![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
নীলফামারীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২৫ বছর আগে জন্মগ্রহণ করেন আমিন সাহেব। তিনি জীবনে বরাবর ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিলেন। অনার্সে পড়ার সময় তিনি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট থেকে ফার্স্ট ক্লাস প্রেমিক হওয়ার জন্য উতালা হয়ে পড়েন। দুষ্টামি-ফাজলামিতে বন্ধু মহলে তার ব্যাপক খ্যাতি।
শিশুবান্ধব চেহারা হওয়ায় নারী মহলে তার আকাশ চুম্বী জনপ্রিয়তা। নারী বন্ধুদের নোট, ফটোকপি, সাজেশন সবার আগে সরবারহ করতে তার জুড়ি মেলা ভার। সর্বদা নারী বন্ধুদের হাকে, ডাকে অত্যন্ত আন্তরিকভাবে সারা দেয়ার জন্য বন্ধুরা তকে ‘নারীমন্ত্রী’ উপাধিতে ভূষিত করেন। কিন্তু তার আফসোস একটাই প্রেম নাই।তার বন্ধু হতে চায় সাবই কিন্তু প্রেমিকা হবার বেলায় কেউ নাই। আমিন সাহেব হঠাৎ বোমা ফাটালেন। শিক্ষা জীবনের প্রাণ্ত সীমায় এসে নারী বন্ধুদের একজনের নাম বললেন, যার সাথে নাকি তার আড়াই বছরের প্রেম চলছে। আমিনের এমন নিরব বিপ্লবী প্রেমের খবর শুনে বন্ধুরা সবাই থ…।
ঘোরয়ান আড্ডায় কিংবা তারছেড়া প্রোগ্রামে বন্ধুরা আর আমিনকে আগের মত পায় না। গার্লফ্রেন্ডের নির্দেশে আমিন লক্ষী ছেলের মত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সন্ধ্যা হলে মেসে ফিরে, একাডেমিকের পাশাপাশি ক্যারিয়ার ব্যাসিস তুমুল লেখা পড়া করে। সম্প্রতি আমিনের প্রেম ভেঙ্গে গেছে। নামাজ পড়াও চাঙ্গে উঠেছে। যে বন্ধুদের উপেক্ষা করে আমিন লক্ষী ছেলে হয়েছিল। সেই বন্ধুরাই এখন তার আরো জিগরি বন্ধু হয়ে উঠেছে। ফাও পেলে আমিন এখন সিগারেটও টানে।
সেই আমিন এখন ব্যাংকার আমিন সাহেব। পাত্রী খুঁজছেন বিয়ে করবেন..? বর্তমান বিয়ের বাজারে ব্যাংকারদের চাহিদা একের-ক । অতএব সুন্দরী পাত্রীর অভাব নেই। কিন্তু আমিন সাহেব সিদ্ধান্ত নিতে পাচ্ছেন কাকে বিয়ে করবেন..? কারণ দিন-ক্ষণ-জীবন বদলে গেলেও পুরনো সৈকতে পানসে ভেড়ানোর সুযোগ ও অভিপ্রায় আমিন সাহেবের এখনো শেষ হয়ে যায় নি..!!
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সজিব তৌহিদ বলেছেন: লেইখা ফালান..
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সময় সাধন বলেছেন: সজিব, দারুন লাগলো। সেই আমিনকে তো আর পাওয়াই য়য় না। তবে তোমার নিজের প্রেম কাহিনীও লেইখা ফ্যালো।
আমারো লেখা উচিত, ওই চশমা ও্য়ালীতো আমার হইলো না।