![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
বহু বছর পর বাঙালি তথা বাংলাদেশি তরুণরা জেগেছিল শাহবাগ প্রান্তরে রাজাকার ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে। এই জেগে উঠাকে কেউ কেউ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। আর ইমরান এইচ সরকার কে আনেকে দ্বিতীয় বঙ্গবন্ধু বলে বিবেচিত করেছেন। দল মত সবশেষে সকল দেশপ্রেমী মানুষ তাদের স্বাগত জানিয়েছেন। আন্দোলন প্রথম দিকে যেমন বস্তুনিষ্ঠ এবং নিরপক্ষ ছিল। পরের দিকে এসে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এদেশের মানুষ ভেবেছিল শুধু যুদ্ধাপরাধী বা রাজাকার ইস্যুনিয়ে নয় ভবিষ্যতে জাতীয় ইস্যু নিয়ে বার বার তরুণ প্রজন্ম মাঠে নামবে, সংগ্রাম করবে। আবশ্য সে প্রত্যাশা এখনো শেষ হয়ে যায় নি। (১) শাহবাগীরা এখন জাতীয় ইস্যু যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনাম বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যকার সংলাপের জন্য আহবান জানাতে পারে। (২) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্পন্নের জন্য তাগিদ দিতে পারে। (৩) হরতাল বিরোধী কঠিন কর্মসূচী দিতে পারে। ইতোমধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে শহীদ রুমি স্কোয়াডের সাথে সংহতি প্রকাশ করে তারা সাধুবাদার্হ পাওয়ার মত কাজ করেছেন। যদি তারা মনে করেন আমরা তরুণ প্রজন্ম, ধর্ম আমাদের বিভিন্ন, কিন্তু প্রাণের ধর্ম তারুণ্য। তবে অবশ্যই দেশের মানুষের কল্যাণের জন্য, রক্তপাত বন্ধ করার জন্য এই মুহুর্তে উপরোক্ত তিনটি বিষয় নিয়ে দুর্বার আন্দোলনের কোন বিকল্প নেই। জয় বাংলা..., জয় তারুণ্য...
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭
সজিব তৌহিদ বলেছেন: আপনি তো একটা ফাউল। অযাথা মুখ খারাপ করেন। তবুও ধন্যবাদ মত প্রকাশের জন্য।
২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: স্বাগতম জানাই নবপ্রজন্মের বঙ্গবন্ধুকে ।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
সজিব তৌহিদ বলেছেন: সৈয়দ আল হাসনাত ভাই। আপনাকেও ধন্যবাদ একজন শাহবাগী মাইন্ডডেড ব্লগার হওয়ার জন্য। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন এই শুভকামনা।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
সজিব তৌহিদ বলেছেন: আমাদের ঝোকে মাতাল স্বভাবটা অনেক আগের । আমরা যেন ঝোকে মাতাল না হয়ে যাই। নিজের চিন্তা-বিশ্লেষণ দিয়ে সবকিছু বিবেচনা করতে পারি এইটুকু প্রত্যাশা তরুণ প্রজন্মের প্রতি।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাকে শাহবাগের পক্ষে ১টা বর্ণও আমি উচ্চারন করতে দেখি নাই আজকে পর্যন্ত
একটা কৌতুক বলি
২টা পরষ্পর বিরোধী দল একি দিনে পিকনিকে গেছে একি প্লেসের ২ প্রান্তে । তো তারা রান্না করতেছে এমন সময় এক দলের রান্নার হাড়িতে কাক পাখি ইয়ে করে দিলো । তখন ঐ দলের এক কর্মি নেত্রীর কাছে আইসা বল্ল এখন আমাদের কি করনিয় ? নেত্রী পরল টেনশনে তারে সব দিক চিন্তা করতে হবে তাই এক দুত পাঠাইল অন্য প্রান্তের দলের নেত্রীকে জিজ্ঞাসা করতে । তো দুত গিয়া জিগাইল
আপনাদের খাবার হাড়িতে যদি কাক ইয়ে করে দেয় তাহলে আপনারা কি করবেন ? মানে ঐ খাবার খাবেন নাকি ফেলে দিবেন ? ঐ নেত্রী বল্ল অবস্যই ফেলে দিব ওয়াক
দুত ফিড়ে এসে তার দলে খবর দিতেই নেত্রী ঘোষণা করল তাহলে এই খাবার আমরা অবস্যই খাব । কোন অবস্থাতেই তাদের ফলো করব না ।
মোরালঃ প্রয়জনে গু খেয়েও জিততে রাজি
আজকে শাহবাগ একটা চেতনা । জয় তারুন্য স্লোগান তুলে রাজাকারের সহবাস মেনে নিয়ে তত্বা ভোদাই সরকার etc etc র জন্য তারুন্যকে পাশে পাওয়ার স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে ।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
সজিব তৌহিদ বলেছেন: নিয়েল হিমু অনেক চমৎকার এতোদিন পর আমার সম্পের্কে আপনার এই ধারণা হলো। ধন্যবাদ জানাই আপনার সুপ্ত মনের কথা বলিষ্ঠ চিত্তে প্রকাশ করার জন্য। আপনার সঙ্গে আনেকাংশে আমি একমত, আমি শাহবাগের পক্ষে কোন উচ্চারণ করিনি বটে এই ব্লগে, বদলে যাও বদলে দাও ব্লগে অনেক লিখেছি। আর আন্দোলনের দ্বিতীয় থেকে আমি শাহবাগের চত্বরে সশরীরে গলা ফাঁটিয়েছি। আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে আমি তিলার্ধ ভ্রক্ষেপ করি না। আর আপনাকে বিশ্বাস করাতেই হবে আমার এমনও দায় পড়ে নি । শুধু নিচের লিঙ্কে একটু ক্লিক করে দেখুন....http://www.somewhereinblog.net/blog/sajibtowhid/29769734
Click This Link
Click This Link
Click This Link
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬
সজিব তৌহিদ বলেছেন: হিমু সাহেব আরো একটা লিঙ্ক..
Click This Link দিয়েন আরো দিতে পারব।
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
মাহতাব সমুদ্র বলেছেন: শাহবাগের অগ্নিস্পর্শ চেতনায় থাকবে
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
আহসান২০২০ বলেছেন: বা..........ল আমার। শাহবাগী না আওয়ামী বাগী?