নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

পাল্টে যাচ্ছে পাশার দান ; নিজের পাতা ফাঁদে আটকে গেছে ইজরাইল

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯



গাজায় হামলা করে ইজরাইল এর এখন অবস্থা অনেকটা ফান্দে পড়িয়া বগা কান্দে রে।

হামাসকে চরম শিক্ষা দিতে এবং হামাসের রকেট মজুদ ও টানেল ব্যবস্থা ধংসের জন্য গত ২৭ দিন আগে শুরু হওয়া হামলায় ইজরাইল তেমন কিছুই করতে পারে নি। উল্টো হামাস এর ছোঁরা রকেট ইজরাইল এর কোটি কোটি ডলার খরচ করে বানানো রকেট প্রতিরোধক আয়রন ডোমকে কাঁচ কলা দেখিয়ে তেল আবিব, হাইফা, জাফার রাতের ঘুম হারাম করে দিয়েছে।হামাসের হামলায় ইজরাইল তার বেনগুইরন আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়। ইজরাইল এর আর্মি হামাস এর স্লাইপার যোদ্ধাদের কাছে রীতিমত অসহায়। ১২০ জন এর বেশি ইজরাইলি আর্মি মারা গেছে। এর মধ্যে বেশ কয়েকজন আফিসারও রয়েছে। রয়েছে ইজরাইল এর এক মন্ত্রীর ভাই। আহত হয়েছে অন্তত ১,৬২০ জন। সেনবাহিনীর ৫০ জনেরও বেশি সদস্য পাবলিকলি ঘোষণা করেছে তারা গাজা হামলায় অংশ নিবে না। প্রকৃত সংখ্যা যে আরও বেশি এটা সহজেই অনুনেয়। প্রথম ২৫ দিনে ইজরাইল ৫০ হাজার এর বেশি ক্ষেপনাস্ত্র হামলা চলায়। এই সব ১ টি ক্ষেপনাস্ত্র তৈরি করতে ইজরাইলের খরচ হয় ২-৩ লাক্ষ ডলার। ট্যাংক ধ্বংস হয়েছে ৮ টিরও বেশি। এসব ট্যাংক তৈরি করতে কয়েক মিলিয়ন ডলার খরচ হয়। এই অসম গণহত্যা চালাতে ইজরাইলের অর্থনীতির অব্যস্থাও নাজুক। এই ধাক্কা সামাল দিতে ইতিমধ্যে তারা আমেরিকার কাছে কয়েক বিলিয়ন ডলার সাহায্যে এর জন্য জোর লবিং শুরু করেছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। তারা হামাস এরখুব বেশি যোদ্ধাকে হত্যা করতে পারে নাই। বন্দী করতে পারে নি কাউকে। উল্টো ইজরাইল আর্মির একজন সদস্য হামাসের কাছে আটক। হামাস এর রকেট মজুদ সম্পর্কে এখনও তারা অন্ধকারে। আর টানেল ইজরাইলকে রীতিমত পাগল বানিয়ে ছেড়েছে। এই টানেল দিয়ে হামাস এর যোদ্ধারা কয়েকবার ইজরাইল এর ভেতরে ঢুকে বেশ কয়েকজন ইজরাইলি আর্মির সদস্যকে হত্যা করে আবার কোন সমস্যা ছাড়াই গাজায় ফিরে আসে। এই টানেল এর বিস্তৃতি ইজরাইলের কোন পর্যন্ত ব্যাপারে ইজরাইল কিছুই জানে না। গাজা সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে আছে। স্লাইপার যোদ্ধার ভয়ে তারা গাজার ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। হামলার শুরুতে সীমান্ত থেকে গাজা অভ্যন্তরে ৩ কিলোমিটার এলাকাকে ইজরাইল বাফার জোন ঘোষনা করে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেয় সেসব এলাকার মানুষকে। এখন স্লাইপার যোদ্ধাদের কাছে নাকাল হয়ে ইজরাইল ভারী সামরিক যান এবং ট্যাংক সরানো শুরু করেছে এই বাফার জোন থেকে। মাঝে যুদ্ধ বিরতির নাটক করে গাজার ভেতরে ঢোকার চেষ্টা করে। ফলাফল হামাসের স্লাইপার যোদ্ধারা ইজরাইলের ১৫ জন সৈন্যকে পরপারের টিকেট ধরিয়ে দেয়। হামাসের যোদ্ধাদের সাথে কিছু না করতে পেরে ইজরাইল শয়ে শয়ে বেসামরিক নাগরিক আর শিশু হত্যা করে মনের ঝাল মেটাচ্ছে। তাদের সফলতা বলতে শুধু কয়েকজন ডাক্তার হত্যা, কয়েকজন শিক্ষক হত্যা, ১৮০০ জনের মত বেসামরিক মানুষ হত্যা, কয়েকশত বিল্ডিং, হাসপাতাল, আর স্কুল, বিশ্ববিদ্যালয় ধংস করা। তবে এর এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিক্রিয়াও হজম কারা ইজরাইলের জন্য সহজ হবে না। সারা বিশ্বের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে দাড়িয়ে গেছে। অনলাইনের লড়াইয়ে তারা পরাজিত হয়েছে। গাজার পক্ষে ইজরাইল এর চেয়ে কয়েক গুন বেশি টুইট হয়েছে টুইটারে।



সারা বিশ্বের মানুষ এর বিরুদ্ধে মিছিল, মিতিং, সমাবেশ করছে। এই প্রতিবাদকারীদের মধ্যে আমেরিকার ইহুদি কমিউনিটির মানুষও রয়েছে।



ইকুয়েডর, ব্রাজিল, কিউবা সহ ল্যাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ইজরাইলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক শেষ করেছে। বাতিল করেছে সব ধরনের চুক্তি। টার্কির ৫০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ইজারাইলি বিশ্ববিদ্যালয় গুলোর সাথে সব ধরনের সম্পর্ক শেষ করেছে। সারা বিশ্বে শুরু হয়েছে ইজাইলি পণ্য বয়কট এর ক্যাম্পেইং। ইতিমধ্যে ৮-১০ টি দেশে যে সকল কোম্পানি ইজরাইলকে সহায়তা করে তাদের বাজার ধস নেমেছে। ইজারাইলি বানিজ্য মন্ত্রী এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।



তেল আবিবে পর্যন্ত গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এমনকি ইজরাইলের সবচেয়ে বড় বন্ধু সইদি আরব এর বাদশা পর্যন্ত এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। এখন ইজরাইল না পাড়ছে এগাতে না পারতে পেছাতে। ইজরাইলের কয়েক জন মন্ত্রী ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে। হামাস যুদ্ধ বিরতির শর্ত দিয়েছে গাজায় একটি বিমান বন্দর এবং একটি সমুদ্র বন্দর করার অনুমতি দিতে হবে। এটা যদি হয় তাহলে সেটা হবে হামাসের জন্য অনেক বড় বিজয়। এখন পাশার ফাঁদে আটকে পড়া ইজরাইল শেষ দান কি দেয় এটাই দেখার বিষয়। ।

{কারো কোন তথ্য এর ব্যপারে কনফিউশন থাকলে Feel free to ask}

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ২:৫২

বাংলাদেশী দালাল বলেছেন: আল্লাহ পাক গাজা বাসীদের সহায় হোন।

চমৎকার পোস্ট ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৩:০৩

যাযাবর চিল বলেছেন: আমিন। ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

সুরাজ হাসান বলেছেন: উহ......এখন একটু হলেও অনেক সস্তির নিশসাস পড়ছে...আপনাকে অনেক ধন্যবাদ এমন সত্য কিছু জিনিষ উপস্থাপন করার জন্য

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

নিজাম বলেছেন: যে কোন ভাল সংবাদই মনে আনন্দ হয়। কিছুটা হলেও আপনার তথ্যে ভাল লাগছে। গাজা হামলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রকৃতপক্ষে মুসলমানদেরই বেশি, ইসরাইলের সামান্য। প্রকৃতপক্ষে, মুসলমানদের উপর থেকে আযাব-গজব হটানোর একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম মেনে চলা। বর্তমান বিশ্বের শতকরা কতজন মুসলমান আল্লার হুকুমের উপর আছে? ইসলামের পাঁচটি ভিত্তি তথা ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ্ব কতজন মুসলমান পালন করছেন? যতদিন পর্যন্ত আমরা এগুলি মেনে না চলব ততদিন আমাদের উপর থেকে অত্যাচার কমবে না। আজ ইসরাইল হামলা করছে, কাল অন্য কেউ হামলা করবে।

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

যাযাবর চিল বলেছেন: পারশিয়ালি একমত।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টের তথ্যগুলো ভালোই লাগল। হামাস যে একেবারেই পিছিয়ে নেই, তা জেনে কিছুটা হলেও শান্তি পাচ্ছি।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

যাযাবর চিল বলেছেন: শুকয়িয়া।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

রিফাত হোসেন বলেছেন: ভাল লাগল কিন্তু আদতে এই যুদ্ধে বাহ্যিকভাবে হামাস হেরে যাবে তবে ইজ্রায়েল কখন ই জয়ী হতে পারবে না, যুদ্ধ চলবে অনন্ত কাল।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

রিফাত হোসেন বলেছেন: ভাল লাগল কিন্তু আদতে এই যুদ্ধে বাহ্যিকভাবে হামাস হেরে যাবে তবে ইজ্রায়েল কখন ই জয়ী হতে পারবে না, যুদ্ধ চলবে অনন্ত কাল।

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯

যাযাবর চিল বলেছেন: Click This Link

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১

মুদ্‌দাকির বলেছেন:

অনেক কিছুই হজম হলনা!!! তবে হলেই ভালো হত !!

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

যাযাবর চিল বলেছেন: মুদ্‌দাকির ভাই কোন জিনিশ হল না বলেন। দেখি হাজমলার ব্যবস্থা করা যায় কিনা। ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৮

ভুং ভাং বলেছেন: আল্লাহ পাক গাজাবাসীদের হেফাজত করুক ।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

যাযাবর চিল বলেছেন: আমিন।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

যাযাবর চিল বলেছেন: আমিন।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৮

ভুং ভাং বলেছেন: আল্লাহ পাক গাজাবাসীদের হেফাজত করুক ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

শুঁটকি মাছ বলেছেন: মানবতার জয় হোক

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪১

যাযাবর চিল বলেছেন: হবেই।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

মুদ্‌দাকির বলেছেন:





হাজমোলা =p~ =p~ =p~ =p~ =p~

ঠিক আছে

১) হামাসকে চরম শিক্ষা দিতে এবং হামাসের রকেট মজুদ ও টানেল ব্যবস্থা ধংসের জন্য গত ২৭ দিন আগে শুরু হওয়া হামলায় ইজরাইল তেমন কিছুই করতে পারে নি।


আসলেই কি তেমন কিছুই করতে পারে নাই, ইসরাইল ??


২) ইজরাইল এর আর্মি হামাস এর স্লাইপার যোদ্ধাদের কাছে রীতিমত অসহায়।


আসলেই কি তাই? চাইলে ওরা ট্যাংক নিয়ে দ্রুত ঢুকতে পারে, চাইলে প্যারা ট্রুপার নামাতে পারে !! আমর তো মনে হয় ওদের ইচ্ছা প্লেনিং আর আমেরিকার গোপন গ্রিন সিগনালের ব্যাপার মাত্র!!



৩) এই অসম গণহত্যা চালাতে ইজরাইলের অর্থনীতির অব্যস্থাও নাজুক। এই ধাক্কা সামাল দিতে ইতিমধ্যে তারা আমেরিকার কাছে কয়েক বিলিয়ন ডলার সাহায্যে এর জন্য জোর লবিং শুরু করেছে।

ভাই দুনিয়ার সকল ইহুদি, ইহুদি সূত্রে ইসরাইলের নাগরিক, মানে এদের একপা ইজরাইলে আরেক পা অন্য কোন দেশে, আর এরাইতো নাকি বিশ্ব অর্থনীতি কন্ট্রোল করছে, তাহলে হাউ কাম যে ওরা অর্থের অভাবে আছে????



৪) তারা হামাস এর মাএ ৫-৬ জন এর বেশি যোদ্ধাকে হত্যা করতে পারে নাই। বন্দী করতে পারে নি কাউকে। উল্টো ইজরাইল আর্মির একজন সদস্য হামাসের কাছে আটক।


আপনি যখন এই মন্তব্য পড়বেন তখন হয়ত ১৯০০ হয়ে যাবে গাজায় নিহতের সংখ্যা, আমারা কনফিডেন্টলি কিভাবে বলতে পারি এর মধ্যে হামাসের মাত্র ৫-৬ জন??


৫) স্লাইপার যোদ্ধার ভয়ে তারা গাজার ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না।


আসলেই কি তাই? চাইলে ওরা ট্যাংক নিয়ে দ্রুত ঢুকতে পারে, চাইলে প্যারা ট্রুপার নামাতে পারে !! আমর তো মনে হয় ওদের ইচ্ছা প্লেনিং আর আমেরিকার গোপন গ্রিন সিগনালের ব্যাপার মাত্র!!



৬) তবে এর এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিক্রিয়াও হজম কারা ইজরাইলের জন্য সহজ হবে না। সারা বিশ্বের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে দাড়িয়ে গেছে।


এক মাত্র অন্য আরব আর আমেরিকা ইংল্যান্ড ছাড়া সবাইতো ইতিমধ্যে প্রকাশ্যে না করেছে, কিন্তু do they really care ???


৭) সারা বিশ্বে শুরু হয়েছে ইজাইলি পণ্য বয়কট এর ক্যাম্পেইন।


কেমনে, এইতো গত কাল amazing spiderman দেখলাম, হইতে পারে আপনিও দেখসেন!! স্টেনলি থেকে শুরু করে সবাইতো ইহুদি । কিভাবে করবেন ওদের পন্য বয়কট????


হাজমোলার আন্তরিক অপেক্ষায় ........................ :P :P :P

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪

যাযাবর চিল বলেছেন: তিন নম্বর হাজমোলা= Click This Link

চার নম্বর= ইজরাইলও দাবি করে নাই তারা হামাস এর কতজন যোদ্ধাকে হত্যা করতে পরেছে। জাতিসংঘ বলেছে নিহতের ৯০% এর বেশি বেসামরিক (লিংক দিলাম না। কারন এটা এভেলএবেল) । কোন মিডিয়া এ নিয়ে নিউজ করে নাই। হামাস নিজে বলেছে ৩ জন এর কথা। আমি হামাস এর কথা বিশ্বাস করেছি। আপনি নাও করতে পারেন এ ক্ষেএে আমি বিতর্কে যাব না।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭

যাযাবর চিল বলেছেন: ১। এক নম্বর হাজমোলা লেখাতেই আছে। এ পর্যন্ত কোন রকেট মজুদ এর সন্ধান পায় নি ও টানেল ব্যবস্থা এরও কিছু করতে পারে নাই। আবার পড়েন প্লিজ। খালি আন্ধার মত বাচ্চাদের মারতাছে।
২। দুই নম্বর হজমলা= Click This Link

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

যাযাবর চিল বলেছেন: ৫ নম্বর = Click This Link এবং Click This Link

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

যাযাবর চিল বলেছেন: ৬ নম্বরটাও ব্লগেই আছে। টুটারের একটি পরিসংখ্যান দিসি দেখেন। আর নিউজ একটু দেখলেও তো জানার কথা গাজা হামলার পর থেকে ল্যাতিন আমেরিকার অনেক দেশ এর সাথে ইজরাইলের এখন কি সম্পর্ক।আর আমি বলছি মানুষ বলি নাই সরকার।
৭ নম্বর এর উওর ৩ নম্বর হাজমোলাতেই আছে। :)

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এই যুদ্ধের শেষ কোথায় তা এখনই এভাবে বলা যাচ্ছেনা। তবে আপনার পোস্ট ভাল হয়েছে। মানবতার জয় হোক।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

যাযাবর চিল বলেছেন: এখন পাশার ফাঁদে আটকে পড়া ইজরাইল শেষ দান কি দেয় এটাই দেখার বিষয়। । - আমার ব্লগের শেষ লাইন। ভাই

১৪| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

ইছামতির তী্রে বলেছেন: আপনার লেখা পড়ে বেশ ভাল লাগছে। আসলে জাতিগতভাবে ইহুদীরা বিশ্বাসঘাতক, কাপুরুষ ও ভীরু। এর হাজার হাজার প্রমাণ আছে। সম্মুখ যুদ্ধে ওরা বিড়ালের চেয়েও নিম্নমানের। ওরা পারে শুধু নিরীহ মানুষদের হত্যা করতে। আপনার লেখাতেই এর সত্যতা মেলে।
যাইহোক, এই অঞ্চল বা হাদিসে বর্ণিত 'বালাদে শাম' বা শাম অঞ্চল (লেবানন, জর্দান ও ফিলিস্তিন) নিয়ে যুদ্ধ চলছে হাজার বছর ধরে। এই অঞ্চল হাজার হাজার নবী-রাসূলের আবাসভূমি। তাই এটার দখল নিজেদের হাতে রাখার প্রাণান্ত চেস্টা সকলেই করে। ইতিহাস সাক্ষ্য দেয়, এই অঞ্চল যাদের করায়ত্তে থকবে তারাই দুনিয়ার আসল শক্তি। ক্রুসেডের মূল কারণ এটাই। যুগে যুগে এই এলাকার দখল নেয়ার জন্য শত-সহস্র প্রাণ গেছে। এর শেষ এখনো দেখা যাচ্ছে না।
ইহুদিরা অভিশপ্ত জাতি। মহান আল্লাহ পাক স্বয়ং তাদের পরিত্যাগ করেছেন। ওরা দূরাচার। ওদের ধ্বংস অবশম্ভাবী। এসব ওরা জানে। ওদের কাছে নীতি-নৈতিকতা বলে কোন শব্দ নেই।
কোরআনের ভাষ্য মতে আল্লাহর একটা দল সব সময় বিজয়ী হিসেবেই থাকবে। এটা ঐতিহাসিক সত্য যে, শত অত্যাচার করে কেউ কোনদিন টিকে থাকেনি। বরং অসত্যের পতন অবশ্যম্ভাবী। সুতরাং ইসরাঈলও একদিন ধ্বংস হবে। কেননা শত সহস্র শহীদের পথ থেকে ফিলিস্তীনীরা এক চুল সরে দাঁড়ায়নি। তাদের বিজয় অনিবার্য।
আল্লাহ সকল শহীদদের কবুল করুন। আমিন।
আপনার কথায় একজনের (মুদ্দাকির সাহেব)বেশ আপত্তি দেখা যাচ্ছে। মানে এই সকল তথ্য তার ভাল লাগছে না বোধহয়। তাকে আপনি জিজ্ঞেস করেন “আপনার প্রোপিক এর শানে নুযূল কি?” দেখবেন সে পালিয়েছে।

এই নিয়ে আমার একটি লেখা আছে। লিঙ্ক দিলাম। পড়তে পারেন। লিংক

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

যাযাবর চিল বলেছেন: দেখেছি ভাই তার পো পিক। আর আমি তাকে তার লিংক দিয়েছি। এর ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.