![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***আমার মাঝেই সর্বদা বিচরন করি।এর মাঝেই আনন্দ খুজে পাই।কল্পনায় বাস্তবতার নিষ্ঠূর লাল নীল বেগুনী রঙ গূলোকে আমার মত করেই সাজিয়ে নেই...তখন সবকিছু ভুলে গিয়ে অন্য রকম এক ভালো লাগায় মন ভরে যায়...***
মালেশিয়া থাকতে এমন কোন দিন নেই যে বের হয়নি। প্রতিদিন সকাল ১২টায় (!!) ঘুম থেকে উঠে ব্রেক ফাস্ট করে বের হয়ে যেতাম।একেবারে রাতের খাবার খেয়ে এরপর বাসায় যেতাম।
তো একদিন সকালে নাস্তা খেয়ে সবাই মিলে বের হয়ে গেলাম।অথচ কথায় যাবো কেও জানেনা।এক জন বলে এই জায়গায় আরেকজন বলে ঐ জায়গায়।এই ভাবে ঘুরতে ঘুরতে ঠিক হল বার্ড পার্কে যাবো।কিন্তু কেন জানি ঐ বাচ্চাদের জায়গায় যাইতে ইচ্ছা করছিলো না।তারপরও বড়রা বলেছে তো কি আর করা ।বাধ্য হইয়া যাইতে হইলো
কিন্তু ওইখানে গিয়ে বুঝলাম না গেলে যে কত সুন্দর একটা জায়গা অদেখাই থেকে যেত।
ওই জায়গার কিছু ছবি শেয়ার না করে পারলাম না।
১ বার্ড পার্কে প্রবেশের আগে
২ ওয়েলকাম জানাচ্ছে লাল হলদে পাখিগুলো
৩ সামনাসামনি ময়ূরের পেখম মেলা আগে কখনই দেখিনি। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য ছিলো
৪ এই বার্ড পার্কে হাজার হাজার ময়ুর ইচ্ছা মত ঘুরে বেড়ায়।যেন কোন ভয় নেই নেই কোন শংকা!!!
৫ আরেকটা ময়ূরের পেখম মেলার দৃশ্য
৬ পশু পাখিদের মধ্যে ছেলেরা নাকি অনেক সুন্দর হয় আর মেয়েরা দেখলে বিশ্রী হয় আর এর জন্য নাকি মেয়ে পশু পাখিরা ছেলে পশু পাখিদের পেছনে ঘুর ঘুর করে। প্রমান দেখতে চান??
এইযে প্রমান
৭ দেখেই বুঝা যায় কেন এইটা পাখির রাজা
৮ এই ছবিটা অনেক সুন্দর ছিলো কিন্তু ক্রপ করতে করতে এখন শুধু পাখি ছাড়া আর কিছুই দেখা যায় না
৯ ঘুমের রাজ্যে ঘুমন্ত পেঁচা
১০ ছোট ছোট নাম না জানা রঙ বেরং এর পাখিদের অবাধ বিচরন
১১ কি জানি পাখিটার নাম। ভুইলা গেছি
১২ এই জায়গাটায় বসে ছিলাম অনেকটা সময় !!
১৩ এই পাখিগুলার অদ্ভুতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে দেখে হাস্তে হাস্তে একটুর জন্য মারাই যাইতাম
১৪ দেখেন আরও কাছ থেকে।কিভাবে ঘুমায় ।চ্রম ফানি
১৫ আবারও ময়ূর পক্ষী
১৬ দুই রিঙ্গিতের বিনিময়ে পাখির খাবার কিনলেই হল!! কত ধরনের টিয়া পাখিগুলো ঘেরাও করে ফেলে খাবার খাওয়ার জন্য।
১৭ আদুরে আদুরে পাখি
১৮
১৯ গুল্টু গুল্টু বেবি
২০ পাখিদের খাওয়া যেন শেষই হয় না :/
২১ এই টেবিলে ভীর হয়ে গিয়েছিলো পাখিদের খাওয়ানোর জন্য
২২ এই বান্দরটারে বহুত পিডাইতে মঞ্চাইসিলো।এইডা বার্ড পার্ক থেকে বের হবার পর আমাদের বহুত ডর দেখাইসিল। যদিও তেমুন একটা ডোর পাইনাই
২৩ সব শেষে গুল্টু মুল্টু দুইটা বিড়াল। এত্ত কিউট করে ঘুমাচ্ছিলো যে ছবি তুলে রাখার লোভ সামলাতে পারিনি।
** সব শেষে এক খান কথা!! আমার ফটূ আপলোডানোর কারনে কেও বিরক্ত হয়ে থাকলে দয়া কইরা এই দিকে না আসলেও চলবে। **
আর ছবি তুলতে যেমুন ভাল্লাগে আপলোডাইতে ঠিক ততোটাই অসহ্য লাগে।তবুও কেন জানি আপলোডাইলাম।!!!!
আমার মালেশিয়া ভ্রমন নিয়ে পূর্বের পোস্ট
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
সালমাহ্যাপী বলেছেন: থ্যাঙ্কস থ্যাঙ্কস।
ভালো থাকবেন
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
ছোট নদী বলেছেন: খুবই সৌন্দর্য
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
সালমাহ্যাপী বলেছেন: আবারও তিঙ্কু
আবারও ভালো থাকবেন
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
দেবদাস. বলেছেন: আপু কি মালেয়শিয়া থাকেন ? ছবিগুলো খুব সুন্দর বিশেষ করে গুল্টু গুল্টু টা :#> :#> ।
হাতে যে খাবার খাচ্ছে অই মুল্যবান হাতখানি কি আপনার ?
অই দেশে কাউয়া নাই
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
সালমাহ্যাপী বলেছেন: নাহ মালয়শিয়া থাকিনা। ট্যুরে গিয়েছিলাম।
শুধু গুল্টু গুল্টু টাই সুন্দর আর বাকি গুলা পঁচা???
ঐ হাতখানি কাহার সেটা না হয় নাই বা বললাম কিংবা অজানাই থাকলো?? মজার্না??
নাহ ঐ দেখে কাউয়া নাই। তেমন কোন পাখিও চোখে পড়েনাই।কিচির মিচির কোন শব্দও নাই??
ধন্যবাদ মন্তব্যের জন্য
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
দেবদাস. বলেছেন: একটা প্লাস দিছি , কমেন্টের উত্তর পরিপাটি না হলে প্লাস ফিরুত নিমু হু
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
সালমাহ্যাপী বলেছেন: আমার এইখানে যা দেয়া হয় তা ফেরত দেয়া হয়না।
সো আপনিই ফেরতও নিতে পার্বেন না? হি হি হি ( তাচ্ছিল্যের হাসি )
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
নীল আকাশ আর তারা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
সালমাহ্যাপী বলেছেন: থ্যাঙ্কস আপনাকে।
স্বাগতম আমার ব্লগে।
ভালো থাকবেন
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
শান্তা273 বলেছেন: সৌভাগ্যক্রমে চিড়িয়াখানায় একবার দেখেছিলাম ময়ূরের পেখম মেলার দৃশ্য।
আসলেই অদ্ভুত সুন্দর!
আর আমি পাখিদের খুব বেশি ভালবাসি!
মাঝে মাঝে ইচ্ছে করে, ইশশ আমি যদি পাখি হতাম!
আর আপনার ছবিব্লগ..
এক কথায় অসাধারন!
মুগ্ধ হলাম!
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
সালমাহ্যাপী বলেছেন: অনেক ছোট থাকতে স্কুল থেকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলো তখন দেখেছিলাম কিন্তু মানুষের ভিড়ে ভালো করে দেখতে পারিনি।কিন্তু মালেশিয়া মন ভরে দেখেছিলাম।
অনেক ধন্যবাদ আপুনি ।
অনেক ভালো থাকবেন
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: প্রতিদিন সকাল ১২টায় (!!) ঘুম থেকে উঠে ব্রেক ফাস্ট
এটা আমরা প্রতিদিনই করি
ময়ূরই লাইফে দেখিনাই আর পেখম মেলা
১২,১৩,১৪ নাম্বার ছবির ঐ আজিব পাখিগুলা আর বাংলাদেশেরে ঘোড়া দাড়িয়ে ঘুমায় (জ্ঞানার্জন)
পাখি হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে সবচেয়ে ভয়াবহ ছবি । আমি পর্যাপ্ত ভয় পাইছি
১৯ নাম্বারটা আসলেই গুল্টু গুল্টু বেবি
বান্দরডা আমার লগে যুগাযুগ কর্ছিল । আমি কম ডর দেখাইতে কৈছিলাম । এবং খবর পাইছিলামো যে বেটায় নাকি কম ভয়ই দেখাইছে ।
তবুও এত ডরররররররর
বিলাই দুইটাও আসলেই গুল্টু মুল্টু
এইবার কাজের কথা । আমার মালয়েশিয়ান কিটকেট কৈ ? ঐ বেপারে তো কিছু কৈলেন না
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
সালমাহ্যাপী বলেছেন: হুহ আমি যথেষ্ট পাংচুয়াল একজন মানুষ। সো আমার কাছে সকাল ৭ টাই হচ্ছে আদর্শ সকাল
এখন যে ছবি আপলোড করায় জন্য দেখতে পেলেন তার জন্য ধইন্যা মইন্যা কিছু দেন মিয়া !! কিপটা
যাক আমার এই পোস্টের কারনে কিছুটা তো জ্ঞান লাভ করিলেন। ধন্য আমি ধন্য আমার পোস্ট :#> :#>
ধুরু মিয়া পোলাদের এত ভীতু হইলে চলে??? আপনের নতুন নাম ভিতু হিমু
কি কন বান্দররা কিন্তু বান্দর দের লগেই যুগাযোগ রাখে।সেই সূত্র মতে আপনে কি বুইঝা নেন
আইচ্ছা এবার কামের কথা শুনেন। ম্যালা কিটক্যট আনছি। কিন্তু যে এমুন চোখ রাঙ্গাই কথা কয় তারে আমি কোন সুখে কিটক্যাট দিমু হু হু????
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
দেবদাস. বলেছেন: ফাঁকিবাজি ব্লগার , কমেন্টের উত্তর দেবার নাম গন্ধ ই নাই হুদাই বেকার মে কতগুলো কমেন্ট করলাম
।
কমেন্ট মুইচ্ছা দিয়েন চাচি , দরকার নাই আফনের উত্তরের । আফনে ব্লগ থুইয়া বুট বাদাম খাইবেন আর আমরা অনাথের মতন বার বার ব্লগে এসে ফিরা যাইতাম এডিই শিখছেন
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
সালমাহ্যাপী বলেছেন: আসলেই ফাঁকিবাজ হয়ে গেছি !!
আইচ্ছা কমেন্ট যখন কইরাই ফেলসেন তাইলে কি আর করা কন !! এট্টু অফেক্ষা করতে পারেন না???
মুছতে পারুম না ।বড় আলস হয়ে গেছি !! আর বুট বাদাম খাইনা চা খাই অনেক বেশি।চা খাইতে গেছিলাম আর কি!!
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
একজন আরমান বলেছেন:
আপু ফডু ব্লগ তো ভালো হইছে। :!> :#>
কেমুন আছেন?
আপনে আর আগের মতো নিয়মিত নাই কেন সামুতে?
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
সালমাহ্যাপী বলেছেন: তিঙ্কু তিঙ্কু ভাইয়া ।অনেক অনেক তিঙ্কু। :#> :#>
আছিরে ভাই এক রকম।আপনি ভালো আছেন তো??
হুম আগের চেয়ে অনেক আইলসা হয়ে গেছি তাই আর হয়ত তেমন আসা হয়না।
দেখি আলসেমী কেটে গেলে হয়ত আবারও নিয়মিত হয়ে যাবো।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
সত্যচারী বলেছেন: আগের ছবিগুলো থেকে এইগুলা ক্লিয়ার উঠসে, হয়ত পশুপাখির ছবি সুন্দর তাই। বিশেষ করে বিড়ালের ছবিটা অনেক ভালো লাগসে। আপনি জানেন কিনা জানিনা, মালয়েশিয়ানরা খুব বিড়ালের ভক্ত, যেমন চাইনীজরা কুকুরের ভক্ত। প্রতিটি মালয়দের বাড়ীতেই এক বা একাধিক বিড়াল আছে।
বার্ড পার্কের পাশেই কিন্তু কম করে হলেও ৮-১০ টা বিভিন্ন রকমের পার্ক আছে (বোটানিকাল গার্ডেন, অর্কিডের বাগান, আরো নানা রকমের বাগান)।
মনে হয় আপনারা ৪৬ রিংগিত এন্ট্রি ফি দিয়েই টিকিট কেটেছিলেন তাইনা? অথচ একটু ট্যাকনিক করলেই ১৬ রিংগিতে (যেটা লোকাল দের জন্য ধার্যকৃত) টিকিট কাটা যায়।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
সালমাহ্যাপী বলেছেন: নাহ ভাইয়া জানতাম না মালয়েশিয়ানরা যে বিড়াল ভক্ত!!! জানলাম !!
ইসসসস এখন অনেক বেশি আফসোস হচ্ছে কেন ঐখানে থাকতে আপনার এই মন্তব্য গুলো পেলাম না । তাহলে হয়ত আরও অনেক জায়গা দেখা হত। আমরা আসলে কি নেটে সার্চ করে করে দেখার মত জায়গা গুলো তে গিয়েছি।তবে সবচেয় ভাল লেগেছিলো গ্যনটিং হাইল্যান্ডস। দেখার মত জায়গা !!
আর দেশে এসে এই অর্কিড বাগানের কথা শুনেছি আরও একজনের কাছে।নাকি অনেক বেশি সুন্দর !!
দেখা যাক নেক্সট টাইম আবারও যাওয়া হলে আর কিছু মিস হবে না ইনশাল্লাহ।
হুম ভাইয়া আমরা ৪৬ রিংগিত দিয়ে টিকেট কিনেছিলাম।আর ঐ লোকাল টিকেটের কথা তো জানতামই না তাই ট্যাকনিকটা খাটাতে পারিনি।
অনেক ধন্যবাদ ভাইয়া
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে সালমাপা ||
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
সালমাহ্যাপী বলেছেন: তিঙ্কু মিঙ্কু ডিয়ার মুন
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
দেবদাস. বলেছেন: চাচি আমি কিন্তু পারি
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
সালমাহ্যাপী বলেছেন: চাচী মানে কি???
ডোন্ট কল মি এনিথিং লাইক দ্যাট এনিমোর !!!
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
ফারজুল আরেফিন বলেছেন: ৫ম ভালোলাগা আপু।
অনেক সুন্দর পাখিগুলো।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক দিন পর !!! ভালো আছেন নিশ্চয় ?
হুম আসলেই পাখিগুলো ভীষন সুন্দর
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছবিগুলো চমৎকার।
আপনের মুফাইল টা ভালু ছবি তোলে
৬ষ্ঠ ভালো লাগা।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
সালমাহ্যাপী বলেছেন: জি জি সত্যি আমার মোবাইলে অনেক সুন্দর ছবি আসে।জানেন কত ছবি তুলেছিলা ।৫০০ প্লাস।
বুঝেন অবস্থা???
ধন্যবাদ ভাইয়া
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
তামিম ইবনে আমান বলেছেন: হিংসিত
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
সালমাহ্যাপী বলেছেন: ছি ছি হিংসা করা ভালু না
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
মামুন রশিদ বলেছেন: বাহ বেশ বেশ । সবাই যখন বিল্ডিংয়ের ফটো তুইলা আনে আপনে তখন আনলেন পক্ষীর ফটো
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
সালমাহ্যাপী বলেছেন: এহহহ কে বলল বিল্ডিংয়ের ছবি আনি নি??? আগের পোস্টে তো সবই বিল্ডিংয়ের ছবি ছিলো।
এই যে দেখেন বিশাল বিশাল বিল্ডিং
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন। আমি ও হাসতে হাসতে শেষ!! এইভাবে কেমনে ঘুমায়??
তবে আমি কিন্তু একটা ঈগল চাই। পালব।
কে কি বলছে না বলছে, দূরে ফালাইয়া রাখেন। যা ভালো লাগবে নিজের জন্য তাই করেন।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
সালমাহ্যাপী বলেছেন: সামনা সামনি হলে আরও বেশি হাসি পাইতো। অনেক ফানি অনেক অনেক
আচ্ছা যান আপনারে একটা গিফট কইরা দিলাম
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
দি সুফি বলেছেন: ফটো কেমন হইছে জানি না তয় পাখিগুলা অনেক সুন্দর
এই জন্য +++ দিলাম
ছুড বেলায় আমার দুইটা টিয়া আর ১০-১২ জোড়া কবুতর ছিল, এখন আর নাই
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
সালমাহ্যাপী বলেছেন: কেমন হইছে জানিনা মানে?????
আইচ্ছা পাখিগুলার পিলাচের জন্য ধইন্যা।
আর ছুডু বেলায় আমার এক জোড়া খরগোশ ছিলো শীতে মইরা গেছে। ম্যালা কষ্ট পাইছিলাম।সেই খোরগোশের ছবি আমি এখনও রাইখা দিছি
ভালা থাইকেন
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
ফারিয়া বলেছেন: সাদাপাখিগুলো আসলেই বেস্ট! কি ভাব নিয়ে ঘুমায়!
কেমন আছেন? আচ্ছা পাখিরা এত খায় কেন?
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
সালমাহ্যাপী বলেছেন: হুম হুম আসলেই বেস্ট !! তাদের যে ম্যালা ভাব তাই ভ্যাব নেয় আর কি !!
আমি আছি এক রকম!! আপনি ভালো তো ???
পাখিদের এত খায় কেন??? উমম হয়ত তিনারা বেশি খাইতে পছন্দ করেন তাই আর কি!!
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ কত্ত পাখি !!!
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সালমাহ্যাপী বলেছেন: ইশ !!!! তাই নাকি ?????
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
সায়েম মুন বলেছেন: কিউটু পোস্ট। উপরের রঙ বেরংয়ের পাখিগুলো লাভবার্ডের মত মনে হচ্ছে। আর লম্বা ঠ্যাং পাখিটা ফ্লেমিংগো।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সালমাহ্যাপী বলেছেন: ্মনে হচ্ছে না ভাইয়া শিওর ঐগুলা ফ্লেমিং ই।।
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
মেহেরুন বলেছেন: দারুন
+++++++++
ভালো থেকো আপু
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকবেন সব সময়
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
আরজু পনি বলেছেন:
বেশ সুন্দর হয়েছে ফটো ব্লগ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যোবাদ আপুনি।।
অনেক ভালো থাকবেন
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
একজন আরমান বলেছেন:
হুম।
আমি বাইচা আছি কোন মতে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সালমাহ্যাপী বলেছেন: কোন মতে কেন???
আপনাকে নিয়ে লেখা পোস্টটা দেখলাম !! শুনেন এদের কথা একদমই মন খারাপ করবেন না বা নিজেকে গুটিয়ে নিবেন না। এরা অন্যের ভালো কখনই সহ্য করতে পারেনা। এই হিংসুট ধরনের লোকদের কথায় কারও কিছুই যাবেও না আসবেও না। সো জাস্ট চিল ম্যান !!
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর পার্কটা ,খুব
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
সালমাহ্যাপী বলেছেন: হুম আসলেই অনেক সুন্দর।
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
চেয়ারম্যান০০৭ বলেছেন: ছবি গুলান সেরাম হৈছে টিয়াপক্ষির সামনে হাত দেইখা মনে কর্ছিলাম জৈতিষিরে হাত দেখাইতাছেন
বান্দরডা দেইখা মেলা স্মৃতি ইয়াদে আসলো বিলাইডাও ভালা পাইলাম
মোট কতা ১০ এ ৮ দিলাম + দিলাম,বুইজ্জা লৈয়েন।
উফ্রের ক্যাচালওয়ালারা ক্যাচাল থামাও।
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
সালমাহ্যাপী বলেছেন: আমি ঝানতাম আফনে এই কমেন্ট টাই করবেন !! জৈতিষি জৈতিষি করেন কেনু??? সে আপনার কি লাগে হু????
আহারে তাইলে এক কাজ করেন না এই বান্দর নিয়া একটা মজার পোস্ট দিয়া দেন।সিরিয়াসলি বলছি।
হুহ মাত্র ৮ !! নিমুনা যান
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
লোনলিফাইটার বলেছেন: দারুন পোস্টে +++
ভাইলোগ ক্যাচাল অন্য কোথাও করো এই পোস্টে না।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
সালমাহ্যাপী বলেছেন: তিঙ্কু তিঙ্কু মিস্টার লোনলী বেগুম
২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
আমিনুর রহমান বলেছেন: পোষ্টে +++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
সালমাহ্যাপী বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া.
৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: পাখিগুলো দেখে তো আমার মন পাখিটা যায়রে উড়ে যায়
ধানশালিকের গায় ........... যায়রে উড়ে যায়!!!!!!!!!!!!!!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
সালমাহ্যাপী বলেছেন: আসলেই মন পাখি উড়ে যাবার মতন পাখিগুলা
অনেক ধন্যবাদ আপুনি
৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড!!!!!!!!!!!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
সালমাহ্যাপী বলেছেন: হোয়াট !!!!!!
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রাতুল_শাহ বলেছেন: বিড়াল আবার কোন জাতের পাখিরে ভাই?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
সালমাহ্যাপী বলেছেন: হা হা হা
ভাইয়া শুনেন একটা কথা বলি ।আপনি জানেন আপনার বেশির ভাগই মন্তব্যই একটু অন্য রকম হয় আর অনেক ফানি হয় যেটা পড়ে হাসতে বাধ্য ।!!
কেমন আছেন আপনি???
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
১১স্টার বলেছেন: এশিয়ার সবচেয়ে বড় বার্ড পার্ক এটি আমি কয়েকবার গিয়াছি।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
সালমাহ্যাপী বলেছেন: কয়েকবার !!!
তাহলে আপনি যে অনেক সৌভাগ্যবান বলতেই হয়
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
ইখতামিন বলেছেন: খুব ভালো করে বিরক্ত হয়েছি.......
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
সালমাহ্যাপী বলেছেন: কেন হইসেন বিরক্ত !!!!!!!
আপনে মিয়া ভালা মানুষ না
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
স্বপনবাজ বলেছেন: আহা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
সালমাহ্যাপী বলেছেন:
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
স্বপনবাজ বলেছেন: আহা
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
প্রিয়তমেষূ বলেছেন: খুব সুন্দর।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
সালমাহ্যাপী বলেছেন: থ্যাঙ্কস
ভালো থাকবেন
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
প্রিয়তমেষূ বলেছেন: খুব সুন্দর।
৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
ভিয়েনাস বলেছেন: আপনি কষ্ট করে আপলোড না করলে আমরা এতো সুন্দর সুন্দর পাখি কেমনে দেখতাম ।
সাদা পাখির ঘুম দেখে মজাই লাগলো
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
সালমাহ্যাপী বলেছেন: হা হা আসলেই অনেক কষ্ট ছবি আপলোড করা
হুম হুম অনেক ফানি ছিলো এই পাখুগুলো
ধন্যোবাদ আপনাকে
৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
অপর্ণা মম্ময় বলেছেন: ময়ূরের ছবি গুলো খুব সুন্দর।
শুভেচ্ছা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
সালমাহ্যাপী বলেছেন: সামনা সামনি আরও অনেক সুন্দর ছিলো
৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব সুন্দর!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যোবাদ ভাইয়া।
ভালো থাকবেন সব সময়ই
৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
অনীনদিতা বলেছেন: খুব সুন্দর।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।
স্যরি কোন ফাকে স্কিপ হয়ে গেছে খেয়াল করিনি।
৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
রেজোওয়ানা বলেছেন: ১৩ আর ১৪ নম্বরের আরামের ঘুম দিচ্ছে যে পাখি গুলো, ওদের নাম ফ্লেমিংগো।
১৮ নাম্বারের টিয়া গুলো Budgerigar parrot আর শুরু হলদে মাথার গুলো লাভ বার্ড প্যারট।
১১ নাম্বারে সাদা বক, (আমরা যেটারে বলি কানি বক), ১২ তে হলুদ ঠোটের লম্বুটা সারস, সাথের গলো হোয়াইট হেরন বা সাদা বক।
আর কাল্পনিক ভালোবাসা চাইলো ঈগল আর তুমি দিলা নীল ম্যাকাও আর পেঁচা!
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
সালমাহ্যাপী বলেছেন: আপুনি আপুনিইইইইইইই এত্ত কিছু মনে থাকে কি করে???? আমি এই সব গুলার নাম মুখস্ত করে এসেছিলাম। কিন্তু সব ভুলে গেছি
থ্যাঙ্কস থ্যাঙ্কস বলে দেয়ার জন্য। এখন আর ভুলবো না
আর আমার মাথা যে আসলেই গ্যাছে তার আরেকটা প্রমান পাইলাম। আপনি বলার পর এখন দেখলাম আমি কত্ত বোকা !! ভাইয়াটা কি চাই লো আর কি দিলাম !!!
এখুনি ডিলিট করে ঈগল দিয়ে দিচ্ছি
৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর ছবি ব্লগ ...।
রঙ এর অপূর্ব সংমিশ্রণ
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
সালমাহ্যাপী বলেছেন: উনেক অনেক ধন্যোবাদ ।
ভালো থাক্যা হোক সব সময়
৪৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
নির্ঘুম আরিফ বলেছেন: সুন্দর সময় কাটতেছে তাহলে ...
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
সালমাহ্যাপী বলেছেন: আরিফ কেমন আছো????
বাহ সেইফ হয়েছো তাহলে???
মিস্টি খাওয়ালানা কেন????
৪৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
লোনলিফাইটার বলেছেন: তেন্কু সালমা খালা তোমাকে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
সালমাহ্যাপী বলেছেন: মিস্টার লোনলী বে গুম আপনি কি মাইর চিনেন মাইর !!!!
এই খালা মালা কত্থে কওয়া শিখসেন হু??
শুনেন ঠিক হইয়া যান নাইলে কইলাম আপনার কপালে খ্রাপই আছে
৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
একজন আরমান বলেছেন:
মন খারাপ একটু হলেও নিজেকে পরিবর্তন করতে পারবো না।
আমি যেমন তেমনই রবো।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
সালমাহ্যাপী বলেছেন: ুম হুম দ্যাটশ দ্যা স্পিরিট !!
একদম ঠিক বলেছেন কারও কথায় নিজেরে গুটায় নেওয়া বা বদলে ফেলা হচ্ছে একটা গাধামী ছাড়া কিছুই না।
আপনি যেমন তেমনই দেখতে চাই সবসময়ই
৪৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রেজোওয়ানা বলেছেন: আর কাল্পনিক ভালোবাসা চাইলো ঈগল আর তুমি দিলা নীল ম্যাকাও আর পেঁচা!
লেখক বলেছেন: এখুনি ডিলিট করে ঈগল দিয়ে দিচ্ছি
এমন জালিয়তি ঝাতি সহ্য করিবে না। আমি কিন্তু একটা সোন্দর টিঁয়া চাই। ভুল করিলে কিন্তু এইবার হপে না।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
সালমাহ্যাপী বলেছেন: হে হে হে একবার ভুল করলে সেই ভুল কি আর দ্বিতীয়বার হয়???? আপনারে টিয়া পাখি দিমু তার আগে কন আমার টিয়া পাখি রে আপনি ঠিক মতন যত্ন নিবেন নি??
আগে কথা দেন হেরফর চিন্তা ভাবনা করমু
৪৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
ফাহিম আহমদ বলেছেন:
amar sathe palla dao tai na
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
সালমাহ্যাপী বলেছেন: উহু যার পাল্লা ভারী ( নট ওয়েট ) সে কারও সাথে পাল্লা টাল্লা দেয় না
৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর!!
কত্ত রঙ্গিন পাখি...
নাম না জানা পাখিদের ছবির সাথে আবার বান্দর আর বিলাইয়ের ছবিও ফ্রি
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
সালমাহ্যাপী বলেছেন: হে হে হে
তিঙ্কু তিঙ্কু
৫১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ইখতামিন বলেছেন: hi
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
সালমাহ্যাপী বলেছেন: হেল্লু
৫২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
যুবায়ের বলেছেন: চমৎকার ছবিব্লগ!!..
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যোবাদ আপনাকে
ভালো থাকবেন
৫৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
নীল-দর্পণ বলেছেন: পেঁচাটা দেখে কেমন জানি লাগল। পেঁচার আসলই হলো চোখ। এরকম ঘুমন্ত পেঁচার ছবি দেখিনি কখনো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
সালমাহ্যাপী বলেছেন: যাক তাও তো দেখলেন এখন।
ভালো থেকো আপুনি
৫৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবিব্লগ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
সালমাহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপুনি।
স্বাগতম আমার ব্লগে
৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বড় বড় পাখিগুলো ভয়ংকর। কিন্তু প্রথম যখন পোষ্ট দেখেছিলাম অনেক ভাল লেগেছিল
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
সালমাহ্যাপী বলেছেন: নাহ একটুও ভয়ংকর না। খুব সুন্দর খুব খুউউউব
৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর ভ্রমনের চিত্র
পাখিদের রং বেরঙ বিচিত্র
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: কে যাবে তায় কি মনোরম আমার ছোট গায়
সেথা দুয়েল শালিক ময়না টিয়ার গান শুনা যায়
রাখালিয়া বাজায় বাশি পল্লি গানের সুর
নদী আর মেটু পথ বয়ে চলে দূর বহুদূর
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
সালমাহ্যাপী বলেছেন: বাহ সুন্দর কবিতা !!
অনেক ভালো থাকবেন
৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
আমি ইহতিব বলেছেন: ছবিব্লগ সুন্দর হয়েছে। ভালো লাগলো, আপনার কল্যাণে আমরাও দেখলাম, ধন্যবাদ আপনাকে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
সালমাহ্যাপী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য
অনেক ভালো থাকবেন আপুনি
৫৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
মেহেদী হাসান মানিক বলেছেন: এইটা কি হইল
নেট স্লো ছবি দেখতে পারলাম না। কি যে হচ্ছে আজকাল
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
সালমাহ্যাপী বলেছেন: হুহ এইটা বললে তো হবে না ।
ছবি দেখতেই হবে এবং দেখে বলতে হবে আমার ফটুক গুলো কেমুন হইছে
৬০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ইখতামিন বলেছেন: কেমন আছেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
সালমাহ্যাপী বলেছেন: আছি এক রকম ।
আপনি কেমন আছেন?
৬১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
রাইসুল নয়ন বলেছেন: এক কথায় অসাধারণ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন
৬২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
আমি বাঁধনহারা বলেছেন:
সব ছবিগুলোই সুন্দর।
খুব ভালো লাগল আপু।
+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ
আপনিও ভালো থাকবেন
৬৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
আন্ধার রাত বলেছেন:
মারাত্নক চমৎকার হয়েছে।
আমিও অগুনতি ছবি তুলেছি। তবে আমার ছবিতে নিজের ছবি বেশি থাকায় ব্লগে দিতে পারছিনা।
৬৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
শূন্য পথিক বলেছেন: এক কথায় দারুন।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
ছোট নদী বলেছেন: ভালা হইছে