![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চবি ভর্তি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে পেয়ে গেলাম স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।অসাধারণ বলতে বি ইউনিটে ৭৭তম,সি ইউনিটে ৪২৫তম ও ডি ইউনিটে ৮৭তম হয়েছিলাম,তাও ১ম বার এডমিশন টেস্ট দিতে এসে।
ই ইউনিটেও পরীক্ষা দিয়েছিলাম,তিন ইউনিটে চান্স পাওয়ার উচ্ছ্বাস আর পরীক্ষার দিন আমার পাশে এক পরমা সুন্দরী উপস্থিতির কারণে সে পরীক্ষাটা খামখেয়ালিতে কেটে গেলো।সেই গল্পটা নাহয় আরেকদিনের জন্য তোলা থাক।
অতঃপর ২০১১ এর প্রথম দিন থেকেই শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবন।পড়াশোনার বিষয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিককার দিনগুলো ছিলো স্বপ্নের মতো।গৌরব আর ঐতিহ্যের বিবিএ ফ্যাকাল্টি,মনের মতো কিছু বন্ধুবান্ধব,ঝুপড়িতে আড্ডা,বিবিএর সতেজ ক্যাফেটেরিয়া,আসলে এর চেয়ে ভালো কি হতে পারে!!!
বিশ্ববিদ্যালয় একটা বিশাল জায়গা।এখানে যারা পড়ালেখা করতে আসে তাদের মনটাও বিশাল হয়।আর প্রমাণও পেলাম অনেক।আমার এমন অনেক বন্ধু আছে যাদের সাথে প্রথম পরিচয় থেকেই তারা আমার ভালো বন্ধু হয়ে গিয়েছিলো
বিশ্ববিদ্যালয় জীবনটাকে উপভোগ করছিলাম অনেক।মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতাম ক্যাম্পাসে।
৮.২০ এর ট্রেন ধরা,আবার কখনো ৪টার ট্রেনে ফেরা,এসব মোটেও বিরক্তিকর লাগতোনা।বরঞ্চ এইসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভুলটা করলাম নিজেকে ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে।প্রথম ভুল বললেও এর তাৎপর্য বোঝানো যাবেনা,বলা ভালো সবচেয়ে মারাত্মক ভুল।
আসলে আমাকে দিয়ে রাজনীতি হবেনা সেটা খুব দ্রুতই বুঝেছিলাম।কিন্তু তখন আর সেটা ছাড়া সহজ ছিলোনা।
যাহোক রাজনৈতিক কথাবার্তা বাদ দিই,
২য় বর্ষে উঠার পর দেখলাম হিসাববিজ্ঞান বিভাগে যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়না।ফলে তীব্র সেশনজট বিদ্যমান।এইরকম আরো অনেক দুর্ভাগা ডিপার্টমেন্ট আছে যাদের ২য় থেকে ৩য় বর্ষে যেতে সময় লাগে ১৮ থেকে ২০ মাস।
১ম বর্ষে থাকাকালীন সময়ে সবার সাথে যে চমৎকার সম্পর্ক ছিলো সেটা ২য়-৩য় বর্ষে কমতে থাকে।কারণ এইসময়ে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করেনা।শুধুমাত্র ক্লাস টেস্ট ও পরীক্ষার সময় সবাইকে একসাথে পাওয়া যায়।
সেশনজট,বন্ধুদের সাথে দূরত্ব,পারবারিক অবস্থা ইত্যাদি করণে জীবনটা অন্যদিকে মোড় নিতে থাকে,
যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে চবিতে পা রেখেছিলাম সেটা বছর দুয়েকের মধ্যেই শেষ হয়ে গেলো
এখন আমি চিন্তা করি যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হবে।একটা ভালো চাকরী করতে হবে।কারণ অঘোষিতভাবে আমি পরিবারের আশা-ভরসা।যে মানুষটাকে জীবনসঙ্গী করার স্বপ্ন দেখি তাকেও হারাতে হবে......
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: মন্তব্য নি:প্রয়োজন।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
মেইড ইন চিটাগং বলেছেন: আপু,এটা চবি নিয়ে আমার লেখার ২য় পর্ব।তাই এখানেই থামলাম।৩য় পর্বে আরো কিছু দিক তুলে আনবো ইন-শা-আল্লাহ।
আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা,অসংখ্য ধন্যবাদ রইলো
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
ডার্ক ম্যান বলেছেন: চলতে থাকুক আপনার এই পথচলা।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
আজমান আন্দালিব বলেছেন: আহা...আমিও চবির ছাত্র ছিলাম। সে অনেক কাল আগের কথা। এখনকার গল্প শুনি আপনার মুখে।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
মেইড ইন চিটাগং বলেছেন: ডার্ক ম্যান ভাই,অসংখ্য ধন্যবাদ।আপনার মন্তব্য আমাকে ইন্স্পায়ার করবে আরো লেখালেখি করতে
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
মেইড ইন চিটাগং বলেছেন: আজমান আন্দালিব ভাই,জানিনা আপনাদের সময় কেমন কেটেছে দিনগুলো।তবে আমার কাছে মনে হয় আমরা এখন যারা আছি তারা ভালো নেই।রাজনৈতিক সংঘাত চরমে।পাশাপাশি আছে সেশনজটের মতো যন্ত্রণা।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
মেইড ইন চিটাগং বলেছেন: ইমতিয়াজ ১৩ ভাই,মন্তব্যের জন্য ধন্যবাদ
৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
হানিফঢাকা বলেছেন: Interesting, but not surprising!!!. Feeling Nostalgic. It also happened to me. Admitted in 98-99 batch, left in 2001. Came back to Dhaka with 3 year loss and admitted in a private university and graduated 6 months earlier than my class mates in CU. As you know, the campus life was spectacular. I always visited campus, stayed there when I got time until 2010, when all my friends completed masters and left there.
But, from third year, many students get frustrated as I saw my friends on that time. Its a common trend. I do not know whether it is unique for CU students.
The nature and magnitude of student politics in CU is very bad, and I haven't seen any success/ benefit out of that student politics from 2001-2010. Only few of them managed to get some govt job (not that much good), some who had family back up tried to do something of their own but still struggling , and many of them are actually destroyed with drug addiction. In my observation, the common student of CU are now leading much better life than that of involved in student politics.
So, if it is possible (I know it is near impossible to leave student politics in CU situation) leave it and concentrate on your study.
Best of Luck
১০| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
মেইড ইন চিটাগং বলেছেন: আফসানা যাহিন আপু,এই লেখাটা পড়লে খুশী হব----m.somewhereinblog.net/mobile/blog/salmanexotic/29966886
১১| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
মেইড ইন চিটাগং বলেছেন: হানিফঢাকা ভাই,আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
চবির ছাত্ররাজনীতির ব্যাপারে আপনার মন্তব্য যথার্থ।তবে আইন,ইতিহাস,ইসলামের ইতিহাস,সাংবাদিকতা,লোকপ্রশাসন,ফিন্যান্সহ আরো কয়েকটি বিভাগে জট নেই।বেশিরভাগ বিভাগে মোটামুটি জট আছে।তবে হিসাববিজ্ঞান বিভাগ,ইংরেজি বিভাগ,অর্থনীতি বিভাগের অবস্থা খারাপ
১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
হানিফঢাকা বলেছেন: Brother give me a small info.........
What is the cost of having lunch in hall dining? My time it was 6 taka and 3 taka for any extra. Then it was 8 taka and 4 taka for any extra from 2000 and onward
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
মেইড ইন চিটাগং বলেছেন: হানিফঢাকা ভাই,আরো যোগ করতে চাই,চবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ড্রাগ নেওয়ার জন্য প্রবণতা আছে।তবে আমার অবজার্ভেশন বলে এটা খুবই কম।
আর আপনি বলেছেন যে ৩য় বর্ষে উঠার পর শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে।এটা বেশিরভাগ বিভাগের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
মেইড ইন চিটাগং বলেছেন: হানিফঢাকা ভাই।হলে বর্তমানে খাবারের দাম ১৮ টাকা।এর মধ্যে মাছ/মাংস থেকে যেকোন ১টি আইটেম আর যেকোন ১টি সবজি আইটেম নেওয়া যাবে।এক্স্ট্রা নিলে ৩ টাকা।তবে একটা কথা বলতেই হচ্ছে,হলের খাবারের মান খুবই বাজে।যারা হলে থাকে তাদের বেশিরভাগই(যাদের আর্থিক সংকট নেই) হোটেলে খায়
১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
হানিফঢাকা বলেছেন: yes brother, common student also take drugs. But, I don't know how large they are. But, I saw people who are actively engaged in politics and also stay in hall are more prone to take drugs in CU. This was my personal experience in CU. I saw how severe it was. I don't know current hall condition, but I can only tell you the condition on that time.
Sometimes, I think the main success factor of student is to away from politics and drugs in university life. if anyone can do this, no matter how bad student he is, one day he might get his success in his life, coz drug also destroy the built in success. However, this is only my personal belief from experience.
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
মেইড ইন চিটাগং বলেছেন: হানিফঢাকা ভাই,এই লেখায় রাজনীতি নিয়ে একটা লাইন ছিলো সেটা আমি মুছে ফেলেছি ইচ্ছে করে।কারণ আমার এই উক্তি আমার জন্য ক্ষতিকর হতে পারে।যাহোক,আপনার কথার প্রতিধ্বনি ছিলো সেই উক্তিটা,তাই কোন অংশটা বাদ দিয়েছি সেটা বলছি।---"যাহোক রাজনৈতিক আলাপ বাদ দিই,তবে একটা কথা না বলে পারছিনা যে চবিতে যারা ছাত্ররাজনীতি করে তারা রাজনীতিকে নিজের ক্যারিয়ারের চেয়ে বেশী গুরুত্ব দেয়।ফলে তাদের অনেকের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হয় যেটা পরবর্তীতে পুষিয়ে নেওয়া যায়না"
এবার নিশ্চয় বুঝতে পারছেন যে আপনার কথাটা আমার উক্তির সাথে পুরোপুরি মিলে গেছে
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
হানিফঢাকা বলেছেন: Ekhono maje maje Proyash er porata khaite mon chai
১৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
মেইড ইন চিটাগং বলেছেন:
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
সকাল হাসান বলেছেন: কি করবেন আর? এভাবেই চলতে হবে! চলতে থাকুন, গতি একটা না একটা কোন একদিন হয়ে যাবে!
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
মেইড ইন চিটাগং বলেছেন: "গতি একটা না একটা কোন একদিন
হয়ে যাবে!"
দারুন বলেছেন।শত আশা নিয়ে বেচে থাকার মাঝেই জীবনের স্বার্থকতা
২০| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: চলুক ............
আপনার জন্য শুভকামনা
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫
মেইড ইন চিটাগং বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই,আপনার জন্যও শুভকামনা থাকলো
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন কেন ভাই...? আরো অনেক কিছু বলার ছিলো বলে মনে হচ্ছে..