![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখির পালক হয়ে গেঁথে আছি নিঃসঙ্গতা
উপরে মেঘ ডুমুর
নিচে ঘন সবুজ বন
আবাসন ফেলে যতদূর পাখি যায় , আমিও
ঠিক ততটা
পাখির গতরের বাইরে যেতে পারি না
এই খানেই আবাসন
এই খানেই মাদুর পেতেছি
এখানেই শ্লোগান ধরেছি - " একা হতে চাই ।"
নচ্ছার শীতকালে --
গাছের পাতার মতো পাখিও ঝরালো পালক
আজ কিছু চাইছি না ;
তবু পথিক এঁকে গেলো জুতার অটোগ্রাফ !
©somewhere in net ltd.