![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লামা শফীর ‘খোলা চিঠি’ নিয়ে তোলপাড়
ডেস্ক রিপোর্ট : দেশের শীর্ষ আলেম, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) চেয়ারম্যান আল্লামা আহমদ শফী’র একটি খোলা চিঠি নিয়ে দেশব্যাপী ব্যাপক তোলপাড় চলছে। এতে নড়েচড়ে বসেছেন সারা দেশের আলেম-ওলামা ও দ্বীনদার মুসলমানরা। নতুন বার্তা
সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আল্লামা শফী’র ‘ইসলাম বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠুন’ শিরোনামের ওই খোলা চিঠিটি মঙ্গলবারের কয়েকটি দৈনিকের প্রথম পাতায় ছাপা হয়েছে। শাহবাগ আন্দোলনে ইসলামবিরোধী কর্মকাণ্ড, নিহত রাজীবসহ ব্লগারদের ইসলামবিরোধী ও আপত্তিকর ব্লগ, এই আন্দোলনে কাদিয়ানী সম্পৃক্ততা এসব বিষয় উল্লেখ করে দেশবাসী ও সরকারের কাছে তা প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।
হেফাজতের ইসলাম বাংলাদেশের নামে প্রচারিত ওই খোলা চিঠিতে অভিযোগ করা হয়, শাহবাগ আন্দোলনে ইসলামবিরোধী কর্মকাণ্ড হচ্ছে। অগ্নিপূজক ও পৌত্তলিকদের অনুকরণে মোমবাতি প্রজ্জ্বলন, মাইকে অনবরত গান-বাজনা, নারী-পুরুষ মিলে অশ্লীলতা, দাড়ি-টুপির অবমাননা, ইসলামি রাজনীতি নিষিদ্ধের দাবি এসবকে ইসলামবিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়।
খোলা চিঠিতে দাবি করা হয়, এই আন্দোলনের পেছনে মুসলিম নামধারী আহমদিয়া জামাত কাদিয়ানিদের সম্পৃক্ততা রয়েছে। একই মঞ্চে ঘাদানিক নেতা শাহরিয়ার কবির ও আহমদিয়া জামাতের নায়েবে আমির আব্দুল আউয়াল খান পাশাপাশি বসে অনুষ্ঠান করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারে কাদিয়ানীদের পক্ষো অংশ রয়েছে।
খোলা চিঠিতে কয়েকটি ব্লগের নাম উল্লেখ করে এসবে ইসলামবিরোধী ও কটূক্তিমূলক যেসব লেখা প্রকাশিত হয় তা উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
আল্লামা শফী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,‘সরকার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান সব আন্দোলনের প্রতি যেভাবে ব্যাপক সহানুভূতি প্রদর্শন করেছে অনুরূপভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘আল্লাহ, রাসুল, কোরআন, দাড়ি-টুপি, পর্দা-হিজাব প্রভৃতি ইসলামি প্রতীক অবমাননার মাধ্যমে বিরাজিত সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করে দেশে সা¤প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বাংলাদেশের বর্ষীয়ান ও শীর্ষ এই আলেম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শাহবাগকেন্দ্রিক আন্দোলনকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার না করে, বিশেষ কোনো দল/গোষ্ঠীর পক্ষে-বিপক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সরলীকরণে না গিয়ে, এর অন্তর্নিহিত রূপ ও চরিত্র অনুধাবন করুন। শাহবাগ চত্বরের কথিত জাগরণ মঞ্চের বিগত দুই সপ্তাহের কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণে পরিষ্কার হয়ে গেছে-এটা মোটেও স্বাধীনতার পক্ষে-বিপক্ষের লড়াই নয়। তাই দলমতের ঊর্ধ্বে উঠে নিজের ঈমান, আকিদা-বিশ্বাস ও ইসলামের প্রতীকসমূহের সংরক্ষণের পক্ষে সোচ্চার ও জোরালো ভূমিকা রাখুন।’
উল্লেখ্য, শাহবাগ আন্দোলনের ব্যাপারে প্রথম থেকে মুখ না খুললেও ব্লগার রাজীব হত্যার পর তার ইসলামবিদ্বেষী ব্লগের কথা প্রচার হওয়ায় সারা দেশের কওমি মাদরাসার আলেম-ওলামা নড়েচড়ে বসেছেন। যুদ্ধাপরাধের বিচারের পক্ষে-বিপক্ষে কিছু না বললেও ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠছেন আলেমরা।
আমাদের সময়
স্থানীয় সময় : ১৪৫০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৩
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
সজিব ইসলাম বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
নিষ্কর্মা বলেছেন:
শাহবাগ কোন ধর্মী আন্দোলন না, যেটা জামাত বলতে চাইছে। এইটা রাজনৈতিক আন্দোলনও না, যেটা রাজাকাররা বলতে চাইছে। এইটা সাধারণ জনগনের আন্দোলন, যারা যুদ্ধাপরাধীদের ব্যাপারে সোচ্চার হয়েছে।
জনগণের মতকে শ্রদ্ধা করুন। জোর করে চাপিয়ে দিয়ে কিছু করতে গেলে এখন যে ৩-৪ শতাংশ সাপোর্টা আছে, তাও চলে যাবে হাত ফস্কে। আর তারচেয়েও বড় ক্ষতি হবে আপানাদের ব্রাঞ্চ বিম্পি-র।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
সজিব ইসলাম বলেছেন: নাস্তিক ও কাদিয়ানীগোরে সরাইয়া রাখেন তবে কইয়েন যে সাধারন।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘শাহবাগকেন্দ্রিক আন্দোলনকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার না করে, বিশেষ কোনো দল/গোষ্ঠীর পক্ষে-বিপক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সরলীকরণে না গিয়ে, এর অন্তর্নিহিত রূপ ও চরিত্র অনুধাবন করুন। শাহবাগ চত্বরের কথিত জাগরণ মঞ্চের বিগত দুই সপ্তাহের কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণে পরিষ্কার হয়ে গেছে-এটা মোটেও স্বাধীনতার পক্ষে-বিপক্ষের লড়াই নয়। তাই দলমতের ঊর্ধ্বে উঠে নিজের ঈমান, আকিদা-বিশ্বাস ও ইসলামের প্রতীকসমূহের সংরক্ষণের পক্ষে সোচ্চার ও জোরালো ভূমিকা রাখুন।’
তিনারা তো সুশীল- ঈদের জামাতে মৌলবাদের গন্ধ খুজে পান!
কিন্তু পূজায় গেলে আহলাদে গদগদ হয়ে অসম্প্রাদায়িকতার গুনগুন করেন!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
সজিব ইসলাম বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
যাযাবরমন বলেছেন: জামায়াত নিষিদ্ধ হোক Click This Link
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
সিকদার বলেছেন: সহমত। জামাত শিবির রাজাকার নিধনের নামে দেওয়ানবাগী ও রাজারবাগীর পর এখন শাহবাগীরা নেমেছে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য । তাইতো নাস্তিকের জানাজা পড়ে বিনা অজুতে । তাদের রাজাকার বিরোধী আন্দোলনে কাফের কাদিয়ানীরা সাহচর্য দেয় । রাত নাই দিন নাই নামাযের সময় পর্যন্ত গান বাজনা বাজে । এই দেশ নাস্তিকদেরও না এই দেশ রাজাকারদের হওয়ারত প্রশ্নই আসে না এই দেশের ৮০% মুসলমানের দেশ । তাই শাহবাগীরা ইসলাম ধর্মের প্রতিক গুলিকে রাজাকারের নামে কটাক্ষ না করলেই সাধারন জনগনের সমর্থন পাবে বলে মনে করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
সজিব ইসলাম বলেছেন: সব বাগীর মাথা এক পরিচালিত হয় এক জায়গা থেকে এরা সংখ্যায় খুব কম কিন্তু হুংকার দিয়ে বেঁচে থাকে।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ডাইনোসর বলেছেন: জামাত নিষিদ্ধ হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
সজিব ইসলাম বলেছেন: হোক।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
নায়করাজ বলেছেন: কোন কোন পত্রিকায় ছাপা হইছে ? লিংক দেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
সজিব ইসলাম বলেছেন: ক্যান আপনি জেলে থাকেন না বিদেশ থাকেন?
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ShusthoChinta বলেছেন: ইদানিং একটা জিনিস লক্ষ করছি,জামাত ইসলামের বাইরে অন্যান্য ইসলামিক দল আর সংগঠনের আলেমদের ওলামাদের বক্তব্য এবং কর্মকান্ড অনেক ধীরস্থির,গঠনমূলক এবং দৃষ্টিআকর্ষণের উপযোগি হয়ে উঠেছে। এটা একটা ইতিবাচক দিক,ইসলামি রাজনীতি নিয়ে আশাবাদী হওয়া যায়। এখন এটা সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া দরকার যে,ইসলামি রাজনীতি বলতেই জামাতি রাজনীতি নয়!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
সজিব ইসলাম বলেছেন: সেটা বুঝাতে হলে আপনাকে ইসলাম সম্পর্কে অনেক পড়া লিখা করতে হবে। তাও ভালো।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মারসেনারি বলেছেন: ভাই আমি কউমি মাদ্রাসার ছাত্র ছিলাম এক কালে, আহমদ সফি সাহেব যা বলেছেন তা ইসলাম রক্ষার জন্য বলেছেন, তবে জামাতি কুত্তার বাচ্চাদের খুশী হওয়ার কিছু নাই, সময় হলে মারদুদির যত গেলমান আছে সবাইকে গন** দেওয়া হবে এই আল্লামা সফি সাহেবের পক্ষ থেকে, জামাতের প্রধান শত্রু আওয়ামেলিগ না আমরা যারা কউমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তারা, খেয়াল কইরা বাবাজান
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
সজিব ইসলাম বলেছেন: আল্লামা সফি সাহেবের কথা মত কাজ করলেই হবে।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
সাদা কলো বলেছেন: আলেম মানুষ ত একটু বেশি বুঝছেন। শাহবাগ যদি ইসলাম বিরোধীদের , ইসলামের বিরুদ্ধে আন্দোলন হয় তাহলে শোলাকিয়ার ইমাম সাহেব কিভাবে একাত্ততা ঘোষণা করেন? নাকি শোলাকিয়ার ইমামও ইসলামের বিরুদ্ধে।? হায় হায় তাহলে কি প্রতি বছর এত গুলা মানুষ কার পিছনে ঈদের নামাজ আদায় করেন? দাঁড়ি - টুপি ওয়ালা যখন ৭১'এ ধর্ষণ করে , তখন কি ইসলামের অবমাননা হয় না?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
সজিব ইসলাম বলেছেন: বড় পরিতাপের বিষয় আল্লামা সফির সাথে আপনি ফরিদেরে মিলাইলেন, ওরে বলেন না আল্লামা সফির মতো একটা ডাক দিতে কয়জন লোক তার কথা সুনে দেখেন।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
নিয়েল ( হিমু ) বলেছেন: এই বেকুব গুলারে কে বুঝাবে । হায় পরিতাপ । কৈ থিকা একটা চিঠি দিয়া শেষ । ছাতার মাথা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
সজিব ইসলাম বলেছেন: আরে ভাই শেষ না সুরু।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
নিয়েল ( হিমু ) বলেছেন:
মুসলমানের বাইচ্চা আমরা আল্লাহ রসুল শিখাইছ না ।
"লাল মিয়া"
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
হাঁড় = ঘাঁড় বলেছেন: সাদা কলো বলেছেন: আলেম মানুষ ত একটু বেশি বুঝছেন। শাহবাগ যদি ইসলাম বিরোধীদের , ইসলামের বিরুদ্ধে আন্দোলন হয় তাহলে শোলাকিয়ার ইমাম সাহেব কিভাবে একাত্ততা ঘোষণা করেন? নাকি শোলাকিয়ার ইমামও ইসলামের বিরুদ্ধে।? হায় হায় তাহলে কি প্রতি বছর এত গুলা মানুষ কার পিছনে ঈদের নামাজ আদায় করেন?
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ShusthoChinta বলেছেন: শোলাকিয়ার ইমাম তো আওয়ামিলীগের ধর্মীয় অঙ্গ সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতা,ওলামা লীগের মতোই একটা সংগঠন এটা। এই লোককে জেএমবির সিরিজ বোমা হামলার পর র্যাব গ্রেফতার করেছিল,অনেকদিন সে জেলেও ছিল! খুব খেয়াল কৈরা,শোলাকিয়ার ইমাম হলেই যে ফেরেস্তা হয়ে যাবে তা কিন্তু না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
সজিব ইসলাম বলেছেন: সহমত
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
কায়েস_ বলেছেন: মারসেনারি বলেছেন: ভাই আমি কউমি মাদ্রাসার ছাত্র ছিলাম এক কালে, আহমদ সফি সাহেব যা বলেছেন তা ইসলাম রক্ষার জন্য বলেছেন, তবে জামাতি কুত্তার বাচ্চাদের খুশী হওয়ার কিছু নাই, সময় হলে মারদুদির যত গেলমান আছে সবাইকে গন** দেওয়া হবে এই আল্লামা সফি সাহেবের পক্ষ থেকে, জামাতের প্রধান শত্রু আওয়ামেলিগ না আমরা যারা কউমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তারা, খেয়াল কইরা বাবাজান
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
চিন্তায় আছি বলেছেন: কথা গুলো সত্য, এই ব্যাপারে সরকার সচেতন না হলে চরম ভুল করবে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
সজিব ইসলাম বলেছেন: সরকারতো সচেতন, দেখেননা নাস্তিকের পক্ষ নিয়ে সংসদে কিভাবে আলোচনা হয়।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
JINDA SAHJALAL বলেছেন: নাস্তিক একটা মরে গোটা মুসলমানদেরকে সজাগ করে দিয়েছে।এখন সকল নাস্তিকদের ফাসি চাই।যে সমস্ত ব্লগ নাস্তিকদের সহায়াতা করছে তাদেরও বিচার চাই।