নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজিব নাস্তিক বুঝলাম ; তাই বলে…

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬



ব্লগার রাজিব হায়দার এখন টক অব দি টাইমে পরিণত হয়েছেন।তার ফেসবুক প্রফাইলে নানা ধরনে ধর্ম, নবী-রাসুল ও সৃষ্টিকর্তা বিরোধী লেখা দেখলাম। কিন্তু ব্লগে ১০ লেখার মধ্যে একটিও খারাপ লেখা খুঁজে পায় নি। ফেবুর সে লেখা দেখে যে কোন সুস্থ সবল মানুষ রাজিবকে বকাঝকা করতে তিলার্ধ কুণ্ঠাবোধ করবেন না এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে সে লেখা কি সত্যিই রাজীবের নাকি তার কোন শত্রুর ফেক আইডি থেকে লেখা । যদি তা সত্যিই হয়ে থাকে তাই বলে তো আমরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে বিচার করতে পারি না । যেভাবে বিশ্বজিতকে কুপিয়ে বিচার করা হয়েছে।

সৃষ্টির আদিকাল থেকে মত ছিল মত পার্থক্যও ছিল।অন্যায় করলে বিচার ব্যবস্থাও ছিল।ধর্ম মানা না মানা, আস্তিকতা নাস্তিকতা মানুষের ব্যক্তিক বিষয়।তাকে হিদায়ত করার দায়িত্ব বিশেষ কোন গোষ্ঠী বা রাজনীতিক দলকে তো দেয়া হয়নি।তারা কেন স্বপ্রণোদিত হয়ে রাজীব কে নসিহত করতে এসছিলেন…? ‘এক লোককে বলতে শুনলাম রাজিব নাস্তিক তার উপযুক্ত বিচার আল্লাহ করছে।’ আসলে বিচার তো আল্লাহ করে নাই বিচার করছে তারা।যারা শাহবাগের আন্দোলনের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করছে, রাজনীতি করছে।ধর্মের স্লোগান দিয়ে অতি সাধারণ মানুষকে যুগে যুগে কালে বোকা বানাচ্ছে, প্রতারিত করছে।এই সব ভণ্ড মানুষদের কি বিচার হবে না…? সৃষ্টি কর্তা তুমি কি কিছু দেখ না…? নাকি দেখে দেখে মজা পাচ্ছো ..?



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

মোঃ শাব্বির আহমাদ বলেছেন: ভাই, অফ যান। আমি নিজে তার অনেক গুলো লেখা পড়েছি। এখন সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।

আমি আন্দোলনের সমর্থক। কিন্তু অবশ্যই কোন নাস্তিকের পিছনে নয়। যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন, হজরত মুহাম্মদ (সাঃ), নামাজ, রোজা, যাকাত, ঈদ, কুরবানি ইত্যাদি বিভিন্ন ইসলামিক বিধিনিষেধ নিয়ে এত অশ্লীল ভাষায় লিখতে পারে এবং বলতে পারে তাকে তার পক্ষ নিয়ে একটা কথাও বলা আমি মুসলমান হিসেবে ঘৃণা করি।

যুদ্ধাপরাধীর বিচার চাইতে গিয়ে আমার ধর্ম, আদর্শ, জীবন-ব্যবস্থা ইসলামকে দূরে সরিয়ে রাখতে হবে এটা হতে পারে না। যুদ্ধাপরাধীর বিচার শেষ হওয়ার আগেই যদি আমি মৃত্যু বরণ করি, আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন?

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

নিয়েল ( হিমু ) বলেছেন: মোঃ সাব্বির @ এক দিনো যে শাহবাগ গেছো এর প্রমান দেও X( X( X(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

সজিব তৌহিদ বলেছেন: হিমু ভাই মনে হচ্ছে আসল কথাটা এবার বলে ফেলেছেন।ধন্যবাদ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

সজিব তৌহিদ বলেছেন: আমাদের মুক্তিযোদ্ধের সময় কে আস্তিক কে নাস্তিক, কে মুসলমান, কে হিন্দু সেটা আগে নির্ধারণ করা হয়েছে নাকি আগে দেশ স্বাধীন করার কথাটা বিবেচনা করা হয়েছে। সেটি জানালে খুশি হবো...্

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

মোঃ শাব্বির আহমাদ বলেছেন: Click This Link

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

সজিব তৌহিদ বলেছেন: হিমু ভাই যে লিঙ্ক শাব্বির ভাই দিছে তা দেখে আর আমার সন্দেহ থাকেলো না তিনিও ওই প্রজাতির। যে প্রজাতাতিরা এখন গণমাধ্যম হিসেবে আমার দেশ, নয়া দিগন্ত, দিগন্ত টিভি, ইনকিলাব ছাড়া অন্য কোন গত্যান্তর নেই । শাব্বির ভাই যে লিঙ্কটা দিয়েছেন ওইরকম একটা প্রধম আলো, কালের কণ্ঠ, সমকাল, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিনের লিঙ্ক দেন তো । তাহবে বুঝব বাপের ব্যাটা।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

মোঃ শাব্বির আহমাদ বলেছেন: আমি ঢাকা থেকে ৩৫০ কিমি দূরে আছি। এবং পরীক্ষা চলছে। ঢাকা থাকলে শাহবাগে আমিও থাকতাম। @ নিয়েল ( হিমু )

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

সজিব তৌহিদ বলেছেন: শাব্বির ভাই ধন্যবাদ। এই বোধটাই আমাদের চলার শক্তি। এখনো তাই প্রতিদিন শাহাবাগ চত্বরে যেতে ক্লান্তি ও বিরক্তি বোধ করি না।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

দেশপ্রেমিক পোলা বলেছেন: শোনো ভাই,
সামাজিক দৃষ্টিতে নাস্তিক হওয়া অন্যায় না, অনেকেই আছে পৃথিবীতে।
কিন্তু, অন্যের ধর্মকে কটাক্ষ করে কুরুচিপুর্ণ গালাগাল করা অন্যায়।
নাস্তিক হলেও কারো ধর্মকে কোন ভদ্রলোক কোনদিন ছোট্র করে না।
ব্লগার থাবা বাবা ইসলাম বিরোধী নাকি নাস্তিক নাকি আস্তিক সেটি ঐদিন ওর প্রফাইলে যে ঢুকেছে সেই জানে, তার আগে আমি তাকে চিনতামও না। নাস্তিক বলতে এক আসিফ মহিউদ্দিনকেই চিনতাম।

আমি একটি জিনিষে অবাক হলাম সামু কেন তার পোস্ট এবং কমেন্ট সরিয়ে ফেললো। এতোদিন তার পোস্ট ছিল ইসলামের ক্ষতি করেছে, কিন্তু তার মৃত্যুর পরে কেন সেগুলো ডিলেট করা হলো? তার মানে ইসলামকে কটাক্ষ করে লিখে এতোদিন সে ঠিক করেনি। এবং এটা যে অন্যায় সেটি সামুই পোস্ট সরিয়ে প্রমান করে দিলো। তবে একটি কাজ ঠিক হয়েছে, ঐ কুরুচীপুর্ণ লেখাগুলো কারো পড়তে হয়নি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

সজিব তৌহিদ বলেছেন: পৃথিবীতে ৭০০ কোটি মানুষ। প্রতি ৬ জনে একজন নাস্তিক । যদি সত্যিই রাজিব ধর্ম বিরোধী লিখে থাকে তবে সৃষ্টি কর্তার কাছে তার বিচার প্রর্থনা করছি। পাশাপাশি রাজীব হত্যার বিচার যেন এজগতে তার দাবি করছি।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

মোঃ শাব্বির আহমাদ বলেছেন: ব্রাদার, আমার ক্যাম্পাসে আসলেই বুঝবে আমি কোন দলের। মিথ্যা ছড়িয়ে লাভ নাই।

কাজ খারাপ করলে নিজ দলের লোককেও আমি কথা বলতে ছাড়ি না। আমি আমার ক্যাম্পাসে সরকার পন্থী একটা সংগঠনের সভাপতি। কিন্তু ভাল কে ভাল আর খারাপ কে খারাপ বলি।

লিংক কোন ফ্যাক্টর না। সত্য কথা যে কেউ বলতে পারে।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

সজিব তৌহিদ বলেছেন: লেখক বলেছেন: শাব্বির ভাই ভালো লাগলো । আপনাকে শুভেচ্ছা।আমি এক আস্তিক ।তবে সব ধরনের মানুষ কে ভালোবাসি। আমি নাস্তিকতা আস্তিকতার বিচারে কাউকে মাথায় তুলি না আবার কাউকে পদদলিতও করি না্। সত্য ও যৌক্তিক কথা বলার চেষ্টা করি মাত্র। তবে রাজাকার সে যে দলেরই হোক না কেন তার বিচার আমি চাই।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

চলতি নিয়ম বলেছেন: আজকের আর কালকের নিউজ ছাপানোর পরে, তলোদেশ পত্রিকার লেখক আর পাঠক দের ঈমান এখনো আছে না গেছে?

আজকে যে কত গুলো মিথ্যা বানোয়াট বিভ্রাতিকর তথ্য তুলে দিয়েছে তাতে, ছাগুর কেল্লা আর তলোদেশ পত্রিকার মাঝে কোনো পার্থক্য পাই নাই। ছাগু ব্লগ যদি ইসলামিক ব্লগ হয় তাইলে আমার কিছু বলার নাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

সজিব তৌহিদ বলেছেন: ছাগু আর ঘাগুই তো দেশটা খাইলো।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

নিয়েল ( হিমু ) বলেছেন: শাহবাগ থিকা ৪০০ কিমি দুরে আমি আছি । কিন্তু মাত্র ৭ কিমি দুরে অন্য সাহবাগ মিস করি না ।
আমি আন্দোলনের সমর্থক। কিন্তু অবশ্যই কোন নাস্তিকের পিছনে নয়। আরে বাবা নাস্তিকরা কি আপনাকে ধর্ম ত্যাগ করে আন্দলনে আসতে বলতেছে নাকি ?

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

সজিব তৌহিদ বলেছেন: আরে বাবা নাস্তিকরা কি আপনাকে ধর্ম ত্যাগ করে আন্দলনে আসতে বলতেছে নাকি ?
কথাটি ভালো লাগলো। ধন্যবাদ।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লিংকগুলো সরিয়ে ফেলা হয়েছে, এটুকু বোঝার মত ম্যাচিউরড আপনি আশা করি...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

সজিব তৌহিদ বলেছেন: সেই লেখা গুলো যে রাজীবের সেটা কিভাবে আশা করি আর বিশ্বাস করি।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

আমরা তোমাদের ভুলব না বলেছেন: Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

সজিব তৌহিদ বলেছেন: ভাই আমার লিঙ্ক আমাকেই দিলেন । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.