![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার হাসির পেছনের বেদনার কথা কেউ জানে না
ভাবে আমি কত খুশি
কিন্তু খুশির পেছনে লুকিয়ে থাকা তিক্ততার কথা কেউ জানে না
আমি জানি না কতদিন আমি এইভাবে বাঁচতে পারব
জানি না কতদিন এই সুখী হওয়ার নাটক চালাতে পারব
একটি আশায় আজ ও দিন গুনি
কিন্তু যেদিন আশাটাও আর থাকবে না
হয়তো সেদিন
নিথিল শীতল রাত্রে হাজার তারার মাঝখানে আমিও হারিয়ে যাব।।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
ব্লগ পিপাসু বলেছেন: মাহমুদুর রহমান সুজন আপনাকে ধন্যবাদ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৪
ক্যপ্রিসিয়াস বলেছেন: পথে পথে চলতে চলতে একদিন হঠাত থেমে যাব..শ্রীকান্তের এ গানটা মনে পড়ছে..https://www.youtube.com/watch?v=lhcs-8MspUQ&feature=youtube_gdata_player
৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩০
বৃশ্চিক রাজ বলেছেন: আমিও মাঝে মাঝেই হারিয়ে যাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice go ahead.