নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমে থাকা কথাগুলো থরে থরে সাজাতে চাই ব্লগে

দূর পাহাড়ে

দূর পাহাড়ে › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি শাকিরা আওয়ামী লীগ নেতার মেয়ে! তাইতো বলি.....

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭



রাজধানীর আশকোনায় সূর্য ভিলার জঙ্গি আস্তানায় আÍঘাতী জঙ্গি নারী শাকিরার লাশ সনাক্ত করলেন তার বাবা শাহে আলম চৌকিদার। তিনি একজন আওয়ামী লীগ নেতা। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসে। ফ্রিজের ডালা খুলে তাকে দেখানো হয় জঙ্গি শাকিরার লাশ। তিনি লাশটি তার মেয়ে সাকিরার বলেই সনাক্ত করেছেন বলে মর্গ সুত্র জানিয়েছে।
এরপর তাকে নিয়ে আসা হয় হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৬ নম্বর শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু সাবিনার কাছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, মেয়ের লাশ দেখে নিস্তব্ধ থাকলেও নাতনিকে দেখে ডুকরে কেঁদে উঠেন শাহে আলম।
ঢামেক হাসপাতাল মর্গের ইনচার্জ মো. সেকান্দর যুগান্তরকে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মধ্যবয়সী এক ব্যক্তিকে নিয়ে মর্গে আসে। আমাকে আত্মঘাতী ওই জঙ্গি নারীর লাশ দেখাতে বলে। আমি ফ্রিজের ডালা খুলে লাশ দেখাই। এ সময় ওই ব্যক্তি কিছুক্ষণ নীরব থাকেন। এরপর বলেন চিনতে পেরেছি। সে আমার মেয়ে শাকিরাই। পরে তাকে নিয়ে মর্গ থেকে বেরিয়ে যায় পুলিশ। বৃস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশ শিশু সাবিনার কাছে এক ব্যক্তিকে নিয়ে আসে। তিনি শিশুটিকে দেখে কেঁদে ফেলেন আর বলেন, আমার মেয়ের ভুলে চাদের মতো সুন্দর নাতনিটা আজ এতিম হলো। তিনি পুলিশ সদস্যদের কাছে সাবিনা সুস্থ হবে কিনা জানতে চান। এ সময় উপস্থিত পুলিশ সদস্য এবং নার্সরা তাকে শান্তনা দেন এবং শিশু সাবিনা সুস্থ হয়ে উঠবে বলে তাকে আশ্বস্ত করেন। এরপর তিনি সাবিনার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। শিশু সাবিনাও তার নানাকে চিনতে পারে। সে তাকে বলে নানা, আমার মা কোথায়? তখন শাহে আলম নীরব ছিলেন। তার চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্র“ধারা। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর পুলিশ শাহে আলমকে নিয়ে বেরিয়ে যায়।
জানা গেছে, শাহে আলমের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার অ্যাওয়াজপুর ইউনিয়নের পশ্চিম অ্যাওয়াজপুর গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার চার মেয়ে ও এক ছেলের মধ্যে শাকিরা তৃতীয়।
ইন্টারমিডিয়েট পড়ার সময় কয়েক বছর আগে শাকিরার সঙ্গে বিয়ে হয় ইকবালের। রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ছোটখাটো ব্যবসা করতেন ইকবাল। বিয়ের বছরখানেকের মাথায় তার মেয়ে সাবিনার জš§ হয়। তখন ইকবাল ছিলেন ক্যানসারে আক্রান্ত। মেয়ের জšে§র কয়েক মাসের মাথায় মারা যান ইকবাল। স্বামীর মৃত্যুর পর শাকিরা মেয়েকে নিয়ে ভোলায় ফিরে যাননি। পরিবারের সদস্যদের জানান, মোহাম্মদপুরের একটি ক্লিনিকে কাজ করেন তিনি। গত কোরবানির ঈদের পর ভোলায় বাবার বাড়িতে সাবিনাকে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। তখনও কাউকে জানাননি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। সেখান থেকে ঢাকায় ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে আর যোগাযোগ রাখেননি শাকিরা।
পুলিশ বলেছে, শাকিরার দ্বিতীয় স্বামীর নাম রাশেদুর রহমান ওরফে সুমন। সে নিউ জেএমবির সদস্য। ২১ নভেম্বর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে রাশেদুর রহমান সুমনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট। তারা ডাকাতি করে অর্থ সংগ্রহ করত। আর সেই অর্থ ব্যয় হতো সাংগঠনিক কাজে। সুমন এখন কারাগারে। সুমনই শাকিরাকে বিপথগামী করেছে।
তবে শাকিরার বাবা পুলিশকে জানিয়েছেন, সুমন নামে কাউকে তিনি চেনেন না। এদিকে মেয়ে জঙ্গি হওয়ার ঘটনায় হেনস্তা হওয়ার ভয়ে আÍগোপনে ছিলে শাহে আলম। পুলিশ তাকে অভয় দিয়ে বুধবার তাকে নিয়ে ঢাকায় আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। এরপর বৃহস্পতিবার তাকে সাকিরার লাশ সনাক্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
এর আগে বুধবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন শেষে আশকোনায় আÍঘাতী নারী শাকিরার নাম প্রকাশ করেন। আশকোনায় ২৪ ডিসেম্বর পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের সময় জঙ্গি নারী শাকিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে সে নিহত হয় ও তার শিশু মেয়ে সাবিনা আহত হয়।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আলেমের ঘর থেকে যেমন জালেম আবার জালেমের ঘর থেকে ঠিক আলেমও হয়।

জঙিদের কোন দল নেই, তাদের একটাই পরিচয় তারা জঙি।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

দূর পাহাড়ে বলেছেন: ঠিক বলেছেন। তবে কিছু সময় এ বিষয়গুলো সুবিধামতো ফ্যাক্ট হিসেবে ধরে নেয় মানুষ। এটা খারাপ। তবুও রাজনীতিতে চলছে। ধন্যবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আলেমের ঘর থেকে যেমন জালেম আবার জালেমের ঘর থেকে ঠিক আলেমও হয়।

জঙিদের কোন দল নেই, তাদের একটাই পরিচয় তারা জঙি।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বর্তমান শিক্ষা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে, কি ঘটবে বলা মুশকিল! অপনার অবস্হান কি রকম?

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

দূর পাহাড়ে বলেছেন: ঠিক বলেছেন। তবে নির্লোভ থাকাই ভাল মনে করি।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের জন্য মাতাপিতাকে কেন দায়ী করা হচ্ছে; কেন পিতা পালিয়ে গিয়েছিলো? কারণ খুবই সোজা, দেশ চালাচ্ছে হবু ও গবুরা; মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে অবুদ্ধিমানদের কারণে।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

দূর পাহাড়ে বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

প্রািন্ত বলেছেন: আওয়ামীলীগরা সব পারে

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

দূর পাহাড়ে বলেছেন: এদেশের সাধারণ মানুষও কম দোষী নয়.......জনাব। কারণ তারাই তো শক্তির উৎস!!!

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

প্রশ্নবোধক (?) বলেছেন: সব খেলারই শুরু আছে শেষও হয়ে যায়।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

দূর পাহাড়ে বলেছেন: সেটাই..........দেখি কি হয়...........দেশ কোন দিকে যায়............

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

শূণ্য পুরাণ বলেছেন: চোরে চোরে মাসতুত ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

দূর পাহাড়ে বলেছেন: একদম ঠিক। সব রাজনৈতিক দলগুলো মাসতুতো ভাই।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

মু ওমর ফারুক বলেছেন: এটা অশনি সংকেত এ জাতির জন্য।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

দূর পাহাড়ে বলেছেন: এ জাতিকে রক্ষা করতে এখন কোনো জাতীয় নেতা নেই। সামনে আসবে বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.