নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sajidboss

আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দূর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

sajidboss › বিস্তারিত পোস্টঃ

ব্যাক-প্যাক ব্যবহারকারী সকলের দৃষ্টি আকর্ষণ করছি !!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

ব্যাক-প্যাক ব্যবহারকারী সকলের দৃষ্টি আকর্ষণ করছি !!!



রিকশায় চলাচল করার সময় ব্যাক-প্যাক ব্যবহারকারীরা কোনো অবস্থাতে ব্যাক-প্যাক পিঠে রেখে বসবেন না। এই বছর ই এখন পর্যন্ত তিনজন বন্ধুকে ব্যাক-প্যাক পিঠে ঝুলিয়ে রিকশায় বসার জন্য চরম মূল্য (ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল) দিতে হয়েছে। কারণ ব্যাক-প্যাক খানা পিঠে ঝুলিয়ে আপনি যখন মনের আনন্দে মোবাইলে গান শুনতে ব্যস্ত থাকবেন, ঠিক তখন ই কোনো এক অভিজ্ঞ ছিনতাইকারী আপনার ব্যাক-প্যাক থেকে যাবতীয় মূল্যবান/অমূল্যবান জিনিস নিয়ে সুন্দর মতো চম্পট দিবে। বাসায় আশার আগে আপনি ক্ষুণাক্ষরে বুঝতে ও পারবেন না কি হচ্ছে আপনার পিছনে !তাই সময় থাকতে ই সাবধান হউন। রিকশায় চলাচলের সময় সাধের ব্যাক-প্যাক খানা পিঠে না ঝুলিয়ে কোলের উপর রাখুন বা সামনে নীচে রাখুন। আর যাত্রা পথে মনের আনন্দে গান শুনা আর গপ গপ করে ভোজন কার্জ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করন।



আর সি.এন.জি. অটোরিকশাতে চলাচলের সময় ব্যাকপ্যাক যথাসম্ভব বসার সিটের পিছনে রাখার থেকে বিরত থাকুন। কারণ আপনি যখন যানজটে বসে একরাশ বিরক্তি নিয়ে মোবাইলে ফেসবুকইং করতে থাকবে, সেই মুমূর্তে অভিজ্ঞ কোন এক ছিনতাইকারী সি.এন.জি. এর পিছনের প্লাস্টিক কেটে আপনার ব্যাকপ্যাকের থেকে যাবতীয় মূল্যবান/অমূল্যবান জিনিস এবং ক্ষেত্রবিশেষ এ আপনার ব্যাকপ্যাক খানা নিয়ে ই চম্পট দিবে। তাই সি.এন.জি. তে ভ্রমণের সময় ব্যাকপ্যাক খানা যথা সম্ভব নিজের কাছে রাখার চেষ্টা করন, আর নিতান্ত ই সীটের পিছনে রাখতে হলে কিছুক্ষণ পর পর ই ব্যাকপ্যাকের দিকে নিজর দিন, বিশেষ করে সিগনাল আর জানজটের সময় !!!



কোনো অবস্থাতেই ভুলে যাবেন না, “আপনি ঢাকা শহরের রাস্তায় চলাফেরা করছেন” !!!

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

অজানাবন্ধু বলেছেন: ধন্যবাদ । অনেক অনেক ............... ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

sajidboss বলেছেন: আপনাকে ও ধন্যবাদ :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমার ফ্রেন্ডের ম্যাকবুক নিয়ে গেছিলো। টেরও পায়নি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

sajidboss বলেছেন: এদের হাতের কাজ অসম্ভব ভালো, আমার তিন জন বন্ধু সেই মাপের বাশ খাইছে এই ভাবে ব্যাকপ্যাক নিয়ে

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

রাহুল বলেছেন: যদি হাটুর উপর রাখেন তা মোটর সাইকেল ছিনতাইকারি থেকে সাবধান।ছু! মেরে নিয়ে যাবে..।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

sajidboss বলেছেন: এখন রাস্তায় যেই পরিমান জ্যাম থাকে, তা তে এই ধরণের ছিনতাইকারীদের বাজার কিছুটা খারাপ !!!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

যাযাবর মানুষ বলেছেন: দুই রানের চিপা সবচেয়ে বেষ্ট। X(

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

sajidboss বলেছেন: হা হা হা, কথা সত্য !!!

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

কোবিদ বলেছেন: দুই রানের চিপা সবচেয়ে বেষ্ট =p~ =p~ =p~
পুরাটাই লুল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

সরকার আলী বলেছেন: সি.এন.জি./অটোরিকশায় বসার সিটের পিছনে লোহার রড/গ্রিলের বেড়া দিলে তা এহেন ছিনতাইয়ের একটি প্রতিবন্ধক হতে পারে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

sajidboss বলেছেন: মালিকপক্ষ মনে হয় না এই ধরণের ছিনতাই নিয়ে খুব একটা চিন্তিত :(

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

sajidboss বলেছেন: :)

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

বটের ফল বলেছেন: ভালো বলেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

sajidboss বলেছেন: :)

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

আরজু পনি বলেছেন:

ভালো পরামর্শ ।
ধন্যবাদ ।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

sajidboss বলেছেন: :)

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

ইকরাম বাপ্পী বলেছেন: আমার কাছেতো মনে হয় রিক্সায় যাবার সময় ব্যাক-প্যাক সামনে দুই পায়ের মাঝে নিচে রাখা উচিত। এক বন্ধু তার সাধের ল্যাপিটা কোলের উপর রেখে যাচ্ছিলো দোয়েল চত্তর দিয়ে...... সম্মানিত হাইজ্যাকার তা টান মেরে নিয়ে গেছে, বন্ধু তা আটকাতে গেলে ছুরি দিয়ে পোচ দিয়ে তার বাধন মুক্ত করেছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

sajidboss বলেছেন: আমার এক ফ্রেন্ড এর ও একই ঘটনা, কিন্তু আরো দুঃখজনক হলো ব্যাগটা তার হাত দিয়ে ধরা ছিলো, তাই ছিনতাইকারী ব্যাগ ধরে তান দেয়ার ফলে সে রিকশা থেকে পরে ভালো আহত হয় :(

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:



সচেতন করার জন্য ধন্যবাদ +++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

sajidboss বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.