নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

বল্গার রাজীবের জঘন্য লেখাগুলো কোথায়.....!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

বল্গার রাজীবে কে নিয়ে গত ১৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত দৈনিক ইনকিলাবে রাজীবের লেখার শিরোনামে যে লেখা প্রকাশিত হয়েছে। আমি তা পড়ে রাজীবকে ভীষণ গালি গালাজ করেছি। আল্লাহ ও রসূলকে নিয়ে যেসব অশ্রাব্য ও কুরুচিপূর্ণ যুক্তিহীন- ভিত্তিহীন লেখা দেখালাম তা দেখে মেজাজ বিগরে গিয়িছিল।সে লেখা পড়ে প্রতিটি আস্তিক নাস্তিক মানুষের মেজাজ বিগরে না যেয়ে পারে না। তাই কৌতূহোলবশত আজকে সরাসরি সে লেখা দেখার জন্য সামুতে থাবা_বাবা নিক খঁজে বের করে তার প্রায় সবগুলো লেখা পড়লাম। কিন্তু কোথাও ইনকিলামে প্রকাশিত লেখার খোঁজ পেলাম না। এর মানে কি ...! সেসব বাজে লেখা তাহলে কে লিখেছে...? রাজীব নাকি রাজীবের শত্রু জামায়ত-শিবিররা ..? রাজিব নাস্তিক সেটা বিশ্বাস করি কিন্তু তার লেখার নামে যে জঘন্যতা প্রচার করা হচ্ছে তার বিশ্বাস তো আমরা করতে পারি না । এর কোন যথার্থ প্রমাণ আমি খুঁজে পায় নি। কারো কাছে যদি রাজিবের সেই ধরনের লেখার লিঙ্ক থেকে থাকে তা দিলে কৃতার্থ হবো। তাহলে নিজে পড়ে দেখে বুঝতে পারব আসল ঘটনা কি...?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

নীলপথিক বলেছেন: লেখাগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। আমি এই লিংক দিলাম Click This Link
এই পোস্টের ৭ নম্বর মন্তব্য দেখুন। থাবা বাবার নীচতা দেখতে পাবেন নিজের চোখেই। কথা হলো রাজিব যাই হোক, আন্দোলন চলবেই। রাজাকারদের ফাঁসি চাই। দাবী একটাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

সজিব তৌহিদ বলেছেন: কথা হলো রাজিব যাই হোক, আন্দোলন চলবেই। রাজাকারদের ফাঁসি চাই। দাবী একটাই। আর কিছু নাই...

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: I have but I don't want to spread those.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

সজিব তৌহিদ বলেছেন: সত্য জানতে দোষের কিছু নাই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: থাবার ফেইসবুক প্রোফাইলের পাবলিক পোস্ট গুলো স্ক্রল ডাউন করে পড়ুন, নিজেই বুঝতে পারবেন।

এখানে দেখুন।

এটাও দেখুন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

হারকিউলিস রিটার্নড বলেছেন: Click This Link

Click This Link

Click This Link

Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link


Click This Link

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

সজিব তৌহিদ বলেছেন: ভাই লিঙ্কগুলো দেখলাম। এগুলো কি সত্যিই থাবা বাবার আইডি থেকে লেখা নাকি। অন্য কারো আইডি থেকে লেখা থার প্রমাণ কি...?

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: থাবা বাবার প্রোফাইল চেক করে এবং ফ্রেন্ড লিস্ট এ যাদের উপস্থিতি আছে তাতে আমি মোটামুটি কনফার্ম এটা থাবা বাবার আসল ফেইসবুক আইডি...

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

ভুল উচ্ছাস বলেছেন: ঐ মিয়া আপনার সমস্যা কি? থাবা বাবা কি লিখছে না লিখছে তার সাথে কিসের কি রিলেশন আছে? এইটা কোন প্রসঙ্গ হতে পারে না। উনি ধর্ম মানে না এইটা উনার রাইট। উনি নাস্তিক এইটা উনার যৌক্তিক বিশ্বাস। তাতে আপনার কোন সমস্যা? এইসব উনি লিখে নাই, অন্য কেউ লিখছে এই সব ধানাই পানাই কিসের জন্য?
সমস্যা থাকলে মুড়ি খাও যাইয়া।
উনি আন্দোলনের সাথে ছিলো, উনি রাজাকারের ফাঁসীর দাবিতে ছিলো আর তাই উনি আমাদের একজন সহযোদ্ধা তাতে কোন সমস্যা?
ব্যাটা ছাগল কুনহাঙ্কার। ছাগুদের মতো কথা বলা কই পাইছত? ছাগুরাও এভাবে বলে আমরা বিশ্বাস করি না আমাদের নেতারা রাজকার। ব্যাটা এই রাজিব লিখছে কিন্তু কোন মানুষরে ধরে তো আর খুন করে না, কাউরে ধরে তো রেপ করে না, কারো তো কোন ক্ষতি করে নাই। উনি যা লিখছে সেটার জন্যে উনাকে শাস্তি দেয়ার জন্যে আল্লাহ আছেন। যার টা সেই বিচার করে নিতে পারবেন। তাতে কোন সমস্যা?
এই টপিক এখানেই বাদ, নইলে তোকে রিভার্স খেলা ছাগু হিসেবে গদাম দেয়া হইবেক।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

সজিব তৌহিদ বলেছেন: বেটা বখাটের মত থ্রেট দিতে খুব ভালো লাগে।

৮| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ক্ষুদ্রছাপ বলেছেন: এইখানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.