নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব ইসলাম

লিখার মতো কিছুই নেই

সজিব ইসলাম › বিস্তারিত পোস্টঃ

১২টি কিনেছি আরো দেখছি!!!!!!!!!

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

সকাল তখন ৯টা, চ্যানেল নাইনে খবর চলছে, হঠাত দেখি গুলশানের পিংক সিটির ঈদের মার্কেটিং দেখাচ্ছে, মার্কেটে ঘুরা অবস্থায় এক সুন্দুরী ললনাকে রিপোর্টার প্রস্ন করলেন কি মার্কেটিং করলেন? ললনাটি একটি মধুর মিস্টি হাসি দিয়ে বলল ১২টি ড্রেস কিনেছি আরো পছন্দ হয় কিনা দেখছি। আমার চোট্ট মেয়ে প্রশ্ন করে আব্বু এরা কি বাংলাদেশে থাকে ও এত জামা একসাথে কি করবে, আমি ওর প্রস্নের কোন উত্তর দিতে পারি নাই। কারন ললনাটির কথা সুনে আমারত তক্তা লাইগ্যা গেচে ভাই, আমরা যারা নিন্ম মধ্যবিত্ব নিজেদের বাদ দিয়ে গাওছিয়া মার্কেট থেকে পরিবারের অন্য সবাইকে ১টি করে জামা দিতে হিমসিম খেতে হয় তাদের প্রতি ইহা কি একটি উপহাস নয়?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

তন্ময় চক্রবর্তী বলেছেন: চরম উপহাস। আজ হয়তো নয়, কাল হয়তোবা আপনার পিচ্চিটাও একটার জায়গায় দুইটা-তিনটা আবদার করে বসবে। এমনটা হোক তা চাই না, তবে এভাবেই তো ভূত ছড়াতে থাকে। ছোট মনগুলো বুঝতে চায় না, তাদেরই বা দোষ কী...

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৪

সজিব ইসলাম বলেছেন: আপনার সাথে একমত। এই ভুতকি তাড়ানো যাই না? কমেন্ট করার ধন্যবাদ।

২| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৭

মাটি আমার মা বলেছেন: হয়তো ঠিক ঐ মার্কেটের বাহিরেই একটি অনাথ শিশু হাত পেতে বসে আছে দু মুঠো ভাতের আশায়। মানবতার কি নির্মম পরিহাস।

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৭

সজিব ইসলাম বলেছেন: আপনার কথাটি আরো মর্মান্তিক। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।

৩| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

নিজাম বলেছেন: এক শ্রেণীর লোকের কাছে ১০-১৫টি ড্রেস কোন ব্যাপার না। আবার এক শ্রেণীর লোকের জন্য একটি জোগাড় করাও কষ্টসাধ্য। এটাই বাস্তবতা।

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

সজিব ইসলাম বলেছেন: এটা বাস্তবতা হতে পারে না। এটা অবশ্যই অবাস্তবতা।

৪| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭

তিক্তভাষী বলেছেন: ওদের আচরণ আমাদের প্রতি উপহাস মনে হয়। আবার আমাদের আচরণ (সমালোচনার কথা বলছি) ওদের কাছে হিংসুটেপনা মনে হতে পারে। মুদ্রার দুটি পিঠের মতো ব্যাপার আরকি! :(

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪

সজিব ইসলাম বলেছেন: হয়তোবা..

৫| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০০

তারা চাঁন বলেছেন: আরে ভাই ক্যামেরার সামনে সবাই পাট লয়। সে ১৪ সদস্য বিশিষ্ট পরিবারের ১০ জনের ড্রেস কিনছে। বাকি আরও ৪ টা ড্রেস কিনবে। সিম্পল.।.।.।.।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০০

সজিব ইসলাম বলেছেন: হয়তো আপনার কথা ঠিক। কিন্তু তাকে দেখে মনে হয় না যে তিনি ১৪টি বাচ্ছা কাচ্ছার মা বা ১৪জনের দায়িত্ব তার কাঁদে।

৬| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

হেডস্যার বলেছেন:
তারা চাঁন বলেছেন: আরে ভাই ক্যামেরার সামনে সবাই পাট লয়। সে ১৪ সদস্য বিশিষ্ট পরিবারের ১০ জনের ড্রেস কিনছে। বাকি আরও ৪ টা ড্রেস কিনবে। সিম্পল.।.।.।.।


হোয়াট এ লজিক... =p~

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

সজিব ইসলাম বলেছেন: হেডস্যারকে ধন্যবাদ, হেডস্যারের জবাবও হেডস্যারের মতো।

৭| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৬

রাজিব বলেছেন: ১২টি ড্রেস যদি বাংলাদেশে তৈরি হয়ে থাকে তাহলে এ ললনাটির প্রতি আমার স্যালুট রইলো। পোশাক একটি উৎপাদনশীল খাত এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকের কর্মসংস্থান হয় এ খাতে। হয়তো ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা নিয়েই এ মেয়েটি ১২ টি ড্রেস কিনছে কিন্তু তারপরও যদি দেশি পোশাক কেনে তার সুফল আমাদের অর্থনীতি পাবে।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

সজিব ইসলাম বলেছেন: ভাই আপনার কি মনে হয় গুলশান পিংকসিটি থেকে ঐ ললনাটি দেশি ড্রেস কিনবে?

৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

মহান অতন্দ্র বলেছেন: জামা নিয়ে বাতিক আমারও এক- আধটু আছে । সব মেয়েরই থাকে হয়ত । তবে এই মেয়েগুলোই অসুস্থই বটে ।

বারোটি জামা কবে কখন পরবে ভাবতে যেয়েই তো পুরাটা দিন নষ্ট ।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হেডস্যার বলেছেন:

তারা চাঁন বলেছেন: আরে ভাই ক্যামেরার সামনে সবাই পাট লয়। সে ১৪ সদস্য বিশিষ্ট পরিবারের ১০ জনের ড্রেস কিনছে। বাকি আরও ৪ টা ড্রেস কিনবে। সিম্পল.।.।.।.।





হোয়াট এ লজিক...
!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.