নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার খায়রুল আহসানের জীবনের জার্নালে যে মুগ্ধতা....

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:১২


সুত্র -
আমার এই ব্লগ আইডিটা ২০১১ কি ১২ তে খোলা। খুব একটা বড় পাঠক কিংবা লেখক ছিলাম না সেসময়, এখনও নই। শুরুর দিকে ব্লগের মানুষজনের লেখা পড়ে ভাবতাম কত কি জানেন একেকজন। মূলত এই বিশাল সামহোয়্যারইন ব্লগের মানচিত্রে ইন্টার পড়ুয়া মনের একটু বসতি গড়ার চিন্তা থেকেই তখন ব্লগ আইডি খোলা। শুরুতে ব্লগের নিয়মকানুন থোড়াই কেয়ার করতাম। বড়দের ঝগড়া দেখে নিজেও না বুঝে ঝগড়ায় পা দিয়ে ফেলতাম। মূলত ব্লগিং এর উদ্দেশ্য যে কনটেন্ট আর লেখকের সাথে ইন্টারএকশন সেটা বুঝতে আমার অনেকদিন লেগেছিল। এরপর অনেকদিন ব্লগে আসা হয়নি। অনেক সিনিয়র ব্লগারের সাথে ব্লগার হিসেবে পরিচয়ও হয়ে উঠেনি সেসময়টায়। এরপরের বার যখন ফিরলাম, একটু স্থির হয়ে, চব্বিশ পেরিয়ে। আফসোস হলো। অনেকগুলো মানুষ লিখে যাচ্ছেন, আমার আট বছরের আইডি। অনেকের লেখাই যে পড়িনি!

অংক-
এর মধ্যেই পরিচয় হলো ফাহিয়ানের সাথে। শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান স্যারের বন্ধুর সাথে। আহসান তাঁর ব্লগে বন্ধু ফাহিয়ানের বর্ণনা দিয়েছেন এবং মৃত্যুর কথা বলেছেন, পড়েই চমকে উঠলাম। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা কেমন হতে পারে, তার প্রমান তাদের এতো বছরের সম্পর্ক । লেখকের গল্প বলার ভঙ্গী দেখে আমার কেন যেন মনে হলো এই মানুষের জীবনের খাতায় অনেক সোনালি পঙক্তিমালা লিখা আছে। এরমধ্যেই কয়েক সপ্তাহ আগে আরেক সহব্লগার দয়িতা সরকারের বই রিভিউয়ের একটা পোস্টে ব্লগার খায়রুল আহসানের জীবনের জার্নাল সমন্ধে জানলাম। খুব আগ্রহ হলো, পড়বো।

আমি ভেবেছিলাম ব্লগার উনার ডিফেন্স জীবনের অভিজ্ঞতাগুলো লেখেছেন। আমাকে ইমেইলে জানালেন ডিফেন্স নিয়ে এভাবে লেখা যায় না, এটা তাঁর ক্যাডেট কলেজের স্মৃতি নিয়ে লিখা। বইটি হাতে নিয়ে আমার ঠিক সেদিনের কথা মনে পড়লো যেদিন আমি ফৌজদারহাটে ক্যাডেট এডমিশন টেস্টের রিটেন দিয়ে এসে কাঁদলাম, ম্যাথ খারাপ হয়েছে। আফসোস করলাম, ক্যাডেট হতে পারলাম না!

আমার এই আফসোস যদি আমাকে না পোড়াতো তবে আমার চোখ যে স্মৃতি ধরে রাখতো, তার কিছু অংশই যেন আমি ব্লগারের জীবনের জার্নালের পাতায় পাতায় খুঁজে পেলাম। প্রি- টিন ক্যাডেট লাইফ থেকে শুরু করে স্বাধীনতা সময়ের মীর্জাপুর ক্যাডেট কলেজের সামনে সাধারন মানুষের বিক্ষোভ, এক্সট্রা ড্রিল নিয়ে ব্লগারের ব্যাচমেট চাল্লির মিথ্যা চিঠি কিংবা সেই জেইলর টেইলরের ঘটনাটা, একসাথে সবার জ্বরে ভোগার কাহিনী, সবই যেন আমারই চোখের সামনেই ভাসতে থাকলো।

লেখকের চিন্তার স্বচ্ছতা প্রকাশ পায় তাঁর রচনায়। জীবনের জার্নালের পাতায় পাতায় যেন তারই বহিঃপ্রকাশ। ১২০ নং পেইজে লেখক একটা ধাঁধা দিয়ে গেছেন নিজের অজান্তেই, সব পাঠকের উদ্দেশ্যেই। সময় গেলেই বোধহয় সে ধাঁধার উত্তর খুঁজে পাওয়া যাবে।

মুগ্ধপাঠে জীবনের জার্নাল, মুগ্ধতা সহব্লগার খায়রুল আহসান!

বিঃদ্রঃ - আমার এখন ইচ্ছে হচ্ছে ব্লগারদের বইগুলো সব কালেক্ট করি। অলরেডি দ্বিতীয়জনের কাছে বই চেয়ে ফেলেছি।


সামহোয়্যারের জয় হোক!

মন্তব্য ৩৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৯

শায়মা বলেছেন: তোমার কাছে কবে আমরা চাবো???

মানে কবে তুমি বই প্রকাশ করবে!!! :)

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:০৫

আমি সাজিদ বলেছেন: আমি তো পৃথিবী ঘুরবো আগে এরপর বই লিখবো। এরপর সবাইকে দিবো।

২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: ১২০ নং পাতার ধাধাটা কি?

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:০৬

আমি সাজিদ বলেছেন: ধাঁধাটা বলা যায় না শুধুই অনুভব করা যায়।

৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১:১৫

নেওয়াজ আলি বলেছেন: যেখানেই যান যেখানেই থাকেন বই বের করে আমাদের পড়তে দেন

২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩

আমি সাজিদ বলেছেন: লেখার মতো অনেকগুলো গল্প যখন হবে, তখন অবশ্যই লেখব নেওয়াজ ভাই। আপনি তো একটা ছবি দিয়ে ভালোই বিপদে পড়েছেন গতকাল। হাহাহ।

৪| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বই কিনতে হবে।
বই কিনতে চাই।

২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩

আমি সাজিদ বলেছেন: কোন বইটা সাজ্জাদ ভাই?

৫| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুন্দর অনুভূতিতে মুগ্ধতা। ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারকে সুন্দর স্মৃতিচারণমূলক গ্রন্থটি আপনাকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও পোস্টটি পরিবেশন করার জন্য। সহ ব্লগারদের মধ্যে একে অপরের মিথস্ক্রিয়া আরো বৃদ্ধি পাক। বৃদ্ধি পাক একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা।
তবে একটু বেসুরে কথা বলছি।আপনার মত আমারও এখনো পর্যন্ত কোন বই লেখার সময় সুযোগ হয়ে ওঠেনি। আগামীতেও কোন সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। তবে ব্লগে এসে এটুকু মনে হয়েছে এক একটা বই একজন ব্লগারের সন্তান সম। ব্লগাররা বেশিরভাগই নিজের পয়সা দিয়ে বই ছাপান। কাজেই তাদের ভালোলাগার মানষ পুত্রকে আরেকটি সম্মান দিতে অল্প হলেও দুই একটা বই কেনা খুবই জরুরি বলে আমার মনে হয়।
শুভকামনা জানবেন।


২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭

আমি সাজিদ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ পদাতিক চৌধুরী। প্রতিটা বই-ই লেখকের কাছে সন্তানসম। যথার্থ বলেছেন।

ব্লগে সহব্লগারদের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি পাক।

৬| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩০

ইসিয়াক বলেছেন: আপনাদের দুজনের জন্য রইলো শুভকামনা।
পোস্টে ভালোলাগা।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।

৭| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

নেওয়াজ আলি বলেছেন: আসলে ভুল আমি করেছি এক ছোট ভাই দিল ছবিটা আর যাচাই করেনি । পুলিশের সন্তান তদন্ত করলো কারণ আমি পুলিশ নিয়ে লিখেছি। যাক ভালোই হলো । অন্যায়ের প্রতিবাদ করলেও গায়ে লাগে অনেকের।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

আমি সাজিদ বলেছেন: ছবির বিষয়টা ছোট একটা বিষয়। এটা নিয়ে সিন ক্রিয়েট করাটা একটু চোখে লেগেছে। যাই হোক, সবাই মিলে মিশে থাকুক ব্লগে এই কামনাই সবসময়।

৮| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, আমার বইটি পড়ে আপনার পাঠ প্রতিক্রিয়া এ ব্লগে প্রকাশ করার জন্য ধন্যবাদ, আমি সাজিদ!

বইটিতে আমার সদ্য প্রয়াত বন্ধু ফাহিয়ান এবং তার কঠোর অনুশাসনকারী বাবাকে নিয়ে কিছু কথা লিখেছিলাম। আমাদের সময় প্রায় সবার বাবারা ওরকমই ছিলেন। ওর মৃত্যুর পর আমার লেখা ফাহিয়ানের গল্পঃ পোস্টটি আপনি পড়েছিলেন, তা আজ আবার সে পোস্টে গিয়ে আপনার মন্তব্য থেকে জেনে এলাম। এ সত্য গল্পটি আপনার ভাল লেগেছিল জেনে আবারো নতুন করে প্রীত হ'লাম।

বইটি স্রেফ একটি অনুল্লেখ্য জীবনের আপন কৈশোরের স্মৃতিচারণ, অর্থ ব্যয় করে এ বই থেকে শেখার বা উল্লেখযোগ্য কোন কিছু জানার সম্ভবতঃ তেমন কিছু নেই। তবুও আপনি তা ক্রয় করেছেন, এবং পড়ে একটা পোস্ট লিখে তা এ ব্লগের সবাইকে জানিয়েছেন, সে জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দ্বিতীয় জন এর কাছে ইতোমধ্যে যে বইটি চেয়ে ফেলেছেন, আশাকরি সেটা পড়েও একটা পোস্ট লিখে বইটি সম্পর্কে আমাদেরকে জানাবেন।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৭

আমি সাজিদ বলেছেন: আমার ক্ষেত্রে একটু ব্যাতিক্রম। আমাদের আম্মা আমাদের ভাইবোনদের কঠোর অনুশাসনে রেখেছেন। আমার খালাদেরও দেখতাম এমনই। মানে সহজ ভাষায় - বাবার বকুনির চেয়ে মায়ের বকুনি বেশী হজম করতে হয়েছে।

দ্বিতীয়জন বলেছেন জলদিই পাঠিয়ে দিবেন উনার বইটি। অনলাইন থেকেও কয়েকজনের বই অর্ডার করবো ভাবছি। একটা সিরিজ লেখা যায়। অবশ্য সামনে হসপিটাল নিয়ে ব্যস্ততা আছে, নিজের একাডেমিক কিছু পড়াশুনাও আছে। এর মাঝেই সিরিজটা লেখবো ইনশাআল্লাহ।

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

আমি সাজিদ বলেছেন: আপনার বইটি পড়ে লেখাটা লেখার সময় মনে হল ব্লগারদের বই নিয়ে একটা সিরিজ করা যেতে পারে।

৯| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮

ভুয়া মফিজ বলেছেন: আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম না, তবে হওয়ার সুযোগ ছিল। চান্স পেয়েও আম্মার কারনে ভর্তি হতে পারি নাই। তাই এ'সংক্রান্ত আমারও কিছু স্মৃতি আছে। খায়রুল ভাই অতি সজ্জন একজন ব্লগার। উনি দীর্ঘদিন আমাদের সাথে থাকুন, এই কামনা করি। উনার বইটা সংগ্রহ করার চেষ্টা করবো।

খায়রুল ভাইয়ের বইয়ের কথা তো জানলাম, আপনারটা কবে নাগাদ আসবে? :)

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

আমি সাজিদ বলেছেন: আপনার স্মৃতিগুলো জানতে চাই। কেন যেতে দেন নি ক্যাডেট কলেজে? হোমসিক ছিলেন?

আমার বইয়ের কথা বলে লজ্জা দিবেন না। ২০১৮ সালে জেব্রাক্রসিং থেকে একটা উপন্যাসিকা বের হয়েছিল - যত কপি ছাপানোর কথা ছিল সব কপি ছাপানো হয় নি। আমিও প্রকাশকের সাথে তর্কে যাই নি। এবং মজার বিষয় হচ্ছে তখন আমার ফাইনাল পরীক্ষা ছিল, পরীক্ষার চাপে ফোকাসড ছিলাম না বইয়ের প্রচারের ব্যপারে। আমি তাই এই বইয়ের কথা ভুলে যেতে চাই। তবে উপন্যাসিকাটির পটভূমি ছিল পুরানো ঢাকার গ্যাংস্টার ওয়ার নিয়ে। আর নারায়ণগঞ্জের মোমিনউল্লাহ ডেভিডের ছায়া নিয়ে উপন্যাসের প্রধান চরিত্র বিল্ড করেছিলাম। বেশ স্টাডি করতে হয়েছিল সে সময়টা নিয়ে। আবু সুফিয়ান নামের একজন ক্রাইম জার্নালিস্টের লেখার কাছে আমি এ জন্য কৃতজ্ঞ। তবে এখন মনে হয় আমি লিখে সন্তুষ্ট নই। পরিসর আরেকটু বড় করা যেতে পারতো।

ভাবছি সাহস করে একদিন ব্লগে এই উপন্যাসিকার পিডিএফ দিয়ে দিবো।

১০| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

খায়রুল আহসান বলেছেন: @পদাতিক চৌধুরি, বইটি উনি ক্রয় করে পড়েছেন, আমার কাছ থেকে উপহার হিসেবে পান নি। আমি আমার মন্তব্যেও এ কথাটি উল্লেখ করেছি।

১১| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৭

অপু তানভীর বলেছেন: বই আমাকে সব সময়ই টানে । আপনার রিভিউ পড়ে বইটা পড়ার আগ্রহ জন্মালো ।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ গল্পকার অপু ভাই। আপনার বই পড়তে চাই।

১২| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধাঁধাটা বলা যায় না শুধুই অনুভব করা যায়।

অনুভব করা যায়, ভালোবাসা, হতাশা আর ঈশ্বরকে।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার বলেছেন তো! বেশ পছন্দ হয়েছে কথাটা।

১৩| ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগার খায়রুল আহসান হচ্ছেন ব্লগের আত্মার কবি

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

আমি সাজিদ বলেছেন: সব সিনিয়র ব্লগারই ব্লগের আত্মা।

১৪| ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

শেরজা তপন বলেছেন: @ পদাতিক চৌধুরি'র কথাগুলো ভাল লাগল।

আশা করছি শ্রদ্ধেয় খায়রুল আহসান সাহেবের বইখানি পড়ব একদিন।
লেখক কে ধন্যবাদ ডিটেল জানানোর জন্য

২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:০২

আমি সাজিদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ব্লগার।

১৫| ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩

জুন বলেছেন: ব্লগার খায়রুল আহসান শুধু একজন ভালো লেখকই নন, একজন সজ্জ্বন মানুষও বটে । উনি ব্লগে লেখার শুরু থেকেই আমি তার লেখালেখির একজন গুনমুগ্ধ পাঠক আমি সাজিদ ।
আপনার বইয়েরও অপেক্ষায় রইলাম :)

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০

আমি সাজিদ বলেছেন: আমিও তাঁর গুনমুগ্ধ। ব্লগের প্রায় সবারই গুনমুগ্ধ।

মন্তব্যের জন্য ধন্যবাদ জুন আপু।

১৬| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১

ব্লগার_প্রান্ত বলেছেন: Click This Link

রকমারিতে বইটির ব্যাক অর্ডার করলাম।

বইটি কোথা থেকে সংগ্রহ করতে পারি জানিয়ে উপকৃত করবেন। হোম ডেলিভারি হলে ভালো হয়। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

আমি সাজিদ বলেছেন: আমি লেখককে ইমেইল করেছিলাম। আপনি রকমারিতেও পেতে পারেন।

১৭| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২১

ঘরহীন বলেছেন: সামনের বইমেলায় একগাদা ব্লগারদের বই কিনতে চাই। আলোচনা সুন্দর হয়েছে। সামনে পড়ার আশা রাখছি।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২

আমি সাজিদ বলেছেন: আমিও কিনবো অবশ্যই।

১৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: খায়রুল আহসান ভাইয়ের লেখার আমি একজন প্রথম থেকেই ভক্ত। তার লেখা ব্লগে দেখলেই আগে পড়ার চেষ্টা করি।

১৯| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৪

মা.হাসান বলেছেন: জনাব খায়রুল আহসানের লেখায় জীবনের সৌন্দর্যের গভীরতার অনন্য উপলব্ধি অনুভব করা যায়। ওনার বইটি নিয়ে লেখায় আপনাকে অনেক ধন্যবাদ।

২০| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৫১

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বইটা পড়ে তবেই মন্তব্য করবো ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.