নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমে থাকা কথাগুলো থরে থরে সাজাতে চাই ব্লগে

দূর পাহাড়ে

দূর পাহাড়ে › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী তো বটেই, অক্সফোর্ডের টিচার হওয়ারও যোগ্যতা রাখেন আনোয়ার ইব্রাহিম

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মালয়েশিয়ায় নতুন সময় এল। মাহাথির মোহাম্মদ ইতিহাস গড়লেন। মূল কথা হল সরকারের প্রতি জনগণ খ্যাপা ছিল। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত নাজিব রাজাকসহ তার নেতাকর্মীরা। এজন্য জনগণ সুযোগ পেয়ে প্রতিশোধ নিল। তবে মাহাথির বিজয়ী যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি হারলে ব্যাপক সমালোচনা স্বীকার হতেন নি:সন্দেহে।
মাহাথিরের ফিরে আসার মধ্যে চমক আছে। পাকাতান হারাপান বা এলায়্যান্স অব হোপ ব্যাপক জনপ্রিয় মালয়েশিয়ায়। এর প্রধান আনোয়ার ইব্রাহিম। দুই ক্ষমতাসীনদের রোষানলের শিকার হয়ে কারাগারে। খোদ মাহাথিরই তাকে প্রথমবারের মতো কারাগারে ঢোকান। রাজনৈতিক মামলা দিয়ে তাকে প্রতিহিংসাবশত কারাগারে পাঠানো হয়। এখন মাহাথির তার ভুল বুঝতে পারছেন। তিনি নাজিব রাজাককে উত্তরসূরি মনোনীত করেও ভুল করেছিলেন তা বলেছেন। এও বলেছেন, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি যে আচরণ করেছেন তাও ভুল ছিল। এরজন্য তিনি অনুতপ্তও।
একজন আনোয়ার ইব্রাহিম। দেশের যুবকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা তার। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে তিনি প্রবাদপ্রতীম জনপ্রিয়। তাকে মাহাথির যখন জেলে পুরলেন তখন পুরো দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়েছিল। কিন্তু আনোয়ার ইব্রাহিমের নির্দেশে সব শিক্ষার্থী রাজপথ থেকে ফিরে গিয়েছিল। পরে তিনি বেকসুর খালাস পেয়েছিলেন ২০১৩ সালে। ২০১৫ সালে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে আবারো মিথ্যা অভিযোগ দিয়ে জেলে পাঠাল নাজিব সরকার। তবু তিনি দমেন নি। কারণ তিনি আল্লাহভিরু ঈমানদার।
আনোয়ার ইব্রাহিমকে মাহাথিরও রাজনৈতিকভাবে জেলে পুরেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এজন্যই এখন মাহাথির অনুশোচনা করেছেন। কারণ তিনি জানেন আনোয়ার কত বড় যোগ্য নেতা।
আনোয়ার ইব্রাহিমের ব্যাপারে বলা হয়, তিনি যেমন প্রধানমন্ত্রীত্বের যোগ্যতা রাখেন তেমনি অক্সফোর্ডের টিচার হওয়ার যোগ্যতা রাখেন। একারণেই মূলত তিনি মাথাথিরের উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন একসময়। কিন্তু দলীয় সংকীর্ণতার ছোবল তাকে তা হতে দিল না। আর এর পেছনে ছিলেন সেই মাহাথির। এখন মাহাথিরের উপলব্ধি হয়েছে, আনোয়ারের প্রতি তিনি অবিচার করেছিলেন। সেই পাপ মোচনের কারণেই মূলত ফের নির্বাচনে আসা। মালয়েশিয়ার আপামর জনতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার অপেক্ষোয় রয়েছে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আনোয়ার ইব্রাহিম আল্লাহভীরু হওয়াতে, আল্লাহ মাথাথিরকে ৯২ বছর বাঁচিয়ে রেখে ইব্রাহিমকে রক্ষা করালেন! হাজার হলেও, ইব্রাহিম নাম!

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

দূর পাহাড়ে বলেছেন: বিষয়টি মোটেই তা নয়, তিনি নিজ যোগ্যতায় মাহাথিরের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন।

২| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

তারেক ফাহিম বলেছেন: প্রধানমন্ত্রী হওয়ার পর বুঝা যাবে তিনি অক্সফোর্ডের টিচার হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় ।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

দূর পাহাড়ে বলেছেন: যোগ্যতার ঘাটতি সবারই আছে, তবে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অবশ্যই। আর অক্সফোর্ডের বিষয়টি তার সম্পর্কে বলা হয়।

৩| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল বিশ্লেষণ করেছেন। ফাইনালি মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হবেন বলেই ধারনা।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

দূর পাহাড়ে বলেছেন: আমিও তাই মনে করি

৪| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এর জন্য অ‌পেক্ষা কর‌তে হ‌বে আ‌রো দুই‌টি বছর। যোগ্যরা তা‌দের যোগ্যতার স্বাক্ষর রাখুন।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

দূর পাহাড়ে বলেছেন: তবে আনোয়ার ইব্রাহিমের সামনে দিনগুলো ভাল যাবে বলা যায়। ধন্যবাদ

৫| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আধুনিক মালয়েশিয়ার রূপকার: মাহাথির মোহাম্মদ
এমন নেতা বাংলাদেশেও আবার জন্ম নিক এই দোয়া করি আমরা।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

দূর পাহাড়ে বলেছেন: ধন্যবাদ, আমরা সেই কামনা করি

৬| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " বিষয়টি মোটেই তা নয়, তিনি নিজ যোগ্যতায় মাহাথিরের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। "

-আপনিই তো বললেন যে, তিনি (ইব্রাহিম) আল্লাহভীরু ইমানদান! যারা রাজনীতি করে, তারা আল্লাহভীরু নন, তারা রাজনীতিবিদ; আপনারা যা ইচ্ছা, তা লিখে দেন; তারপর প্রশ্ন করলে ম্যাঁওপ্যাঁও শুরু করেন।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

দূর পাহাড়ে বলেছেন: একজন মানুষ আল্লাহ ভিরু হতেই পারেন। সেটা তার ভিন্ন যোগ্যতা। এনিয়ে বাড়াবাড়ি কিংবা চিল্লাচিল্লির কিছুই নেই। আর হ্যা তিনি পাক্কা রাজনীতিবিদ তা বলার অপেক্ষা রাখে না

৭| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


হোমো-সেক্সুয়াল আবার আল্লাহভীরু? মনে হয়, আপনি হাজী মানুষ!

১০ ই মে, ২০১৮ রাত ৯:১১

দূর পাহাড়ে বলেছেন: আপনি রাজনীতির কিছুই বুঝেন বলে মনে হয় না

১০ ই মে, ২০১৮ রাত ৯:১৩

দূর পাহাড়ে বলেছেন: ২০১৩ সালে আদালত থেকে বেকসুর খালাস পেয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু ২০১৫ সালে নাজিব সরকার আবার তাকে জেলে ঢোকায় বানোয়াট অভিযোগে। লক্ষ্য একটাই ক্ষমতা দখল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি নাজিবের।

৮| ১০ ই মে, ২০১৮ রাত ৯:২১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:০৯

টারজান০০০০৭ বলেছেন: আনোয়ার আল্লাহভীরু কিনা বা অক্সফোর্ডে যোগ দেওয়ার মতন যোগ্যতাসম্পন্ন কিনা বা সমকামী কিনা (সমকামীদের অধিকারকর্মী ব্লগার সৈকতরে জিজ্ঞাসা করা যাইতে পারে ) তাহা জানা নাই ! তবে আনোয়ারের ,মাহাথিরের মতন সাহস, প্রজ্ঞা ,মুসলিম জাতীয়তাবাদী চেতনা নাই ! তাহার মাথায় পশ্চিমা প্রেস্ক্রিপশনই ঘোরে ! উপপ্রধানমন্ত্রী থাকা কালে মাহাথিরের সাথে দ্বন্দ্ব শুরু হয় মূলত বিশ্বব্যাংক ,আইএমএফের প্রেসক্রিপশন অনুসরণ করা লইয়া ! সেই সময়ে যখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ঢেউ শুরু হইল, বিশ্বব্যাংক আইএমএফ বিপদগ্রস্থ রাষ্ট্রগুলারে তাহাদের কাছ হইতে ঋণ লইবার প্রেসক্রিপশন দেয়। আনোয়ার ঋণ লইয়া মন্দা কাটানোর পক্ষে দৃঢ় অবস্থান লইয়াছিল, মহাথির তীব্র বিরোধী ছিলেন। তিনি বলিয়াছিলেন ,মালেশিয়া মন্দা নিজেরাই কাটাইবে ! আনোয়ার বিদ্রোহী হওয়ায় পদচ্যুত হন ! ইহার পর সমকামিতার অভিযোগে জেল।

পরবর্তীতে দেখা যায় , মাহাথিরের অবস্থানই সঠিক ছিল। মালেশিয়া ঠিকই ঋণ গ্রহণ ছাড়াই মন্দা কাটিয়ে ওঠে।অপরদিকে ইন্দোনেশিয়া তাহাদের প্রেসক্রিপশন অনুসরণ করিয়া ঋণের জালে আটকা পরে !!

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:৩১

দূর পাহাড়ে বলেছেন: ক্ষমতায় থাকতে হলে কিছু মানুষ পথের কাটা হয়ে যায়। মাহাথিরের পথের কাটা হয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। মাহাথিরকে ক্ষমতা থেকে নামাতেই তিনি গঠন করেছিলেন পাকাতান হারাপান। সেই দলের হয়ে মাহাথির এখন আবার প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.