নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার মধ্যে পরমত সহিষ্ণুতা নেই তার থেকে সাবধান

শরফুদ্দিন আহমদ (লিংকন)

আমি ছাত্র। পড়াশুনা করছি ফার্মেসী বিভাগে। ভালোবাসি তাদের,যারা অহংকার মুক্ত আর যারা অন্যের মতের প্রতি শ্রদ্ধা রেখে নিজের মত প্রকাশ করে।

শরফুদ্দিন আহমদ (লিংকন) › বিস্তারিত পোস্টঃ

আমার আদরের ছোট ভাই ইমতিয়াজ আহমদ (মিলটন)এর এস এস সি পরীক্ষা শুরু ৩রা ফেব্রুয়ারী।আপনাদের সকলের কাছে দুয়া চাই

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

এক অতি বর্নাঢ্য স্কুল জীবন শেষ করতে যাচ্ছে আমার প্রিয় ছোট ভাই মিলটন। স্কুল জীবনের শুরু থেকেই প্রতিটি পরীক্ষায় তার ফলাফল ছিল চমৎকার। সবগুলো সরকারি বৃত্তিতে এবং অনেকগুলো বেসরকারি বৃত্তিতে সে কৃতিত্ব লাভ করেছে।







দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীতে Association Of Model Institution, chandpur এর মেধা বৃত্তি পরীক্ষায় সে পরপর তিনবার প্রথম গেড পেয়ে বৃত্তি লাভ করে। পঞ্চম শ্রেনীতে ইসলামিক এডুকেশন সোসাইটির মেধা বৃত্তি পরীক্ষায় সে চট্রগ্রাম বিভাগে প্রথম ও সারাদেশের সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায়ও A+ পেয়ে বৃত্তি লাভ করে।







সফলতার সাথে প্রাথমিক শিক্ষা শেষ করে ক্লাস সিক্সেও সে দেখালো দারুন কৃতিত্ব। একটি বেসরকারি সংস্থা The Students Welfare Association এর মেধা বৃত্তি পরীক্ষায় সে A গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।







৭ম শ্রেনীতে সে খানিকটা দুঃর্ভাগ্যের মুখোমুখি হয়। কারন এ শ্রেনীতে একটি বেসরকারি বৃত্তিতে সে প্রথম গ্রেড লাভ করতে ব্যর্থ হয়। ৭ম শ্রেনীতে Association Of Model Institution, chandpur এর মেধা বৃত্তি পরীক্ষায় সে B গ্রেডে বৃত্তি লাভ করে। এ ক্লাসে The Students Welfare Association এর বৃত্তি পরীক্ষাটি তার খুব ভালো হয়। কিন্তু দুঃর্ভাগ্য তার। তার এবং অন্য স্কুলের আরেক ছাত্রের রোল নং দেখা গেলো একই। যার ফলে পরিচালনা পরিষদের ভুলের খেসারত দিতে হলো তাকে। স্কুল জীবনে একমাত্র এ বৃত্তিটা মিস হলো তার।







৮ম শ্রেনীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সে বৃত্তি লাভ করে এবং বেসরকারি সংস্থা The Students Welfare Association এর বৃত্তিটিও লাভ করে A গ্রেডে। নবম শ্রেনীতেও সে The Students Welfare Association এর বৃত্তি পায়।

মোট কথা ছাত্র জীবনের শুরু থেকেই সে বেশ কৃতিত্ব দেখিয়ে আসছিল। এখন আপনাদের কাছে দোয়া চাই যাতে এস এস সি পরীক্ষায়ও সম্মানজনক ফলাফল করতে পারে।





আমার ছোট ভাইকে নিয়ে আমার গর্ব হয়। কারন নামাযে ও খুবই আন্তরিক। ফজরের নামায ছাড়া বাকি চার ওয়াক্ত নামায মোটামুটি নিয়মিতভাবে মসজিদে গিয়ে আদায় করে। কোন খারাপ ছেলের সাথে বন্ধুত্ব নেই তার। টিভি দেখলে বলা যায় - ডিসকভারি অথবা খেলার চ্যানেল। মোটামুটি এ দুটুই। আজে বাজে অনুষ্ঠানের প্রতি তার কোন আগ্রহ দেখি না।



আব্বু আম্মু বা আমি কোন কিছুর কথা বললে তৎক্ষণাৎ তা করে দেয়। এতে ও কখনো ক্লান্তি বোধ করে বলে মনে হয় না।



সামান্য কিছু লেখালেখিও করতে চায় বিভিন্ন ম্যগাজিনে ও স্থানীয় পত্রিকায়।



নিরপেক্ষ দৃষ্টীতে বলতে গেলে আমি বলবো আমার ভাইটি অন্য আট দশটি ছেলের চাইতে আলাদা।



আপনাদের কাছে আবারো দুয়া চাচ্ছি আমার আদরের ছোট ভাইটির জন্য।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

মিলন হোসেন১৫৮ বলেছেন: apnar vai valo result korba.

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: দুয়া কইরেন ভাই। তাই যেন হয়।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

যোগী বলেছেন: একটা অস্বাভাবিক মানুষে পরিনত করছেন আপনার ভাই কে।
দোয়া করি সে যেন স্বাভাবিক একটা জীবন পায়।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

মাক্স বলেছেন: শুভকামনা রইল!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আ্যাগোনেক্সট বলেছেন: যোগী বলেছেন: একটা অস্বাভাবিক মানুষে পরিনত করছেন আপনার ভাই কে।
দোয়া করি সে যেন স্বাভাবিক একটা জীবন পায়।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

বোকামন বলেছেন: প্রকৃত মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করুক। এই কামনাই করি ।

আল্লাহ তার সহায় হউক । আমীন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: আল্লাহ আপনার দুয়া কবুল করুক- আমিন

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মেটাল বলেছেন: Association Of Model Institution, chandpur

আপনি চাঁদপুরের ???? আপনার ভাই কোন স্কুলে????
আমি হাসান আলী স্কুলের ছাত্র

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: দেশি মানুষ পেয়ে ভালো লাগলো। আমার ভাই আল-আমিন একাডেমীর ছাত্র।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মেটাল বলেছেন: আমার কাজিন ও আল - আমিন স্কুল থেকে এই বার এস এস সি দিবে । আপনার ভাই এর ব্যাচ মেট । সিট তো মনে হয় মাতৃপীঠ স্কুলে পরসে । পরশু দেখা হবে ভাই । কাল চাঁদপুর আসব ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: ও তাই! ভালো। আপনার কাজিনের নাম কি? নাম বললে আমি হয়তো চিনতেও পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.