নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ও মুন্নী সাহার একান্ত কথামালা..

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতিসংঘের ৬৮ তম অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্কে গিয়েছিলেন। তার সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে ছিলেন এটিএন নিউজের সিনয়ির (অনুভূতি) সাংবাদিক মুন্নী সাহা। সেখানে একরুমে একান্ত অনানুষ্ঠানিক কথাবর্তা হয়েছে শেখ হাসিনার সাথে মুন্নী সাহার।

শেখ হাসিনা ও মুন্নী সাহা দুজনই ফ্রুটিকা খেয়ে একান্ত কথামালায় মেতে উঠেন। সেই কথামালা গোপনে ভিডিও করেন মুন্নী সাহা। গোপন ভিডিও ধারণের দৃশ্য পরে ধরা পড়লে সে রেকডিং জব্দ করা হয়।

তাই কৌতূহলী ২৫ কোটি বাঙালির মনে প্রশ্ন কি এমন গোপন ভিডিও হয়েছে সেখানে যা জব্দ করা হয়েছে.? ভরপেট ফ্রুটিকা খেয়ে সেই অনুসন্ধানের ষড়যন্ত্র করেছেন সজিব তৌহিদ :

মুন্নী শাহা : আপনি তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন কেন?

শেখ হাসিনা : দেখুন, আমি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর আদর্শ কোনদিনই আমি ভুলে যেতে পারবো না। তাই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতির পিতার বাকশালী আদর্শকে বিন্দুমাত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি মাত্র।

মুন্নী শাহা : রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচারের কী খুব দরকার ছিল?

শেখ হাসিনা : পাগল নাকি। রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচার অবশ্যই দরকার ছিল। আরে ব্যাটারা তোরা একাত্তরে অপরাধ করেছিস। এখন তোরা ধর্ম আর আল্লাহ-বিল্লাহ নিয়া থাক। তোরা কেন রাজনীতিতে আসবি..? এখন বোঝ মজা। খাল কেটে কুমির তো তোরাই নিয়ে এসেছিস।আমরা কি করবো.?

মুন্নী শাহা : বিএনপি ছাড়া নির্বাচন করবেন?

শেখ হাসিনা : কেন করবো না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ছাড়া বিএনপি নির্বাচন করেছিল।তারা ক্ষমতায় গিয়ে ১২ দিন ছিল। আমরা ক্ষমতায় এসে ১ দিন হলেও বেশি থাকবো।

মুন্নী শাহা :আপনি সাজুগুজু কিংবা মেকআপ করেন না কেন.?

শেখ হাসিনা: খালেদার সমালোচনা করার জন্য।

একান্ত সাক্ষাতের এক পযার্য়ে হাসিনা মুন্নী সাহাকে প্রশ্ন করলেন। আপনি গোপনে আমাদের কথোপকথন ভিডিও করলেন কেন.?

মুন্নী শাহা বললেন, সাংবাদিকতার নৈতিকতা ও নীতিমালাতে গোপনে কারো ভিডিও করতে নেই তা আমি জানি। কিন্তু দেখুন আজকাল তারকাদের যেভাবে হরহামেশায় গোপন ভিডিও বের হচ্ছে.! আপনিও তো রাজনৈতিক একজন তারকা । আপনার ভিডিওটি বাজারজাত করতে পারলে আমি বিখ্যাত হয়ে যেতাম। বিখ্যাত হতে কে না চায় বলুন.!!

সজিব তৌহিদ

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: এধরণের সিরিয়াস বিষয় নিয়ে এটাইপ ফাইজলামী পোস্ট না দেওয়ায় ভালো।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

সজিব তৌহিদ বলেছেন: আপনার কথায় সহমত.। কিন্তু আপনার “ফাইজলামী পোস্ট “ শব্দ দুটির বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ থাকলো..

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

চুরি যাওয়া আগুন... বলেছেন: তুমি একটা চরম আবাল। শুড়শুড়ি দিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারলে তো তোমাদের মত আবালের পেটের ভাত হজম হয় না। কোনগুলো সেনসিটিভ ইস্যু আর কোনগুলো না তা বোঝার মত বোধ তোমার আছে বলে মনে হয় না। পিচ্চিদের জন্য ব্লগিং না বুঝলে??? যাও, এখন একগ্লাস জুনিয়র হরলিক্স খেয়ে পড়তে বস। সামনে না তোমার ক্লাস ওয়ানের ফাইনাল এক্সাম???



অফটপিক: মাঝে মাঝে সামুর মাইনাস বাটনটারে খুব মিসাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম... :( :( :(

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

সজিব তৌহিদ বলেছেন: চুরি যাওয়া আগুন... । প্রথমেই জ্বালাময়ী বত্তৃতাদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি রসালো/ ঘোড়ার ডিম/ ঠাট্রা এসব পড়েন না বুঝি..। যাহোক ভালো থাকবেন। ভালো বুঝবেন..

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

রেওয়ান বলেছেন: এধরণের সিরিয়াস বিষয় নিয়ে এটাইপ ফান পোস্ট না দেওয়ায় ই ভালো।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮

সজিব তৌহিদ বলেছেন: ভাই আপনিও দেখি জাতির পিতার মত কথা বলেন...???

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

দুরন্ত-পথিক বলেছেন: এই ফান পোষ্ট দিয়ে আহা মরি তেমন কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি । এর থেকেও মানুষ এখন আরও বেশি ফান করে । মনে হয় কমেন্ট কারীদের মনে জ্বালা শুরু হয়েছে তাই ফান কি সেটাও বোঝেনাই।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

সজিব তৌহিদ বলেছেন: দুরন্ত পিথক ভাই আপনার যৌক্তিক মন্তব্য দেখে ভালো লাগলো। কমেন্টটাররা ঝোকের উপর কমেন্ট করে মনে হয়। প্রথম কমেন্ট দেখেই একই টাইপ কমেন্ট করেছে। আপনি ব্যাপারটা এবং ফানটা গভীরভাবে ধরতে পেরেছেন বলে শুভেচ্ছ এবং সাধুবাদ থাকলো।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:২৬

এই আমি সেই আমি বলেছেন: এখন দেখবেন দুদু , রিজভি ,সরদার শাখাওয়াত খান বকুল এরা এই পোস্টের রেফারেন্স দিয়ে বলবে শেখ হাসিনা এই বলেছে , সেই বলেছে । জিজ্ঞেস করলে বলবে ইন্টারনেট থেকে পেয়েছি ।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩

সজিব তৌহিদ বলেছেন: অসম্ভব কিছু না ভাই..? এদেশের রাজনীতিতে সব সম্ভব ...

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: একটি বিশেষ প্রজাতির পুচ্ছদেশে আগুন লাগাইদেয়ার জন্যে মাইনাস ;)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

সজিব তৌহিদ বলেছেন: আপনি আপনার শুধু নামের কারণেই মাইনাস খেতে পারেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.