![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
.
২৩ বছরের এই গণতান্ত্রিক দেশে আমরা গণতন্ত্রের অন্তরালে পেয়েছি শুধু পরিবারতন্ত্রের এক জলন্ত নির্মম ইতিহাস। কখনো তা মুজিব পরিবারের আগ্রাসানে আবার কখনো তা জিয়া পরিবারের দৌরাত্ব্যে। এজন্যই হয়তো বা ২০০৭ সালে ১/১১ এর প্রেক্ষাপটে দাবি উঠেছিল টু মাইনস থিওরির। আর সেটি হলে হয়তো বা হরতালময়, সহিংসতাময় রক্তক্ষয়ী আজকের বাংলাদেশ দেখতে হতো না। আমরা আশাবাদী কিন্তু তাই বলে দুই বাঘিনী নারী নেত্রী হাসিনা-খালেদার নেতৃত্বে আর কোন আশা জাগিয়ে রাখতে পারি না। তারা এমন হিংসা-প্রতিহিংসা পরায়ণ যে দুজনে একসাথে ধাক্কা খেলেও কেউ কারো সাথে কথা বলে না। দুই প্রধান নেত্রীদের মধ্যে এই যদি হয় সম্পর্ক তাহলে দেশের মানুষ তাদের নিয়ে আরো কত ভ্রান্ত স্বপ্ন দেখবে...? আর কত আশায় বসতি হবে...? লেখক- শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল বলেন,“ পৃথিবীর সবচেয়ে মহৎ ও বৃহৎ কাজগুলো হয় সহযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে নয়।” এ অবস্থায় দুই নেত্রী নিয়ে মুজিব-জিয়ার বাংলাদেশ, ভাসানী, ফজলুল হক এবং সরওয়্যাদির্র বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। বিকল্প ভাবার সময় এসেছে তার মানে এই নয় যে, স্বৈরাচার এরশাদের সু-সময় এসেছে। আর ধর্ম-ব্যবসায়ী রাজনৈতিক দল জামায়ত-শিবির কে নিয়ে স্বপ্ন দেখাও পাপ। তাহলে আমরা তরুণ প্রজন্ম কি করব....!!!!
সজিব তৌহিদ।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ। পঁচবে না ভাই। তিলে তিলে দেশটাকে চুষে শেষ করে দিবে এই দুই কাল নাগিনী।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
জেরিফ বিন্ আমির বলেছেন:
হোমো এরশাদকে চাই নয়তো নতুন কাউকে (অবশ্যই ই সরকার টাইপ কাউকে না)
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
সজিব তৌহিদ বলেছেন: হা..হা..
। তাহলে নতুন কাকে চান একটু উল্লেখ করেন দেখি। কে আসবে বাংলাদেশের কাণ্ডারি হয়ে। সত্যিই এক উদ্ভুত উঠের পিঠে চলছে স্বদেশ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
জাহাঙ্গীর জান বলেছেন: আমি বলেছি উনাদের অবস্হিত নেওয়া উচিত কিন্তু আমার কথাটা উনারা মনে হয়না শুনবে জাতি মুক্তি চায় মুক্তি দিন ।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪
সজিব তৌহিদ বলেছেন: তারা তো অব্যাহতি নেবেন না। কারণ ক্ষমতা যে অনেক মজার জিনিস।
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
জেরিফ বিন্ আমির বলেছেন:
কাকে চাই সেটা বলতে পারলে তো বলেই দিতাম। নতুন কেউ মানে যে ই সরকারই সেটা তো হতে পারেনা। আপনার তাকে যোগ্য মনে হতে পারে কিন্তু আমার মনে নাও হতে পারে। এটা দোষের কিছু না। আর বাংলাদেশের মত একটি মুর্খের দেশে কখনো গণতন্ত্র মানায়না। এটা আমার মত। আপনার মত ভিন্ন হতে পারে। আশা করি বুঝাতে পেরেছি :-<
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: (১)দুই বাঘিনী নারী নেত্রী (২)এই দুই কাল নাগিনী।
প্রথম টা পোস্টে বলেছেন, দ্বিতীয় টা কমেন্টে।
কুনটা সঠিক বলেন ?
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
সজিব তৌহিদ বলেছেন: আলমগীর ভাই দুটিই সঠিক। আপনার যেটি ভালো লাগে সেটি নিতে পারেন...?
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
সজিব তৌহিদ বলেছেন:
আমির ভাই ধন্যবাদ রিপ্লাই দেয়ার জন্য। ই. সরকার যোগ্য আমি কি সেটা বলেছি। তবে যাই হোক আমরা পরিবর্তন চাই। যা খুব আবশ্যক। তার মানে কি স্বৈরতন্ত্র মানায়..? আপনার মতমত খুবই জটিল।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: (১)দুই বাঘিনী নারী নেত্রী (২)এই দুই কাল নাগিনী।
সঠিক আমি বলি (২)এই দুই কাল নাগিনী।
বাঘিনী নারী নেত্রী হওয়ার যোগ্যতা এদের নাই, এই দুই কাল নাগিনী বাঙালী জাতীর কলঙ্ক
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫
সজিব তৌহিদ বলেছেন: Thanks a lot Alomgir Vai. U'r right they r kal nagini.
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
টু-ইমদাদ বলেছেন: পঁচলে. . .