![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
প্রচন্ড গরম। তীব্র তাপদাহে অফিসে কিংবা কর্মস্থলে কাজ করতে পাচ্ছেন না। ভাবনা নেই । বাজরে এলো এয়ারকন্ডিশন শার্ট এবং ট্রাউজার। জাপানের বাজারে এখন পাওয়া যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত
(এয়ারকন্ডিশন) শার্ট এবং ট্রাউজার। যার নামকরণ করা হয়েছে জাপানি ভাষায় কুচোফুকু। জাপানি মুদ্রায় এর মূল্য ৯৩ ইয়েন।
এই শার্ট এবং ট্রাউজারে পকেটে ব্যাটারি চালিত ৪ ইঞ্চি পরিমাপের ফ্যান রয়েছে যা পরিমিত মাত্রায় বাতাস সরবারহ করতে সক্ষম। যেটি ইউএজবি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।
সনির একজন সাবেক কারিগর এই শার্ট এবং ট্রাউজার তৈরি করেছেন। তিনি দাবি করেছেন ‘এটি শুধু ফ্যাশন নয়। ঠান্ডা বাতাস সরবারহের মাধ্যমে পোশাকধারী কে করবে শীতল ও সতেজ।’
ব্যবহারকারী পরিমাণ মত এর তামমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবেন । এই পোশাক পানিতে ধোয়ার সময় ফ্যান এবং ব্যাটারি খুলে রাখতে হয়।
সূত্র: দ্য টেলিগ্রাফ: অনুবাদ: সজিব তৌহিদ
২| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সজিব তৌহিদ বলেছেন: ছাসা ডোনার ভাই সত্যিই বলেছেন মজার বটে..। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১
খইকাঁটা বলেছেন: দামে মনে হয় ভুল হচ্ছে। একটু নিশ্চিত করবেন?
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ খইকাঁটা। তবে দামের ব্যাপারে এর চেয়ে স্বচ্ছভাবে কিছু জানা যায় নি। দুটি ৯৩ ইয়েন নাকি একটি তা পরিস্কাভাবে টেলিগ্রাফে বলা নেই।
৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
চারশবিশ বলেছেন: জব্বর জিনিষ
দেখি বাংলাদেশে কবে আসে
৯৩ ইয়েন = ৭৪ টাকা
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সজিব তৌহিদ বলেছেন: চারশবিশ ভাই, কিন্তু বাংলাদেশে আসলে সেই দামে তো পাওয়া যাবে না
৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫২
সাইফুল আজীম বলেছেন: পদ্ধতি সোজাতো। আবিষ্কারক ভাইরা এগিয়ে আসেন। আমরাও এই গরিবের এসি চাই।
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সজিব তৌহিদ বলেছেন: আজীম ভাই, আমাদেরও তো একটু এসি খাইতে ইচ্ছে করে
৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা তো...........
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সজিব তৌহিদ বলেছেন: ঠিস কথা বলেছেন ইরফান বর্ষণ...
৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দাম অবশ্যই ভুল হয়েছে। জাপানে এক জোড়া মোজার দামও ১০৫ ইয়েন।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:২৭
সজিব তৌহিদ বলেছেন: দাম নিয়ে ভাই আমারও সংশয় রয়েছে। কিন্তু ..
৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: কোন দেশের বাজারে এসেছে?
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪
সজিব তৌহিদ বলেছেন: জাপানের বাজারে ভাই..
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ছাসা ডোনার বলেছেন: ভারী মজার জিনিস মনে হয়!!!!!!!!!!