নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Give up

সাকলাইন তুষার

সব্যসাচী

সাকলাইন তুষার › বিস্তারিত পোস্টঃ

জীবন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

অর্থনৈতিক স্বাধীনতা থাকলেই কি জীবনে ভালো থাকা যায় ? সুখী হওয়া যায়? অবশ্যই না। আমরা সম্পর্কে সমস্যার ভীড়ে এমনভাবে নিজেকে হারিয়ে ফেলি একটা সময় নিজেই নিজেকে খুঁজে পাইনা ।‌ সঠিক সিদ্ধান্তের অভাবে ভেঙ্গে যায় অনেক স্বপ্নে গড়া সম্পর্ক । কিন্তু কেনো এমন হয়? কারন আপনি মেন্টালি স্টেবল হতে পারেন নি । আপনার ইমোশনাল ইনটিজেন্স সঠিকভাবে গ্রোআপ করেনি । ডমিনেটিং ক্যারেক্টার লুকিয়ে আছে সবজায়গাতেই । একটু সুযোগ দিলেই এরা জেগে ওঠে আপন ভঙ্গিমায় । কিন্তু তাই বলে সংসার সম্পর্ক সহজে ভেঙে ফেলা কি বুদ্ধিমান এর কাজ? আবার গাধার মতো খেটে খাওয়া ও কিন্তু উচিত নয় । লাইফ পার্টনার যদি ডমিনেটিং হয়, সহজ সাবলীল সম্পর্ক তৈরি হয়না। আপনার পছন্দ অপছন্দ কে যদি কেউ সম্মান না করে ইচ্ছে গুলোকে গুরুত্ব না দেয় এই মানুষটার সাথে কিভাবে ভালো থাকা যায় বলেন? তবে মনে রাখবেন কুস্তিতে সেই জেতে যার শক্তি বেশি কলাকৌশল জানা বেশি । যারা জীবনে হেরে যায় তারা কেনো হেরে যায় জানেন? কারন তাদের এক্সপেক্টেশন বেশি ঐ মানুষটার কাছে । তারা ভালোবাসা প্রকাশ না করে অন্তরে অন্তরে লুকিয়ে রাখে তর্কে জড়িয়ে পড়ে । আপনি নিজেকে সেভাবে তৈরি করেন যাতে বুদ্ধিমত্তার জোড়ে তাকে হারাতে পারেন । আপনার প্রচুর আত্নবিশ্বাস থাকবে কিন্তু ইগো থাকবেনা । অহংকার থাকবেনা । তর্কের চাইতে নিজের যুক্তিকে সুন্দর ভাবে উপস্থাপন করেন যাতে সে আপনার কথা ফেলতে না পারে ।‌

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



চীনে পড়েন, এখনো ছাত্র, যেসব বুঝেন না সেসব নিয়ে লিখার চেষ্টা করছেন!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি কি চীনে পড়ালেখা করেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

সাকলাইন তুষার বলেছেন: হ্যা ভাই

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: অর্থ থাকলে আর কিছু লাগে না। অর্থ দিয়েই ৯০% সমস্যার সমাধান করা যায়।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৬

বলেছেন: ছোড বেলায় বাগধারা পড়েছিলাম --- অকালপক্ব।।

আজকালকার প্রশ্নফাঁস জেনারেশনের সবগুলোই স্বীকৃত অকালপক্ব।।।


টাকা ছাড়া কি হাগু করা যায়।।।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

ডার্ক ম্যান বলেছেন: টাকা ছাড়া জীবনের কোন গতি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.