নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৪০



পৃথিবী শত নামি দামি বিশ্ববিদ্যালয়ের ভীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপমা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই হতে পারে। অন্য কারো সাথে এর তুলনা হয় না। একটি বিশ্ববিদ্যালয়কে ঘিরে এত অর্জন কখনো পৃথিবীর কোনো দেশের হয়নি। একমাএ বিশ্ববিদ্যালয় যার নাম আসলে শিক্ষা গবেষণার সাথে সাথে সংগ্রাম, স্বাধীনতা, অর্জন এর কথাও চলে আসে। এই বিশ্ববিদ্যালয়ই জন্ম দিয়েছে বিজ্ঞানী সত্যেন বোস, দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব এবং গণিতের তুখোড় শিক্ষক কাজী মোতাহার হোসেন, ভাষাবিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ইতিহাসবেত্তা মোহর আলী, ড. মুহাম্মদ ইউনূস, আব্দুর রাজ্জাক, হুমায়ন আহমেদ, তারেক মাসুদ, শেখ মুজিবুর রহমান সহ হাজার নক্ষএ। আরও দেবে। এদের পাশে নিজেকে ভাবতে ভাল লাগে।



স্যার সলিমুল্লাহ। এই মানুষটি বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রস্টা। আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে শরণ করছি তাকে। প্রিয় বিশ্ববিদ্যালয় বেঁচে থাকুক অযুত কাল। শুভ জন্মদিন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়। । ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:১৯

সাজ্জাদ বস বলেছেন: বেশ ভালো লিখছেন, লেখাটা আরো বড় হতে পারত।

০১ লা জুলাই, ২০১৪ রাত ২:৫৬

যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ। ভাই।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

যাযাবর চিল বলেছেন: Click This Link
ভাই লিখলাম। কেমন হল জানাবেন। :)

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

যাযাবর চিল বলেছেন: Click This Link
ভাই লিখলাম। কেমন হল জানাবেন। :)

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

যাযাবর চিল বলেছেন: Click This Link
ভাই লিখলাম। কেমন হল জানাবেন। :)

২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:৩০

কানা দাজ্জাল বলেছেন: আগে ভাল লাগত, এখন আর ভাল লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয় না থাইকা একটা ভাল মামা আর পচা প্রাইভেটের সার্টিফিকেট থাকলেও ভাল হইত।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:১০

যাযাবর চিল বলেছেন: লোল

৩| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক অনেক মিস করি তোমায়। :(

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

যাযাবর চিল বলেছেন: আপু হাকিমে চা খেতে একদিন চলে আস। । :)

৪| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:০০

মুহাই বলেছেন: শুভ ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

যাযাবর চিল বলেছেন: :)

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

যাযাবর চিল বলেছেন: :)

৫| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভ ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

যাযাবর চিল বলেছেন: :)

৬| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: দেশে ফিরি ভাইয়া। অবশ্যই যাব। প্রতিদিন যাব। :)

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:২০

যাযাবর চিল বলেছেন: হুম শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে :)। আশা করি আমিও আসব। :)

৭| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

আহসানের ব্লগ বলেছেন: :(

৮| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আরো সাত বছর!!! ততদিনে তো আমি আবার অন্য কোন দেশে চলে যাব মনে হয়। :( অত অপেক্ষা করতে পারবো না। আমি ভাই এই সেপ্টেম্বরেই দেশে ফিরবো। যেদিন ফিরবো সেদিন না পারলেও তার ১সপ্তাহের মধ্যে অবশ্যই যাব ভার্সিটিতে। :) :)

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১

যাযাবর চিল বলেছেন: ওয়েলকাম। । :) হাকিমে চা খাওয়ার দাওয়াত থাকল। ।

৯| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

রাহুল বলেছেন: শুভ জন্মদিন।সকালে টি এস সির পাশদিয়া ড্রাইব করে এলাম কিন্তু জন্মদিনের সাজ চোখে পড়লোনা কেনো?

০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২০

যাযাবর চিল বলেছেন: কি বলেন ভাই। টি এস সি বিলিদিং দেখেন নাই ????

১০| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৬

রাহুল বলেছেন: দিনে দেকি নাই ,লাইতে যাবার কালে নাইটিং দেকচি। :P B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.