নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলে ভেজা পদ্ম

জানতে চাই জানাতে চাই

জলে ভেজা পদ্ম › বিস্তারিত পোস্টঃ

মাটি পুড়লে ইট হয় কিন্তু ইট পুড়লে মাটি হয়না

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সন্তানদের নিয়ে সব বাবা মায়েরই স্বপ্ন থাকে। স্বপ্নভঙ্গ হয় তখন, যখন দেখে সন্তান হয়েছে সাক্ষাৎ একটা শয়তান।শয়তানের মাস্টার,বিটলামির হেডমাস্টার।

আশাহত পিতামাতার হা হুতাশ করা ছাড়া আর কোন পথ থাকেনা।তখন কপাল চাপড়ে আর কোন লাভও হয়না।কথায় বলে,' মাটি পুড়লে ইট হয় কিন্তু ইট পুড়লে মাটি হয়না'।

তাই গড়তে হবে ছোট বেলা থেকেই।তিন থেকে নয় বছরের মধ্যেই তাদের অনেক কিছু গ্রোইন ডেভেলপিং ঘটে থাকে।

বেবিহোল্ড এবং চাইল্ডহুড সময়টি তারা  তাদের কল্পনা,ভয়,ফিজিক্যালি প্লে,প্রিস্কুল,এবং স্কুলের সময়টি পার করে থাকে।যা শিশুদের মন মানিসিকতা গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।কারন তারা এইসময়টিতে অনেক নতুন নতুন বিষয়ে আত্বনির্ভরশীলতা ও আস্থা নিয়ে বড় হয়।আমাদের ভাষা এবং জ্ঞান তাদেরকে ড্রামেটিক্যালিভাবে  পরিবর্তন করতে সক্ষম।কারন একদিকে আমরা তাদের বাবা মা,বন্ধু,শিক্ষক।বাচ্চাদের একটা প্রবণতা হলো বেশি বেশি প্রশ্ন করা।এটা কেন এমন হলো?ঐটা কি?ইত্যাদি ইত্যাদি।আমরা যদি তাদেরকে ফ্রেন্ডলি এবং কন্সিকয়েন্সলি জবাব দিতে পারি তাহলে ওদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.