নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২


সকালে ঘুম থেকে উঠে দেখি, হাইস্কুল পড়ুয়া ছোট ছেলে ঘরে নেই।
রাতে বলেছিলো, উপজেলায় বিজয় দিবসের স্কাউটিং আছে, ও আবার স্কুলের স্কাউট সদস্য।
এত সকাল নিজে নিজে ঘুম থেকে উঠে চলে যাবে ভাবিনি, দেশপ্রেমিক ছেলে হয়তো ভেবেছে," কোনভাবেই বিজয় দিবসের অনুষ্ঠান মিস করা যাবে না। "
বেশি সকাল তাই মাকে জাগায় নি, আমি তো আমার সন্তানদের যে কোন কিছুতে সাথে থাকি।
অথচ আজ....!
ছুটে গেলাম উপজেলায়, মাঠে সবাই রেডি এখনই শুরু হবে স্কাউটিং।
আমার ছেলের চোখ খুঁজছে আমাকে, সে তো জানে মা নামের ছায়াটা পাশেই হবে।
হঠাৎ আমার দিকে চোখ পড়লো, হাত উঁচিয়ে থামজ আপ....!
এগিয়ে যাও বাবা, " তোমাদের যে কোন সাফল্যে, যে কোন বিপদে, ছায়া হয়ে আমি আছি, আমি থাকবো, যতদিন বেঁচে থাকি....!"

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এভাবেই জেগে থাকুক দেশপ্রেম সকল মানুষের অন্তরে।
ভালো লাগলো ছেলে সম্পর্কে আপনার বলা কথাগুলো।

শুভকামনা রইলো দেশপ্রেমিক ছেলের জন্য

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ দোয়া করবে....

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সালমা রুহী বলেছেন: দোয়া করবেন, ছেলে মেয়েকে যেন দেশের সেবায় উৎসর্গ করতে পারি....

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: সালমা রুহী,




মা'য়েরা এভাবেই সন্তানদের এগিয়ে নিয়ে যাক দেশপ্রেমের পথে!

আপনার অমন সুন্দর ছেলেটি যেন দেশপ্রেমে এমনিই উজ্জীবিত থাকে সারাটি জীবন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সালমা রুহী বলেছেন: দোয়া করবেন আমি যেদিন বেঁচে থাকবো না , সেদিনও সে যেন নিজের দেশের সেবায় এভাবেই নিয়োজিত থাকে....

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা। বাবা-মা ছাতার মতো যে সন্তানকে আগলে রাখে।। সুন্দর মিষ্টি ভাগ্নাটি আমাদের। সুন্দর বাবাটি আমাদের, বাবা - মায়ের সান্নিধ্য থেকে প্রকৃত শিক্ষা লাভ করে আগামী দিনে যেন দেশের একজন সুনাগরিক হয় - এই কামনাই করি।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে ।


১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

সালমা রুহী বলেছেন: দোয়া করবেন, আমি ছায়া দেওয়ার জন্য বেঁচে না থাকলেও, আমার বাচ্চারা যেন দেশের জন্য এমনই দরদ দেখায়....

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাজীব নুর বলেছেন: ছেলের জন্য অনেক শুভ কামনা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন। বড় হয়ে যে কোন পেশাতেই থাকুক, নিজের দেশকে যেন এভাবেই ভালবাসে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.