![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম, আমি সাকিব। আমি একজন ব্লগার ও ইউটিউবার। আশাকরি আমার লেখা আপনাদের ভাল লাগবে।
একবার কূয়ার ভিতরে পড়ে গেলো গাঁধা। মনিব ঠিক করলো তাকে উঠানো অনেক কষ্টের কাজ। তাই সে তাকে পূঁতে ফেলার জন্য মাটি ফেলতে লাগলো। গাঁধা করুণ সুরে কাঁদতে লাগলো। কিন্তু মনিবের মন গললো না। সে মাটি ফেলতে থাকলো কূয়ার ভিতরে। কিছুক্ষন পর গাঁধার কান্নার আওয়াজ থেমে গেলো। মনিব মনে করলো গাঁধার কবর হয়ে গেছে। সে কিছুটা আফসোস করতে করতে বাড়ি ফিরলো। পরদিন সকালে ওই গাঁধাটি তার বাসায় এসে হাজির। মনিবতো অবাক। গাঁধাটি বললো মাটি যখন প্রথমে পড়তে থাকলো তখন সে কষ্টে কেঁদেছে। পরে তার সুবিধাই হয়েছে। সে উপর থেকে পড়া মাটিগুলোকে ধাপের পর ধাপ বানিয়ে উপরে উঠতে পেরেছে।
---সংগৃহীত
©somewhere in net ltd.