![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আশাবাদী মানুষ। আমি মনে করি একজন ভালো মানুষের মুখের কথা ও অন্তরের বিশ্বাস এক হতে হবো। আমি একজন ভালো মানুষ হতে চাই।
Enchanted এর ভাল বাংলা প্রতিশব্দ খুজে পেতে হয়রান হতে হল। কি হতে পারে Enchanted ভাল বাংলা? ভূতগ্রস্ত, বশীভূত, মোহিত নাকি পুলকিত? খুজেপেতে যেটা ধার্য করলাম, সেটা খুবই পরিচিত একটা শব্দ, 'মুগ্ধ'। কিন্তু মনের মধ্যে খচখচ করছিলই, Enchanted শব্দের যে ভাব তার সাথে 'মুগ্ধ' শব্দটা কতটুকু যায়? সুতরাং শেষমেশ ধার্য করলাম, 'বিমুগ্ধ'। এইবার ঠিক আছে, Enchanted মানে দাড়াল 'বিমুগ্ধ'। খুশি হয়ে নিজেকে একটা চকোলেট দিলাম, এটাই গালে রেখে এই লেখা লিখছি।
Enchanted এর বাংলা 'বিমুগ্ধ' তো পাওয়া গেল। কিন্তু আমাদের জীবনে তো মুগ্ধতা নেই। আমরা আজকাল কিছুতেই মুগ্ধ হই না, 'বিমুগ্ধ' হওয়া তো অনেক দূরের ব্যপার। যাপিত জীবনের বিষাক্ত ছোবলে, ইট-কাঠের নিষ্পেষনে, যানজটের জটে আমরা জীবনের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। ভাল কোন ঘটনা ঘটলে আমাদের কাছে মিরাকল মনে হয়। অপরিচিত লোকের দিকে তাকিতে হাসা লোকটাকে আমাদের পাগল মনে হয়। আমরা মনে করি, 'অতঃপর তাহারা সূখে শান্তিতে বসবাস করিতে লাগিল' এই বাক্যাংশ বাস্তবে অচল, এটা শুধুমাত্র রুপকথার রাজ্যে ঘটে।
লম্বা ভুমিকা টেনে ফেললাম। এবার 'Enchanted' সিনেমার কাহিনীতে আসা যাক। সিনেমার শুরুটা হয় ডিজনীর রুপকথার রাজ্যে, যেখানে রাজকন্যা জিসেল প্রেমের গান গেয়ে তার জীবনসাথী রাজকুমার এডওয়ার্ড কে খুজে পায়। কিন্তু তাদের বিয়ে হওয়ার আগেই কুচক্রী রানী নারীসা রাজকন্যা জিসেলকে রুপকথার রাজ্য আন্দালেসিয়া থেকে 'অনেক দূরে' পাঠিয়ে দেয়।
এই 'অনেক দূরের' যায়গাটা আমাদের বাস্তব দুনিয়ার নিউইয়র্ক শহর। এনিমেশিনের জগত থেকে রাজকন্যা বাস্তব দুনিয়ায় পদার্পন করে যেখানে বিশ্বাস, ভালবাসা, মায়া, মমতা, সহমর্মিতা বিষয়গুলো যে আছে সেটা মানুষ ভুলতে বসেছে। বিচিত্র এই বাস্তব দুনিয়ায় রুপকথার রাজকন্যার তো বেহাল দশা। তার আশ্রয় হয় বাস্তব চরিত্র রবার্ট ফিলিপের ঘরে। জীবনের ঘুর্নীপাকে সদা দ্বন্দে ভোগা রবার্ট ফিলিপ ডাইভোর্স আইনজীবি। তালাক নিতে আসা দম্পতিতের কলহে প্রতিদিন তার কান ঝালাপালা হয়। ছোট্ট একটা মেয়ে আছে তার, নাম মর্গান ফিলিপ, ছয় বছর বয়স। মেয়েটির মাকে রবার্টকে ছেড়ে গেছে। রবার্ট মর্গানকে ছোট বয়স থেকেই বাস্তববাদী বানাতে ব্যস্ত, সে চায় মেয়ে যাতে রুপকথা পড়ে স্বপ্নবাদী না হয়। অফিসের কলিগ ন্যান্সির সাথে পাঁচ বছরের সম্পর্ক, কিন্তু ফিলিপ বিয়ে করতে মনঃস্থির করতে পারে না।
এমনি এক সময়ে ফিলিপের জীবনে রাজকন্যা জিসেলের পদার্পন। রাজকন্যার অদ্ভুত সারল্য, ভালবাসা, বিশ্বাস আর জীবনবোধ ফিলিপের চলমান জীবনের ভিত্তিমূল নাড়িয়ে দেয়। 'মুগ্ধতা' আর 'বিমুগ্ধতা' এসে ভর করতে থাকে। অন্যদিকে বাস্তব দুনিয়ায় এসে রুপকথার রাজকন্যার ভালবাসা, বিয়ে সম্পর্কিত দৃষ্টিভঙ্গি বদলে যেতে থাকে। রুপকাথার সাথে বাস্তব দুনিয়ার দ্বন্দমুখর আবহে সিনেমার কাহিনী পরিনতির দিকে এগিয়ে যায়।
বাস্তব জীবনে রূপকথার অসারতা, বাস্তব দুনিয়ার মানুষের জীবনবোধের দৈন্য ইত্যাদি নানা বিষয় নিয়ে ভাবনার উদ্রেককারি সিনেমা, Enchanted। বাস্তবের সাথে রুপকথার দুনিয়ার দ্বন্দ আর মিলের চেষ্টা সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। অন্য যেকোন রুপকথার গল্পের মতই 'মধুরেন সমাপয়েৎ' দিয়ে শেষ হলেও অনেক ভাল লাগা ভাবনার বিষয় সিনেমাটিতে পাবেন।
রাজকন্যা জিসেলের চরিত্রে এমি এডামসের অভিনয় দেখে আমি পুরাই 'বিমুগ্ধ' হয়ে গেছি। রবার্ট ফিলিপের চরিত্রে পেট্রিক ডেমসি ভাল অভিনয় করেছেন।
তো, বসে যান দেখতে Enchanted সিনেমাটি। আশা করি, বিমুগ্ধ না হলেও মুগ্ধ আপনি হবেনই। হ্যাপি মুভি টাইম।
ডাউনলোড লিংকঃ Click This Link
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সালাহ উদ্দিন০০৭ বলেছেন: থ্যাঙ্কু
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর রিভিউ, দেখি নাই মুভিটা দেখা লাগবে
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
সালাহ উদ্দিন০০৭ বলেছেন: দেখে ফেলেন, ভাল লাগবে .........।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: অলরেডি দেখে ফেলেছি। খুবই ভাল মুভি। আমার খুবই প্রিয় অভিনেত্রী এমি এডামসে অভিনয় অসাধারন ছিল। এনিমেশনের ক্যারাকটারকে কেউ এভাবে বাস্তবে অভিনয় করে দেখাতে পারবে এটা এমি এডামসকে না দেখলে বিশ্বাসই করতাম না। রিভিউ ভাল লাগল।