নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশাবাদী

আশা ছলনে, আশার কূহকে

সালাহ উদ্দিন০০৭

আমি একজন আশাবাদী মানুষ। আমি মনে করি একজন ভালো মানুষের মুখের কথা ও অন্তরের বিশ্বাস এক হতে হবো। আমি একজন ভালো মানুষ হতে চাই।

সালাহ উদ্দিন০০৭ › বিস্তারিত পোস্টঃ

একটি শর্ট (ফিল্ম) রিভিউঃ দা পেপারম্যান

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:১২

ধরুন আপনি একদিন সকালে অফিসে যাওয়ার জন্য একাকী একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছেন। সেখানে হঠাৎ আবির্ভাব হল এক সুন্দরী রমনীর। "প্রথম দেখায় প্রেমে" পড়ে গেলেন আপনি। কিন্তু কয়েক সেকেন্ডের ভুলে সেই রমনী আপনাকে ফেলে দ্রুতগামী ট্রেনে চড়ে চলে গেল। পেয়েও হারানোর বেদনায় মুহ্যমান আপনি বহুতল ভবনের উপরতলায় আপনার অফিসে গেলেন। আপনি জানালা দিয়ে বিষন্ন চোখে বাইরে তাকালেন। হঠাৎ দেখলেন, আপনার স্বপ্ন কন্যা রাস্তার অপরদিকে আরেকটি বহুতল ভবনে খোলা জানালার পাশে বসে কাজ করছে। হাত নেড়ে মনোযোগ আকর্ষন করতে ব্যর্থ আপনি কি করতে পারেন আপনার এক বুক ভালবাসা, কল্পনা শক্তি আর অফিসের একগাদা কাগজ নিয়ে?







এরকমই এক কাহিনী নিয়ে জন কার্স পরিচালিত ডিজনীর স্বল্প দৈর্ঘ্যের ছবি "দা পেপারম্যান"। সাত মিনিটেরও কম দৈর্ঘের এই এনিমেটেড ছবিটি ২০১২ সালে অস্কারে "সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র" পুরস্কারপ্রাপ্ত।



"ইটস টাফ টু বি এ বার্ড" এর পর ৪৩ বছরের মধ্যে এই ছবিটি ডিজনী নির্মিত অস্কারে সেরা এনিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচিত্র শাখায় পুরস্কারপ্রাপ্ত প্রথম ছবি।



৩ডি এনিমেশন চলচিত্রের দাপটের যুগে ২ডি ফরমেটে নির্মিত ছোট্ট এই প্রেমের ছবিটি দেখে সবার ভাল লাগবে এই আশা রেখে এই "স্বল্প দৈর্ঘ্য" রিভিউটি শেষ করছি।



হ্যাপি মুভি টাইম।



ইউটিউব লিঙ্ক-











মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:১২

বোকামন বলেছেন:
ভালো লাগার মতই একটি শর্ট ফিল্ম :-)
পোস্টে ১+

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩১

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: থ্যাঙ্কু

২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০

মাক্স বলেছেন: ভালো লাগার মতই!!

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩২

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

রাতুল_শাহ বলেছেন: :)

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: :)

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২২

মন মানে না বলেছেন: ভালো ছিলো ;)

০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:২৭

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: মন মানে না ভাই............ এইরকমটা যদি আমার জীবনে ঘটত ............ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.