নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

কাণ্ড দেখেন.!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

প্রথম আলো’র বহু কাণ্ডই আমরা জানি। এবার আরেক কাণ্ড জানলাম। এ কাণ্ড আগে কখনো জানা হয়নি , দেখাও হয়নি। তাই প্রথমবারের মত এরকম কাণ্ড দেখে বিস্মিত হয়েছি। ইতোমধ্যে, অনেকেই বুঝেই গেছেন প্রথম আলো’র সেই কাণ্ডটা কী? সেটি হলো আাজকের পত্রিকার গোটা পাতাজুড়ে রবি’র বিজ্ঞাপন। তারা সেটির নাম দিয়েছে মলাট অর্থ্যাৎ ‘মলাট খুললেই মূল কাগজ’। এ রকম বিজ্ঞাপন আমার জীবদ্দশায় কখনো দেখিনি। প্রথম দেখে তাই ভড়কে গেলাম।

আজকাল সব গণমাধ্যমেরই বিজ্ঞাপনের জ্বালায় জনগণ অতিষ্ঠ। ঠিক সেই মুহুর্তে এই ধরনের বিজ্ঞাপন জনগণের আরও একটু অতিষ্ঠের মাত্রা বাড়াবে বৈকি।

শত সমালোচানা থাকা সত্ত্বেও আমাদের আস্থা, ভালোবাসা আর বিশ্বাসের পত্রিকা ‘প্রথম আলো’। কিন্তু যখন প্রথম পৃষ্ঠার সবটুকু মোবাইল কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। তখন তাদের অসম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, বাংলাভাষার প্রতি মমত্ববোধ ও নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক নয় কী?

আর তাই চণ্ডীদাসকে চপেটাঘাত করে বলতে ইচ্ছে করে ‘শোন হে মানুষ ভাই, সবার ওপরে টাকা সত্য, তাহার ওপরে নাই।’

সজিব তৌহিদ

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বাধা মানিনা বলেছেন: লোল বাট মজাক

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সজিব তৌহিদ বলেছেন: তবুও আপনাকে ধন্যবাদ..

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মশিকুর বলেছেন:
টেকার উপ্রে কিছু নাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সজিব তৌহিদ বলেছেন: ঠিশ কখা বলছেন ভাই..

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: দেখেছি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সজিব তৌহিদ বলেছেন: মাহতাব সমুদ্র, আপনি দেখেছেন। আপনার স্ত্রীকে দেখান।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘প্রথম আলো’ যখন তাদের অস্তিত্ব, স্বত্তা, নৈতিকতার প্রথম পৃষ্ঠার সবটুকু মোবাইল কোম্পানির কাছে বিক্রি করে দেয়। তখন তাদের অসম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, বাংলাভাষার প্রতি মমত্ত্ববোধ, নীতি-নৈতিকতা সবকিছু মিথ্যে অভিনয় মনে হয়..!

আর তাই চণ্ডীদাসকে চপেটাঘাত করে বলতে ইচ্ছে হয়, ‘শোন হে মানুষ ভাই, সবার উপরে টাকা সত্য তাহার উপরে নাই।’

++++++++++++

বুজেও তাই গিলতে হয়- নিরুপায় দু'দলের মত!!! তৃতীয় অপশন নাই বলে ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সজিব তৌহিদ বলেছেন: আমরা ছাগলের ৩ নম্বর বাচ্ছা..বিদ্রোহী ভৃগু ভাই। কি আর আমাদের করার আছে..??

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

প্রবাসী আমি বলেছেন: সব পৃষ্টা বিক্রয় হয়ে যাবে একদিন ।সংবাদ থাকবে না থাকবে শুধু .......

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সজিব তৌহিদ বলেছেন: তাই তো দেখছি রে ভাই..!!

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ব্লগার ইমরান বলেছেন: শত সমালোচানা থাকা সত্ত্বেও আমাদের আস্থা, ভালোবাসা আর বিশ্বাসের পত্রিকা ‘প্রথম আলো’

প্রথম আলো কি, আমি নিজেই তো ফিদা হয়ে গেলাম । পুরাই লাভ উইথ প্রথম লাইট :P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সজিব তৌহিদ বলেছেন: প্রথম আলোর প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে..। কষ্ট বা ঘৃণা যে একবারে নাই তা কিন্তু নয়...

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

নাঈম_নাজিউর বলেছেন: এর আগেও করছে এই কাম, লীগের উন্নয়ন নিয়া এইরকম একটা পেজ ছিল একবার (প্রথম পেজ)।
হেগোরে দোষ দিয়াও লাভ নাই দেশে বেনসন এর দাম ৯টাকা পেপারের দাম ১০/- :) যদি বাড়ায়া দেয় তাইলে আবার আপনে আমি চিল্লামু। সো একমাত্র উপায় লাভ করার সে এই - এ্যাড। কিছু করার নাই স্বামী বিদেশ রে ভাই :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সজিব তৌহিদ বলেছেন: হা..। আমাদের আর কি করার থাকে ভাই..?

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

মুহাই বলেছেন: corporate duniya

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

সজিব তৌহিদ বলেছেন: ঠিকই বলেছেন ভাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.