![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইটি ঘটনা।
ঘটনা এক- আজকের দিনটি নারী (পশ্চিমা) দের জন্য একটি ঐতিহাসিক দিন।
আজ থেকে ঠিক ৯৪ বছর আগে। ১৯২০ সালের ১৯ অগাস্ট। স্থান ওয়াশিংটন ডিসি। সময় বিকাল। আমেরিকার সংবিধান এর ১৯তম সংশোধনী কংগ্রেস এ পাশ হয়। পশ্চিমা জগতে মেয়েরা সর্বপ্রথম সরকারের পরোক্ষ সমালোচনা করার অধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার পায়।।
ঘটনা দুই- আজ থেকে প্রায় ১৩৮১ বছর আগের ঘটনা। ৬৩৩ সাল। স্থান মদিনায় খলিফার সরকারি কার্যালয়। সময় দুপুর। সেই সময়ের সবচেয়ে ক্ষমতাবান এবং প্রতাপশালী সম্রাট উমর বিন খাওাব (যার ভয়ে দুর্দান্ত বারজেনটাইন এবং পারস্য এর সম্রাটদের রাতের ঘুম হারাম) বিবাহ বিষয়ে একটি সরকারের একটি সিদ্ধান্ত ঘোষণা করেন। তখন একজন সাধারন মহিলা ( সাধারন মহিলা বলার কারন তার নাম পাওয়া যায় না ইতিহাসে। যদি বিশিষ্ট কেউ হতেন তাহলে অবশ্যই নাম পাওয়া যেত) বলে উঠলেন "যে ব্যাপারে হযরত মুহাম্মাদ সা কোন নিয়ম করেন নাই, উমরকে সে ব্যাপারে কথা বলার।" সম্রাট এর মাথা নিচু হয়ে গেল।ক্ষণিকের জন্য নিরব থাকলেন। এর পর বললেন, এই মহিলা ঠিক। উমর ও তার প্রশাসন ভুল। সিদ্ধান্ত প্রত্যাহার।
পার্থক্যটা এখানেই। (নারীবাদীদের) আর কিছু বলতে চাই না।।
©somewhere in net ltd.