![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার রাজা খুব সমস্যায় পড়লেন। রাজ্যে নানা সমস্যা জর্জরিত। প্রাজারা তাক্ত বিরক্ত। শুধু রাজার কাছে আসে নানা সমস্যার কথা নিয়ে। তখন নাসির উদ্দিন হোজ্জা রাজাকে একটা সুপার অ্যাডভাইস দিলেন। হোজ্জা রাজাকে বুদ্ধি দিলেন যে আপনি একটা কালো বিলাই বানান।
রাজা অবাক হয়ে বললো কালো বিলাই মানে?? এটা কিভাবে বানায়???
হোজ্জা বললো বাস্তবে বানাতে হবে না। এখন থেকে রাজ্যে যাই ঘটুক না কেন আপনি বলবেন সব কিছুর জন্য কালো বিড়াল-টাই দায়ী।
রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো এতে লাভ কি??
হোজ্জা বললো আপনি তো একা বলবেন না।
সাথে আপনার উজির, নাজির, পেপার, টিভি চ্যানলে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সবাই একই কথা বলবে। তখন আর কেউ আপনার কাছে আসবে না। সবাই কালো বিড়াল কেই দোষ দিবে। আপানার আর কোন ঝামেলা হবে না।
রাজা কিছুটা দ্বিধায় পড়লেন, বললেন এটা কাজ করবে?? জনগণ কি এত বোকা??
হোজ্জা জি জাহাপান। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার প্রজারা গড্ডল এর চেয়ে বেশি কিছু না।
রাজা তখন খুশি হয়ে বললো তথাস্তু
[ এটা লেখলাম সম্প্রতি জনপ্রিয় ইসলামি মুখ ফারুকি সাহেবের নির্মম হত্যা নিয়ে প্রচারনা দেখে। কোন ঘটনা ঘটলেই পুলিশকে ঠিকমত কাজ করতে দেওয়ার আগেই কালো বিলাই মানে জামায়াত, শিবির, মৌলবাদী, হেফাজত এর দিকে তীর তাক করা টা কিছু মিডিয়ার অসুখ এ পরিণত হয়েছে। {আমি বলছি না জাশি-হেফাজত ধোঁয়া তুলশি পাতা} তবে আগে থেকেই কিছু বলাটা অনেক সময় আরও ভাল করে বললে সব সময়ই খারাপ হয়ে যায়। যদি পড়ে দেখা যায় যে না ওরা এটা করে নাই তখন জামাত সুবিধা পেয়ে যায়। বলে আমাদের নামে এমনেই কথা বলা হয়। তবে সস্তা জনপ্রিয়তার জন্য থিওরিটা খারাপ না। স্বীকার করি ]
< যত দোষ, নন্দ ঘোষ। এই প্রবাদটি এর সার্থকতা বুঝতে পারছি >
[ গল্পটি কল্পিত]
©somewhere in net ltd.