![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে আমার বাংলা মা
আর কতকাল
চলতে থাকবে অনাচারের আচার অনুষ্ঠান?
আর কতকাল ভিনদেশিদের কালচারে
আমরা হব কালচারী?
কালচার মানে
মন্ত্রী আর আমলাদের মত
সাধারণ জনগণ এর ও বাংলা প্রশ্নের হিন্দী জবাব।
কালচার মানে
ভিনদেশীদের নাটকের সংলাপ আর চরিত্রের
মত স্বদেশী হবার স্বভাব।
তোমাতেই আছে আজও
কবি নজরুলের অগ্নিবীণা আর শত শত গান
আছে হুমায়ুনের হিমু আর নাট্যবিতান
তবে কেন এত অপমান?
যে ভাষাকে ভালবেসে বীরেরা করেছে আত্মদান
সে ভাষায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি
কেন হয়না ৮ই ফাল্গুন?
বাংগালী হয়েও কেন আমাদের মাস জানুয়ারি
থেকে ডিসেম্বর?
বলো মা
আমাদেরই আছে ১লা বৈশাখ যার নাম বিশ্বজোড়া।
তবে কেন ভিনদেশী থার্টি ফার্স্ট করে
অপমানের শিরোনাম হবে
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস?
যে কালচার নারীকে নারীর সম্মান দেয়না
তাকে কেন মেনে নিতে এত আত্মনিবেদন?
আবার কবে কালচারী না হয়ে আমরা
হয়ে উঠব পুরো দস্তুর বাংগালী?
একটি দিনের জন্য পান্তা ইলিশের স্বাদ
না নিয়ে প্রতিদিনের জন্য আলু ভর্তা আর গরম ভাত
এভাবেই আমরা হয়ে যাই বাংগালী
নাই বা হলাম নকল কালচারী।
©somewhere in net ltd.