| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পুলিশ ঘুষ খেয়ে মামলা এদিক-সেদিক করে- এ কথা সত্য। আর রাজনীতিবিদরাও ঘুষ খান। তারা টাকা নিয়ে চাকরি দেন।"
মনে হয় ওবায়দুল কাদের সাহেব,ব্যাপারটা ইদানীং টের পেয়েছেন।
দূরদর্শী নেতাদের এতো দেরীতে বুঝলে কি আর চলে?তাছাড়া উনি নিজে ঘুষ না খেলেও অন্য রাজনীতিবিদরা খান এটা উনি জানেন।
এবং এটা ওনার দলের লোকেরা খান সেটাও উনি জানেন।একজন রাজনীতিবিদ, যিনি কিনা আবার একটা ক্ষমতাসীন দলের সেক্রেটারিও!
তো উনি চাইলেইতো তাদের বের করতে পারেন,যারা মূলত ঘুষ খেয়ে,জব চুস করে দেন!
এবং তিনি চাইলে তাদের শাস্তিবিধান করতে পারেন।যারা টাকা খেয়ে কাজ করেন।তো তিনি কি সেটা করবেন? করলেতো নিজের কানই কাটা যাবে।তাইনা?তো উনিতো সেই কাজটা করবেননা।তাহলে ব্যাপারটা কি ধারালো?সমস্যা ধরার পরেও কোন সমাধান হলোনা।যেই লাউ,সেই কদু।
একসময় ছিল,ডাক্তার বাবুরা কোনরকম পরিক্ষা নিরিক্ষা ছাড়াই দাওয়াই দিতেন।রোগ ভালো হয়ে যেতো।আর এখন,এই টেস্ট, সেই টেস্ট, হাজার টেস্ট করাইয়া, ঔষধ খেয়েও রোগ ভালো হয়না!বুঝতেছিনা, আসলে ঘাপলাটা কোথায়?ঔষধে, না ডাক্তারবাবুদের মাথায়?নাকি ল্যাবে?ভেজালতো এক জায়গায় আছেই।
দলের সেক্রেটারি জেনারেল হইয়া যখন ধরতেই পেরেছেন,"ইয়াবা এখন গ্রামেও চলে গেছে"তাহলে করনীয়টাও আর বুঝিয়ে দিতে হবেনা।ঝটপট কাজটা সাইরা ফালান।
স্যার আপনার 'দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের'মাননীয় মন্ত্রী জনাব
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এমপি।যিনি কিনা আবার ১৯৭১এ একটি গেরিলা বাহিনী মানে,ক্রাক প্লাটুনের সদস্য ও যোদ্ধা ছিলেন!দেশেকে হায়েনা ও শৃঙ্খলমমুক্ত করেছেন।
দেশের জন্যে উনার অবদান অনস্বীকার্য। এবং এখনও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের,দশের উপকার করে যাচ্ছেন।
তো উনারই ছেলের নিজের হাতে গড়া ইয়াবা কারখানার কথা নিশ্চুই আপনার অজানা নয়!
এখন কি করবেন?দলকে বাঁচাবেন?না, দেশকে বাঁচাবেন? দয়া করে নিজের ঘরকে ইয়বামুক্ত করুন।
জাতীকে বাঁচান, দেশকে বাঁচান।
এবং আমার বিশ্বাস, আপনি নিজেও আমার সাথে একমত হবেন যে,এরা পাকিস্তানি হায়েনাদের চাইতেও ভয়ংকর!
তো স্যার, এই এমপি ত্বনয়ের বিরুদ্ধে কোন একশনে যাবেন কিনা?আমরা সেটা আশা করতে পারি কিনা? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী সাহেবের কাছে জিগ্যেস করলেও জানতে পারবেন, ঢাকায় অন্তত শতাধিক ইয়াবা কারখানা আছে!এবং এর অধিকাংশ সরকারের দলিয় লোকজন দ্বারা পরিচালিত!
©somewhere in net ltd.