![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৈনিক প্রথম আলো : ০৬/০৩/২০১৩
বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার শহীদ মিনার ভাঙচুরের সময় ছাত্ররা শেরপুর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান টিপুকে আটক করেছে। জানা যায়, গতকাল বিকাল ৩ টায় শেরপুর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান টিপুসহ তিন যুবলীগ কর্মি একটি মোটর সাইকেলে করে শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার ভেতরে প্রবেশ করে। তারা শহীদমিনার ভাঙা শুরু করলে ছাত্ররা ধাওয়া করে। দুজন মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেলেও তারা টিপুকে ধরে ফেলে। থানায় খবর দেওয়ার পর পুলিশ তাকে আটক করে। শেরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক জানান, টিপু একজন মানসিক রোগী। প্রতি বছরই সে মানসিক রোগে আক্রান্ত হয়। গতকাল সে পাগলামি করে শহীদ মিনারে কয়েকটি নাটবল্টু খুলেছে। শহীদ মিনার ভাঙেনি। মাদরাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা টিপুকে ধরে পুলিশে দিয়েছে। বর্তমান সরকারের আমলে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
দৈনিক প্রথম আলো : ০৬/০৩/২০১৩
বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার শহীদ মিনার ভাঙচুরের সময় ছাত্ররা শেরপুর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান টিপুকে আটক করেছে। জানা যায়, গতকাল বিকাল ৩ টায় শেরপুর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান টিপুসহ তিন যুবলীগ কর্মি একটি মোটর সাইকেলে করে শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার ভেতরে প্রবেশ করে। তারা শহীদমিনার ভাঙা শুরু করলে ছাত্ররা ধাওয়া করে। দুজন মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেলেও তারা টিপুকে ধরে ফেলে। থানায় খবর দেওয়ার পর পুলিশ তাকে আটক করে। শেরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক জানান, টিপু একজন মানসিক রোগী। প্রতি বছরই সে মানসিক রোগে আক্রান্ত হয়। গতকাল সে পাগলামি করে শহীদ মিনারে কয়েকটি নাটবল্টু খুলেছে। শহীদ মিনার ভাঙেনি। মাদরাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা টিপুকে ধরে পুলিশে দিয়েছে। বর্তমান সরকারের আমলে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
সজিব ইসলাম বলেছেন: সহমত
২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
গেস্টাপো বলেছেন: আ তে আমি
আমি ভালো মানুষ আমি ভালো মানুষ
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
সজিব ইসলাম বলেছেন: সন্দেহ আছে।
৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
স্বপ্ন অপূর্ণ বলেছেন: শেরপুরে শহীদ মিনার ভাঙচুরের সময় জনতার হাতে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ
কিছু দিন আগে চট্টগ্রাম নগরীতে সিএনজি ভর্তি কিরিচ, দা,
আগ্নেয়াস্ত্রসহ ৫ জন কে শিবির
মনে করে পুলিশে ধরার পর দেখা গেল ওরা ছাত্রলীগ। অল্প
কিছুক্ষনের মধ্যে তাদরেকে ‘কসাই’
ঘোষনা দিয়ে ছেড়ে দেয়া হয়।
... আবার মঙ্গলবার শহিদ মিনার ভাঙ্গার সময়
হাতে নাতে গ্রেপ্তারকৃত যুবলীগনেতাকে ‘পাগল’ বানানোর
আয়োজন চলছে বলে শুনলাম। সত্যি বড় বিচিত্র এক
দেশে বাস করছি আমরা।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
সজিব ইসলাম বলেছেন: আসলেইতো ওরা কসাই।
৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০০
একরামুল হায়দার বলেছেন: আমার একটা বেক্তিগত বেক্ষা >> আলীয়া মাদ্রাসা যদি জামাত অধুষিত হয় তবে ওখানে শহীদ মিনার থাকার বেপারটা এমন যে বিধর্মী ঘরের উপাশানলয় এর মধ্যে একটা ধর্মের কিতাব, এজন্য হয়তো বেচারা পাগল এটা সহ্য করতে পারেনি ঃ হায়রে পাগল
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
সজিব ইসলাম বলেছেন: যুবলীগ পাগলার ঈমান বড় সক্ত।
৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
নায়করাজ বলেছেন: শহীদ মিনারে যেই হামলা চালাবে - তার কোন রাজনৈতিক পরিচয় দরকার নাই - সেই শালা দেশদ্রোহী। সেই শুয়োরের বাচ্চাকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে পচানো হোক।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
সজিব ইসলাম বলেছেন: ক্যান নিজের গায়ে লাগে বলে। গোপন কুকর্ম ফাঁস হয়ে গেলে সবাই একথাই বলে।
৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯
হুলামামা২৭৫ বলেছেন: পরিস্থিতি এমন যে, নিজের বমি নিজের খাইতে মন চায়।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০
সজিব ইসলাম বলেছেন: নিজে না খাইয়া যু লীগের ঐ নেতারে খাওয়ান।
৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
রাজ হাসান বলেছেন: কোন ভাই যেন সামুতে বলেছিল প্রথম আলোতে নাকি এই নিউজ আসলে সে তার কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দেবে,সেই ভাই আজ কুথি?
কিছু মনে কইরেন না একটু খানি ......................
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১
সজিব ইসলাম বলেছেন: এত খুশির কিছু নাই কারন তারা এটা লিড নিউজ করে নাই ছোট্ট করে চাপিয়েছে যাতে চোখে না পড়ে। যু লীগ না করে অন্য কেউ করলে তারা লিখতো " জাতীর অস্তিত্ত আজ হুমকির মুখে শহীদ মিনার খামছে ধরেছে হায়েনার দল" প্রথম আলোর কাছে তো মানুষের ছেয়ে গাছের প্রানের মুল্য অনেক বেশি প্রথম আলো এখন আওয়ামী আলো।
৮| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
আহলান বলেছেন: এখন প্রথমআলো আমারদেশ এর মতোই খারাপ পত্রিকা হয়ে যাবে .... কি বিচিত্র আমাদের বিবেক, জ্ঞান বুদ্ধি ....
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০
সজিব ইসলাম বলেছেন: প্রথম প্রকাশ করেছে একুশে টিভি। সাহবাগী প্রজম্মের বুদ্দি প্রতিবন্দি কোন চ্যানেল তা প্রকাশ করে নাই। ধন্যবাদ দিলে একুশে টিভিকেই দিতে হবে।
৯| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মাদ্রাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা টিপুকে ধরে পুলিশে দিয়েছ?
জামায়াত-শিবির তাকে ধরে পুলিশে দিল?
যে জামায়াত-শিবির তার আগের দিন পুলিশ মাইরা তান্ডোব চালাইল!
এখন সুবোধ বালকের মত একজনকে পুলিশের হাতে তুলে দিল!
পুলিশ তাদের বন্ধু হয়েগেল?
এইসব আবর্জনা নিয়ে আবার পত্রিকায় লিখে?
দিন দুপুরে সাদা চক্রান্ত!
জামাতিদের সাদা করার জন্য কত না কষ্ট!
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
সজিব ইসলাম বলেছেন: হায়রে অন্ধ ও বধির।
১০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
samolbangla09 বলেছেন: হ, ঠিকই তো টিপু মানষিক রোগী.............
১১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
শাহেদ চট্রগ্রাম বলেছেন: নায়করাজ বলেছেন: শহীদ মিনারে যেই হামলা চালাবে - তার কোন রাজনৈতিক পরিচয় দরকার নাই - সেই শালা দেশদ্রোহী। সেই শুয়োরের বাচ্চাকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে পচানো হোক।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
আলাউদ্দীন বলেছেন: প-তে প্রথম আলো তুই রাজাকার তুই রাজাকার