![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন ধরে ফেসবুক ও ব্লগে একটা চরম আপওিকর পোস্ট দেখছি। সেটা হল গাজার হত্যাকাণ্ডের জন্য অনেকে হিটলারকে হিরো বানাচ্ছে। এমনকি হলোকাস্টকে সমর্থন জানিয়ে পোস্ট দিচ্ছে। আমাদের মনে রাখা দরকার অন্যায়কে সমর্থন দেওয়া কোন মানুষের কাজ না। আল্লাহ বলেছেন কেউ যদি একজন নিরপরাধ মানুষকে (হোক সে হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম বা ইহুদি) হত্যা করে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর এটা সত্য ইহুদীদের মধ্যে যেমন শিমন পেরেজ আছে তেমন নোয়াম চমস্কিও আছে। আমাদের প্রতিবাদ হবে সকল অন্যায় এর বিরুদ্ধে সেটা হোক নেতানিয়াহু, হিটলার, সিসি, আতারতুক বা আইয়ুব খান। আমারা ফিলিস্তিনকে অবশ্যই সবচেয়ে বেশি ফোকাস করবো কারন তারা সবচেয়ে বেশি নির্যাতিত, অত্যাচারিত। হলোকাস্টক এর সমর্থনে পোস্ট গুলো ওদের হত্যাকাণ্ডকে লাইসেন্স দিচ্ছে (ওরা বলবে যারা আমাদের ৬০ লক্ষ নিরপরাধ ভাইদের গ্যাস চেম্বারের গনহত্যাকে সমর্থন করে তাদের কয়েক হাজার মারা দোষের না)। এই আবেগি ভাই বোনের কাছে আমার প্রশ্ন আপনারা কি কোক, পেপসি, নেসলে কোম্পানির পণ্য ব্যবহার করেন?? ইফতার এর আগে কয়দিন দোয়া করেছেন ফিলিস্তিন এর ভাইদের জন্য??? এসব পোস্ট দিয়ে প্লিজ ইহুদিবাদীদের গণহত্যাকে লাইসেন্স দিবেন না। ইসরাইলের বুলেট কেনার টাকা সাপ্লাই বন্ধ করুন এবং দোয়া করুন। । ।
১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
যাযাবর চিল বলেছেন: .......।
২| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বক্তব্যে যুক্তি আছে।
১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
যাযাবর চিল বলেছেন: সহমত। ?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:০১
আহসানের ব্লগ বলেছেন: