নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

বাস্টাড সত্য না বলতে পারিস, সত্য স্বীকার না করিস প্লিজ চুপ। চুপ থাক। আমাদের স্বাধীনতাকে কলঙ্কিত করিস না।

১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৩০



যেখানেই যাই রবি কবির কথা কিছু না কিছু কেমন করে যেন চলে আসে। কবি গুরুকে দিয়েই শুরু করি.....

'মনেরে আজ কহযে ভাল মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে'



কালশীর এই ঘটনার পর আমাদের কয়েকটি সত্য জানা এবং স্বীকার করা খুবই জরুরী মনে হচ্ছে ।



এক-



বিহারীরা আটকে পড়া পাকিস্তানি না।



তাদের পূর্ব পুরুষ ছিল ভারতের বিহার রাজ্যের অধিবাসী। (এ জন্য তাদের বিহারী বালা হয়। আমাদের সিলেটের মানুষদের যেমন বলা হয় সিলটি)। ১৯৪৬ সালের সর্বভারতীয় প্রাদেশিক নির্বাচন এর পর বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম রায়ট হয়। এর প্রেক্ষিতে আমাদের দেশের বরিশাল, খুলনা সহ বিভিন্ন এলাকার হিন্দুরা ভারতে চলে যায়। একই ভাবে ভারতের বিহার, আসাম, পশ্চিম বাংলা সহ অনেক এলাকার মুসলিম রিফুজি বাংলাদেশে আসে(এ সব রিফুজিদের এর মধ্যে অনেক বিখ্যাত মানুষও রয়েছেন যেমন বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়াদি, কবি কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গপাধ্যায়, বুদ্ধদেব বসু সহ অনেকে)। আপনার পাশে তাকালে এমন মানুষ পাবেনই। এদেরকে আমরা আর রিফুজি ভাবি না। বিহারীদের ভাষা বাংলা নয় বলে তাদের স্বীকার করবেন না??!! ৫২ কি আমাদের এই শিক্ষা দেয়???



দুই-

এটা সত্য ৭১ এ অনেক বিহারী সংযুক্ত পাকিস্তান এর পক্ষে ছিল। এবং অনেকে নানা অপকর্ম করেছে। একই সাথে এটাও সত্য বিহারীদের মধ্যে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাও রয়েছে। এটা ভোলা উচিত না ৭১এ বাঙ্গালীদের মধ্যেও অনেকে অপকর্ম করেছে।



তিন-

এদেরকে পুড়িয়ে হত্যা করতে হবে এটা আমাদের স্বাধীনতার কোন চেতনায়ই ছিল না। বঙ্গবঙ্গু, তাজউদ্দীন, মওলানা ভাসানী জীবনে কোন লেখায় বা লেকচারে বলেন নাই বিহারীদের পুড়িয়ে মেরে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে হবে।



চার-

এবং সর্বশেষ যারা এহেন অমানবিক, জঘন্য অপকর্মটি করেছে তারা আমাদের সমাজের কলংক স্বাধীনতা ব্যাবসায়ী এবং সন্ত্রাসী। এরা আমদের মহান স্বাধীনতাকে পুঁজি করে কালশিতে লুটপাট করেছে।



যে সকল মহাজ্ঞানী শমসের চেতনাবাদী এদেরকে সমর্থন করে যারা কথা বলেছেন এবং যেসব মানবতাবাদী মনে মনে সমর্থন দিয়ে মুখে ললিপপ চুষছেন। তারা......please। ।



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ রাত ১০:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি মনে করিনা এই হত্যাকান্ড পরিকল্পিত। অতচ প্রথম আলু সাজাচ্ছে ...

গভীর রাত থেকেই কিশোর বাচ্চাদের মধ্যে সংঘর্ষ, বিচ্ছিন্ন ভাবে ধাওয়া পালটা ধাওয়া চলছিল, পরে বড়রাও যোগ দেয়। সরু গলির ভেতর ঢুকে বাসার গেটে তালা মেরে আগুন দিয়েছে এটা একটা ফালতু কথা।
সবাই জানে ঢাকা শহরের ছোট বড় ফ্ল্যাট বাড়ি হউক টিনের ছাপড়া হউক ৯৯.৯% বাড়ীর গেট রাতে তালা মারা থাকে। সংঘর্ষের এক পর্যায়ে আগুন লেগে গেলে, বা লাগিয়ে দিলে দুর্ভাজ্ঞজনক ভাবে নারীশিশু সহ লোকগুলো মারা যায়।

তবে হাঙ্গামায় যারাই জরিত ছিল তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫১

যাযাবর চিল বলেছেন: হাঙ্গামায় যারাই জরিত ছিল তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে। কোন চেতনা ব্যবসা নয়।

২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১:০৮

মতিউর রহমান মিঠু বলেছেন: এই মৃত্যুর কোন সাফাই চলেনা, এর সুষ্ঠ বিচার হওয়া উচিত। কালবৈশাখী বা আমি আপনি কি মনে করি তাতে কিছুই যায় আসেনা।

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

যাযাবর চিল বলেছেন: ঠিক বলেছেন ভাই

৩| ১৭ ই জুন, ২০১৪ ভোর ৪:০৫

নতুন বলেছেন: কোন মৃত্যুই সাফাই চলেনা... যারাই জরিত ছিলো তাদের শাস্তি দিতে হবে...

হয়তো তাদের আমি পছন্দ করিনা... কিন্তু তাদের হত্যাকরার অধিকার কারুরই নাই...

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪০

যাযাবর চিল বলেছেন: সহমত

৪| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৬

অেসন বলেছেন: বিহারীদের পুড়িয়ে মারার সাথে দেশপ্রেম বা চেতনার কি সম্পর্ক ? কে
বলছে চেতনার স্বার্থে বিহারীদের পুড়িয়ে মারা ঠিক হয়েছে ! অযথা বিতর্ক
সৃষ্টি করবেন না। এই ঘটনা যারাই ঘটাক তারা অপরাধী, তাদের সঠিক
বিচার হোক সেটাই প্রত্যাশা।
আপনি যতই যুক্তি দেখান না কেন, বিহারীরা নিজেদের পাকিস্তানী হিসাবেই মনে করে, বাংলাদেশী না।

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬

যাযাবর চিল বলেছেন: অনেকে বলছে । আর আমার কথা বললাম দাবি করছি না যে আমিই একমাএ সঠিক। । ।

৫| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩২

ইসপাত কঠিন বলেছেন: হাসান কালবৈশাখী @ সব ঠিক আছে, শুধু একটা প্রশ্ন। আপনার উল্লেখিত ৯৯.৯% মানুষের মধ্যে কয়জন বাইরে থেকে তালা মেরে থাকে?

১৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

যাযাবর চিল বলেছেন: আমি জরিপ করি নাই। আপনি করছেন ? ?

৬| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪২

সোহানী বলেছেন: একটি স্বাধীন দেশে এভাবে মৃত্যু কখনই কাম্য হতে পারে না। বিচারের ভার রাস্ট্রের কোন ব্যাক্তি বিশেষের নয় কিছুতেই।

১৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

যাযাবর চিল বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.