নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Give up

সাকলাইন তুষার

সব্যসাচী

সাকলাইন তুষার › বিস্তারিত পোস্টঃ

একটু ভাবুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭


Dr. Alexandre Sava,Romania
Professor
University of Lorraine ,France
যেখানে বাংলাদেশী ভার্সিটি গুলো লাখ লাখ টাকা খরচ করে কনসার্ট করে ছাত্রদের একবেলা আনন্দ দেন , আর এখানে এরা হাজার হাজার টাকা খরচ করে বাহির থেকে প্রোফেসর নিয়ে এসে লেকচার দেওয়ান যেনো আমরা সারাজীবন আনন্দ পাই ।
যেখানে সামান্য ছোট একটা রোবট তৈরি করলে তার পিছনে লাখ টাকা খরচ করার পরও একবারও বলে না কত তম হয়েছে তোমার রোবট ?
আর আমাদের দেশে কত বড় বড় প্রোজেক্ট টাকার অভাবে মেসের বেডের নিচে চাপা পড়ে মরে যায় ।
কারণ যেখানে দুবেলা খাবার কেনা বড় দায় হয়ে দাঁড়ায় আমাদের জন্য, সেখানে রোবট এর তারতোর কিনবো ক্যামনে ।
আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ গুলো অযথা টাকা নষ্ট না করে যদি সামান্য কিছু বিভিন্ন প্রোজেক্ট ব্যয় করতেন, আমার মনে হয় আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারতাম ।
বাই দা ওয়ে বছরে ৮-১০ টা প্রোফেসর নিয়ে আসা হয় আমাদের ভার্সিটিতে শুধু বক্ বকানি শোনার জন্য ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নাহিদ০৯ বলেছেন: এজন্য তো দেশে এত ভার্সিটি আর এত এত চকমকা প্রাইভেট ক্যাম্পাস থাকার পরেও কোম্পানীর গুরুত্বপূর্ন পদসমূহ বাইরে থেকেই ইম্পোর্ট করা লাগে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

সাকলাইন তুষার বলেছেন: একদম ঠিক বলেছেন

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: সহমত।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

সাকলাইন তুষার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.