নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

আব্বু...আব্বু.. এবার ঈদে আমাকে ‘সানি লিওন ড্রেস’ কিনে দিতেই হবে

২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

প্রতি ঈদে ফ্যাশন হাউজগুলো অভিনব ডিজাইন ও স্টাইলের পোশাক কলেকশন ও বিপণন এবং প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত থাকে। এবারো সে ধারা অব্যাহত আছে। বিভিন্ন সময় এই বঙ্গদেশে রঙ্গ করে বিদেশী তারকার সাথে পোশাকের নাম জুড়ে দিয়ে বঙ্গ রমনীর টাকার ব্যাগ পঙ্গু করা হয়েছে, হচ্ছে, হবে এবং হতেই থাকবে।



বাজারে আগত নতুন পোশাক বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় সেটা না পড়লে যেন সম্মর্টত্বই থাকে না এই ধারণা তরুণ প্রজন্মের বহুপুরানা। তাই তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা স্মার্টত্ব টিকিয়ে রাখার জন্য হাল হকিকত বজায় রাখার জন্য, নিজেকে আপডেট রাখার জন্য হুমরি খেয়ে পড়ে সেই নতুন ফ্যাশনের পোশাক কেনার জন্য।



এটা শুধু বঙ্গদেশে না তারুণ্য দোষে গোটা পৃথিবীতেই এটা লক্ষ্য করা যায়। তরুণ প্রজন্মের এই আবেগী মানসিকতাকে পুঁজি করে বহুকাল ধরে স্বার্থান্বেষী ধনিক ব্যবসায়ীরা ব্যবস্যা কর আসছে।



বিভিন্ন সময়ে এদেশে তারকার নামে, চলচ্চিত্রের নামে, চরিত্রের নামে, সংলাপের নামে পোশাক বের হয়েছে যেমন সানিয়া মির্জা, ক্যাটরিনা, কারিনা, মাচাকাল্লি, ডাবাং, বডিগার্ড, পাগলু ইত্যাদি। সেই ধারাবাহিকতায় এবার ঈদে বের হলো সানি লিওন ড্রেস।



কিশোরী মেয়ে তার বাবার কাছে আবদার করে বলছে, আব্বু .. আব্বু.. এবার ঈদে কিন্তু আমাকে সানি লিওনের ড্রেস কিনে দিতেই হবে। বাবা মেয়ের কথা শুনে মনে মনে জিহ্বায় কামড় দিয়ে ভাবছে আমার মেয়ে কি তাহলে কিশোরী বয়সেই খারাপ হয়ে গেল। তা’নাহলে অন্ধকার জগতের পর্নোস্টার সানি লিওনের নাম জানলো কি করে...!! তাছাড়া সানি লিওন তো কোন ড্রেসই পড়ে না। আমার মেয়ে তাহলে সানি লিওনের কোন ড্রেস পড়বে...!!



হায় রে বাণিজ্য.. অর্থনীতি..স্বার্থনীতি মিডিয়া রে. এরা বিতর্কিত-কলঙ্কিত-উলঙ্গিত পর্নো তারকা কেউ পরিবারের কমলমতি শিশু-কিশোরদের অন্তরে সানি লিওনের মত নিকৃষ্ট নারীর নাম ঢুকাতে ছাড়েনি।



এখন বাবা যদি মেয়েকে জিজ্ঞেস করে সানি লিওন কে তুমি চেন..?

মেয়ের উত্তর কি হবে..!!



সজিব তৌহিদ

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নূর আদনান বলেছেন:

X( X( X(

২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ ভাই নূরনান।

২| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

হেডস্যার বলেছেন:
এসব অশ্লীলতা টেনে আনার দায়ে সবার আগে ব্যবসায়ীগুলার চোখ তুলে ফেলা দরকার।
যারা সানির মত বেশ্যাকে আগে চিনতো না তারা তার সম্পর্কে জানার জন্য এই রোজার মাসে কি করতে পারে সেইটা ভাইবা হতাশ।

২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সজিব তৌহিদ বলেছেন: হ্যাডস্যার আপনি উপযুক্ত শিক্ষকের মতই কথা বলছেন। আমরা যে কোন দিকে এগিয়ে যাচ্ছি তা খোদা তালাই মালুম..!!

৩| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

না পারভীন বলেছেন: এই অশ্লীল ছবিটা আপনার বদান্যতায় ব্লগ খুললেই চোখে পড়ছে , আপনাকে কি দিব ,ধন্যবাদ ? X(

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

সজিব তৌহিদ বলেছেন: কিছু করলে দোষ না। বেড়ার ফাঁক দিয়ে দেখলে বুঝি দোষ..।

৪| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অনেকের মধ্যে একজন বলেছেন: আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনার মধ্যে এখন আক্কেল হয়নি যে এখন রোযা মধ্যে এসব অশ্লিল ছবি দেয়া ঠিক না। তাহলে ঐ মুর্খ্য দোকান দারের কিভাবে আক্কেল হবে যে এসব কাপড় নিয়ে আসা কত বড় বলদের কাম!!! আপনিও দোকানদারের থেকে কম যান না...

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

সজিব তৌহিদ বলেছেন: আপনাদের জন্যই এই অবস্থা..। একমাসে মুসুল্লী সেজে ১১ মাস খবর নাই।

৫| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

খাটাস বলেছেন: না পারভীন বলেছেন: এই অশ্লীল ছবিটা আপনার বদান্যতায় ব্লগ খুললেই চোখে পড়ছে , আপনাকে কি দিব ,ধন্যবাদ ? X(
এটা বলার জন্নই আস্লাম,আগেই বলেছেন একজন।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

সজিব তৌহিদ বলেছেন: না আপনার ধারনা ঠিক নয়। আমি শুধু বর্তমান বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি।

৬| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এ যুগ হচ্ছে " Black is White, White is Black " এর যুগ।
এটাই বাস্তবতা হয়ে দেখা দেবে। অবধারিতভাবেই।

সমগ্র সত্য-সুন্দর-শুভ পদদলিত হবে, অপদস্থ হবে, অপসৃয়মান হবে। আর "মিথ্যে, কুৎসিত, অশুভ এবং অন্ধকার" জাজ্বল্যমান হবে। নেতৃত্বে আসবে। ছড়ি ঘোরাবে। (হাদীছ)

বর্তমানে সানি লিওন কোন ব্যক্তি নয়, একটি দর্শন। ব্যক্তি সানি লিওন অসহায়। একটি কাঠপুতলির মতো। এটি নাটক সিনেমার মতো। আসল নাটের গুরু 'পরিচালক' অদৃশ্য।

:(

৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২

সজিব তৌহিদ বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না , আপনার কথা অসাধারণ যৌক্তিক লাগলো..। পরিচালকের কাছে অভিনেতা-অভিনেত্রী পতুলমাত্র। কিন্তু যার ব্যক্তিত্ববোধ আছে সে কখনো পরিচালকের ইচ্ছেমত যাইচ্ছেতাই করতে পারে না। ধন্যবাদ আপনাকে গঠনমূলক কথা বলার জন্য।

৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

কালীদাস বলেছেন: ব্যবসায়ীগরে একা গাইল দিয়া লাভ নাই। আমরা বড় বড় কথা কই, আইজকা বিশ বচ্ছর হইল ইন্ডিয়ান অখাদ্য চ্যানেলগুলা বন্ধ করতে পারলাম না। কালচারাল আগ্রাসন ঠেকাইতে না পারলে এই জিনিষ সোসাইটিতে ঢুকবই :(

লাইথ্যায়া আগে ইন্ডিয়ান কুখাদ্যগুলা ব্যান করনের কাম।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

সজিব তৌহিদ বলেছেন: কালীদাস দা , আপনার আমি একমত।

৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: কালীদাস বলেছেন: ব্যবসায়ীগরে একা গাইল দিয়া লাভ নাই। আমরা বড় বড় কথা কই, আইজকা বিশ বচ্ছর হইল ইন্ডিয়ান অখাদ্য চ্যানেলগুলা বন্ধ করতে পারলাম না। কালচারাল আগ্রাসন ঠেকাইতে না পারলে এই জিনিষ সোসাইটিতে ঢুকবই :(

লাইথ্যায়া আগে ইন্ডিয়ান কুখাদ্যগুলা ব্যান করনের কাম।




ভাই পিকটা একটু চেঞ্জ করে দেন। রোজার মাস তো। অনেকে রোজা রেখে ব্লগে আস্তে পারে তখন জিনিস্টা অনেক খারাপ হবে।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

সজিব তৌহিদ বলেছেন: ঘূণপোকা ভাই, মতামতের জন্য ধন্যবাদ।

১০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: কৈ আয়া পড়লাম।

হেডস্যার বলেছেন:
এসব অশ্লীলতা টেনে আনার দায়ে সবার আগে ব্যবসায়ীগুলার চোখ তুলে ফেলা দরকার।
যারা সানির মত বেশ্যাকে আগে চিনতো না তারা তার সম্পর্কে জানার জন্য এই রোজার মাসে কি করতে পারে সেইটা ভাইবা হতাশ।


ঠিক এই রকম একটা কথা সেদিন ফেবুতে দুইজনকে মেলা চেস্টা করেও বুঝাতে পারি নাই। তারা আরও আমাকে বলে আমার বুদ্ধির দৌড় নাকি কম তাই একথা বলছি সানী লিঊন এখন ফিল্ম স্টার তাই তার নামে পোশাক। যদিও এইটা ঠিক কিন্তু তার নাম শুনলে ত সবার তার পরিচয়টাই প্রকাশ পায়।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

সজিব তৌহিদ বলেছেন: ঠিক এই রকম একটা কথা সেদিন ফেবুতে দুইজনকে মেলা চেস্টা করেও বুঝাতে পারি নাই। তারা আরও আমাকে বলে আমার বুদ্ধির দৌড় নাকি কম তাই একথা বলছি সানী লিঊন এখন ফিল্ম স্টার তাই তার নামে পোশাক। যদিও এইটা ঠিক কিন্তু তার নাম শুনলে ত সবার তার পরিচয়টাই প্রকাশ পায়। "

মেহেদী ভাই ঠিকই বলেছেন, কেউ যদি প্রশ্ন করে সানি লিওন কে তখন আমি কি বলব..? এ প্রশ্নের উত্তর যা হবে তা আসলে সভ্য সমাজে বলা যায় না। তাই তিনি যত বড়ই তারকা হয়ে যান কেন তাকে মিডিয়ার সামনে না আনলেও পারতো। তাছাড়া অন্ধকারে জগতের তারকার প্রতি মিডিয়ার আজকার ব্যাপক ঝোক। আসলে বিকৃত রুচি ছাড়া বুঝি আজকাল কারোর ভালো লাগে না।

১১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

হেডস্যার বলেছেন:
@মেহেদী হাসান মানিকঃ

যারা একটা বেশ্যাকে ফিল্মষ্টার বলতে পারে তাদের চোখ ও তুইলা ইন্ডিয়া পাঠাইয়া দেয়া দরকার যাতে মুম্বাই এর রাস্তায় ভিক্ষা কইরা খাইতে পারে।

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সজিব তৌহিদ বলেছেন: হেডস্যার তো হ্যাডসারের মতই উত্তেজিত হয়ে গেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.