নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

ঝোঁকে বাঙালির দল শাহবাগে আর কত দিন থাকবি বল…

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬



শাহবাগে আন্দোলনের নামে অশ্লীতা হচ্ছে, B-)ভাং গাজার আসর বসেছে, নাস্তিকতা চর্চা হচ্ছে এসব কথা কে কে শুনেছেন…? অনেকেই শুনেছেন । আবার কেউ শুনেন নি। এবার নতুনভাবে শুনুন আরো নতুন কথা ছড়া বা কবিতা আকারে । ছড়াকার বা কবিকার হলেন গাজী এনামুল হক, যিনি একাধারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, যশোর সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ারম্যান, কুরআন গবেষণা ও বিশ্লেষণের প্রতিষ্ঠানের পরিচালক। আর কথা নয় শাহবাগ নিয়ে ২ টি ছড়া…

(১)

চলছে তো চলছে

শাহবাগে পিকনিক

প্রতিদিন ধর্ষণ

সার্কাস দর্শন

চলছে তো ঠিকঠাক।

X(

বানরের জাত যত বাম

আর রাম পাঠারা

শাহবাগে মিশে গেছে

আর দেশ চাটারা।

:((

সব শালা এক হয়ে

মদ তাড়ি মাল খায়,

ওপরের টাকা পেয়ে

শাহবাগে টাল খায়।

/:)

কুত্তায়ও ছোঁয়না

সেই সব মালেরা

সাঈদীর ফাঁসি চায়

যত সব বালেরা ।

:-/

মালঠাল খাও যদি

যাও ছুটে আগে ভাগে

ইয়াবা টেবলেটও

যায় পাওয়া শাহবাগে।



হাও-মাও-খাও

মদের গন্ধ পাও

ফেন্সি গাঁজা খাবা যদি

শাহবাগে যাও।

( ২) :|:|

শাহবাগে ভিড় করেছে

দেশের যত বাম বানর

কুত্তাগুলোর যায় না চেনা

কোনটা নারী কোনটা নর।



অক্টোবরের আটাশ তারিখ

যে করেছে মানুষ খুন,

সেই জানোয়ার বাপ্পা মালু

শাহবাগে গাইছে গুন।



রেপের শিকার হচ্ছে মেয়ে

নারী পুলিশও যায়নি বাদ,

অকাম কুকাম চলছে চলছে সেথায়

কৃষ্ঞলিলার জিন্দাবাদ।



বানার নাচে হচ্ছে মাতাল

ঢাকার যত টিন-এজার

ক্উ জানেনা একাত্তরের

ইতিহাসের মূল ব্যাপর।



দাড়ি-টুপির করছে ঘৃণা

বাম বানার আর রাম পাঠা,

কুত্তা পিটান ওদের

সবার মুখে মার ঝাঁটা।



বাঁচতে যদি চাস এখনি

দেশবাসী আজ কুরআন ধর

তীতুমীরের বীর ছেলেরা

শাহবাগে হামলা কর।



এই হলো গাজী এনামুল হকের ২ টি ছড়া ।সেদিন প্রেস ক্লাবে গেলে আমার হাতে ধরিয়ে দেয়া হয় ছাপা অক্ষরে দুটি পাতায় দুটি ছড়া। আমি সেই ছড়া খুব মনযোগের সাথে পড়ে খুব বেশি অবাগ হই নি।শুধু আহত হয়েছে যে আমি নিয়মিতভাবে শাহবাগের আন্দোলনে যাই সেই আমাদের সম্পের্কে আবাস্তব, অসত্য নোংরা কথা একজন সাহিত্য ও সংস্কৃতি কর্মী বলেন কিভাবে….? এরাই যদি হয় এডভোকেট, সাহিত্যিক, কুরআন গবেষক । তাহলে দেশ ও দেশের মানুষ কি পাবে তাদের কাছ থেকে…? তাই সৃষ্টি কর্তার কাছে বিচার যানাচ্ছি আমি পাপী আমাকে, আমাকে শাহবাগের আন্দোলনে যোগদানের জন্য ক্ষামা করো আর না কোন দু:খ নাই । কিন্তু শাহবাগ আন্দোলন কে নিয়ে যারা মিথ্যাচার করছে তুমি তাদের সহজে ক্ষমা করিও না। তাহলে বড় কষ্ট পাবো। ঝোকের বসেই হোক, আর প্রাণের টানেই হোক, কিংবা তারুণ্যের আহবানেই হোক। আমি শাহবাগে যাই, যেতে হয়, যেতে চাই। কিন্তু আর কতদিন থাকতে হবে শাহবাগে…? আমি যে ক্লান্ত, যতই গ্লানি দেয়া হোক, আমি ঘরে ফিরে যেতে চাই ফাঁসি দেখে। আর পারছি না গুরু, সেই ৫ তারিখ থেকে শুরু।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ ..আমাদের দেশ ও ইসলামকে শিবিরের হাত থেকে রক্ষা কর

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

সজিব তৌহিদ বলেছেন: আপনার সাথে আমি একমত।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

আহলান বলেছেন: সর্বত্রই আজ মিথ্যার জয় জয়কার .... যে যেভাবে পারছে বিবেক বিকোচ্ছে ...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

সজিব তৌহিদ বলেছেন: সহমত । আপনাকে ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

রায়হান হোসেন রানা বলেছেন: ভাই এতো গুলা মিথ্যা বানোয়াট কথা ছড়া আকারে প্রকাশ করলো এক নামধারী কবি আর আপ্নে এটা এখানে প্রকাশ কপ্রলেন! !!!
আসলেই কি বিচিট্র আমাদের চিন্তা ভাবনা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

সজিব তৌহিদ বলেছেন: এরা কত নিকৃষ্ট হতে পারে তার প্রমাণ সবার সাথে শেয়ার করার জন্যই তো এখানে পোষ্ট করা। যেন আমরা ওইসব ভণ্ডদের প্রচারনায় বিভ্রান্ত না হই। আর সেটাকে আপনি .....

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

জ্যাক রুশো বলেছেন: রায়হান হোসেন রানা বলেছেন: ভাই এতো গুলা মিথ্যা বানোয়াট কথা ছড়া আকারে প্রকাশ করলো এক নামধারী কবি আর আপ্নে এটা এখানে প্রকাশ কপ্রলেন! !!!
আসলেই কি বিচিট্র আমাদের চিন্তা ভাবনা


:-0 :-0 :-0

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

সজিব তৌহিদ বলেছেন: এরা কত নিকৃষ্ট হতে পারে তার প্রমাণ সবার সাথে শেয়ার করার জন্যই তো এখানে পোষ্ট করা। যেন আমরা ওইসব ভণ্ডদের প্রচারনায় বিভ্রান্ত না হই। আর সেটাকে আপনি .....

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

ভোলার ডাইরী বলেছেন: শাহবাগে গাজা খাওয়া হ্য়না? তাইলে আপনে রাত্রে থাকেন না =p~ =p~ =p~ =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

সজিব তৌহিদ বলেছেন: রাতে থাকি বলেই তো জানি।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

রায়হান হোসেন রানা বলেছেন: @জ্যাক রুশো, মোবাইল থেকে লিখছিলাম ভাই...
:D

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

আমিতপু বলেছেন: কিছুই বলার নাই। মুনাফিকরা এরকমই হবে
মহানবী (সাঃ) বলেছেন,



মুনাফিকের চিহ্ন ৩ টি।

১. যখন কথা বলে, মিথ্যা বলে
২. যখন তার কাছে আমানত রাখা হয়, তার খিয়ানত করে
৩. যখন ওয়াদা করে, তার খিলাপ করে।



মহানবী (সঃ) আরও বলেছেন

গীবত করা তোমার মৃত ভাই এর মাংশ ভক্ষনের সমান।

কুরআন গবেষণা ও বিশ্লেষণের (!!!) প্রতিষ্ঠানের পরিচালকের সাথে সবই মিলে যাচ্ছে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

সজিব তৌহিদ বলেছেন: তারা তো তার চেয়ে নিকৃষ্ট কাজ করছে।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

টয় বয় বলেছেন:

একটা কথাও মিছা কয় নাই|

গরম ভাতে বিলাই বেজাড় আর উচিত কইলে শাবাগীরা বেজার...।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সজিব তৌহিদ বলেছেন: মিয়া তুমিও তো ওই লাইনের লোক। তোমারও বিচার হওয়া উচিত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সজিব তৌহিদ বলেছেন: মিয়া তুমিও তো ওই লাইনের লোক। তোমারও বিচার হওয়া উচিত।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মাহির কাবির বলেছেন: apnadr boss IMRANer bichir paowar dakhlam,2ta ultimatem diye folafol hamba hamba

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

সজিব তৌহিদ বলেছেন: একদিন শুভদিন আসবে। যে পিতা পাড়ার কেটে রাস্তা বেড় করা শুরু করছে তিনি জানেন তিনি তার সুবিধা নিতে পারবেন না। কিন্তু নতুন প্রজন্মের তাই বলে তিনি সভ্যতা তৈরির জন্য রাস্তা বানানো চরম কষ্টকর কাজটি ত্যাগ করেন নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.