![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
ঢাকা এসে স্বপ্ন ঢাকা পড়েছে।তাই ঢাকা স্বপ্ন ফঁকা করার জন্য ঢাকনা তুলে পাখনা জাপটানো জরুরী হয়ে পড়েছে।মাঝে মাঝে আমি খুব বিস্মিত হই। এতো বছর যেখানে আমার আনার্স জীবনের সবটুকু সময় কাটলো। হাসি খুসি আর নিটোল স্বচ্ছ বন্ধুত্বে প্রায় ছয় বছর অতি বাহিত হলো। সেই রংপুর শহরকে মনেই পড়ে না। কেন মনে পড়ে সেটা ভেবে আমি খুব অবাগ হই…? অথচ রংপুর ছাড়ার আগে মনে হতো রংপুর ছেড়ে দূরে থাকা অনেক কষ্ট হবে। এখন দেখি কষ্ট তো হয় না্। বরং উপলব্ধি হয় রংপুরের সময়টাই নষ্ট হয়েছে। তাই নষ্ট সময়ের কষ্ট এখন দীর্ঘদিন বহন করতে হবে ঢাকায় বসে।তবে এটিও সত্য শেষ পযন্ত ঘর-সংসার আর জীবন কাটবে রংপুর থেকে রংপুর কে ভালোবেসে।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
সময় সাধন বলেছেন: তিথি ও বিথি তোমার পোস্ট পড়ে খুব কষ্ট পেয়েছে, শুধু তাই নয় .... অবাকও হয়েছে।