপকাঠিতে দেখা শুরু করবেন, আপনার ব্লগীয় ধারণা বাইবাই হয়ে যাবে। কারণ সামনাসামনি যোগাযোগের ইম্প্যাক্ট অনেক বেশি।

এরপর কিন্তু আর সেই পুরোনো ভার্চুয়াল সম্পর্কে ফিরে যাওয়া যাবেনা।
এবং আমার ধারণা দেরিতে বা দ্রুত-তে হোক, আপনি এই ভার্চুয়াল ইন্টার‌্যাকশন-কে মিস্‌ করবেন।

বাস্তব সম্পর্ক যদি মানুষের ভাব-প্রকাশের চাহিদা মেটাতে পারতো, তবে হুদাই এত মানুষ ভার্চুয়াল যোগাযোগে এত ব্যস্ত হয়ে পড়ে? পাশের সীটে বসা মানুষটার চাইতে বেশি ইন্টারেস্টিং আমার ব্লগ কিংবা ফেইসবুকের ফ্রেন্ড, তাইনা? :)

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮

ছাইরাছ হেলাল বলেছেন:
আমি কিন্তু লিখতে পারি না ,
যাদের নাম লিখেছি তাদের দেখে এই ই প্রথম লিখলাম ।
তবে হ্যা , আপনি ঠিক বলেছেন আরও লেখা যেত যা আমি
ইচ্ছে করেই লিখি নি ।
আপনি কখনও লিখলে সেখানে আপনার কথা শুনব
এবং বলার চেষ্টা করব ।

আপনার পর্যবেক্ষন অনেক চমৎকার , যা আমিও বলেছি
কিন্তু গল্পটি অন্য কথা বলছে - তা এড়ানো কিন্তু সম্ভব হয় নি ।

আপনার মতামতের জন্য ধন্যবাদ ।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫

মাথা ঠান্ডা বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক বাইরে আনা আমার কাছে দোষের কিছু মনে হয় না। এটা যাষ্ট পরিচিত হওয়ার একটা মাধ্যম মাত্র। ক্লাশ মেটরা যদি বন্ধু হতে পারে তাহলে ব্লগ মেটরা কেন বন্ধু হতে পারবে না?
তাছাড়া মানুষের সাথে মানুষের আত্মীক একটা বন্ধন হলে ক্ষতি কি? ব্লগিং করে মানুষইতো নাকি?

পোস্টে+

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩

ছাইরাছ হেলাল বলেছেন:

হ্যা, আপনি ঠিক বলেছেন ,
ব্লগ একটি যোগাযোগের মাধ্যম মাত্র ।
এখানে না এলে আই আপনাদের পেতাম কী করে ?
সম্পর্ক ই আসল ।
যা ইচ্ছে করলেই তৈরি করা যায় না ।
ভাল থেকে আরও হৃদয়ের সম্পর্ক তৈরি করুন ।
ধন্যবাদ ।

১৯| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩২

নিমচাঁদ বলেছেন:
ভার্চুয়াল আর বাস্তব সম্পর্কে অনেক কে গুলিয়ে ফেলে না বলে বলব , এক্সপেক্টেশনটা বেশী করে ফেললে তখন সমস্যা হয় । কোন জিনিশ টা কোন সীমা রেখায় টানা দরকার অই লিমিট টা জানা বেশী দরকার ।আমার ভার্চুয়াল লাইফের অনেক বন্ধু এখন আমার সাথে কাজ করেন , তাতে সমস্যা হয় না , সমস্যা না হওয়ার বড় কারণ কিন্তু আমরা পরিণত এবং আমরা জানি আমাদের কোথায় লিমিট টানতে হবে ।

সম্পর্ক জিনিশটা খুব স্পর্শ কাতর এবং ভঙ্গুর জিনিশ, এটা যে সম্পর্কোই হোক না কেন,এটা খেয়াল করে হান্ডেল করতে হয় ।

পোষ্টের জন্য +

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২২

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার কথায় বিশেষ দিকটি চলে এসেছে ।
আপনার গাড়ীটি আপনি কতটা দক্ষতা নিয়ে চালিয়ে
নেবেন তা কিন্তু আপনি ই ঠিক করবেন । সেখানেই
আমার আপনার নিরাপত্তা । অদক্ষ চালকের হাতে আপনার
কোটি টাকার গাড়ীটি নিরাপদ নয় কোন ভাবেই ।

অনেক ধন্যবাদ ভাই ।

২০| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৬

জিসান শা ইকরাম বলেছেন:
ছবিটা তো অনেক সুন্দর !!

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৬

ছাইরাছ হেলাল বলেছেন:

ইহা একটি সিন্ডিকেটের ছবি মাত্র ।

২১| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৫

প্রতিফলন বলেছেন: হুম!

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭

ছাইরাছ হেলাল বলেছেন:

আচ্ছা আচ্ছা , হুম ।

২২| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: একটা গান দেই ভাইয়া ..

http://www.youtube.com/watch?v=22fkvf06rb4

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১

ছাইরাছ হেলাল বলেছেন:

সুন্দর গানটি আমার অনেক প্রিয় ।
ভাল থাকুন । শুনতে শুনতে লিখছি ,অনেক বার ই শুনব ।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫২

দুখু মিয়া বলেছেন: আমি এমন অনেক কেই চিনি যাদের সম্পর্কের শুরু ফেসবুক, এখন তারা বাবা মা !!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

বলেন কী ?
খুবই ভয়াবহ ভাবে সুন্দর ।
চলুক এমন মধুরতম সম্পর্ক ।
ভাল থাকুন ।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৬

শিশিরের শব্দ বলেছেন: Amaro mone hoi,virtual shomporko virtual thakai valo..Tate kokhono shomporke vaata porena..

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪১

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি ঠিক বলেছেন ।
ধরুন আমার এক ভার্চুয়াল বন্ধু আমার সাথে নেই
অন্য কোন জোয়ারে ভেসেছে , ভাটা তো পড়ল।
যদিও এটা স্বাভাবিক ।
জোয়ার এদিকেও এসেছে হয়ত ।
মতামতের জন্য ধন্যবাদ ।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০২

অণুজীব বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল ই রাখা বা থাকা ভাল :)

২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪

ছাইরাছ হেলাল বলেছেন:

অণুজীব চাইলেও আমি অণুজীবের সাথে ভার্চুয়াল
হতে পারব না ।
হা হা । ভাল থাকবেন আপনি ।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৬

কি নাম দিব বলেছেন: এই পর্যন্ত আমার দুইজন ব্লগারের সাথে দেখা হয়েছে :|

২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০২

ছাইরাছ হেলাল বলেছেন:

মাত্র দু'জন !
আমার প্রায় হাজার জন!
আমি এখন কী করব ?

ভাল থাকবেন ।

২৭| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২১

পুশকিন বলেছেন: সম্পর্ক গুলোকে সব সময়ই আমি ব্যাক্তিগতভাবে মানবিক দৃষ্টিকোন থেকে দেখি।আর সেই সূত্রধরে যেই মাধ্যমেই সম্পর্ক তৈরি হোক না কেন চেষ্টা করি স্বাভাবিক রাখতে।পৃথিবীতে কোন সম্পরকই চিরস্হায়ী নয়।
আর রইলো ব্লগের বিষয় এখানে আমা একটা পরিবার।পরিবারের সব সদস্যের মনোভাব সমান হয় না।তাই বলে যে ঋণাত্নক ধারনা পোষন করতে হবে সেটা ঠিক না।আমি ভালো হলে অবশ্যই অপরজনকে ভালো কিছু দিতে পারবো।
আপনার লেখাটা এলিগরি ধরনের হয়েছে,যদি আমি ভুল না করে থাকি।এর তাৎপর্য বিশাল যারা বোঝার তারা বুঝলেই স্বার্থকতা।
আর আপনাকে সব সময়ই অনুপ্রেরণ হিসেবে মানি।আর এটা ভার্চুয়াল সম্পর্কের উর্ধে চলে এসেছে এখন।

২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৭

ছাইরাছ হেলাল বলেছেন:
'পৃথিবীতে কোন সম্পর্কই চিরস্থায়ী নয় '
এটা জানি কিন্তু মানি না , আর মানি না বলেই নূতন
সম্পর্কের মাঝেই নূতন করে বেঁচে উঠে উজ্জ্বল হই ।
ভালোবাসা আছে বলেই আবারও স্বপ্ন দেখি ।

মত পার্থক্য থাকবেই , এটা নিয়ে মান অভিমান এবং
ঝগড়াও করব , কিন্তু তা যেন হাসি মুখেই করতে পারি
চা এর টেবিলে বসেও ।

আপনাদের সাথে আমার সম্পর্ক সীমার বাইরে অন্য কোন সীমায় ।
এ লেখাটি যাদের অনুপ্রেরণায় আপনি তাদের একজন ।

ভাল থাকুন আপনি ।

২৮| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনি কিন্তু "প্রাণের টানে" টাইপ মানুষ । আপনার প্রতি আবারো শ্রদ্ধা ।

# উপরের ২৮ নং মন্তব্যে সামান্য ভুল আছে । মুছে দিয়েন সেই মন্তব্য ।

২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২০

ছাইরাছ হেলাল বলেছেন:

বাবু ,
আপনাদের অনেক পছন্দ করি ।
অনেক ভালোলাগা ভালোবাসা আপনাদের জন্য ।
আরও ভাল থাকুন ।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৯

সুদীপ্ত কর বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভালা পাই :)

২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪

ছাইরাছ হেলাল বলেছেন:

হ্যাঁ
আমিও ভার্চুয়াল সম্পর্ক ভালা পাই ,
এ জন্যই আপনার মত ব্লগারদের লেখা পড়ার
সুযোগ পেয়েছি ।
ধন্যবাদ ।

৩০| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৬

বাঘ মামা বলেছেন: প্রায় ৩ বছর এই ব্লগে আছি ,এই পর্যন্ত কাউকে আমার দেখার সৌভাগ্য হয়নি,আর অবাক করা বিষয় হলো এখানেই আমার সব চেয়ে মুল্যবান মানুষ আছে ,খুব পছন্দের,শ্রদ্ধার,ভালোবাসার, যেমন মানুষ আমার বাস্তবে নেই,।

ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাক বলে কি বুঝিয়েছেন জানিনা,তবে এই সম্পর্কটা এখন আমার কাছে সব চেয়ে মুল্যবান।

এটাকে আমি ছোট করে দেখিনা,মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়তে কোন না কোন মাধ্যম লাগে,যেটা না হয় প্রযুক্তির কৃপায় নেট-ই হলো।

পিসির সামনে আপনারা যারা বসে আছেন তাদের মন খারাপ বা ভালো এই বনেট বা ব্লগ করতে পারে, ১ লক্ষ ব্লগার সবাই রক্তে মাংসের।একটাও রোবোর্ট নেই,তবে যারা এর মাধ্যমে দিয়ে গড়া সম্পর্ক নিয়ে স্টুপিড গেম প্লে করতে ভালোবাসে তাদের কথা আলাদা, তারা বাস্তব জীবনেও এমন বলে মনে করি।

আপনার পোস্ট ভালো লাগলো

২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

ছাইরাছ হেলাল বলেছেন:

আমিও অনেকটা আপনার মত - এখানে এই ব্লগে আমি
আমি এমন অনেক কে পেয়েছি যাদের সত্যি আমি
অনেক পছন্দ করি ,করি শ্রদ্ধা , ভালোবাসি ও স্নেহ করি ।
ব্লগে এসে ব্লগীয় পরিচয় - ব্লগ ছেড়ে দিয়েছেন অনেকদিন
কিন্তু সম্পর্কটি এমন হয়েছে যে - আমি কবে যেতে পারব তা
জানালে তাঁর বিয়ের তারিখটি টার বাবা মা ঠিক করবে ।
এই ছেলেটির সাথে আমার সম্পর্কটি কোন মাপ কাঠিতে
মাপব তা আনি জানি না । আমার এক পারিবারিক অসুস্থতায়
দুর্গম পাহাড়ে গিয়ে আমাদের জন্য প্রার্থনার আয়োজন করেছিল ।
দু''বছর পর একবার দেখা হয়েছিল দশ মিনিটের জন্য ।

গেমাররা আমার চিন্তার বাইরে ।
আমি নিতান্ত সাধারণের একজন মাত্র ।
মতামতের জন্য অনেক ধন্যবাদ ।

৩১| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫১

কাউসার রুশো বলেছেন: সম্পর্ক জিনিসটাই উরাধুরা।
কোন নিয়মেই ফেলা যায় না।
হোক তা ভার্চুয়াল সম্পর্ক
প্রাণের টানটাই আসল...

২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

ছাইরাছ হেলাল বলেছেন:

এমন প্রানের টানেই রুশোদের আড্ডায় এসেছিলাম ।
এসে প্রানের টানটি আরও অনেক বেড়ে গেল ।
আপনারা আমার অনেক পছন্দের ।
ভাল থাকবেন আপনি /আপনারা ।

৩২| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাটাই আমার কাছে বেটার মনে হয়!!

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০০

ছাইরাছ হেলাল বলেছেন:

'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাটাই আমার কাছে বেটার মনে হয় '
আমার কাছেও তাই ই মনে হয় কিন্তু চয়নের সাথে তো পারিনি ।
ভাল থাকবেন আপনি ।
ধন্যবাদ ।

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৬

জর্জিস বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাই ভাল মনে করি। ২ বছর ৭ মাস ধরে ভার্চুয়াল আছি, ভার্চুয়াল-ই থাকব ইনশাআল্লাহ

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৫

ছাইরাছ হেলাল বলেছেন:

দু'বছর পেরেছিলাম , এটা জানলে বা মন্ত্রটি পেলে
আমিও ভেবে দেখতে পারতাম ।
এখন তা আর পারছি না ।
অনেক ধন্যবাদ , প্রথম এলেন ।

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০০

নীরব 009 বলেছেন: হেলাল ভাই, ভাল মানুষগুলোই যেন আমার ভার্চুয়াল বন্ধু হয় এবং এখন যারা ভার্চুয়াল বন্ধু তারাও যেন এমনই ভাল বন্ধু হয়েই রয়। এই প্রত্যাশা করি আমি সবসময়। :)


আপনার লেখায় ভাললাগা জানিয়ে গেলাম। :)

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৮

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি সব ভাল মানুষদেরই খুঁজে পেয়েছি
আপনাকে পেলেই হয় ।
বন্ধুরা বন্ধুই ।
অনেক ধন্যবাদ কবি ।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩২

অথৈ সাগর বলেছেন: 'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল ই রাখা বা থাকা ভাল '

ব্লগে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক একটা গ্রুপ তৈরি হয় । আর এই গ্রুপটা হচ্ছে মনের মিলের ব্লগারদের সাথে । এখানে বিভিন্ন ধরনের ব্লগার থেকে যদি সম মনের কিছু বন্ধু তৈরি হয় তাহলে দোষের কি ?

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১২

ছাইরাছ হেলাল বলেছেন:

এরকম মনের মিল থেকেই আমি আপনাদের পেয়েছি ।
এমন বন্ধনের মাঝেই সময় কাটাতে চাই ।
ভাল বন্ধু পাওয়া অনেক আনন্দের ।
ভাল থাকবেন ।

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩০

নিপাট গর্দভ বলেছেন: নতুন পোসট দিছি দেইখেন ভাই

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৪

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনাকে কথা দিয়েছি - আমি অবশ্যই দেখব ।
আপনি ও দেখবেন আমার লেখাটি ।
ধন্যবাদ ।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৮

রিয়াল রিফাত বলেছেন: আত্মার সম্পর্ক সবচেয়ে বড়।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪০

ছাইরাছ হেলাল বলেছেন:

আমিও তেমন সম্পর্কের মাঝে এখন ।
ভাল থাকুন অনেক ।

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৬

নীরব 009 বলেছেন: আমি তো ভাল না :( :(( B:-)

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৩

ছাইরাছ হেলাল বলেছেন:

তাতে আমার সমস্যা নেই ।
আমাকে নিয়ে আপনার সমস্যা হলেও
আমি নাছোরবান্দা ।
হা হা

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০২

মিরাজ is বলেছেন: গুণীজনেদের কথার সাথে দ্বিমত করিনা আবার খুব বেশি যে সহমত সেটাও না। সম্পর্ক হলো সম্পর্ক, সেটা আপনা আপনি গড়ে উঠে যদি মনের মিল থাকে। তার জন্য কষ্ট করা লাগে না।

আর সিন্ডিকেটের বিশয়ে আর কি বলবো?? শব্দটা খারাপ। ব্লগেও একটা সমাজ তৈরি হয়ে যায় সেটাকে কেউ কেউ সিন্ডিকেট বলেন। আমি বলি এই সমাজ তার প্রয়োজনেই সৃষ্টি হয়ে যায় কারন সামুও ছোটখাটো একটা বাংলাদেশ। এখানে যেমন কবিতা ভালো লাগার লোক আছে তেমনি কবিতা বিদ্বেসি লোকও আছেন। গল্পকার এবং তাদের পাঠকদের, ইতিহাসের প্রতি ভালোবাসা, প্রযুক্তি, আড্ডাবাজি সব ধরনের পাঠক এবং লেখক আছেন। যেমন আছে তীব্র ধর্ম ভীরু এবং বিরোধীতাকারিরাও। এদের সমমনারাই খুঁজে নেই একসাথে আলোচনা করে। পাঠ করে তাদের প্রিয় বিশয়। এটা থেকে উত্তরনের কোনো উপায় নাই, উপায় খোঁজার চেষ্টাও বৃথা হবে। কারন মানুষ সবসময় একটা গোত্রে থাকতে ভালোবাসে বা সাচ্ছ্যন্দবোধ করে।

বড় কমেন্টস দিয়ে ফেললাম কারন আমিও গোত্রের বাইরে যাইনা এবং যেতেও চাই না। এজন্য কেউ যদি বলে আমি সিন্ডিকেটের সদস্য তাতে আমার কোনো দুঃখ নাই। আপনার পর্যবেক্ষন শক্তির সাথে দ্বিমত করার অবকাশ নাই। ভালো লাগা রইলো সুন্দর একটা পোষ্টে।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪

ছাইরাছ হেলাল বলেছেন:
মিরাজ মিরাজের মত করেই বলবে আমি এমন আশাকরি ।
পারস্পরিক সম্প্রীতি শ্রদ্ধা ভালোবাসা এর বাইরে আমরা
যেতে পারি না যেতে চাই ই ও না । এতে গোত্র হয়ে উঠলে
আমি সেই গোত্রেই থেকে যেতে চাই গোত্রভুক্ত হয়েই ।

গল্পটিও গোত্রভুক্তির ।
ছবিটিও তাই ।
মন্তব্য বড় হলে অনেকক্ষণ ধরে পড়তে পারি ,
এটা হবে আমার বাড়তি পাওনা ।

ধন্যবাদ দিচ্ছি ।

৪০| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ডিপেন্ডস....

মেইনটেইন করতে পারলে
সমস্যা হবার কথা নয়।

ভার্চুয়াল জগৎ থেকে রিয়েলিটিতে যাদের
পেয়েছি, তাদের মাঝে আপনিও একজন।
আপনাকে ভালো লেগেছে,
যেমন টা লেগেছে আরো অনেক কে।

ভালো থাকুন।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২১

ছাইরাছ হেলাল বলেছেন:

মেইনটেইন করার মত সক্ষমতা আমাদের
আছে তা আমরা মনে করি ।
আমিও রিয়েলিটিতে যাদের পেয়েছি আপনি
তাদের একজন ।
ভাল থেকে আরও ছবি তৈরি করুন ।
ধন্যবাদ ।

৪১| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯

নিশাত রহমান বলেছেন: আসলে কি আঙ্কেল, সবার মনমানসিকতা এক না! আর তাই আমি যেমন ভার্চুয়াল লাইফ থেকেই পেয়েছি আমার সবচেয়ে আপন/কাছের বন্ধুটিকে। আবার এই ভার্চুয়াল লাইফেই শত্রুও তৈরি হয়েছে। আসল কথা হল, প্রত্যেকটা জিনিসেরই যেমন ভাল এবং খারাপ দিক থাকে, ভার্চুয়াল লাইফও এর ব্যতিক্রম না!

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৫

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি আপনার সাথে একমত ।
সব কিছুতেই ভাল বা মন্দ থাকবে ।
আমরা নিজ মেধা যোগ্যতায় আমাদের জন্য
সঠিক এমন কিছুই খুঁজে নিতে পারব ।
নকল পণ্যের ভয়ে বাজারে যাব না এমন নয়
আমরা যাব এবং আমাদের জন্য ঠিক এমন কিছুই লিয়ে নিব
দেখে শুনে ও বুঝে ।
ধন্যবাদ ।

৪২| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৯

ফারজুল আরেফিন বলেছেন: মূল বিষয়টা হচ্ছে সম্পর্ক। ভার্চুয়াল কিংবা নিত্যদিনের শরীরি দেখার মধ্যদিয়ে যে সম্পর্কগুলোর সৃষ্টি হয় সেগুলোকে আলাদা করে সংজ্ঞায়িত করার পক্ষে আমি না। কোথা থেকে সম্পর্কের শুরু হল সেটা বড় বিষয় না; সম্পর্কটা কতটা নিরেট ও বিশ্বস্ত হল সেটাই বড় কথা। লেখা ও চিন্তাধারা থেকে ভাললাগার মাধ্যমে কিছু মানুষের মাঝের সম্পর্কটা সাক্ষাৎ পর্যন্ত যেতে পারে। এরকম চেইন প্রক্রিয়ায় একই চিন্তাধারার অনেকগুলো মানুষের মিলনকে যদি সিন্ডিকেটিং বলে তবে আমি সে সিন্ডিকেটিংকে ধন্যবাদ জানাই। কারণ এর মাধ্যমেই আমি জানতে পারি আমার চিন্তাধারার উৎকর্ষতা, যা শুধুমাত্র সমমনাদের দ্বারা মূল্যায়িত হয় এবং তাদের দ্বারাই শুধু সঠিক মূল্যায়ন সম্ভব। এর মাঝে থেকে কেউ যদি মনে করে যে অন্য এরকম আরেকটা মিলনমেলা আছে যেখানে তার চিন্তাধারা বেশী ম্যাচ করে তবে স্বভাবতই সে সেখানে ভিড়বে। দেখা হওয়ার পর হিসেবে অমিল হতে পারে, সেক্ষেত্রেও দোষটা নিজের। কারণ আমি সে পরিমাণ বিচক্ষণ নই যতটা দরকার। ব্লগে সম্পর্কটা অঙ্কুরোদগম মাত্র, এটা বৃক্ষে পরিণত হতে শুরু করে ইমেইল, ফেসবুক, মোবাইলের মধ্যদিয়ে। এই বৃক্ষের পরিপূর্ণ বিকাশ হয় সাক্ষাতের মধ্যদিয়ে। সে বৃক্ষের দৃঢ়তার উপর নির্ভর করবে সামান্য ঝড়ে সেটা টিকবে কী টিকবে না। এখানে চিরকালীন বন্ধুত্ব বলে কিছু নেই।

ব্লগের কঠিনতম প্রতিক্ষার সময়টাতে খুব কম মানুষই পাশে থাকে। আমরা সাধারণত নির্জনতা পছন্দ করিনা, সে নির্জনতায় পথ চলে কিছু মানুষ। পথমধ্যে ডানাভাঙা কোন পাখিকে হাতে তুলে নেয়; সুস্থ করে ও মনোবল বাড়িয়ে উড়িয়ে দেয় আকাশে।

লেখার জায়গা পেলে কোন ছাড়াছাড়ি নাই, যা ইচ্ছা তাই লিখবো। আর সেখানে যদি বিন্দুমাত্র স্নেহের খুঁজ পাই তবে আমাকে ঠেকাবার সাধ্য কারো নাই।

ঘরে কিছু শুকনো খাবার সবসময় রাখার চেষ্টা করি। যদি কেউ কড়া নাড়ে, খালি মুখে ফেরাতে লজ্জা করে আমার। এটা আমার কোন গুণ নয়, এটা আমার লজ্জা ঢাকার কৌশল।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০

ছাইরাছ হেলাল বলেছেন: 'সম্পর্কটা কতটা নিরেট ও বিশ্বস্ত হল সেটাই বড় কথা '
আমি আপনার এ কথার সাথে সহমত পোষন করি ।
প্রথম লিখলাম আপনাদের প্রেরণায় , তাই এর থেকে
আর বেশি এমন কী লিখতে পারি । সম্পর্কের বিশ্বস্ত
ভালোবাসায় বিশ্বাস করি ,আর এমন আস্থায় আমার
হারানোর কিছু নেই । সময়ের পরীক্ষায় উত্তীর্ণদের নিয়েই
আমার ভাবনা আমার ভালোবাসা ।
ইশ ইশশিরে , আমার দরজায় কেউ কড়া নারে না ,
নাড়বে কি , কড়াটি ই যে নাই ।

ভাল থাকুক ফারজুল অনেক মুক্ত বিহঙ্গ হয়ে ।

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩২

শিপু ভাই বলেছেন:
ভার্চুয়াল পরিচয়কে আমি বাস্তবে আনতে চাই। পরে সেটা বন্ধুত্ব হবে না শত্রুতা হবে- সেটা পরের বিষয়।

মুখোশ জিনিসটা আমার বরাবরই অপছন্দ!!

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আমিও যে বাস্তবে নিয়ে এসেছি বা বাস্তবতা
আমাকে নিয়ে এসেছি ।
এসে যা পেয়েছি তা অমূল্য আমার কাছে ।
লাভ ক্ষতির হিসেবে সম্পর্ক তৈরি হয় না বা
করা যায় না ।
মুখোশে লুকোনো যায় না কিছুই । মামা ।

৪৪| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৭

শিপু ভাই বলেছেন:
বাঘ মামা এবং মিরাজের সাথে সহমত।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

ছাইরাছ হেলাল বলেছেন:

আমিও তাদের সাথে একমত পোষন করি মামা ।
প্রানের সম্পর্কটি ই সত্যি অন্য কিছু সত্যি নয় ।

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪১

লিন্‌কিন পার্ক বলেছেন: সবাই দেখি ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখতেই পছন্দ করে।

আমারও একি মত :)

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০১

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্চুয়াল রাখাই ভাল ,
আমিও রেখেছিলাম প্রায় দু'বছর
তারপর...............।
মতামতের জন্য ধন্যবাদ ।

৪৬| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৪

বেঈমান আমি বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক যদি রিয়াল লাইফেও হয় প্রবলেম কি?আমার এখনো কারো সাথে দেখা হয় নাই বাট দেশে গেলে কারো কারো সাথে দেখা করার ইচ্ছা আছে।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি স্বাধীন সিদ্ধান্ত নিতেই পারেন আপনি
যদি আস্থাবান হন আপনার নিজের উপর এবং
আমাদের উপর ।
ভাল থেকে দেশে ফিরে এসে
স্বাধীন সিদ্ধান্ত কার্যকর করুন ।
ধন্যবাদ ।

৪৭| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখতে পছন্দ, অপছন্দ দুটোই করি।পছন্দের বিষয়টা হচ্ছে এরকম যে আমার সমমনা অথবা যার সাথে ভার্চুয়ালি কথা বলার পর তার সাথে বাস্তব জীবনে পরিচিত হলে সম্পর্কটা আরও ভালো হবে অথবা সম্পর্কটা আরও উষ্ণ হবে সেক্ষেত্রে ভার্চুয়াল সম্পর্কটাকে রিয়েল লাইফে টেনে আনা যায় এবং আনি আমি। এইসব সম্পর্কের ক্ষেত্রে আমি ভীষণ রকম বর্ণবাদী বলা চলে, যার বা যাদের সাথে আমার মতের মিল নেই অথবা যার দৃষ্টিভংগির সাথে আমার যাবে না তার সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি না করাই ভালো মনে করি। এবং আমার চার বছরের ভার্চুয়াল লাইফে যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে তাদের সাথে কোন ধরনের ঝামেলা হয়নি এবং দিনের পর দিন সম্পর্ক আরও ভালো হয়েছে।

অপছন্দের ব্যাপারটাও বলি, ব্লগিয়ও ইন্টার‌্যাকশন অথবা কমেন্ট প্রাপ্তি অথবা পিঠ চুলকাচুলকির দিকে দৃষ্টি রেখে যারা ভার্চুয়াল সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কে টেনে নিতে চায় তাদের জন্য আমার দৃষ্টি ভংগি গুরুজনদের মতই-

এদের সাথে- ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল !

সিন্ডিকেটের কথাও এখানে চলে আসে পজিটিভ বা নেগেটিভ দুই দিক থেকেই।

পজিটিভটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের কারণে , মানুষের সাথে মিশার কারণে যদি সেই সম্পর্কটাকে সিন্ডিকেট বলা হয় - এই সিন্ডিকেট করতে কারও সমস্যা নেই।

নেগেটিভটাও অনেক পরিষ্কার- ধরি, তথাকথিত সিন্ডিকেট মেম্বারের - আমার কুষ্ঠকাঠিন্য হয়েছে এই ধরনের পোস্টে যদি পিঠচুলকাচুলকির কারণে যদি পোস্ট টা বছর শেষে সর্বাধিক হিটের পোস্টের লিস্টে চলে আসে । তাহলে অনেক বড় সংখ্যক ব্লগার যদি মেধাহীন ব্লগিং দিকে হিটের লোভে ধাবিত হয় সেটা ব্লগিং পরিমন্ডলের জন্য দু:খজনক ব্যাপার বলেই মনে করি।

এইতো আমার কথা! সবশেষে ব্যক্তিগত সম্পর্কের কারণে আমিও সিন্ডিকেট মেম্বারের সদস্য কিন্তু আমার দৃ্ষ্টিভংগিটাও স্পষ্ট মেধাহীন ,পিঠচুলকাচুলকি সিন্ডিকেটিং হিট এ আমার এলার্জি।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৩

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি যদি আপনার লেখা বুঝে থাকি -তাহলে বলব
আমিও আপনার মতই ভাবি । আপনি বা আপনাদের মত
সুন্দর করে গুছিয়ে না বলতে বা লিখতে না পারলেও বলছি -আমি
যাদের পছন্দ করি আস্থার সাথেই করি । আমি যাদের পছন্দ
করি না বা আমাকে যারা পছন্দ করে না তাদের সাথে কোন
ধরনের সম্পর্ক ব্লগে বা বাইরে গড়ে উঠে না ।
আমি মেধাবী নই কিন্তু মেধাহীনদের নিয়ে ভাবতেও পছন্দ
করি না ।
বছর শেষের প্রাপ্তি নিয়ে তারা তাদের মতই থাকুক ।
ব্লগীয় হিট আপনি দেখেছেন আমার থেকে বেশি ,
আমি অনেক দেখিনি তবে পড়ে সামান্য জেনেছি ।
ব্লগে আমার দু'বছরের জীবনে অনেক প্রাপ্তি ,
অনেক অনেক পছন্দের মানুষ এখানে । অনেকে নেই
তাদের সাথে আমার সম্পর্কের কোন হেরফের হয়নি ।
এর বেশি কিছু আমার চাওয়ার বা পাওয়ার নেই ।

অনেক ধন্যবাদ , অনভ্যস্ত আমি অনেক লিখলাম যা আমি
এখানে লিখি না ।

৪৮| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৫

মামুন হতভাগা বলেছেন: সম্পর্কের বিষয়টা আসলে অনেক জটিল,হোক সেটা ভার্চুয়াল বা বাস্তব।আমি যেমন ধ্যান ধারনা পোষণ করি তেমন কারো সাথেই কিন্তু আমার সম্পর্ক গড়ে উঠবে।সম্পর্ক টিকে থাকবে মুলত পারস্পারিক বিশ্বাসের উপর।আমি আপানাকে পছন্দ করি,এই কথাটা বললেই যে আপনার সাথে আমার ভাল সম্পর্ক গড়ে উঠবে,এটা কি ঠিক??
ভার্চুয়াল ছাইরাস হেলাল সম্পর্কে আমার ধারণাটা খুবই পজেটিভ,এখন যদি আমি বাস্তবে তার সাথে একটা ভাল সম্পর্ক রাখতে চাই,এই চাওয়াটা কি অনেক খারাপ??যদি সম্পর্কটা বাস্তবে হয়েই যায়,তাহলে আমার করণীয় কি হবে এটা যদি আমার কাছে স্পস্ট থাকে তাহলে সম্পর্কটা ভেংগে যাবে কেন??
আমি যদি মন থেকেই আপনার খারাপ কিছু চাই বা আমি যদি কূট মানসিকতার হয়ে থাকি তবে সম্পর্ক ভার্চুয়াল হোক বা বাস্তবে হোক আমি আপনার ভাল কখনই চাইবা না।
আমি মনে করি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সবারই চেস্টা থাকা লাগে,আমি নিজে ব্যক্তিগতভাবে ভার্চুয়াল সম্পর্কটা বাস্তবেও রাখতে চাই কারণ আমি বিশ্বাস করি, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

ছাইরাছ হেলাল বলেছেন:

'সম্পর্ক টিকে থাকবে মুলত পারস্পারিক বিশ্বাসের উপর '
আমিও আপনার মত ভাবি । সম্পর্ক তৈরি হবে বিশ্বাসের
ভিত্তিতে । আর এ বিশ্বাস সত্যি কিনা তা বাস্তবতায়ও
দেখে নেওয়া উচিৎ ।
ধরুন আমরা যদি কোন সামাজিক রাষ্ট্রিয় কোন কার্যক্রমে
অংশ গ্রহণ (শীত বস্ত্র বিতরণ ) তা কিন্তু আমাদের মিলিত
ভাবেই করতে হয় । আমরা কিন্তু ভার্চুয়াল থাকছি না ।
সঠিক সম্পর্ক তৈরি হলে আনন্দ নিয়ে ঝগড়াও করতে পারি
বিপরীত অবস্থানে থেকেও ।

ধন্যবাদ আপনাকে ।
প্রথম এলেন বলে মনে হচ্ছে যেন ।

৪৯| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৯

নীরব দর্শক বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা না রাখা যার যার ব্যক্তিগত ব্যপার। পক্ষে বিপক্ষে বলার অনেক কিছু আছে। তর্কে লাভ নাই।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৬

ছাইরাছ হেলাল বলেছেন:

অবশ্যই ব্যক্তিগত ।
আমি শ্রদ্ধাশীল আপনার মতামতে ।
আমি তার্কিক নই কোন ভাবেই ।
নিজের মত করেই বলছি মাত্র ।

মতামতের জন্য ধন্যবাদ ।

৫০| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫১

Masum Rana বলেছেন: ভাল লিখলেন।

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৯

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনাকেও ধন্যবাদ দিচ্ছি ।

৫১| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৬

হানিফ রাশেদীন বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা ভালো না মন্দ? এর দুটি দিকই রয়েছে। তবে ব্যক্তি বিশষে কে কিভাবে নেবে এটা একটি বিষয়। এবং একই ব্যক্তির (যেমন আমার) অনেক রকম অভজ্ঞিতা হয়। সব মিলিয়ে আমি মনে করি এর এক পক্ষিয় দিক নেই।

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৮

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি কিন্তু ভাল বা মন্দ তা বলার জন্য লিখিনি ।
ভার্চুয়াল ছিলাম প্রবল ভাবেই ।
ইচ্ছে বা অনিচ্ছায় বাইরে এসে পরেছি ।
সময় বলে দেবে সব কিছুই ।
ভালোলাগা ভালোবাসা পেয়েছি অনেক ।
মতামতের জন্য অনেক ধন্যবাদ ।

৫২| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৭

নীরব দর্শক বলেছেন: আমার লাস্ট পোষ্ট থেকে একটা অংশ শেয়ার করলাম।

ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য অনেক। নিজে কখনো চাইনি এদুটাকে এক করে ফেলতে। তারপরও ব্লগে পরিচয় তার ফেসবুক ফ্রেন্ড আস্তে আস্তে মিশে গেল ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ। তারপর বিজয় দিবস র‍্যালি, ব্লগ ডে, সিনেমাখোরদের আড্ডা সর্বশেষে পিকনিক।

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২

ছাইরাছ হেলাল বলেছেন:

বাহ,
আপনি দেখি আমার থেকেও এগিয়ে ,
আপনি চারটি অনুষ্ঠানে আর আমি মাত্র দু'টোতে ।
জানিয়ে দেবার জন্য ধন্যবাদ ।

৫৩| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২০

মামুন হতভাগা বলেছেন: প্রথম না তবে কবিতা ভাল বুঝিনা,তাই কিছু বলার সাহস ছিল না :) :)

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

দুঃখিত ,
আমি মনে করতে পারিনি ।
আমার যা লেখা তা কবিতা হয় বলে মনে করি না ।
তাই সাহস ছাড়াই লিখতে পারেন ।
ভাল থাকুন ।

৫৪| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

ভিয়েনাস বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকবে নাকি বাস্তবে আসবে সেটা সম্পূর্ন নির্ভর করে যার যার পছন্দ বা অপছন্দের উপর। মন মানুসিকতায় মিলে গেলে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ।

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

আন্তরিক সম্পর্কই প্রথম ও শেষ কথা ।
কোথায় কখন শুরু হল এটা বিষয় নয় ।
শতভাগ সততায় রক্ষা করতে পারছি কিনা সেটাই বিবেচ্য ।
অপছন্দের কাউকে আমরা কখনও গ্রহণ করি না ,
তা অন্তর্জালে বা বাস্তবে ।
মতামতের জন্য ধন্যবাদ ।

৫৫| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৫

সামুর মুসা বলেছেন:
ভার্চুয়াল সম্পর্ককে বাস্তবে এনে যদি অনাসৃষ্টি না হয় তাইলে ওক্কে।
বাট যদি সম্পর্ক আরো খারাপ হয় তাইলে ওর সাথে ভার্চুয়াল সম্পর্ক রেখে লাভ কী?
সম্পর্ক সবসময়ই একটা আকর্ষণ! এটা যদি হয তাইলে বাস্তব সাক্ষাত হবেই। যদি না হয় তাইলে এটা সম্পর্কই নয় এটা একটা খেলা বা খেলু বিষয়। সম্পর্ক যদি হয় তাই বাস্তব আর ভার্চুয়াল ডিভাইডেশনের কী দরকার।

আর আপ্নি যদি ঝগড়াটে স্বভাবের হন অথবা চরম স্বার্থপর হন তাইলে আপ্নার সাথে ভার্চুয়াল ননভার্চুয়াল সব জায়গাতেই সম্পর্ক একটা ভয়াবহ বিষয়।

ভাল থাকবেন মামা।
আমি সম্পর্ককে সরল করে দেখতে চাই। নো ভাগাভাগি!

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৩

ছাইরাছ হেলাল বলেছেন:

অনাসৃষ্টির এদিক ওদিক নেই । অনাসৃষ্টি অনাসৃষ্টিই ।
আন্তরিক সৃষ্টিশীলতার দিক একটি ই , যা চূড়ান্তই পজেটিভ ।
হ্যাঁ , সম্পর্ক সব সময়েই আকর্ষনের , গভীরতার আকর্ষন আরও
তীব্র , তবে এর পরও কখনও কথা হবে না ও দেখাও হবে না -
তবুও আন্তরিক - এমন সম্পর্ক নির্মোহ ভাবে রক্ষা করার কথা
শোনার সৌভাগ্য হয়েছে ।
আমি যেমন আন্তরিকতায় বিশ্বাস তেমনই বিরোধিতাও পছন্দ করি
আমি ক্যাচাল পছন্দ করি -প্রচণ্ড যুদ্ধও পছন্দ করি । এবং যুদ্ধের
ফলাফল মেনে নিতেই তৈরি থাকি । যা আমার বিপক্ষে গেলেও ।
যুদ্ধ শেষে পরাজয় পর আমি অন্য পক্ষের স্যালুট আশাকরি ।
আবার আমি জয়ী হলেও অন্য পক্ষকে সন্মান করতে পছন্দ করি ।
আমি ১৮+ পোষ্ট পছন্দ করি । স্থুলতা পছন্দ করি না ।

ধুর , আপ্নে লুক ভাল না । এই প্রথমবার লিখলাম - কোথায় একটু
ধন্যবাদ দিবেন , সে সব কিছুই দেলেন না , ভাল না লিখতে
পারলে যা হয় আর কি .........।
অনেক ধন্যবাদ ।
দোয়া চালু আছে ।
আমি সুসংবাদের অপেক্ষায় ।
মায়ের সুস্থতা কামনা করছি ।

৫৬| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৫১

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: সবই ঠিক আছে, তবে আমার মনে হয় সবার মধ্যেই ভার্চুয়াল মানুষগুলো রিয়েল লাইফে কেমন এটা জানবার জন্য তীব্র কৌতুহল কাজ করে। এটাই ভার্চুয়াল জগত থেকে অনেককেই সত্যিকারের জীবনে টেনে নেয়। যদিও কেউ কেউ হারিয়ে যায়, অথবা ধরা দিতে চাননা কারো কাছে। কিন্তু সেটা হয়তো অন্য পক্ষের প্রতি আগ্রহহীনতার জন্য অথবা পরিস্থিতির কারনেও।

সবাই তো আর সবার কাছে সমানভাবে প্রিয় হয়ে উঠতে পারেনা। যেমন ধরি, হেলাল ভাই এই ব্লগের অনেকের প্রিয় একজন ব্লগার + প্রিয় মানুষ। উনাকে অনেকেই সত্যিকার জীবনে দেখতে চান। কিন্তু হেলাল ভাই চাননা অনেককে দেখা দিতে, কিন্তু কাউকে কাউকে দেন। কারন, হেলাল ভাই কিছু মানুষকে ভার্চুয়াল লাইফে ঠিক অপর পক্ষের মতই পছন্দ করেন, আর অনেককে নিয়েই তেমন আগ্রহ বোধ করেননা।

পোস্ট নিয়া আর কিছু বলার নাই, আমার দুইটা লাইফই খুব পছন্দ। :)

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩১

ছাইরাছ হেলাল বলেছেন:

আমার দু'টো লাইফ ই পছন্দ আপনার মত ।
আমার কথা বাদ .........
আমার জানা একজনের কথা বলি ......
ইচ্ছে থাকা সত্ত্বেও অবস্থান গত কারনে বা অক্ষমতার জন্য
সবার সাথে সমান ভাবে আন্তরিকতা নিয়ে যোগাযোগ
রাখা বা রক্ষা করা সম্ভব নয় । তাই ভার্চুয়াল জীবন বিরাট
সুরক্ষা এক্ষেত্রে । ব্লগেই আন্তরিক আন্তরিকতার আদান প্রদান
বজায় থাকে।
এর বশি আর জানতে পারিনি । তবে জানতে পারলে আপনাকে অবশ্যই জানাব এমন আগাম প্রতিশ্রুতি দিচ্ছি ।

এবারে ধন্যবাদ দিচ্ছি ।

৫৭| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৩

অভ্রমালা বলেছেন: ভালো মানুষগুলো সবসময়ই ভালো। সেটা ভার্চুয়াল জগতে হোক আর বাস্তবেই হোক।

ভালো লাগলো আপনার পর্যবেক্ষণ।

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৩

ছাইরাছ হেলাল বলেছেন:

আমরা অবশ্যই ভাল মানুষদের সাথে থাকতে
চাই সারাক্ষণ ।
ভাল থাকবেন অবশ্যই ।

৫৮| ২২ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্যাপারটা এরকম ও হতে পারে,
ব্লগ একটা মাধ্যম যেখানে আমরা ভালো কিছু বন্ধু পেয়ে গেলাম।
বন্ধুটি ভালো কিংবা খারাপ, তা পরের বিষয়।
প্রতিটা বিষয়েরই কিন্তু ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক থাকে।
আমরা সাধারণঃত অন্য যে সব জায়গা থেকে বন্ধু খুজে পাই, যেমন আমাদের শিক্ষাংগন, কর্ম ক্ষেত্র ____ সব বন্ধুই কিন্তু আশানুরুপ আচরণ করেনা। কিংবা কাংখিত বন্ধুটি হয়না।
ভার্চুয়াল জগতে ও না হয় এমনটিই হলো। আর এখানে প্রচলিত কথাটির ক্ষেত্রে বলতে চাই, আমাদের ভার্চুয়াল যোগাযোগে প্রত্যাশা টা বেশিই থাকে, যার দরুন বাস্তবতায় অনেকসময় ভার্চুয়াল মুখটি হতাশ করে।
এ ক্ষেত্রে ও বন্ধুত্বের মানসিকতাই যোগ বিয়োগ উৎরে খুব ভালো বন্ধুত্ব উপহার দিতে পারে।

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৫

ছাইরাছ হেলাল বলেছেন:

প্রকৃত বন্ধু নির্বাচনে আমাদের সতর্ক থাকতেই
হয় সেটা নেট জগতে বা অন্য কোথাও । ভাল বা মন্দ
সব নিয়েই আমাদের থাকতে হয় বা আমরা থাকি ।
এটাই স্বভাবিক । আমি যেমন সবাইকে পছন্দ করি না
আমাকেও সবাই পছন্দ করবে না এটা স্বভাবিক ।
তা সত্ত্বেও আমরা পাশাপাশি অবস্থান করতেই পারি ।

প্রকৃত বন্ধুরা সব সময় সব সময়ের বন্ধু নেটে বা নেটের বাইরে ।
ভাল থাকবেন আপনি ।

৫৯| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:১১

রিয়েল ডেমোন বলেছেন: এই ব্যাপারটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া পোষ্টে আমি জেনারেল হয়েছিলাম। আচ্ছা আমি আমার ব্লগার বন্ধুর সাথে ব্লগে কিংবা অন্য মাধ্যমে আড্ডা দেব, তাতে ওদের এত জ্বলে কেন?

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৯

ছাইরাছ হেলাল বলেছেন:

ডেমোন জেনারেল হলে এমন কিছু না ।
এটা সাময়িক ।
আপনার সাথে আমার সম্পর্কটি ব্লগের বাইরে চলে গেছে
ইতি মধ্যেই ।
ভাল লেখা সেটা যদি আপনার হয়
তাতে আমার অনেক আনন্দ তা আপনি জানেন ।
ধন্যবাদ ।

৬০| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:১৮

ফাইরুজ বলেছেন: আমি শুধু এটা মেনে সম্পর্ক মেইনটেইন করি যে যতখানি ঔত্‍সুক্য একজন মানুষের বইবার ক্ষমতা থাকে তার চেয়ে বেশী বইতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। রক্তের সম্পর্ক ছাড়া আর সব সম্পর্ক কে একটা সীমারেখায় আটকে রাখি।

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩২

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি বেশ কঠিন একটি মন্তব্য করেছেন ।
আমি যে অন্য অনেকের সাথে রক্তের সম্পর্কের
চেয়েও বহুগুণ বেশি সম্পর্ক রক্ষা করি ,
অনেক অনেক মানুষের আন্তরিক ভালোবাসা পেয়েছি ।
ভাল থেকে আবার লিখুন ।

৬১| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমতকার লেখাটা আবারো পড়ে গেলাম

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

আবার পড়ার জন্য বাবুকে ধন্যবাদ দিচ্ছি ।

৬২| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮

দূর্যোধন বলেছেন: আপনার অনুভুতিকে শ্রদ্ধা জানাই।
ব্যক্তিগত দিক দিয়ে আমি নিজে ভার্চুয়াল থাকতে পছন্দ করি।সবার ক্ষেত্রে তা হবে বলে আমি মনেও করিনা।আপনি ভার্চুয়াল থাকতে চান না,সেটার প্রতি আমি শ্রদ্ধাশীল,আমি থাকতে চাই-সেটার প্রতিও আপনি শ্রদ্ধাশীল হবেন,তাই না? নিজ নিজ অবস্থানে সবাই সঠিক যতক্ষন পর্যন্ত সেটা কোনো নেগেটিভ দিকে যাচ্ছে।

ধন্যবাদ ,মামা :)

২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৯

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি অবশ্যই ভার্চুয়ালিটির পক্ষে ।
শেষ আশ্রয় আমার , কখনও কখনও ।
আপনার অবস্থান আমার পছন্দের , ছিলাম ও তেমন
কিন্তু কিন্তু আংশিক ভাবে সেটা হারিয়েছি ।
উভয় সঙ্কট , ফিরেও যেতে পারছি না আবার যেমন থাকা
উচিৎ তাও পারছিনা ।
মামা বুদ্ধি দ্যান , আগের রাজ্যে ফেরৎ যেতে চাই ।
আমাকে যারা এনেছে তাদের মাইনাস দিমু কিনা বুঝতে
পারছি না ।

মতামতের জন্য ধন্যবাদ দেতে পারমু না ।

৬৩| ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫

anisa বলেছেন: আবার এর মাঝেও আপনি সত্যি সত্যি বন্ধুদের খুঁজে পেতে পারেন ।
আবার অনেক মুল্যবান শিক্ষাও পেতে পারেন , যে শিক্ষা আপনার
জন্য অনেক প্রয়োজনীয় ।


যে কোন রিলেসন এই মানুশের জন্য নতুন দ্বার উন্মোচন করে । খুলে যায় আর একটি সম্ভবনার পথ ।
আমার মনে হয়, আমাদের যত্নশীল হতে হবে । কারন রিলেসন এটা একটা ডেলিকেট জিনিস ।
দিনের অধিকাংশ সময়, যাদের সাথে কাটে হাসি আনন্দে দুঃখ বেদনায় যারা সঙ্গি হয় সে কি করে ভারচুয়াল হয় ?
আপনি কিন্তু জানান নি আপনি কেমন করে নিচ্ছেন। আমার কাছে সব রিলেসনের একটা আলাদা গুরত্ব আছে।


শুভ দুপুর ।

২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০০

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্চুয়াল রিলেশন আমার পছন্দের ,
কিন্তু গল্পে সেটা 'নাই ' হয়ে গেছে ,
আবার প্রকৃত বন্ধুর কাছে সব ই উন্মুক্ত ।
এখানে অনেক আপনজন আমার যারা এখন
আমার অনেক কিছুর সাথে জড়িত ।
মতামত দিলেন দেখে ভাল লাগল ।
ধন্যবাদ ।

৬৪| ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
anisa 'র মন্তব্যে সহমত।
উনি খুব সুন্দর করে বলেছেন।
বন্ধুত্বের উৎস যেখানেই হোক, ভালো বন্ধুত্বই হোক মূল বিষয়।

২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৪

ছাইরাছ হেলাল বলেছেন:

হ্যা ,
উনি খুব সুন্দর করে বলেছেন
যেমন বলেন সব সময় , বন্ধুত্বের সততায় আমি বিশ্বাস
করি বিশ্বাস রাখি ।

৬৫| ২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৩

শ।মসীর বলেছেন: ভার্চুয়াল আর বাস্তব- এখন অনেকটাই গুলিয়ে গেছে ।অনেক ভার্চুয়াল মানুষই এখন বাস্তবের হয়ে গেছে যদিও অনেকেই অধরা ।

দুটার মাত্রা আসলে দুরকম। নানা ঘটনায় দুটার দৃশ্যমানতা ও দুরকম।

তবে সম্পর্ক যেভাবেই হউক, বিশ্বাস সব চেয়ে গুরুত্বপূর্ণ, সেটা রক্ষা করা জরুরী ।

নানা সময় আমরা বিশ্বাস করি বলেই অনেককে অনেক কথা বলি, সেটার মর্যাদা দিতে পারলে মনে হয় কোন সমস্যা হবার কথা না ।

আরেকটি বিষয় আছে- চাওয়া পাওয়ার ব্যাপার। যেকোন সম্পর্ক থেকে খুব বেশী চাওয়ার না থাকলে সমস্যাও কমে যায়, ভার্চুয়াল ব্যাপারে এটা বেশী সত্য, এখানে কোন ধরনের চাওয়া পাওয়া থাকা উচিত নয়, নানা সময়ে যত ঝামেলার উদ্ভব হয়েছে সব গুলোই এই চাওয়া পাওয়ার গড়মিলের কারনেই !!!!

২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৪

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্চুয়াল আর বাস্তব অনেকটাই একাকার ।
একজনের কথা বলি আমার চেনা -
অধরা হয়নি অনেক কিছুই , তবে
অনেকের কাছেই অধরা থেকেছে ।
সত্যিকারে সম্পর্ক চাওয়া পাওয়া দিয়ে নির্ধারিত
হয়নি বা হয় না ।
বন্ধুত্ব ভালোবাসার ভিত্তি বিশ্বাস , বিশ্বাস বিশ্বস্ততা তিলে তিলে
গড়ে ওঠে , আর সেটাই প্রকৃত ভালোবাসা ।

অনেক ভাল থাকুন ,নবাগতকে নিয়ে আনন্দে ভাসুন ।
আমরা ও পাশে থাকি , সারাক্ষণ সারাবেলা ।
মতামতের জন্য ধন্যবাদ দিচ্ছি ।

৬৬| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৮

আরজু পনি বলেছেন:

আপনার নতুন কবিতা পড়তে এসে তো থ'!!!!

ভার্চুয়াল জগত সম্পর্কে আমার ধারণা ছিলনা তেমন, ফেসবুকেও অপরিচিত কাউকে এ্যাড করতাম না, তাই ভার্চুয়াল বলতে যা বোঝায় তা বুঝেছি সামুতে এসে।

প্রথম দিকে না জেনে, না বুঝেই ভার্চুয়াল ছিলাম, আস্তে আস্তে সেটা গড়াতে গড়াতে... ব্লগ ডে, সিনেমাড্ডা পর্যন্ত গড়ালো।

যখন দেখলাম এখানে কারো মন রক্ষা করে চলা আরজু পনির পক্ষে সম্ভব না, এবং এসব যোগাযোগের জন্য আরজু পনি তার নিজের মতামত নিজের মতো করে প্রকাশ করতে পারছে না, অন্যদের মতো করে চলতে, বলতে তো এখানে ব্লগিং করতে আসিনি।। এখানে এসেছি নিজের মতো করে ব্লগিং করতে। এতে নিজের পোস্টে মন্তব্য কয়টা পড়লো সেটা নিয়ে ভাবি না, চিন্তিতও নই। যা জানাতে এসেছি সেটা যদি একজন্ও ঠিক মতো পড়ে উপলব্ধি করে তবেই আমার এই উদ্দেশ্য সার্থক।

তাই বলি যদি আমার মতামতের জলাঞ্জলি দিতে হয় তবে ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই থাকুক।

আমি আমার মতো করে চলতে চাই। আমি বিশুদ্ধ অক্সিজেন নিয়ে আমার ফুসফুসকে সুস্থ্য রাখতে চাই।।

হেলাল ভাই, আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো, সাথে মন্তব্য গুলো থেকে ও বেশ দরকারী কথা উঠে এসেছে।। ধন্যবাদ রইলো।।

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১

ছাইরাছ হেলাল বলেছেন:

প্রথমেই বরাবরের মত আবার বলি , আমার
লেখা কবিতা হয় বলে আমার কখনও মনে হয় না -
আমি আমার কথা আমার মত করে বলি , তাছাড়া
কবিতা লেখার বেসিক শিক্ষা আমার নেই । তারপরেও
কবিতা বা কবি বললে একদম খারাপ লাগে না ,যদিও
আমি কবি না -কোন নিরিখেই ।

আপনি ঠিক বলেছেন - ব্লগে স্বাধীনতা অনেক প্রয়োজনীয় বিষয়
মত প্রকাশের ক্ষেত্রে । আপনার উপলব্ধির প্রতি সন্মান জানাচ্ছি ।
আপনার বিষয় ভিত্তিক লেখার বিষয়টি আমারও আগ্রহের বিষয়
আমি আরও আপনার লেখার অপেক্ষায় থাকব ।
ব্লগীয় সম্পর্কের রূপ আপনি আপনার শিক্ষায় মেধায় নিজেই
সঠিক ভাবে নির্ধারন করে নিবেন ।
অবশ্যই আপনি আপনার মত করেই চলবেন । এবং আপনি তা
পারবেন ও ।
লেখা পড়ে আপনার ভালোলেগেছে জেনে আনন্দিত হলাম ।
সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ।

৬৭| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০

দীপান্বিতা বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাই ভাল :)

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৩

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাই ভাল -
আমিও তা বলি আপনার মতই ।
ভাল থাকবেন আপনি ।

৬৮| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

শাহেদ খান বলেছেন: আমি যে সবকিছু এত্ত দেরীতে দেখি ! :(

প্রথমেই বলি, ছবি'র নৌকা'র ট্রেন'টা দারূণ ! চমৎকার একটা ছবি, শেয়ার করার জন্য + :)

এবার পোস্ট। গল্পের মানুষটি'র ভাবনা একান্তই তার ব্যক্তিগত হলেও, অনেকের সাথে কিন্তু তা মিলে যায়... ধীরে ধীরে সমমনা'দের সাথে সম্পর্কটা ভার্চুয়াল থেকে ইনডিভিজুয়াল আলাপে নিয়ে আসা অনেক সময়ই হয়।

তবু যদি একদম নিজের কথা বলি, আমার মত মুখচোরা হঠাৎ খুব অস্বস্তিবোধ করে ভার্চুয়াল কারও সাথে দেখা করতে ! আমি এখন পর্যন্ত শুধু বড় ব্লগ জমায়েৎগুলোয় গিয়েছি, কারণ এক্ষেত্রে নিজের মত থাকা যায়। সবার অলক্ষ্যে চুপ থাকা যায়। অল্প ক'জন দেখা করলে আমার নীরবতা'টা সবার চোখে লাগবে, আমার অস্বস্তি তাতে আরও বাড়বে ! #:-S

বড় জমায়েৎগুলোতেও না যেতে পারলে বাঁচতাম, কিন্তু কেউ কেউ এমন স্নেহে বেঁধে ফেলে যে, না গিয়ে থাকতে পারি না !

আমি শুধু একজনের কথা শুনেই ২৩ আর ১৩ তারিখ গিয়েছিলাম।
আর এতে আমার বন্ধু'র সংখ্যাও অবশ্য কিছু বেড়েছে ইদানিং (বিশেষ করে ১৩'র পরে)।

এখনও জানিনা কেমন হবে এসব সম্পর্কের রেশ... অন্তত যাদের সাথে আমি এখন পরিচিত, তাদের ক্ষেত্রে গুনীজনদের আশঙ্কা মিথ্যে প্রমাণিত হোক - প্রার্থনা রাখি।

অনেক বেশি বলে ফেললাম। এলোমেলো বললাম অনেক কিছু, চট করে যা কিছু মনে আসল...

অধিকন্তুঃ ন'দোষায়।

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৩

ছাইরাছ হেলাল বলেছেন:
শাহেদ আর কতটা দেরি করতে পারে ?
আমি অপেক্ষা করতে পারি আরও অনেক বেশি ।
তাই শাহেদের দেরি আমার দেরি মনে হয় না ।
ছবি............
কোন্‌ ছবিটি এখনে দিব তা ঠিক করতে আমার দু'ঘন্টা লেগেছে।
অবাক করা কথা হলেও তা সত্য । বিভিন্ন ভাবে এই ছবিটি আছে
যদিও আমার মতে আমার সেরা ছবিটি আমি দেইনি । অনেক ধরনের
এফেক্টের জন্য বেশ জটিল ,তাই এড়িয়ে সহজটি ই বেছে নিয়েছি ।

গল্পটি গল্প নয় প্রায় । ওখানেও আমার বিস্ময় মাত্রা ছাড়ানো ।
সম্পর্কটি আর ভার্চুয়াল থাকেনি ।
আসলে স্নেহ ভালোবাসার দায় এড়ানো কঠিন । আমি এড়াতে
পারিনি ।
সিনেমাখোর দের আড্ডায় এসেছিলাম বিশেষ একজনের টানে
শেষে ভাগ্যক্রমে দেখাও হয়েছে । তা না হলে হয়ত ভার্চুয়াল
জগতের বাইরে আসা হত কিনা যানি না । আবার এসে যা পেয়েছি
তা আবার অনেক অনেক ।
আমি আন্তরিকতায় বিশ্বাস করি । ভালোবাসায় আস্থা রাখি ।

শাহেদ আরও বেশি বলুক আমি তা চাই ।
আমি ধরব শাহেদের দোষ ?
কতটা দোষ শাহেদ করতে পারে আমি সেটাও দেখতে চাই ।

৬৯| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

শাহেদ খান বলেছেন: আর একটা কথা...

সম্পর্ক যখন ভালোবাসা'র ভিত্তিতে গড়ে উঠে...তখন কেউ কী আসলে শুধু ভার্চুয়াল থাকে?

দেখা হওয়া - না হওয়া'টা কী তখন খুব জরুরী কিছু?

ভালবাসা মানুষ ঠিকই টের পায়, যত্নে পালন করে। প্রকাশ করতে পারা-না পারা'টা আপেক্ষিক ব্যাপার, তাই না কবি?

8-|

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৪

ছাইরাছ হেলাল বলেছেন:

সম্পর্কের ভিত্তিই আসল কথা ।
দেখা হওয়া জরুরী বিষয় না কখনও ।
আপনি ৩০ নং মন্তব্যের উত্তর দেখুন ।
প্রকাশের অপেক্ষা রাখে না , সব কিছুই টের পাওয়া
যায় -কবি ।

৭০| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

উম্মে মারিয়াম বলেছেন: ব্লগীয় সম্পর্কটা ঠিক কতটা সত্যি?ভার্চুয়াল জগতটাতে কমেন্ট দিয়েই মূলত সখ্য গড়ে ওঠে।এখানে আর্টিফিসিয়ালিটি কতটা থাকে?সেটা বিবেচ্য বিষয়।

এই যেমন কখনও কখনও সাইক্লোজিক্যাল এক্সপেরিমেণ্ট বা জরিপ জাতীয় গবেষণা করতে গেলে দেখা যায় সেখানে যে ধরণের প্রশ্ন করা হয় তাতে কি সবাই সত্যি উত্তর দেয়?নাকি কিছুটা নিজের মনকে গুছিয়ে তারপর উত্তর দেয়।তাতে কি বাস্তবতা ধরা পড়ে?

তারপরও নিজের মানসিকতার কাছাকাছি মানুষগুলোকে একটা সময় ঠিক বের করে আনা যায়।তাদের সাথে পথ চলতে চলতে সখ্যতা গড়ে ওঠে।তাদের কাছ থেকে ক্রমশ নতুন নতুন জিনিষ জানা যাচ্ছে।নিজের অনুভুতিগুলো শেয়ার করা যাচ্ছে।সেটা বাস্তব অবধিও গড়াতে পারে।

তবে সত্যি বলতে কি একটু ভুল হলে এধরণের রিলেশন থেকে সমস্যাও তৈরী হতে পারে খুব সহজেই।

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০

ছাইরাছ হেলাল বলেছেন:

ভুল আমরা করি বা করতেই পারি জেনে বা না জেনে
আন্তরিক কিনা সেটাই আসল বিষয় ।
আমরা কিন্তু সমমনাদের সাথেই বিচরণে অভ্যস্ত বা
সাচ্ছন্দ্য বোধ করি ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ দিচ্ছি ।

৭১| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২২

ক্ষুধার্ত বলেছেন:
নিজের কাছে নিজের স্বচ্ছতা থাকলে সব সম্পর্কই সমান।

ভার্চুয়াল বাস্তব সম্পর্কের স্তম্ভ,ভার্চুয়াল থেকে আসা বাস্তব সম্পর্কই সব চেয়ে মজবুত সম্পর্ক।

এখানে যারা ভার্চুয়াল ভার্চুয়াল বলে ফেনা তুলে ফেলছেন তাদের বলি-সাহসী হোন,নিজের উপর আস্থা রাখুন,দেখবেন সব সম্পর্কই আপনাকে শ্রদ্ধা করছে।
নেটের সম্পর্ক যদি সত্যি কুলষিত হয় তাহলে তারাই দায়ী যারা ভার্চুয়াল নাম দিয়েছে।

এ্যনিওয়ে আমি মানুষে মানুষে গড়া সকল সম্পর্ককে মুল্যায়ন করি।


পোস্ট ভালো লেগেছে হেলাল ভাই :)

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০১

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি আপনার মত করে লিখতে পারলে ভাল হত
আমার অনভ্যস্ততাই এর কারন , তবে আমি যা লিখতে
পারিনি আপনি তা আমার থেকেও ভাল ভাবেই লিখেছেন ।


'এ্যনিওয়ে আমি মানুষে মানুষে গড়া সকল সম্পর্ককে মুল্যায়ন করি '
এটা আমার কথা ।

অনেক ধন্যবাদ দিচ্ছি আমার না বলা কথা বলে
দেয়ার জন্য ।

৭২| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯

আকাশটালাল বলেছেন: ভার্চুয়াল কেনো জানি না মনে হয় ভার্চুয়াল থাকায় ভালো। ভার্চুয়াল না হয়েও আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারো সমালোচনা করলেও সেটারে উস্কানিমুলক বা ব্যাক্তিগত আক্রমন বলে আমাকে থামিয়ে দেয়া হয়েছে :(

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৮

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার সাথে ভার্চুয়ালিটি সে কবে ছুটে গেছে .........
হা হা ...।

৭৩| ২৩ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৮

নাআমি বলেছেন: ব্যক্তিগত দিক দিয়ে আমি নিজে ভার্চুয়াল থাকতে পছন্দ করি কিন্তু সেটা এরকম ব্লগে, যেখানে কিনা ফেস বুকের মত করে গোপনিয়তা রক্ষা করা, মানুষ চেনা, বেছে বেছে বন্ধুত্ব করা সম্ভব না সেখানে..........আর আপনার লেখা গুলি খুব ভাল লাগলো, এমন চমৎকার অনুভূতির প্রতি আমি শ্রদ্ধাশীল।

ধন্যবাদ টপিক্সটা নিয়ে আলোচনার জন্য।

২৩ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮

ছাইরাছ হেলাল বলেছেন:

ভার্চুয়াল থাকা অনেক সময়ই ভাল সুরক্ষা ।
মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।

৭৪| ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫২

নীল কষ্ট বলেছেন: ভালো লিখেছেন

২৩ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২০

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি ভাল লিখি ? লেখক না হয়েও ?
তবুও আপনাকে ধন্যবাদ প্রশংসা করার জন্য ।

৭৫| ২৩ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নিজের ভার্চুয়ালিটি হারিয়েছি বহু আগেই। তেমন কিছু মনে হয় না এখন আর। ভার্চুয়াল অনেক বন্ধুকে রিয়াল বন্ধু হিসেবেও পেয়েছি। যেহেতু রিয়াল লাইফে আমার বন্ধু সংখ্যা খুব সীমিত কাজেই ভার্চুয়ালদের রিয়ালে পেয়ে খুশিই হয়েছি বলা যায়। :)

২৩ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার সাথে আমার প্রায় মিল
দু'বছর পর ভার্চুয়াল জীবন হারিয়েছি
পেয়েছি অনেক অনেক ভালোবাসা ।
এ আমার অনেক পাওয়া ।

ধন্যবাদ আপনাকে ।
আপনার রিভিউ আমার পছন্দ হয়েছে ।

৭৬| ২৩ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৭

শাহেদ খান বলেছেন: হুম, ৩০-এর জবাব দেখে আসলাম।

প্রথমবার মন্তব্য করার সময় অন্যদের মন্তব্য তেমন পড়ি না। পোস্ট পড়েই কমেন্ট লিখে ফেলতে চেষ্টা করি, সবার কমেন্ট দেখতে গেলে নিজের'টা ওসবের সাথে মিশে যেতে পারে...তাই।

জবাবে যা দেখলাম, এমন ভালবাসা'র স্বাস্থ্যকর পরিবেশ সবাই তৈরি করতে পারে না। তার জন্য তেমন মন-ও লাগে, যারা মনন বোঝে।

এমন মনের মানুষেরাই পৃথিবীকে সুন্দর করে রাখে।

(যাকে চিনি, তার কথাই বলছি)

আর শেষমেশ, "প্রকাশের অপেক্ষা রাখে না , সব কিছুই টের পাওয়া
যায়"...

২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি কিন্তু মন্তব্য সহ পড়ে লিখি
তাতে আমার সমস্যা হয় না ।
আমার যা লেখার তাই ই লিখি ।

কী পেরেছি বা পেয়েছি তার হিসেবে নেই নি , তবে অনেক
অনেক ভাল মানুষদের সত্যি ভালোবাসা পেয়েছি না চাইতেই ।
আমি কৃতজ্ঞ তাদের কাছে । তবে প্রতারিত বা দুঃখিত হই নি
এমন নয় , যদিও তা নগণ্য , একটি সামান্য দুঃখ ভেসে গেছে
হাজার ভালোবাসায় । আসলেই পৃথিবী অনেক অনেক সুন্দর
অনেক ভালোবাসার । আমাদের আশে পাশে অনেক সুন্দর
কিছু আছে ।

৭৭| ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৬

নোমান নমি বলেছেন: ভার্চুয়াল বলেন আর বাস্তব বলেন দেখবেন একজন মানুষ সবার সাথে সমানভাবে যাচ্ছে না। সম্পর্কের ব্যাপারটা দাড়িয়ে থাকে পারস্পরিক বুঝাপড়ার উপর।সেটা ভার্চয়ুাল হোক আর রিয়েল লাইফ হোক।

যারা খারাপ লোক তারা আসলে সব জায়গায় খারাপ।তাদেরও আলাদা সম্পর্কের জাল আছে।

পোষ্ট ভাল লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

ছাইরাছ হেলাল বলেছেন:

সহজে সুন্দর করে বলেছেন ।
পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা না থাকলে
কোন সম্পর্ক তৈরি না কখনও ।
মতামতের জন্য ধন্যবাদ ।

৭৮| ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৫

নীল-দর্পণ বলেছেন: দুই জন ব্লগারের সাথে দেখা হয়েছে এপর্যন্ত।

ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখাই ভাল...কথাটা সত্য তবে মানুষ গুলো এত কাছের হয়ে যায় যে ভার্চুয়াল মনে হয় না!! বহুত শিক্ষা হয়েছে যদিও.....

@ কিনাদি, ঝাতি সেই দুইজনের পরিচয় ঝান্তে চায় ;)

২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

ছাইরাছ হেলাল বলেছেন:

শিক্ষা কিন্তু আমাদের অনেক দরকার ,
তা কিন্তু সব জগতেই , নেটে আরও বেশি সচেতনতা
প্রয়োজন ।

কিনাদি আমাদের জানালে আমরাও না হয় একবার
পরিচিত হওয়ার সুযোগ পেতাম ।

মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ ।

৭৯| ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

রেজোওয়ানা বলেছেন: আমি তেমন একটা গেদারিং ভালবাসি না বলে ব্লগ আড্ডা গুলোতে যাবার তাগিদ অনুভব করি না, তবে আমি চাই আমি কেমন, আমার জীবন ধারা কেমন সেটা আমার ভার্চুয়াল বন্ধুরা জানুক, দেখুক। এ কারণে আমি ব্লগার বন্ধুদের জন্য আলাদা কোন ফেইসবুক প্রোফাইল করিনি (যেটা অনেকেই করেন)। যাদের সাথে আমার ব্লগে ভাল একটা কম্যুনিকেশন সৃষ্টি হয়েছে, তাদের কে এফবি তে এড করেছি।
আমি মনে করি, পারস্পারিক সন্মানবোধটা বজায় রাখলে এবং এক্সপেকটেশনটা সীমার মধ্যে রাখলে, এটা নিয়ে কোন সমস্যা হবার কথা না।
তবে কেউ যদি এই ধরনের সম্পর্ককে এক্সপ্লয়েট করতে চায়, সেটা আলাদা কথা, আর এই ধরনের লোক ভার্চুয়াল এবং বাস্তব, দু'জায়গাতেই আছে কিন্তু :)

আপনার গভীরবোধের কথা গুলো বরাবরই ভাল লাগে...

২৪ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৭

ছাইরাছ হেলাল বলেছেন:

'আমি মনে করি, পারস্পারিক সন্মানবোধটা বজায় রাখলে এবং এক্সপেকটেশনটা সীমার মধ্যে রাখলে, এটা নিয়ে কোন সমস্যা হবার কথা না।'
এখানে আমি আপনার সাথে পুরোই এক মত পোষন করি ।
সম্পর্কটি - সম্পর্কিত মানুষদের মধ্যে ভালোবাসার ও শ্রদ্ধার এবং
তা একদিনে গড়েও ওঠে না , তাই এটা অত্যন্ত মূল্যবান - যদিও
সম্পর্কের শেষ পরিণতি আমাদের অজানা , আরও অনেক
অজানাদের ভীড়ে। তবুও আমার আন্তরিক ভালবাসা নিয়েই
সম্পর্কিত হই সম্পর্ক গড়ি ।

ভার্চুয়াল জগতের বাইরে এসে এ জগতের মানুষদের আমার
আরও বেশী ভালোলেগেছে যা বাইরে না এলে আমার পাওয়া
হত না ।
অবশ্য ভার্চুয়াল থাকার আলাদা আনন্দও আছে বলে কখনও
কখনও মনে হয় ।

যাক আপনার মন্তব্য পেয়ে 'এখন আমি নিরাপদ' এমন মনে
হচ্ছে এখন ।

উহ, আমার ফেস বুকে কিন্তু আপনাকে দেখি না ।

আপনার মুল্যবান মতামত ও প্রশংসা আমার কাছে আনন্দের ।
অনেক ধন্যবাদ ।

৮০| ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

সহ্চর বলেছেন: নোমান ভাই বলে দিয়েছে যা বলার।

ভার্চুয়াল জগতে যখন প্রথম ঢুকি তখন একজন বলেছেন 'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল '।

কিন্তু এখন সবার সাথে পরিচিত হয়ে মনেহচ্ছে পরিচয় না হলে জীবনে একটা অপূর্ণতা থেকে যেত।

একান্ত ব্যাক্তিগত মতামত

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৯

ছাইরাছ হেলাল বলেছেন:

আমিও ভাবি বাইরে না এলে আমার সহচরের সাথে
দেখা হওয়ার দূর্লভ সুযোগ থেকে বঞ্চিত হতাম ।
এটা আমার অনেক প্রাপ্তির একটি ।
আপনার মতামতের প্রতি সন্মান জানাচ্ছি ।

৮১| ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৯

জোবায়ের নিয়ন বলেছেন: যদিও ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখাই ভাল '।।

তবে আপনার একজনের বা বহুজনের সার্বিক দিক পছন্দ হলে বা যেরকম চাইছেন সেরকম হলে আপনি বাস্তব জীবনেও সে সর্ম্পকটা বাড়াতে পারেন।

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৪

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি ইতি মধ্যেই অনেক জনের সাথে অনেক আন্তরিকতায়
আবদ্ধ । গুণীজনের কথা গল্পের মতই হারিয়েছি ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ।

৮২| ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা মূল্যবান বিষয়ের উপর আলোকপাত করেছেন।
আমারও মত- ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখাই ভালো। তা অতিক্রম করার সুফল-কুফল আপনি নিজেই বলেছেন- ভালো হলে তো ভালোই, কিন্তু খারাপ হলে খুব মনোকষ্টের কারণ হবে।

তবে, আত্মবিশ্বাসীরাই সাহসী হয়ে থাকেন। আমি জানি না এ কথা দ্বারা কিছু বোঝাতে পারলাম কিনা।

এবং আপনার একটা সুক্ষ্ম আক্ষেপবোধও আছে। 'সম্পর্ক'- যা হয়তো আপনার অধরাই থেকে যাবে। সম্পর্ক সৃষ্টির জন্য আপনার বর্ণিত স্ট্র্যাটেজিটাই বর্তমানে ব্লগে সচেতন ও বুদ্ধিমান ব্লগারগণ ফলো করে থাকেন। যাঁরা ব্লগটাকেই কেবল সকল আনন্দ ও বন্ধুত্বের কেন্দ্রবিন্দু বিবেচনা করেন, এবং দিনের বা মাসের বেশিরভাগ সময় ব্লগেই অতিবাহিত করতে পারেন, তাঁদের জন্য একটা সুদৃঢ় ব্লগীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। কিন্তু ব্যস্ত মানুষদের জন্য, এবং যাঁদের এ-সদৃশ আরো অনেক ফোরাম রয়েছে, তাঁদেরকে চিন্তা করতে হয় টোটাল ফ্রেন্ডশিপ ডেভেলপমেন্টের জন্য। আপনার কলিগ ও ক্লায়েন্ট, আত্মীয়স্বজনরা তাতে অন্তর্ভুক্ত। এটার একটা সুবিধা আছে- এক ফোরামের ঘাটতি অন্যত্র পূরণ করা যায় বা সম্ভব। সর্বোপরি মনে করি, সুন্দর ভার্চুয়াল সম্পর্ক গড়ে তুলতে পারলে বেশ ভালো। তবে তা না হলে দুঃখবোধের কারণ নেই- ভবিষ্যতে হয়ে উঠবে।

আপনার টপিকের সাথে সামান্য মিল থাকলেও থাকতে পারে- ভার্চুয়াল প্রেম

ভালো থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১০

ছাইরাছ হেলাল বলেছেন:

'আত্মবিশ্বাসীরাই সাহসী হয়ে থাকেন '
অবশ্যই তাঁরা সাহসী, আর আমি এমন ব্লগীয় গুরুজনের
বাক্য অমান্য করার মত আত্মবিশ্বাস আমার নেই ।

আমি কিন্তু আক্ষেপ করেছি এ ভাবে যে আমি ভার্চুয়াল সম্পর্ক
ছেড়ে আমি বাইরে চলে এসেছি বলে ।
যদিও আমি অনেক স্বজনদের নূতন করে পেয়েছি ।
আমাকে কিন্তু গুটি কয়েক পিসির সামনেই থাকি বা থাকতে হয়
তাই ব্লগ বা আরও কোথাও থাকি , এতে আমার এখনও কোন
সমস্যা হয় নি ।

শেষে- আপনার লিংকটির বিষয়ে বলি-
ব্লগে যে সব কঠিন বিষয় আমার মাথার উপ্রে দিয়ে যায়
তার গোত্রভুক্ত তাই এ বিশেষ কিছু জানা নেই ।

মতামতের জন্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে ।

৮৩| ২৪ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:১৭

ইসরা০০৭ বলেছেন: লেখা কথাগুলো খুব ভালো লাগল।

ভাল থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩

ছাইরাছ হেলাল বলেছেন:

অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ।

৮৪| ২৪ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৪

মাহবু১৫৪ বলেছেন: ভাইয়া, আপনার লেখা ভাল লাগলো।


তবে আমার কিছু কথা আছে। আমি সাধারণত ভার্চুয়াল সম্পর্ককে অন্য দৃষ্টিকোণ থেকে দেখি। আমি মনে করি, আমি যদি কিংবা আমার মন যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। আমি যদি কারো সাথে প্রতারণা করি পরিনামে আমিও তার কাছ থেকে প্রতারণাই পাবো। তবে এখানে আপনি কাদের সাথে মিশছেন সেটাও একটা বড় ব্যপার। আসলে এখানে মনের মিলটাই হল আসল। প্রথম দিকে নিজের পরিচয় দিতে না চাইলেও পরে ঠিকই আসল পরিচয় সে দেয়। এটা সম্ভব হয় একজনের সাথে আর একজনের মিশতে মিশতে।

ব্লগিং এর শুরুর দিকে আমি আসলে ভার্চুয়াল সম্পর্ককে একটা গন্ডির মধ্যে থেকেই দেখতাম। কিন্তু আমার এই ধারনাকে অনেকটা মিথ্যে প্রমাণিত করেছে আমার কিছু শ্রদ্ধেয় বড় ভাই,ছোট ভাই। তাদের সাথে আমার খুব ভাল একটা সম্পর্ক তৈরি হয়েছে। বলাই বাহুল্য যে তাদের সাথে আমার পরিচয় সামুর বাহিরে। আমি কৃতজ্ঞ তাদের কাছে।

আরো অনেক কিছু বলার ছিল। কিন্তু বলা হল না।

ভাল থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আন্তরিক ভালোবাসায় যে কোন সম্পর্কই অমূল্য ,
আমরা তা রক্ষাও করি সততা নিয়েই । আর আপনি
কোথায় কার সাথে সম্পর্ক কীভাবে রক্ষা করবেন তা
কিন্তু আপনাকেই ঠিক করে নিতে হবে । আর অসংযমের
দায়টুকু আপনাকেই নিতে হবে । আসলে একদম কড়ায় গণ্ডায়
হিসেব করে অনেক কিছু হলেও মানবিক সম্পর্ক গড়ে ওঠে না ।

সামুর ভেতরে আমার কৃতজ্ঞতা অনেকের কাছেই ।
অনেক কিছু বলতে আমার কাছে আমার সমস্যা হওয়ার নয় ।
অনেক ধন্যবাদ মতামতের জন্য ।

৮৫| ২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৪

জিসান শা ইকরাম বলেছেন:
গোলাম আজম নিজকে লুকিয়ে মহান মুক্তিযুদ্ধের,স্বাধীনতার কথা , পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতার কথা , রাজাকার -আলবদর এর কুকাজ গুলো নিয়ে যদি সামু ব্লগে লিখত। নিশ্চয়ই তার অনেক গুণগ্রাহী হতো। অনেকের অনুসারিত ব্লগার হতো গোআ। আমরা ভাবতাম " এই ব্লগার মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন ব্লগার ।" তার কত পোস্ট আমাদের প্রিয় তালিকায় থাকত ।
ভার্চুয়াল থাকলে আজীবনই ই রাজাকারটাকে আমরা সন্মানের চোখে দেখতাম। আর যদি সামনে আসতো এই রাজাকারটা - আমরা ঘৃণা প্রকাশ করতাম । এমনি কত গোলাম আজমকে আমরা পুজা করছি কে জানে !!

শ্রদ্ধা এবং ঘৃণা প্রকাশের জন্য হলেও অনলাইনে বিচরন করেন - এমন লোকদের সম্পর্কে জানা উচিৎ। সেটা সামনা সামনি বা তার ইনফো থেকেও জানা যেতে পারে।

২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩০

ছাইরাছ হেলাল বলেছেন:

আসলে যে কোন বিষয়েরই ভাল মন্দ দিক থাকে ।
চোরেরা রাতের সুযোগ নেবেই ,এটা চোরের ধর্ম ।
অবশ্য ঘাগুদের দিন বা রাত সমান উপযোগী ।
ভাগাড়েরা উচ্ছিষ্ট ভক্ষণকারী , ওরা তা খাবে ও ছেটাবে
এটা সাময়িক , চূড়ান্ত বিজয় দেশ মাতৃকার -আমি আমরা
তা দেখে যেতে না পারলেও ।

আমার সাথে যাদের দেখা হয়েছে তাদের প্রতি
আমার শ্রদ্ধা , কৃতজ্ঞতা ও ভালোবাসা অনেক ।

৮৬| ২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২২

রোজেল০০৭ বলেছেন: একটু খানি কমপ্লেক্স ;) :|


*যে যেভাবে মানিয়ে চলতে পারে। যার যে সম্পর্ক ধরে রাখতে ইচ্ছে করে*

২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৩

ছাইরাছ হেলাল বলেছেন:

অনেকটা নিজের আন্তরিক সদিচ্ছার উপর
নির্ভর করে ।
সিদ্ধান্তের স্বাধীনতা আমাদেরই।
ভাল থাকুন ।

৮৭| ২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৭

নীলাঞ্জনানীলা বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক বজায় রাখা কঠিন। কারন এটা যখন থেকে শুরু হয়, তার আগের সব কিছুই থাকে অজানা। অসম্পুর্নতা দিয়ে সম্পর্ক এগিয়ে নেয়া যায় না। তারপরেও ভার্চুয়াল মানুষগুলোকে দেখলে ভালোই লাগে। কিছুদিন আগে তো দেখলাম,এই সামুর দুজন ব্লগার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যদিও জানিনা ওনাদের পরিচয় এই ভার্চুয়াল জগতেই হয়েছিল কিনা।

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৪

ছাইরাছ হেলাল বলেছেন:

আমার কাছে কঠিনই মনে হয়েছে , আমি নিজে
ভার্চুয়াল থাকতে পারিনি । অচেনাদের নূতন করে চেনার
সুযোগ পেয়ে ভাল লেগেছে । এক্ষেত্রে সিদ্ধান্তের স্বাধীনতা
আমাদের নিজেদের ।
ধন্যবাদ আপনাকে মতামতের জন্য ।

৮৮| ২৪ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ফেসবুকে আপনাকে অ্যাড করলাম। আমার নাম ভেবু হাট্টিমাটিমটিম।

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৯

ছাইরাছ হেলাল বলেছেন:

আমাকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ।
আর আপনি না বলে অ্যাড পাঠালে আমার আসলে
কিছু করার থাকত না ।
আমি কিন্তু ফেবুতে সাবলীল না ।
তবুও এখন থেকে একটু চেষ্টা করব ।
ধন্যবাদ দিচ্ছি ।

৮৯| ২৪ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৫

মৃত্যুঞ্জয় বলেছেন: দাদা তোমার লেখায় দাত বসান কঠিন তাই তোমার তাই কপি করছি

আমিও একমত দাদা ;)

ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৯

ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকে কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে
আমি কোন লেখক নই কোন ভাবেই । আর এটা এমন কোন
লেখা নয় যে আপনার দাঁতের ক্ষতি হবে ।
'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল ' আমিও
আপনার মতই ভাবি কিন্তু আমি তা পারিনি ।

ধন্যবাদ দিচ্ছি ।

৯০| ২৪ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০

কাউন্সেলর বলেছেন: ৮৫ নম্বর মন্তব্যের একটা অংশকে রূপকভাবে ভাবি-
এমনি কত গোলাম আজমকে আমরা পুজা করছি কে জানে !!

যে ভালো সে ভার্চুয়াল থেকেও ভালোই থাকে হয়তো বর্ণচোরা বলে। আর যে খারাপ সে যতই ফেরেশতার লেবাস গায়ে দিয়ে রাখুক সে খারাপই!

সুযোগের অভাবে অনেকেই সন্ন্যাসী হতে পারে। সুযোগ পাওয়ার পরেও যে সন্ন্যাসী থাকে সেই আসল সাধু।

ছোটবেলায় অনেকের লেখার মুগ্ধ পাঠক ছিলাম, এখনও আছি। তাদের লেখাটাই আমার কাছে মুখ্য, তাদের ব্যক্তি জীবন নিয়ে আমার কোন আগ্রহ নেই।

তাই লেখালেখির ব্যাপারে আমি ভার্চুয়াল থাকাটাকেই প্রাধান্য দেব, যেখানে দর্শনধারী আমি নয় বরং গুনবিচারী আমিকেই গুরুত্ব দেয়া হবে।

পোস্টের কন্টেন্ট বাছাই সময়োপযোগী খুবই দারুন করেছেন। ভালো লাগা রইলো অনেক।

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫২

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি নিজে ত্রুটিপূর্ণ মানুষ তবে প্রায় অনেকটা ত্রুটিহীন
মানুষকে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে - যে লেখায় ,
কথায় ও কাজে সৎ -শত পঙ্কিলতার মাঝে থেকেও সে তার
মতই থেকেছে। আমি সৌভাগ্যবান বোধ করি এ জন্য ।
আপনি নিজেকে আস্থায় নিয়ে স্বাধীন বিচরণ করবেন নিজের
মত করেই। এবং আপনি তা পারবেন ।
শ্রদ্ধা রাখছি আপনার মতামতের উপর ।
ধন্যবাদ ।

৯১| ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৯

ত্রাতুল বলেছেন:
আগেই অফলাইন পড়েছিলাম।

আমার মনে হয় ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাই ভাল। তবে একটা পর্যায়ে গিয়ে যদি পারস্পরিক বোঝাপড়াটা বেশ ভাল হয়ে যায় তখন ভার্চুয়াল থেকে বের হয়ে এলেও মনে হয় না খুব একটা ক্ষতিবৃদ্ধি হয়। তবে ভার্চুয়াল ব্যক্তিত্বের চেয়ে বাস্তবে এলে অনেক কিছুতেই সংঘাত হতে পারে। হয়তো প্রত্যাশার সাথে অনেক কিছুই না মিলতে দেখে হতাশ হতে হয়।

শুভেচ্ছা রইল।

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৬

ছাইরাছ হেলাল বলেছেন:

অফ লাইনে পড়লে তো হবে না ,
মাসে বার দুয়েক অন লাইনে পড়তে হবে কষ্ট করে হলেও ।
পারস্পরিক বোঝাপড়া নিয়ে প্রকাশ্যে আসলে সংঘাতের
সম্ভবনা আমরা কমিয়ে ফেলতে পারি ।
তাছাড়া একজন লেখক বা মানুষ কে প্রমান করতে হয়
সে যা লেখে সে অনেকটা তাই ই ।
আমি অবশ্য আমার মত করেই ভাবছি ভুলের সম্ভবনা নিয়েই ।

সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি ।

৯২| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমস্যা সব খানেই থাকে, নিজেদের প্রয়োজনীয় সমাধান ওখান থেকেই বের করে নিতে হয়।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৮

ছাইরাছ হেলাল বলেছেন:

সমস্যা থাকবেই, তাই বলে আমরা থেমে যেতে পারি না ।
আমরা আন্তরিক ভালোবাসায় সমস্যাগুলো কাটিয়ে উঠতে
পারব এমন প্রত্যাশা আমরা করতেই পারি ।
আবার এসে বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

৯৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫১

কালীদাস বলেছেন: একটা সময় ছিল ব্লগে নিজের নাম ঠিকানাও দিয়ে দিয়েছিলাম। পরে নিক নিয়ে কিছু বাজে ঘটনা ঘটে, জানেন এমনকি ব্যানও খেয়েছিলাম আমি :) এরপর থেকে পুরাই ভার্চুয়াল থাকার চেষ্টা করি। আর ব্লগ এক্সপেরিয়েন্স বলে, ভার্চুয়াল থেকে রিয়াল লাইফের ট্রানজিশনের পর থেকেই যত ঝামেলার শুরু হয়।


কেমন আছেন, ছাইরাছ হেলাল?

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০০

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার লেখা থেকে এখানে যা জানা সম্ভব
তা আমি প্রায় জেনেছি , আপনার সব লেখা আমার পড়া
এটাও প্রায় ধরে নিতে পারেন , আপনার মন্তব্যও অন্যের লেখায় ।
( বানিয়ে বলছি ধরে নিলে এ যাত্রা বেঁচে যাই )
দু'বছর পর ট্রানজিশন করে বা বলতে পারেন বাধ্য হয়ে
ট্রানজিশনের পর ঝামেলায় পরিনি এখনও তবে কপালে
কী আছে জানিনা । অনেককে পেয়েছি আন্তরিক আন্তরিকতায় ।

আমি ভাল আছি , সত্যি বলছি আপনাকে দেখে অনেক
ভাল লাগল ।
ধন্যবাদ অনেক ।

৯৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৫

শত রুপা বলেছেন:


ভার্চুয়াল সম্পর্ক হোলো একদম না লুকিয়ে অথবা পুরোটা লুকিয়ে :)

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১১

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার মত লিখতে পারলে আমি শুধু
এই একটি লাইন লিখেই এই পোষ্টি দিতাম ।
আমাকে আপনি পন্ডশ্রম করিয়ে ছাড়লেন ।
আমার বেলায় দু'টোর সমন্বয় হয়েছে ।
দু'বছর পুরোটা লুকিয়ে এখন কিছুই লুকোনোর নাই
এমন অবস্থা ।
ধন্যবাদ এক লাইনে সব বলার জন্য ।
অনেকদিন ভুলে ছিলেন মনে হয় ।

৯৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৪

চতুষ্কোণ বলেছেন: বেশ কিছু কথা বলার ইচ্ছে ছিল। কমেন্টের ঘরে দেখলাম শাফ্‌ক্বাত আপা প্রায় সবই বলে দিয়েছেন. সহমত উনার সাথে

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৯

ছাইরাছ হেলাল বলেছেন:

উঁনি মূল্যবান মতামত দিয়েছে সুন্দর করে ।
'প্রায়' এর পরেরটুকু কোথায় গেল ?
আমার তো সেটুকু বড়ই প্রয়োজন ।
এ ভাবে বঞ্চিত করা জাতি মেনে নিতে চায় না ।
জাতির আকাঙ্খা পূরনের জোর দাবি জানানো হল ।
আমাদের ছেড়ে আপনি থাকেন কীভাবে ?

সময় দিয়ে সময় নিয়ে আমার এখানে লেখার
জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ।
আমাকে এখন আর আগের মত কেউ সাহায্য করে না ।

৯৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৩

অপরাজিতার কথা বলেছেন: ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল থাকাই ভাল। বিশেষ করে আমাদের মত বিবাহিতাদের জন্য।সিঙ্গেলদের অবশ্য উল্টোটা হলেই ভাল হয়,কি বলেন? ;) ;) ;) =p~ =p~

পর্যবেক্ষণ ভাল লাগল।কিন্তু আপনার গল্পের পরের অংশ কি হল?.........অনেকক্ষণ- সামান্যক্ষন....তারপর?? :D :D :D

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০৫

ছাইরাছ হেলাল বলেছেন:

আন্তরিক হলে সত্যি সত্যি বন্ধুদের মাঝে যে কোন
অবস্থায় বা অবস্থানে অবশ্যই অনেক আনন্দের ।
আমার কিন্তু তাই মনে হয়েছে বা হচ্ছে ।

এখন আপনাকেই বলে দেই ।
গল্পের মানুষদের ভার্চুয়ালিটি পালিয়ে বেচেঁছে ।

মতামতের জন্য অনেক ধন্যবাদ ।

৯৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৯

ঘুমকাতুর বলেছেন: সবাই সব কথা বলে ফেলেছে। আপনি দিখি আমার মত সবার সাথে সহমত দিছেন B:-) । আমার কিন্তু সিন্ডকেট ব্লগিং ভালো লাগে। সমমনা ব্লগারদের সিন্ডকেট ভালো।


কবিতা পড়তে আইছিলাম কবি। কবিতা নাই?

২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৭

ছাইরাছ হেলাল বলেছেন:

গল্পের লোকেরা তো সিন্ডিকেটের আওতায় এসে গেছে।
আগেই কিন্তু বলেছিলাম আমি কবি না ----
এবারে প্রমান পেলেন নিশ্চিত ।
মতামত দিলেন দেখে ভাল লাগল।
ধন্যবাদ জানাচ্ছি ।

৯৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২০

অন্তি বলেছেন: আপনার পোস্টে ভয়ে ভয়ে এলাম, আমি যা বলব তা পোস্ট এবং কমেন্টে বলা হয়ে গেছে।

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

ছাইরাছ হেলাল বলেছেন:

ভয়ে ভয়ে এলেন মানে ?
এখানে কি ভূতের আনাগোনা দেখতে পাচ্ছেন ?
প্রথম এসেই আমাকেও ভয় দেখাচ্ছেন ?
প্রথম এমন লিখলাম -এখন আমারই ভয় পেতে ইচ্ছে করছে ।

যাক বলা হয়ে গেলে আর কী করা ।
মতামতের জন্য এবং প্রথম আসার অনেক ধন্যবাদ ।

৯৯| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২০

বাল্যবন্ধু বলেছেন: কিছুই বলার নাই।
:( :(

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

ছাইরাছ হেলাল বলেছেন:

কেন - সমস্যা কি?
তাতেও আমার বুঝতে অসুবিধে হচ্ছে না ।
আমি আরও ছবি ব্লগ দেখার অপেক্ষায় ।
দেখে ভাল লাগল , ধন্যবাদ । ।

১০০| ২৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮

সাগর রহমান বলেছেন: আপনার পর্যবেক্ষন ভাল লাগল হেলাল ভাই। তবে আমার পর্যবেক্ষন বলি, আমার কাছে সামু এবং ফেসবুকের একটা বিশাল পার্থক্য আছে , তাদের কনটেন্টের কথা বলছিনা, ফ্রেন্ড বা জানাশোনা লোকজনের রিলেশানের কথা বলছি। সামুতে ফ্রেন্ড হওয়াটা অনেকটা চিন্তা ধারার মিলের মানুষের সাথে হয়, যার গভীরতা ব্যাপক এবং আমি সবসময় শিওর এ সম্পর্কটা খুব দরকার কেউ যদি সৃষ্টিশীল থাকতে চায়... এখন সেটা ভার্চুয়াল থেকে বাস্তবে গড়াতেও পারে, তার প্রকৃতি সময়ই ঠিক করে দেবে... কোনটা বেশি টিকবে, তাও। ব্যাপারটা হলো, আমরা যারা লিখি সামুতে ( ভার্চুয়াল বলতে বোঝাচ্ছি) ধরেই নিই তারা আমার দেশের ভবিষ্যত প্রকৃতিই হবে তৈরী আজকের এসব প্রজন্মের হাতে... তো একটা প্লাটফর্ম, আগে যেমন কবি সাহিত্যিক (স্রেফ উদাহরণ) রা বিভিন্ন জায়গায় বসত, তাদের মধ্যে ইন্টারেকশান ঘটত, যার প্রতিফলন তাদের কাজে উঠে আসত, চিন্তা বিনিময় হতো, এ শতাব্দীতে সেটা এমনসব ব্লগে উঠে এসেছে, নিজস্ব ওজন অনুযায়ী নিজের অবস্থান অনুযায়ী সম্পর্কের পাল্লাটা ঠিক রাখলে মনে হয়না কোন সমস্যা হতে পারে... দায়িত্বটা দু পক্ষের অবশ্যই... সে ছেলে বা মেয়ে....

যেটা আসলে বলতে চাই, আন্তরিক বা সত্য উচ্চারণ সহ পরিচয় না হলে ভার্চুয়াল বা্ বাস্তব সব জায়গাতেই যন্ত্রণা।। আমি ভাগ্যবান, যত জনের সাথে ( সংখ্যাটা বেশি না অবশ্য) সামু থেকে পরিচয় বাস্তবে, প্রত্যেকেই দারুণ মানুষ.....

মনেহয়না যা বলতে চেয়েছি, বলতে পেরেছি.... :(

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

ছাইরাছ হেলাল বলেছেন:
আপনি কি পরেছেন বা পারেননি সেটা আমার বিবেচনার
বিষয় নয় তবে আমি যা বোঝার তা মনে হয় বুঝতে পেরেছি ।
শুধু এটুকু বলছি , আমিও আপনার মতই ভাগ্যবানদের একজন ,
আমি অনেক অনেক প্রাণবন্ত ভাল মানুষদের পেয়েছি যা এখানে
না এলে পাওয়া হত না ।
যেখানে বা যখনই - কোন সম্পর্ক স্থাপিত হয় তা যেন হয়
সত্যি আন্তরিক , আমি এমন করেই ভাবি ।

আপনাকে দেখে ভাল লাগল ।
ধন্যবাদ ।

১০১| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন:
সম্পর্ক শব্দটি এমনই ধরুন প্রতিদিন হাটতে বের হলেন দেখা হল
কথা হল আর যে দিন সে নেই অনুভবে তাকে খুঁজছেন। কথা হল, কথা শেষে জেনে নিলেন সে অমুক দোকানে চপ্পল কিনতে যায়, অমুক মাছ কিনে আনে ঠাটারী বাজার থেকে। এভাবে দৈনিক তাকে জেনে নিতে থাকলেন। আর অভ্যস্ততা শাখা প্রশাখা মেলে গভীর হল। একটা সম্পর্ক এমনই বিনিময় হল কত কিছু - হতে পারে দু বছর এক সঙ্গে ঘুরলেও জিজ্ঞেস করতে ভুলে গেছেন আসল নাম।

অন্ধ ভিখিরি প্রতিদিন পাশের থালাধারীর সঙ্গে আলাপ করতে পারে, ফোনও একরকম অন্ধ বাক্যালাপ। মানুষের মন দৃষ্টির অগোচরে থাকা মানুষটিকে কাছে টানে। স্বপ্ন স্বপ্ন ভাবও বানায়। এখন যে মেসেঞ্জারে চ্যাট করে, বা সেলফোনে টেক্স্টিং সে ছাপা শব্দের ভিতর সম্পর্ক গড়ে তোলে।কোন রকম না জেনে বা দেখে, সাদাকালো বার্তার বিনিময় কি করে গভীর বন্ধুত্ব ও প্রেম গড়ে তোলে তা অবিশ্বাস্য।

সম্পর্ক বড় অদ্ভুত জিনিস। মায়াময়। সব সম্পর্কের মধ্যেই কিছু দুরত্ব থাকা ভাল । আবার সেই সেই দুরত্বকে ভাললাগে না। ভার্চুয়াল সম্পর্ক সাধারণ সম্পর্কের মতই সুন্দর, শুধু বিপদের মুহুর্তে কোন কাজে আসে না।

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৯

ছাইরাছ হেলাল বলেছেন:

"সম্পর্ক বড় অদ্ভুত জিনিস। মায়াময়। সব সম্পর্কের মধ্যেই কিছু দুরত্ব থাকা ভাল । আবার সেই সেই দুরত্বকে ভাললাগে না। ভার্চুয়াল সম্পর্ক সাধারণ সম্পর্কের মতই সুন্দর, শুধু বিপদের মুহুর্তে কোন কাজে
আসে না।"

আমার কথাগুলো এমন সুন্দর করে আপনার পক্ষেই বলা
সম্ভব।
আমি আন্তরিক সম্পর্কে বিশ্বাস করি বিশ্বাস রাখি ।
আপনাকে দেখে ভাল লাগল ।
অনেক ধন্যবাদ ।

১০২| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৬

অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই.....

এইসব সবসময়ই ভাবায়......



শুভকামনা প্রতিনিয়ত.....

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩১

ছাইরাছ হেলাল বলেছেন:

এত ভাবাভাবির কিছু নেই ।
আন্তরিকতাই শেষ কথা ,এর বেশি কিছু না ।
আপনি যে কই থাকেন ?
যেমন থাকুন যেথায় থাকুন ভাল থাকুন ।
ধন্যবাদ ।

১০৩| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫

রাজর্ষি....... বলেছেন: চিরকালীন বন্ধুত্ব বলে কিছু নেই । হয়তো তাই....

তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি জীবনের প্রতিটি ধাপে ধাপে বন্ধুত্বের সংজ্ঞা বদলায়।

আবার হঠাৎ করে অনেক দিনের ব্লগিয় বন্ধুরা জানা বা অজানা কারনে হারিয়ে যেতে পারে । যদি আপনি সঠিক মনোযোগী ও স্থির চিত্তের হন তাহলে যাদের হারাচ্ছেন বা নূতন করে পাচ্ছেন তা আপনি আগেই থেকেই বুঝতে পারবেন । এটি ব্লগীয় সম্পর্কের অত্যন্ত স্বাভাবিক দিক । এখানে চিরকালীন বন্ধুত্ব বলে কিছু নেই ।

এখনো ব্লগার হওয়াটা হয়ে উঠল না। হয়তো ইচ্ছা বা অনিচ্ছায়। শ্রীকান্তের একটা গান আছে আমি হারাতে জানি খুজে পেতে জানি না...আমি যোগ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি .... গানটা প্রায়ই শুনতাম এখন শোনা হয়ে ওঠেনা। আসলে জীবনের ব্যালেন্সশীট মেলাতে গেলেই যতো ঝামেলা। জানিনা আসলে আপনার পোস্টগুলো একটু বেশী গভীর এখন এই দুপুর বেলা আর ডুব দিনে পারবো না।

তবে একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী কিন্তু বলে গেছেন মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু সে জীবন ধারন করে একটি শৃঙ্খলের মধ্যে....

(সরি আমার মাথাটা একটু আউলা আছে এখন...কি লিখলাম :| :| )

৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

ছাইরাছ হেলাল বলেছেন:

বন্ধুত্বের সংজ্ঞা যতবার যেমন করেই বদলাক না কেন
প্রকৃত বন্ধু বন্ধুই ।
জীবন ধারনের শৃঙ্খলের মধ্যেই বন্ধুত্বের বন্ধুরা থাকে ।
আমারা তাদের নিয়েই পথ চলি আনন্দে এবং দুঃখেও ।
আমারও প্রিয় শ্রীকান্তের গানটি মনে করিয়ে দিলেন ।
এ লেখায় মাথা আউলানোর কিছুই নেই ।

অনেক দিন পরে দেখে ভাল লাগল ।
ধন্যবাদ ।

১০৪| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩১

রবিন মিলফোর্ড বলেছেন: ৩০ ও ৩৯ নং মন্তব্যের সাথে সহমত ।

ভার্চুয়াল লাইফে এমন কয়েকজন বন্ধু পেয়েছি যারা রিয়েল লাইফে এখন আমার অনেক অনেক ভাল বন্ধু । যদিও সেটা ফেসবুকে । তো ভার্চুয়াল লাইফে ওদের না পেলে আমি হয়ত সত্যিকারের ভাল কিছু বন্ধু হারাতাম যাদের সাথে এমনিতে দেখা হওয়ার কোন সম্ভবনা ছিল না ।

আসলে মানসিকতা টাই আসল বলে মনে হয় । যে খারাপ সে সবক্ষেত্রেই খারাপ । সেটা ভার্চুয়ালই হোক বা রিয়েল লাইফেই হোক না কেন ।

৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০০

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি ঠিকই বলেছেন ।
আসলে সঠিক বন্ধুত্বই আসল কথা সে আপনি যেভাবেই
পান না কেন ।
এখানে আমি অনেককেই পেয়েছি যা এখানে না এলে
হয়ত এমন হত না ।
ভাল থাকবেন অনেক ধন্যবাদ ।

১০৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৯

অজন্তা তাজরীন বলেছেন: অত্যন্ত সময়োপযোগী ও আধুনিক চিন্তাধারার একটি পর্যবেক্ষণ !! আমি লেখককে সাধুবাদ জানাই তার এইবিষয়বস্তু নির্বাচনে। আগেই এসে ভাল লাগাতে ক্লিক করে গেছি।
অনেক কিছুই বলার আছে এই বিষয়ে কিন্তু অনেকের মন্তব্যের সাথে আমার চিন্তার মিল থাকেতে বিষদভাবে আর লিখলাম না।

বাঘমামা বলেছেনঃ
পিসির সামনে আপনারা যারা বসে আছেন তাদের মন খারাপ বা ভালো এই বনেট বা ব্লগ করতে পারে, ১ লক্ষ ব্লগার সবাই রক্তে মাংসের।একটাও রোবোর্ট নেই,তবে যারা এর মাধ্যমে দিয়ে গড়া সম্পর্ক নিয়ে স্টুপিড গেম প্লে করতে ভালোবাসে তাদের কথা আলাদা, তারা বাস্তব জীবনেও এমন বলে মনে করি।

মতিউর রহমান সাগর বলেছেন:
, আমার কাছে সামু এবং ফেসবুকের একটা বিশাল পার্থক্য আছে ,


আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমস্যা সব খানেই থাকে, নিজেদের প্রয়োজনীয় সমাধান ওখান থেকেই বের করে নিতে হয়।


সহমত

৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২২

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি যাদের কথা বললেন - উনারা প্রত্যেকেই
উনাদের জায়গা থেকে সঠিক উপলব্ধি করেছেন বলে মনে করি ।
আমিও তাদের সাথে সহমত প্রকাশ করেই বলি সত্যিকারের
আন্তরিক সম্পর্কটি ই আসলে শেষ কথা , কোথায় কীভাবে হল
সেটি বিচার্য নয় ।
আর আমাদের সঠিক বিচারে আমরা মন্দটি এড়িয়েই সম্পর্কের
উন্নয়নে সক্ষম হব বলেই মনে করি ।

প্রশংসা আমার জন্য একটু বেশিই হয়ে গেল বলে মনে হচ্ছে ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ দিচ্ছি ।

১০৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: কি বলব বুঝতে পারছিনা। ধন্যবাদ নেন।
ভার্চুয়াল কারও সাথে খারাপ পরিস্থিতিতে কখনও আমাকে পড়তে হয়নি।

তবে লেখায় চিন্তার অনেক ব্যাপার আছে।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

ছাইরাছ হেলাল বলেছেন:

আসলে এখনও কোন খারাপ পরিস্থিতিতে
না পরলেও আমরা কখনও পরব না এমন নয় কিন্তু ।
আমাদের আন্তরিকতাই বন্ধু নির্বাচনে আমাদের
সাহায্য করবে ।

না না , তেমন চিন্তায় ফেলে দেয়ার মত কিছু নেই ।
ভাল থাকবেন অনেক ।

১০৭| ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০১

শত রুপা বলেছেন:
মাঝে মাঝে মনে হয়! কোনটা? যদি বলেন!

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২২

ছাইরাছ হেলাল বলেছেন:

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১০৮| ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৮

শাহেদ খান বলেছেন: আবারও এক স্ট্যাটাস অনুবাদ :


মূল লেখাটা:

When the blazing sun is gone,
When he nothing shines upon,
Then you show your little light,
Twinkle, twinkle, all the night.

(Twinkle twinkle : Jane Taylor)


আর আমি যা বানিয়ে ফেললাম:

জ্বলজ্বলে সূর্যটা যেই হারালো,
পৃথিবীতে নেমে এলো আঁধার কালো,
ঠিক সেইক্ষণে - ছোট ছোট বাতি হয়ে
মিটি মিটি তারা আকাশেতে চমকালো !

(শুধু ছন্দ মেলাতে আমি কবিতা'টা থার্ড পার্সনে নিয়ে গেলাম? কী যে করছি এসব ! যাই হোক, ক্ষণিকের কাজ... এ কাজ (অনুবাদ) না করতে পারলেই বাঁচি !)

৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫১

ছাইরাছ হেলাল বলেছেন:

যারা ইংরেজী টি জানে না বা হয়নি জানা তেমন করে
তাদের জন্য এ হ্যাপাটুকূ মেনে যে নিতেই হবে
ইচ্ছে বা অনিচ্ছায় ।

বাহ,
রুবাই এর মত হয়ে গেল যে ।
শাহেদ ভাল লেখে বলেই জানি ।

১০৯| ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৭

শাহেদ খান বলেছেন: 8-|

অনুবাদ এই সামান্য যা করলাম, তা থেকে আপনাকে আলাদা করতে পারিনা ! শুধু আপনার কথা রেখেই এইটুকু করা, কবি !

৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৩

ছাইরাছ হেলাল বলেছেন:

শাহেদ শাহেদের মতই বলে ।

১১০| ৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪

বাংলাদেশী সমাজ বিজ্ঞানী পল স্যাম বলেছেন: ইয়ে রিশতে কিয় কেহেলাতা হে.............

সম্পর্ক বিভিন্ন প্রকার
*সু-সম্পর্ক
*দু-সম্পর্ক
*বৈধ সম্পর্ক
*অবৈধ সম্পর্ক
*রাজনৈতিক সম্পর্ক
*অর্থনৈতিক সম্পর্ক.......................

আসলে সমাজে বাস করতে হলে সম্পর্ক করতেই হয়। আর এই ব্লগ ভাচুয়াল হলেও এটাও একটা সমাজের মতোই ব্লগের এডমিনর হলেন সরকার পক্ষ। আমরা জনগন....আর....

আপনার লিখাটা অত্যন্ত গভীর পর্যবেক্ষনের দাবীদার।

(সরি সেইফ হয়েই প্রথম কমেন্টে এতো কিছু বলা ঠিক না!)

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩১

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি তো ব্লগ ছেড়েই দিয়েছেন ।
সেফ হয়ে মনে রেখেছেন দেখে ভাল লাগল ।
হ্যা , আসলে আমাদের জীবনে সম্পর্কের মধ্য দিয়েই
যেতে হয় । এবং এই সম্পর্কগুলোর মাঝেই আমরা বেড়ে উঠি
বেঁচেও উঠি । তাই সকলের আন্তরিক সম্পর্কি আমাদের একান্ত
কাম্য ।
এটি কোন গভীর লেখা নয় তাই তেমন পর্যবেক্ষণেরও
আসলে তেমন কিছুই নেই ।
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ।

১১১| ৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৭

অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই.....

তারমানে নতুন কবিতাটা কালকেই পাচ্ছি নাকি.....


দেখি এইবার কি নিয়ে আসেন..... অপেক্ষায় থাকছি

শুভকামনা.......

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

না না ......
এবারে কবিতা লিখছি না ।
এই প্রথমবার ভুলে ভরা অন্য কিছু লেখার চেষ্টা
করছি , ভুল লেখা মেনে নেয়ার প্রস্তুতি নিন ।
আপনি অনিয়মিত হয়ে পরছেন দেখে ভাল লাগছে না ।

১১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সম্প্রতি পিকনিক নিয়ে ব্লগে যে লেখালেখির রাজনীতি হয়ে গেল তাতে করে অনেকেই ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২১

ছাইরাছ হেলাল বলেছেন:

বাবু ,ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখা ভাল , অনেক
সুরক্ষা আপনি পেতে পারেন । আবার সম্পর্কের এক পর্যায়ে
আরও আন্তরিক সম্পর্কের জন্য আপনি এর বাইরে বেরিয়ে
আসতে পারেন , এখানে সুচিন্তিত সিদ্ধান্ত আপনাকেই নিতে
হবে । এবং আপনি তা পারবেন ।
বাবুর মতামত পেয়ে ভাল লাগল ।

১১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০০

চর্যা পদ বলেছেন: নতুন লেখা কবে পাচ্ছি???
বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই ব্লগের মালিক নাকি রন্ধন শিল্পেও বেশ পারদর্শি! আর সাম্প্রতিক কালে তাকে রান্নার চর্চাটা বেশ ভালোভাবেই করতে হচ্ছে। কথাগুলোর সত্যতা কতখানি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

ছাইরাছ হেলাল বলেছেন:

হ্যা,
নূতন লেখা দিব , ভয়ে ভয়ে আছি ।
লেখক না হওয়ার যন্ত্রনা আপনারা বুঝবেন না ।

আপনি একটি ভূল সংবাদ পেয়েছেন ।
অতএব সংবাদটি ভুলে যাওয়ার অনুরোধ রাখছি ।

১১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম অতপর............

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

ছাইরাছ হেলাল বলেছেন:

অতপর...............
আপনিই বলে দিন।

১১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: ৬০ বানিয়ে গেলাম। ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

ছাইরাছ হেলাল বলেছেন:

অসংখ্য অসংখ ধন্যবাদ আপনাকে ।
প্রোপিক দেখে ভয় পাচ্ছি যে্‌...............

১১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৪

এইযেদুনিয়া বলেছেন: হুম, ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখাই ভাল। কষ্টকর হলেও এটাই সত্য।
+++++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৩

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি ঠিক বলেছেন -ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল রাখা ভাল ।
কিন্তু আমি তা না করেও অনেক ভাল আছি ।
মতামতের জন্য ধন্যবাদ দিচ্ছি ।

১১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮

রোকন রাইয়ান বলেছেন: বই মেলার দাওয়াত মামা...
যদিও আমার বাড়ি তে না, তারপরও তো কাছে..
বরঙ একদম নিকটে..
আসছেন তো!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৬

ছাইরাছ হেলাল বলেছেন:

২৫ তারিখে বই মেলাতে যাওয়ার ইচ্ছে আছে ,
আপনার বাড়ীর দাওয়াতটা পেলে আরও ভাল হয় ।
হা......হা.........

১১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৪১

আরিয়ানা বলেছেন: ভার্চুয়াআর রিয়েল লাইফ নিয়ে এত ভাবনা আমার নেই। আমি আমার পশুপাখির জীবন নিয়ে কোন লুকোচুরি ছারাই সাধারন থাকতে ভালবাসি :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি আপনার সাহসী ভাবনায় অবাক হচ্ছি না
আপনি এভাবে বলতেই পারেন , লুকোচুরি আপনি
করতে পারেন না যেহেতু এটা আপনার স্বভাববিরুদ্ধ ।
সাধুবাদ জানাচ্ছি আপনার মতামতকে ।
অনেক ধন্যবাদ ।

১১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৪

অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই.....

আপনার ''ভুলে ভরা অন্য কিছু ''- এর জন্য অপেক্ষায় আছি কিন্তু....
দেখি এইসব ভুলে ভরা জীবনের মাঝে আপনার কাছ থেকে কি আসে...

শুভকামনা....

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩০

ছাইরাছ হেলাল বলেছেন:

হতাশ হবেন নিশ্চিত.........
এমন কিছুই আসবে না
জেনেছি আমি তা বেশ আগেই

১২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৯

অদৃশ্য বলেছেন:
হতাশার মাঝেই যার জন্ম-মৃত্যু..... তার হতাশা গা সওয়া... বরং আশার আলোই তার ভেতরে উদ্বেগ সৃষ্টি করে....

যাই আসুক তাতেই অপেক্ষা.....

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৩

ছাইরাছ হেলাল বলেছেন:

আচ্ছা আচ্ছা
আমিও একটু অপেক্ষায়............।

১২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০৮

কালীদাস বলেছেন: আমি তারপরও ট্রানজিশনটার এগেইস্টেই বলব, ছাইরাছ হেলাল।৯৩ নাম্বার কমেন্টের কন্টিনিউয়েশনে আরো কয়েকটা কথা বলি, সিন্ডিকেট ব্লগিং (এবার ফিরে এসে এটা জানতে পারলাম ব্লগে =p~ ) বা সাইবার ক্রাইম এগুলোর শিকার আমিও হয়েছিলাম। ব্লগে হাতিঘোড়া মারার পর, যখন ফেস টু ফেস মারামারি করতে চাইল, ঠিকানা দিয়ে বলেছিলাম দয়া করে একবার আসতে। আসেনি।


এখন সিন্ডিকেট বলা হচ্ছে যেটাকে, এটাকে অন্য বিদেশি ব্লগগুলোতে কম্যুনিটি বলা হয় (হ্যাঁ, এক কম্যুনিটি ব্লগের ভেতরে আরেক কম্যুনিটি)। ম্যাক্সিমাম কম্যুনিটি হয় রেসিজমের বেসিসে। বাংলাদেশেই দেখলাম, আবেগ দিয়ে সিন্ডিকেট হতে। এত সূণ্ক্ষ ঘটনা থেকে যে কম্যুনিটি ফর্ম হতে পারে না দেখলে বিশ্বাস হত না। (আমি ল্যান্জাধারী ছাগুদের কথা বলছিনা, ওগুলারে ব্লগে আর দেখতে চাইনা):)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৬

ছাইরাছ হেলাল বলেছেন:

আমি কোন তার্কিক বা জ্ঞানী মানুষ নই , ব্লগে আপনার সব লেখা
(প্রায়) আমার মত করে মাথায় নিয়ে বলছি - আমি কী লিখছি তা থেকে
আমি কি লিখতে চাইছি (ভুল ভাল) সেটা আপনি বুঝতে পারছেন বলেই
আমার মনে হয় । আমার ভাল লাগছে । আর অন টপিকস আলোচনা
পিন পয়েন্টে আমার খুব - আবার বলি খুবই পছন্দ , যদিও আমার
সীমাবদ্ধতা অসীম টু দি পাওয়ার অনেক অনেক ।

জাতি হিসেবে আমারা আবেগ প্রবন , এটাকে আমি ভাল হিসেবে
ব্যবহার করে কম্যুনিটির মধ্যে কম্যুনিটি গড়ে তোলাকে আমি এই
মুহুর্তে মন্দ কিছু মনে করি না । যদি না সময়ে খারাপ কিছু বের হয়ে আসে , আপনি জানেন - আমারা কিন্তু সব সময়েই সমমনাদের নিয়েই
বলয় তৈরি করি বা তৈরি হয় । (ছাগু বাদ আমাদের আলচনায়) । তা এখানেও হতে পারে স্বাভাবিক ভাবেই , যেমন আমি আপনি আলোচনা
আসছি মত বিনিময় করছি এটিও একটি কম্যুনিটির মধ্যে কম্যুনিটি ।

আর আমরা কিন্তু সারাক্ষণ কোন না কোন প্রান্ত থেকে হুমকির
মধ্যেই থাকি -তা আমি না চাইলেও ।
অতএব আমি বা আপনি সেরা বীর না হয়েও এ গুলোর সামনে
দাঁড়ানো বা এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখি বা রাখতেই হয় ।

ব্লগে কিন্তু এই প্রথমবার এমন করে কথা বলার চেষ্টা করলাম যদিও
অপচেষ্টাও বলা যেতে পারে ।
মনের আনন্দে বলতে পারছি বলে মনে হচ্ছে ।

হ্যাঁ ,এবারে আপনার মন্তব্যটি পূর্ণ হল বলে মনে করছি ।
সত্যি বলছি - তখন একটু আমার ভাগে কম পড়েছে বলে মনে
হয়েছিল ।

ধন্যবাদ দিচ্ছি অনেক ।

১২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫

নষ্ট কবি বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগে আসলাম


:)

কেমন আছেন ???


জানেন আমি নাকি সিন্ডিকেট এর মামা ভাগ্নের সদস্য

কিন্তু সমস্যা হল

আমি এত দিন ধরে বিছানায় শুয়ে আছি অসুস্থ হয়ে
আমার মামা ভাগ্নে ভাইজান রা কেউ খবর নিল না
কেউ ফোণ করল না
তাইলে এই সিন্ডিকেট এর কি মানে?


এক্টাই মানে-
আমি আপনার লেখা ভাল লাগে বলেই মন্তব্য করি
অনুসারিত লিষ্ট ফলো করিনা বলেই আপনার লেখায় ও এত দিন আসিনাই
নাম দেখে ব্লগ পড়িনা বলেই অনেক পরিচিত জনের লেখায় কমেন্ট করা হয় না
এটা আপনি বেশ ভাল ভাবেই জানেন।

গতকালকের ঘটনার পর আমার মন মেজাজ খুব খারাপ। এই সিন্ডিকেট নিয়ে আপন মানুষ দের মাঝে মারামারি ভাল লাগছেনা ।


আপনি কবিতা লিখেন না কেন?
আপনার কবিতা মিস করছি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৪

ছাইরাছ হেলাল বলেছেন:

হা হা ,
সিন্ডিকেটকারীরা এমন করেই বলে -আমি সিন্ডিকেট করি না ।
আপনি এ সব লিখে মন্তব্য পান কি করে ? অবশ্যই আপনি
সিন্ডিকেট করন ।
আপনি অবশ্যই সিন্ডিকেট করেন কিন্তু আমার এখানে মন্তব্য করছেন না
নিশ্চিত আপনাকে কেউ বলে দিয়েছে ...............হা হা ...

আমি এখানে অনেককেই পছন্দ করি ...
কিন্তু নিজেদের মধ্যে এমন দেখলে ভাল বোধ করি না ।
চাই সব কিছুর অবসান ।
আনন্দ নিয়ে সবাই সবার সাথে থাকব এমন চাই ।

আমি আসলে কোন কিছুই লিখতে পারি না।
কবিতা তো নয় ই ।
আপনারা সবাই লেখেন -তাই অন্য কিছু লিখলাম ।
আপনার খোঁজ রাখি - পেয়ে যাই ।
অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবেন ।
ধন্যবাদ ।
সব সময় আমার লেখা পড়তে হবে এমন কিছু না ।
আমাকেও সিন্ডিকেটের অংশ করে নিন ............
আরও মন্তব্য দিন ............

১২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

ফারজুল আরেফিন বলেছেন: :( :( :(

ভার্চুয়াল মাল্টি অনেক জটিল চিজ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৬

ছাইরাছ হেলাল বলেছেন:

জটিলতা আমরা এড়িয়ে যেতে চেষ্টা করব ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.