![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরিশালে মাদ্রাসার জমি দখলে বাধা দেয়ায় এবং পরিচালনা কমিটিতে জায়গা না পেয়ে বাকেরগঞ্জে এক মাদ্রাসা সুপারকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। আবু হানিফ (৫০) নামে কাঁঠালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ওই সুপারের মাথায় মল ঢেলে দিয়ে তা ভিডিও করা হয়। মিনজু ও বাদল নামে এ ঘটনায় জড়িত ২ জনকে রোববার (১৩ মে) দিবাগত রাতে বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। এই জুলুম নির্যাতনের শিকার কেবল মাদ্রাসা সুপার নয়, গোটা দেশের আলেম সমাজ এই জুলুমের শিকার।
গ্রেফতারদের মধ্যে মিনজু (৪৫) বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত মো. হাসেম মুসল্লির ছেলে এবং দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। অপরদিকে বেল্লাল (২৫) বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে। তাকে ফেসবুকে প্রকাশিত লাঞ্ছনারর ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়। শুক্রবার (১১ মে) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে কাঠালিয়া গ্রামের কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাও. মো. আবু হানিফকে প্রকাশ্যে লাঞ্ছনা করে তার ভিডিও ধারণ করা হয়। মঘটনার পর লাঞ্ছনার শিকার মাদ্রাসার সুপার ও তার পরিবার লোকলজ্জায় বিষয়টি গোপন রাখতে চায়। তবে রোববার (১৩ মে) লাঞ্ছনার ঘটনার একটি ভিডিও ধারণকারীদের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।
এরপর মাদ্রাসা সুপার মাও. মো. আবু হানিফ বাদী হয়ে নিজের ছোটভাই জাকারিয়া হোসেন জাকিরসহ ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী বলেন, কাঁঠালিয়া গ্রামে দারুল উলুম দীনিয়া আরাবিয়া কমপ্লেক্স ও এতিমখানা নির্মাণের জন্য ২০০৯ সালে জায়গা কেনা হয়। কিছু ব্যক্তি ওই জায়গা দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাঁয়তারা করলে ২০১৪ সালে একটি মামলা হয়।
অপরদিকে কাঁঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় কমিটির সভাপতি হিসেবে চলতি বছরের ২ ফেব্রুয়ারি অ্যাডভোকেট এইচএম মজিবুর রহমান নির্বাচিত হন। কিন্তু লাঞ্ছনাকারীদের মধ্যে থাকা খন্দকার মো. জাহাঙ্গীর আলম সভাপতি হতে চেয়েছিলেন।
মামলার বরাত দিয়ে মাদ্রাসা সুপার আবু হানিফ বলেন, এসব কারণে লাঞ্ছনাকারীরা জোটবদ্ধ হয়ে আমার ওপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানাতে তারা আমাকে নানান ধরনের হুমকি ও মাদ্রাসা থেকে বিতাড়িত করার চেষ্টা করে। বাদী বলেন, ঘটনার দিন ১১ মে সকাল ৭টায় হাঁটতে বের হই। বাড়ির ৫শ’ গজ দূরে হাঁটতে গেলে মামলার নামধারী আসামি ও অজ্ঞাতনামাসহ ১৪/১৫ জন আমার পথরোধ করে চাঁদার ৫ লাখ টাকা দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে মারধর করে। একপর্যায়ে মাটির হাঁড়ির ভেতরে থাকা মানুষের মল আমার মাথায় ও গায়ে ঢেলে দেয়। তিনি বলেন, মল ঢেলে দেয়ার পর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিলে লজ্জায় কোনভাবে বাড়িতে চলে যাই।
ভিকটিমের ছেলে মহিবুল্লাহ জানান, লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি যাতে কেউ না জানে সেজন্য স্থানীয় ২/১ জন গণ্যমান্য ব্যক্তিতে জানিয়ে চুপ থাকি। কিন্তু যারা বাবাকে লাঞ্ছিত করেছে তাদের মোবাইলে ধারণকৃত ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেলে সবাই তা দেখে ফোন দিতে থাকে। এরপরই মামলা দায়েরের সিদ্ধান্ত নেই আমরা। মামলা দায়েরের পর পুলিশ স্থানীয়দের সহায়তায় মিনজু ও বাদল নামে ২ জনকে গ্রেফতার করে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. হক। তিনি জানান, মাদ্রাসার সুপারের সাথে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। জমি ও মাদ্রাসা কমিটির সভাপতির পদ নিয়ে বিরোধের জের ধরে শরীরে মল ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে ও প্রাথমিক তদন্তে সুপারকে লাঞ্ছনা করার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ঘটনার পর ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যারমধ্যে একজন এজাহারনামীয় এবং অপরজনেক ফেসবুকে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ রয়েছেন। খবর পেয়ে রোববার সারাদিন আলেম সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ সুপারের কাছে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয়রাই দোষীদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করছে।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১২
দূর পাহাড়ে বলেছেন: যেদিন জনগণ জাগবে
২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৯
নতুন বলেছেন: মানুষ কোথায় নেমেছে। ঐ দলে একজন মুরুব্বী আছে দাড়ী ওয়ালা...এরা কি রকমের ধামিক?
এদের দৃস্টান্তমুলক সাজা দেওয়া উচিত।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১২
দূর পাহাড়ে বলেছেন: ওই মুরব্বিই তো নাটের গুরু....
৩| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কঠিন শাস্তি না হলে এগুলো বাড়তেই থাকবে।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩
দূর পাহাড়ে বলেছেন: রাষ্ট্রটি যেন সরকারবিহীন
৪| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: দেশে আইনের শাসন না থাকলে অথবা অপরাধীর বিচার না হলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। অপরাধ প্রবণতার আরেকটা কারণ হলো ক্ষমতার অপব্যবহার।
এই ঘটনার নিন্দা জানাই এবং অপরাধীর কার্যকর শাস্তি কামনা করি।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৪
দূর পাহাড়ে বলেছেন: অপরাধ প্রবণতার আরেকটা কারণ হলো ক্ষমতার অপব্যবহার। ঠিক বলেছেন জনাব
৫| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১
এভো বলেছেন: নীচের লিংকে কিছু অন্য রকমের খবর আছে , পড়ে দেখে মন্তব্য করুন , ধন্যবাদ
Please click here for the news .
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১০
দূর পাহাড়ে বলেছেন: কালেরকণ্ঠ উদ্দেশ্যপ্রণেদিতভাবে লিখেছে। কারণ কালের কণ্ঠের চেয়ে বাংলানিউজ আ'লীগের দালালি বেশি করে। তারাতো কালেরকণ্ঠের মতো লিখল না। অথচ দুটি মিডিয়াই একই মালিকের।
৬| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২৫
জাতির বোঝা বলেছেন: এরা কি ছাত্রলীগ?
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৫
দূর পাহাড়ে বলেছেন: এরা ক্ষমতাসীনদের চেলা
৭| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২৫
এভো বলেছেন: ভাই দুই পত্রিকার মালিক এক হোলেও সম্পাদক , সাংবাদিক রিপোর্টার আলাদা ।বাংলা নিউজের থেকে কালের কন্ঠ অনেক উচু স্থরের পত্রিকা । এখানে ২ পত্রিকার পর্যোবেক্ষণ ভিন্ন হতে পারে, তবে কোনটা ঠিক সেটা এখন বলা মুশকিল ।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৭
দূর পাহাড়ে বলেছেন: সরকারের দালাল দুটোই। সেক্ষেত্রে এই নিউজে বাংলা নিউজই সঠিক। কারণ জামায়াত শিবির হলে বাংলা নিউজ তা এড়িয়ে যাওয়ার কথা নয়...
৮| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: আমাদের সমাজে খারাপের মানূষের সংখ্যা'ই বেশি।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৮
দূর পাহাড়ে বলেছেন: এদের জন্যই নির্যাতনকারী শাসক দরকার
৯| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: শেম।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৯
দূর পাহাড়ে বলেছেন: আওয়ামী লীগের কোনো শিক্ষক যদি তিনি হতেন তাহলেই দেখতেন মিডিয়া করে ফেলত
১০| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪
জাতির বোঝা বলেছেন: ঐ এলাকায় কি এক জনও ভদ্রলোক নেই। নাকি সবাই অমানুষ??
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫০
দূর পাহাড়ে বলেছেন: টাকা আর পেশী শক্তির কাছে বিবেক অসহায়
১১| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: এই জাতি আর সভ্য হতে কি আর পারবে না?
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৫
দূর পাহাড়ে বলেছেন: অসভ্য জাতির ঘাড়ে অসভ্য সরকার
১২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,اَلَّذِىْ يَقْرأُ القُرْآنَ وَهُوَ حاَفِظٌ لَهُ وَ فِىْ رِوَايَةٍ : وَهُوَ ماَهِرٌ بِهِ، مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ... متفق عليه ‘কুরআন অধ্যয়নকারী হাফেয ও দক্ষ (এবং এর উপর সনিষ্ঠ আমলকারী) মুমিন ব্যক্তি (ক্বিয়ামতের দিন) সম্মানিত ও পূত-পবিত্র ফেরেশতাগণের সাথে থাকবে’।[11]
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬
দূর পাহাড়ে বলেছেন: ধন্যবাদ
১৩| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: সরকারের দালাল দুটোই।"
@"লেখকবলেছেন: কালেরকণ্ঠ উদ্দেশ্য প্রণেদিতভাবে লিখেছে।"
--- সহমত। ওদের লেখার ধরন দেখে তাই মনে হচ্ছে।।
ঐ এলাকার কোন ব্লগার থাকলে সত্যটা জানা যেত???
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৭
দূর পাহাড়ে বলেছেন: ধন্যবাদ
১৪| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটনা যাই হোক, কঠোর শাস্তি না দিলে অন্যরা অন্য এলাকায় উৎসাহ পাবে। এসব গ্রাম্য নেতারা দলের কোন উপকারে আসে না। তাই দলও যেন তাদের সাপোর্ট না করে...
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৮
দূর পাহাড়ে বলেছেন: দলের যারা যত খারাপ কাজ করে তারা নেতা হওয়ার যোগ্য। সুতরাং বুঝেশুনে দল করুন।
১৫| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
আবু আফিয়া বলেছেন: “মাদ্রাসার জমি দখলে বাধা এবং পরিচালনা কমিটির গঠন ও জামায়াত ইসলামী মাতাদর্শের মাদরাসা প্রতিষ্ঠা করতে না পেরে মাদ্রাসার সুপারকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। স্থানীয় জামায়াত শিবির সমর্থকরা ওই শিক্ষককে শায়েস্তা করতে মাথায় মানুষের মল ঢেলে দিয়েছে।” দৈনিক কালের কণ্ঠ
বিষয়টি অত্যন্ত দু:খজনক।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৯
দূর পাহাড়ে বলেছেন: কালেরকণ্ঠের নিউজ উদ্দেশ্যপ্রণেদিত
১৬| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
গরল বলেছেন: এই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই, মানুষ নামের পশু দিয়ে দুনিয়া বোঝাই।
১৮ ই মে, ২০১৮ রাত ১১:১৩
দূর পাহাড়ে বলেছেন: হুম
১৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
এগুলো মানুষ, তবে পশুর অধম। 'বাল হুম আদল্ল'।
পোস্ট দেয়ায় মোবারকবাদ।
১৮| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬
শোয়াইব মুহাম্মাদ সালেহীন বলেছেন: পেশী শক্তির কাছে বিবেক অসহায়
পোস্ট দেয়ায় মোবারকবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এর শেষ কবে..............................!?