নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি শাহজাহান অালী\nসবে মাত্র এমএসএস অর্থনীতিতে মাস্টার্স শেষ করলাম। ব্যাচেলার আছি। বর্তমানে ঢাকার একটি প্রাইেভট স্কুলে সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত আছি। গল্প, কবিতা, সংবাদপত্র পড়তে ভালবাসি।

শাহজাহান আলী

খুব খারাপ মানুষ না

শাহজাহান আলী › বিস্তারিত পোস্টঃ

একটু হাসুন!!! মজার একটি কৌতুক

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

পিতা এবং সন্তানের মধ্যে সংলাপ
বাবাঃ কুদ্দুস, এই কুদ্দুস, কোথায় তুই?
ছেলেঃ এই যে বাবা, আমি এই খানে।
বাবাঃ সারা দিন কোথায় থাক বাপ? গরুগুলো যে শুকিয়ে যাচ্ছে সে দিকে কি খেয়াল আছে?
ছেলেঃ গরু শুকিয়ে যাচ্ছে, সমস্যা নেই। এখন তো মেঘ করেছে। বাহিরে বের করে দাও, বৃষ্টি আসলে ভিজে যাবে।
বাবাঃ আমি কি এই কথা বলেছি? তোমার না খুব পাকামু হয়েছে। কান টেনে লম্বা করে দেব।
ছেলেঃ কান টানলে, লম্বা হবে?
বাবাঃ হবে না?
ছেলেঃ তা কান টানার দরকার কী? মাথা ধরে টান দাও। লম্বা হলে আর্মিতে চান্স পাব।
বাবাঃ দেখছ কত বড় বেয়াদব, তোমার খুব রস হয়েছে?
ছেলেঃ তাহলে ভাঁড় পাতো না হলে রস পড়ে যাবে।
বাবাঃ হায় আল্লাহ! এ ছেলে কি পাকা পাকছে.....
ছেলেঃ পেকে গেছে, খেয়ে ফেল। তা না হলে পঁচে যাবে।
বাবাঃ দেখছ, কত বড় শয়তান! তুই আজ থেকে আমাকে বাবা বলে ডাকবি না।
ছেলেঃ ঠিক আছে। চাচা বলে ডাকবো।
বাবাঃ এই মুহূতে আমার সামনে থেকে দূর হ। তোকে আমার দেখতে ইচ্ছে করছে না।
ছেলেঃ আমাকে যখন দেখতে ইচ্ছে করছে না, তাহলে একটা কাজ করব?
বাবাঃ কি কাজ?
ছেলেঃ ঐ খেজুর গাছের কাটা এনে তোমার চোখ দুটো গেঁলে দেবো, তাহলে আর আমাকে দেখতে পারবা না।
বাবাঃ ও রে হারামজাদা...........

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

সুদীপ্ত সরদার বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.