নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ বাক্স

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬



ছেলের স্কুলে গেলে এই অভিযোগ বক্সটা চোখে পড়লো..!
স্কুল কর্তৃপক্ষ এমন একটা মহত্ব উদ্যোগ নেয়ায় খুশি হলাম, মনে মনে ওদের ধন্যবাদ দিলাম।
জানি না অন্য স্কুলেও এই বক্স আছে কি না..?
যাক, এই স্কুলে তো ছাত্র-ছাত্রীদের অভিযোগ করার একটা জায়গা আছে তাহলে।

পরক্ষনেই বক্সটাতে ধুলোর আস্তর পড়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগলো "এই বক্স এর তালা আদৌও খোলা হয় কি, নাকি এমনই ঝুলিয়ে রাখা হয়েছে..?"
গাঁধার সামনে মুলো ঝুলানোর মতো..!

স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন, বক্সটা প্রতিদিন না হোক সপ্তাহে , সপ্তাহে না হোক মাসে একদিন খুলুন।
না জানি কোন কিশোরীকে তার স্বপ্ন ভেংগে চুরমার করে, তার বাবা-মা জোর করে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে।
হয়তো সে এই বক্সে একটা চিরকুটে তার আর্জি দিয়ে রেখেছে," তার স্বপ্ন না ভাংগার আশায়।"
না জানি কোন শিশু-কিশোরী শিক্ষক নামের পশুর হাতে যৌন হয়রানি হচ্ছে, অথচ লজ্জায় কাউকে মুখে কিছু বলতে পারছে না।
সেও একটা চিরকুটে তার আর্জি দিয়ে রেখেছে এই বক্স খোলা হলে, সেও নির্যাতনের হাত থেকে রেহাই পাবে এই আশায়..!

ডাস্টবিনে যেমন লেখা থাকে,, "আমাকে ব্যবহার করুন।" তেমনি এই বক্সে লেখা দরকার, "প্লিজ আমাকে খুলুন..!"

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা সেখানে প্রেম পত্র ফেলারও ব্যবস্থা থাকলে সবসময় পুরে থাকবে, সেই সুযোগে আসল বিষয়টাও খবর নেয়া যাবে, সবসময় হয়তো খালি থাকে তাই খুলে দেখতে মন চায়না

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

সালমা রুহী বলেছেন: হয়তো, এমনটা অসম্ভব না...

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: এটাও ভালো উদ্যোগ। কিন্তু যথাযথ ব্যবহার না হলে, ঝুলিয়ে রেখে কি লাভ।
শিশুদেরও অভিযোগ জানানোর জন্য অনুপ্রাণিত করতে হবে৷

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

সালমা রুহী বলেছেন: এই স্কুল বাচ্চাদের জন্য ভালো বাথরুমের ব্যাবস্থাই করে না, আর অভিযোগের জন্য কি অনুপ্রাণিত করবে...!

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হ্যা আপু,
বএক্সের তালার মধ্যে লেখা উচিত ছিল৷ প্লিজ আমাকে খুলুন।




আপনার নিকট একটি অনুরোধ থাকবে, আবার গেলে একটা কাগজে " প্লিজ আমাকে খুলুন" লেখে তালায় ঝুলিয়ে আসবেন।


আমাদের শিক্ষিতরা যদি এখান থেকে কিছু শিখে!

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

সালমা রুহী বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ....

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: এ ব্যপার টা কিন্তু সত্যিই জরুরী !

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

সালমা রুহী বলেছেন: আমার কাছেও মনে হলো ব্যপারটা সত্যি জরুরী, তবে গাধার সামনে মুলা ঝুলানো....

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: লোক দেখানো নাকি কার্যকর ? যাক তাও তো একটা উদ্যোগ নিয়েছে, এবার যুদি ব্ক্সটা খুলে অভিযোগ গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

সালমা রুহী বলেছেন: আমারও কৌতূহল বাক্সটা যদি খুলে দেখতে পারতাম.….

৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

কালীদাস বলেছেন: বাংলাদেশের পলিসি তো কখনই খারাপ থাকে না। খালি ইমপ্লিকেশনটাই হয়না।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

সালমা রুহী বলেছেন: বাংলাদেশের নতুন শ্লোগান," আমার ভোট অন্য দিবে, যাকে খুশি তাকে দিবে..! "

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: হাইস্যকর।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

সালমা রুহী বলেছেন: ভাই, "হাস্যকর....!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.