নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

%%অবাস্তব কল্পনা%%

সালমা ইসলাম

একাকী আনমনে বিষণ্নতার ছোঁয়ায় কেটে যায় ভোর।।স্বপ্নের পিছুটানে কোলাহলময় হয় দুপুর।।তাড়াহুড়ো যেন শান্ত হয়ে গড়িয়ে পড়ে বিকেলে।।পাওয়া না পাওয়ায় যেন স্বপ্নময়ী রাত কেটে যায় ঘুমে।।

সালমা ইসলাম › বিস্তারিত পোস্টঃ

♣এই সেই মেয়ে (পর্ব-৩)♣

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩০

সিনহা:তোমার কথা শুনে কেমন যেন লাগছে অধরা...।।

অধরা:কেমন লাগছে...!!!

সিনহা:নাহ।কিছু না।চল ক্লাসে যাই।বেল পরে গেছে।

অধরা:হুম চল..।।

ওরা ক্লাসে চলে এল।বাট অধরার এ ধরনের কথা যেন সিনহার মনে গেতে গেল..!!! সিনহা ভাবছে যে অধরার নামাজ না পরতে পারলে কান্না পায় আর আমাকে কেউ নামাজ পরতে বললে কান্না পায়..!! এটা কি কিছু হল...!!! অধরাও মুসলিম মেয়ে আমিও মুসলিম মেয়ে..। অথচ ওর আর আমার বৈশিষ্ট্য একদম আলাদা..!!! নাহ,,হতে পারে না এটা। অধরা ত আমার চেয়েও ভাল..!! আমি ওর মতই হব।ও যদি ৫ ওয়াক্ত নামাজ পরতে পারে তো আমি পারব না কেন..!!!
এসব ভাবতে ভাবতে ক্লাসে টিচার এসে গেল।ও আর সেদিন ক্লাসে মন দিতে পারছিল না।শুধু ভাবছিল যে ও নিজেকে চেঞ্জ করে ফেলবে।ওর বাবার মনের মত মেয়ে হবে...
এসব ভাবতে ভাবতেই ক্লাস শেষ হয়ে গেল..।।

ও স্কুল শেষ করে ওর রুমে চলে এল।ভাবছে যে আজ থেকেই ও নিয়মিত নামাজ পড়া শুরু করে দিবে।আর ওকে ওর বাবার কাছে মিথ্যা বলতে হবে না।
যেমনি কথা তেমনি কাজ..!!!
সিনহা অইদিন থেকেই নামাজ পড়া শুরু করে দিল।

পরের দিন স্কুল টাইমে সিনহা ওর ক্লাস রুমেবসে আছে।অধরার জন্য ওয়েট করছে।অধরাকে একদিনেই যেন কেমন ওর ভাল লেগে গেছে।অধরার একটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম শিফা।শিফা আবার ৫ ওয়াক্ত নামাজ ঠিক মত পড়ে না।তবে শিফার চরিত্র ভাল।কোনো ছেলের সাথে খুব দরকার না হলে কথাই বলে না।
প্রতিদিন শিফা আর অধরা একসাথে স্কুলে আসে।
ওরা কেউই বোরকা পড়ে না।এমনকি অধরাও না।ওকে বাসা থেকে বোরকা দেয় না।অধরা নাকি ছোট মেয়ে;বোরকা পরার বয়স হয় নি।তাই অধরা শুধু মাথায় হিজাব বাধে।
যাই হক,অন্যান্য দিনের মত ওই দিনও ঠিক সময়ে অধরা আর শিফা স্কুলে আসলো।সিনহা খেয়াল করল যে অধরা মুখ বিড় বিড় করে যেন কি বলছে..!!ও বেশ অবাক হল এটা দেখে..।তবে আগেই কিছু জিজ্ঞেস করল না।অধরা ওর কছে আসলে ও বলল...

সিনহা:hi অধরা..!!!

অধরা:আসসালামু আলাইকুম সিনহা...!!

সিনহা:ওয়ালাইকুমুস সালাম..!!(লজ্জা পেল একটু)

অধরা:কি খবর..??

সিনহা:কিছু না।আচ্ছা তুমি আমাকে সালাম দিলে কেন..!!!???আমি তো তোমার ক্লাসমেট..!!

অধরা:তো কি হইছে..!!!???সালাম তো সব মুসলিমকেই দেয়া যায়..!! যাই হোক, ক্লাসে চল..।।

সিনহা:হুম চল।আজ কিন্তু তোমরা দুইজন আমার সাথে বসবে..।

চলবে.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.