![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব খেয়াল করে দেখলাম যে গানটি ছাড়া আমাদের ঈদ অচল। সেই গানের প্রথম ৩ লাইনের বেশি পারে এমন মানুষ খুব বেশি নেই । তাই পুরো গানের লিরিক দিলাম। সত্য-ই বিদ্রোহী কবির এক মাস্টার পিস এটা।
অসাধারন শব্দটি মনে হয় এমন গানকে বর্ণনা করার জন্যই সৃষ্টি হয়েছে। ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৪
যাযাবর চিল বলেছেন: বার বার শোনার মতই গান। ।
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৯
নাহিনরানা বলেছেন: সহমত
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৭
যাযাবর চিল বলেছেন:
৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
রাজিব বলেছেন: কোরবানি ঈদের জন্য এমন একটি গান থাকলে খুব ভাল হতো।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:২২
যাযাবর চিল বলেছেন: সহমত । ।
৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মাল ছাড়া ঈদ অসম্পূর্ণ। বন্ধুদের সঙ্গে প্রথম যেদিন বন্ধুদের সঙ্গে ঈদে তিন পেগ মাল মেরে দিয়েছিলাম, সেদিনেই সেই আনন্দময় স্মৃতিটা অসাধারণ। যাইহোক, ঈদে সবাইকে বোতলের শুভেচ্ছা জানাই। ডাইলের বোতল নয়, একেবারে ফরেন বোতল । ধন্যবাদ।
৫| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
যাযাবর চিল বলেছেন: মাশ আল্লাহ। কুপান। ।
৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৪
বিজন শররমা বলেছেন: আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে ৯
(ঊম্মার বাইরের কারো সাথেও ?),
৭| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
যাযাবর চিল বলেছেন: হুম। আমারতো তেমনই মনে হয়। দ্বিমত থাকলে অথবা কোন মত্নব্য থাকলে বলুন। ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪১
মামুন রশিদ বলেছেন: টিভি স্ক্রল করে বারবার এই গানটিই শুনছিলাম ।